![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দামে কম মানে ভাল, বাংলাদেশী ডাক্তার
আজ আপনাদের বলবো ১০ টি যোদ্ধা জাতি সম্বন্ধে যারা ছিল সত্যিকারের যোদ্ধা, যারা যুদ্ধ করতো সম্মানের সাথে, যারা যুদ্ধ করতো সম্মানের জন্য। চলুন জেনে নেই তারা কে ছিলেন, তারা কি ছিলেন। .....
১) Knight--
বিভিন্ন মুভিতে আমরা এদের দেখে থাকি। নাইটরা অশ্বারীহি বীর যোদ্ধা ছিল। এদের সারা শরীরে থাকতো বর্ম। এরা ছিল সবচেয়ে ধনি, ওয়েল ট্রেইন্ড ও সবচেয়ে সম্মানিত যোদ্ধা। এরা তাদের মিশন সম্পন্ন করার জন্য তাদের ছিল ঘোড়া, ফুল বডি আর্মার ও অস্ত্র-শস্ত্র। বলা হয়ে থাকে তাদের হত্যা করা ছিল ইতিহাসে সবচেয়ে কঠিন কারন তাদের সারা শরীর ছিল বর্ম দিয়ে ঢাকা। তাদের সারা জীবন কাটতো প্রশিক্ষন নিতে নিতে। এবং নাইট শুধু তারাই হতো যারা বীরের মত যুদ্ধ করে সার্ভাইব করতো এবং যারা বালক বয়স থেকেই নাইট হবার জন্য প্রশিক্ষন নিত। দীর্ঘ জীবনের প্রশিক্ষনের পর তারা পূর্ন বয়সের তারা এক এক জন নাইট হবার সৌভাগ্য অর্জন করতো। অনেকে হয়তো বলবেন কেন আমার লিষ্টে প্রথমে স্পার্টানস (Spartans) রা না এসে নাইটরা আসলো, তাদের জন্য বলি যে নাইটরা একই সাথে ছিল একজন সম্মানিত ব্যাক্তি ও বীর যোদ্ধা। তারা রাজার আদেশে স্পাই হিসাবেও কাজ করতো, রাজার নিরাপত্তার দিকটাও নাইটরা দেখতো।
২) Spartans--
আপনে ভাবতাছেন স্পার্টানরা কেন এক নাম্বার রা নাই, তাই না। স্পার্টান কালচারটাই হলো পুরুষদের যুদ্ধ ও যোদ্ধা হবার প্রশিক্ষন নেয়া। তারা বলতো, “come back with the shield or on top of it” তার মানে হলো যদি জয়ী হও তবেই ফেরত এসো। তৎকালিন দুনিয়ার সবচেয়ে কঠিন যোদ্ধা তারা এবং তারা যুদ্ধক্ষেত্রে মৃত্যুর আগে পর্যন্ত যুদ্ধ করতে। যুদ্ধ করতো যতক্ষন না সবাই মারা যেত। বলা যায় তারা ছিল যুদ্ধবাজ জাতি। '300' মুভিতে আমরা তাদের স্বভাব দেখতে পারি। যুদ্ধ ছিল তাদের অবসেশন, প্যাশন ও হবি।
৩) Vikings--
ভাইকিং - অতীত ইউরোপের ত্রাস ও সন্ত্রাস! প্রাচীন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা। তারা লুট-পাট করতো এবং আত্মসাৎ করতো সারা ইউরোপ জুড়ে। তারা ছিল হিংস্র এবং তাদের দৈহিক উচ্চতা অনুযায়ী অস্ত্র ব্যবহার করতো, যে যত বড় দেহের অধিকারী তার তত বড় অস্ত্র। তারা ছিল নিষ্ঠুর ও বিশালদেহী, তারা কুড়াল, তলোয়ার ও বর্শা ব্যবহার করতো তাদের পথে পরে যাওয়া শহরের পর শহরের ধ্বংশ করতে। এমনকি তাদের ধর্মও ছিল যুদ্ধ এবং তারা বিশ্বাস যখন আপনি মারা যাবেন তখন আপনি একটি যুদ্ধে যোগ দিবেন যে যুদ্ধ কখনোই শেষ হবে না। তারা শধু সৈনিকই হতে চাইতো এবং যুদ্ধক্ষেত্র ছিল তার যোদ্ধা হবার প্রমানের পথ। উল্টানো-দিকে, তারা ছিল অবিশ্বাস্যভাবে ভাল ব্যবসায়ীদের তাই তারা ইউরোপ অনেক ভাল জিনিস আনে।
৪) Ninja--
নিনজারা ছিল চুরি ও সাবটাজের গুরু। বাস্তবে তারা ছিল কৃষক যারা সামুরাইদের আক্রমন থেকে বাঁচার জন্য প্রশিক্ষন নিচ্ছিল কিন্তু যারা ঘটনাক্রমে হয়ে যায় কাল্পনিক হত্যাকারী (assassins)। তারা কানাতা (Kanata) ব্যবহার করতো। কানাতা মানে হলো নিনজা সোর্ড, ব্লো-গান, নিনজা স্টার ও kusarigama(শিকলের এক প্রান্ত নিনজা ধরে থাকে অন্য প্রান্তে একটি চাকু বা কুড়াল বা চাপাতি লাগানো থাকে)। তারা "shadow warriors of the night" নামে পরিচিত। মানুষ তাদের ভয় পেত তাদের তড়িৎ গতিতে হত্যা ও গায়েব হয়ে যাওয়ার ক্ষমতাকে। তারা ষক্ষ মার্শাল আর্ট এক্সপার্টও ছিল।
৫) Samurai--
সামুরাইরা ছিল জাপানের নাইট ও কাতানায় খুবই দক্ষ। তারা ভারী অস্ত্র সজ্জিত ও বর্ম দ্বারা আবৃত এবং তারা তাদের মালিক বা রাজাদের জন্য মরতেও সর্বদা প্রস্তুত। তাদের সোর্ড এতোই ধারালো যে তা এক কোবে একটা মানুষকে দুই টুকরা করে ফেলতে পারে, এতো ধারালো অস্ত্র দুনিয়াতে আর নেই। তারা yumi চালনায়ও দক্ষ ছিল। তারা ছিল পেশাদার সৈনিক ও তারা এটা জেনেই লড়াই করতো যে তাদের সম্মান তাদের জীতে। তাদের নিষ্ঠুর ব্যবহারের জন্যই কৃষকেরা সামুরাইদের বিপক্ষে চলে যায় এবং নিনজার জন্ম হলো।
৬) Apache--
Apaches দের বলা হয় আমেরিকার ninjas। তারা নিশব্দে আপনার পিছনে দাড়াবে এবং আপনার বুঝার আগেই আপানার গলা কেটে ফেলবে। তারা আদিম কাঠ এবং হাড় ব্যবহার করতো বেশিরভাগ অস্ত্র তৈরিতে। তারা ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ ছুরি-যোদ্ধা এবং কুঠার নিক্ষেপে খুবই ভাল। তারা যুক্তরাষ্ট্রের দক্ষিন-পশ্চিমে লুটপাট,হামলা করতো এবং তাদের উচ্ছেদ করতে এমনকি সামরিক বাহিনীরও কষ্ট প্রহাতে হয়েছিল। তারা গেরিলা যোদ্ধা হিসাবে ছিল খুবই ভাল এবং তাদের উত্তরাধিকাররা আজ আধুনিক দিনের স্পেশাল ফোর্সকে কিভাবে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট শেখান।
৭) Roman Legion--
রোমান সেনাবাহিনী মূল স্তম্ভ যাদের কারনে রোমান সাম্রাজ্য আকার ও শক্তিতে ছড়িয়ে পরেছিল বহুদূর পর্যন্ত ছিল। তাদের ছিল অতুলনীয় নেতৃত্বদানের দৃঢ়তা, তারা ছিল বর্ম এবং ঢাল আবৃত ভারী পদাতিক সৈন্যবাহিনী যা প্রাচীন গ্রীক অস্ত্রের উন্নত সংস্করন। তারা ছিল ঢালের সাথে তলোয়ার-বর্শায় দক্ষ যোদ্ধা। তারা ধনবান সৈন্য ছিল যারা বেষ্ট অস্ত্র ও বর্ম তৈরি করাতো। তারা ছিল শৃঙ্খলাবদ্ধ ও সশস্ত্র এবং তাদের উন্নত রন-কৌশল তাদের সাম্রাজ্য বহুদূর পর্যন্ত বিস্ত্রিত ছিল।
৮) Mamluks--
মামলুক ছিল ''স্লেভ'' সৈনিক যারা ইসলাম ধর্মে রূপান্তরিত হয় এবং মধ্যযুগে মুসলিম খলিফার জন্য যুদ্ধ করতো। সময়ের সাথে সাথে, তারা এতোটাই শক্তিশালী সামরিক জাতিতে পরিনত হয় যে তারা প্রায়ই ক্রুসেডার্সদের পরাস্ত করতো। একাধিক বার কখনো কখনো, তারা নিজেরাই ক্ষমতা গ্রহন করতো উদাহরণস্বরূপ, মামলুক সুলতানাত ১২৫০-১৫১৭ সাল পর্যন্ত মিশরের শাসক ছিল। মামলুকরা ইসলামে রূপান্তরিত হবার পর তারা ক্যাভালারি সৈন্য হিসাবে প্রশিক্ষণ নেয়। মামলুকরা যেমন সাহসী ও উদার ছিল এবং তেমনি কৌশলে, অশ্বারোহনে, ধনুর্বিদ্যায় এবং চিকিত্সাশাস্ত্রে তারা ছিল খুবই দক্ষ।
৯) Mongol Warriors--
মোঙ্গলদের কথা আমরা সবাই জানি। তাদের ইউরোপ এবং এশিয়ায় আধিপত্য ছিল এবং ইতিহাসে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ছিল , তাদের সামরিক কমান্ডার ছিল চেঙ্গিস খান যিনি বিশ্বের বৃহত্তম সাম্রাজ্য গড়ে তোলে। তারা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ছিল এবং ঘোড়ার পিঠ চরে তিরধনুক ব্যবহারে দক্ষ। তারা মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং ভীতিপ্রদর্শনে বিখ্যাত ছিল।
১০) Aztecs--
আর্যটেসরা ছিল বিখ্যাত সৈন্য এবং যুদ্ধের ময়দানে তারা ছিল নির্মম। তারা সাধারণত ঈগল বা জাগুয়ার মত পোশাক পরিধান করতো। তারা তীর-ধনুক-বর্শার মত আদিম অস্ত্র ব্যবহৃত কিন্তু খুবই কার্যকারিতা সঙ্গে তাদের ব্যবহার
করতো। “Shorn Ones” (Cuachicqueh) ছিল তাদের সর্বশ্রেষ্ঠ ওয়ারিয়র্স। তারা অনেক আধুনিক অস্ত্রশস্ত্র সজ্জিত স্পেনীস বাহিনীর দ্বারা ঘটনাক্রমে পরাজিত হয় কিন্তু তারা তাদের বীর ওয়ারিয়র্সদের জন্যই সাম্রাজ্য বহু দিন টিকে ছিল।
সবাইকে শুভকামনা , আজ এ পর্যন্তই ...
আমার "কত অজানা রে" সিরিজ:
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-উৎসব (কত অজানা রে পার্ট-১)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-কম্পিউটার মাউস (কত অজানা রে পার্ট-২)
পৃথিবীর যত কিছু আজব-অদ্ভুত ... আজকের বিষয়-প্রাকৃতিক গরম পানির লেক (কত অজানা রে পার্ট-৩)
পৃথিবীর যত কিছু আজব-অদ্ভুত ... আজকের বিষয়- জাপানের কিছু পুকুর যাকে তারা 'হেল' বা নরক বা জিগোকু বলে (কত অজানা রে পার্ট-৪)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-দুবাই ওয়াল্ড (দেখলেও পস্তাইবেন না দেখলেও পস্তাইবেন) (কত অজানা রে পার্ট-৫)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-ক্রেজিয়েষ্ট ম্যানমেইড ফাউনটে (কত অজানা রে পার্ট-৬)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয় - জিওলজিকাল বিশ্ময় (এর অনেক গুলো আজ প্রথম দেখবেন) (কত অজানা রে পার্ট-৭)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-এক্সট্রিম বডিবিল্ডার (কত অজানা রে পার্ট-৮)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-জীবন্ত পাথর (পাথর কেটে বানানো বিশাল মূর্তি) (কত অজানা রে পার্ট-৯)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-ভুতুড়ে শহর (কত অজানা রে পার্ট-১০)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-"পারফেক্ট" ক্রাইম (কত অজানা রে পার্ট-১১)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-ট্রেজার শিপ, গুপ্তধনের সন্ধান (কত অজানা রে পার্ট-১২)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-নিষ্ঠুরতম নারীরা যারা নাৎসি বাহিনীতে কাজ করতো (কত অজানা রে পার্ট-১৩)
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫
সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ...
২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
পরিবেশ বন্ধু বলেছেন: এসব পুরনো ইতিহাস
ভাল লাগল
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮
সেচ্ছাসেবক বলেছেন: আমারও ... অসম্ভব ভাল লাগে ...
৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১
রিমন রনবীর বলেছেন: আপনাকে অনুসরনে না নিলে অন্যায় হয়ে যাবে।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০২
সেচ্ছাসেবক বলেছেন: আম্মা দেখে যাও, আজ প্রথম কেও তোমার ছেলেকে অনুসরন করলো ... অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে ... আমার ব্লগের ডান পাশের উপরের দিকে "অনুসরন করুন" বাটন টা আছে, তার পরও আপনে যদি আমার সাথে অন্যায় করেন তাহলে জাতি আমারে মাফ করবে না ...
৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
দায়িত্ববান নাগরিক বলেছেন: ভাইয়ে তো বস! অনুসরন করছি।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫
সেচ্ছাসেবক বলেছেন: আম্মা দেখো আর একজন দায়িত্ববান নাগরিক ও ব্লগারও তোমার ছেলেকে অনুসরন করছে... অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ...
৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
তামিম ইবনে আমান বলেছেন: অসাম সিরিজ হচ্ছে
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১১
সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ আপনাকে ...
৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৯
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ভালো লিখছেন , ঠিক একই বিষয়ের উপর আমি দুই পর্বের একটা সিরিজ লিখেছিলাম
পৃথিবীর ইতিহাসের কিছু পরাক্রমশালী যোদ্ধাদের কথা ( ১ম পর্ব
পৃথিবীর ইতিহাসের কিছু পরাক্রমশালী যোদ্ধাদের কথা ( ২য় পর্ব
আর নিনজাদের অস্ত্রের নাম কাতানা না , ওটা সামুরাইদের তরবারীর নাম
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২২
সেচ্ছাসেবক বলেছেন: আপনে শিওর ??? তাহলে আমি চেন্জ করে দিব। আমি যে সাইট টা দেখে অনুবাদ করেছি তাতে যা লেখা ছিল তাই লিখেছি, ধন্যবাদ ...
আপনেরে আমি অনুসরন করি ... "বিশ্বাসঘাতক" দের নিয়ে লেখাটা অসাধারন ... আমাদের আগ্রহের বিষয়বস্তু মনে হয় একই ...
৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০২
তন্ময় ফেরদৌস বলেছেন: কল্পবিলাসী স্বপ্ন এর পোস্ট টা আগে পড়েছিলাম।
ভালো লিখেছেন ++++
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৬
সেচ্ছাসেবক বলেছেন: জোস লেখা কল্পবিলাসী স্বপ্নের .... আমিও আগেই পড়েছি ... আমার লেখার ধরনও অনেকটা তার মতই ... তার মত মজা করে লিখতে পারি কি না জানি না কিন্তু আমি ট্রাই করি ভাল লেখা দেবার জন্য ...
৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১১
অন্তরায়ন বলেছেন: ++++
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৫
সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ....
৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৭
*কুনোব্যাঙ* বলেছেন: সুন্দর পোষ্ট। তবে টপ টেনে মাউরিদের না দেখে একটু অবাক হয়েছি।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৭
সেচ্ছাসেবক বলেছেন: ভাই , আমি তো আর উইকিপিডিয়া না ... আমার জানার একটা সীমা আছে ... বারবেরিয়ান দের কথাও কিন্তু লিখি নাই ...
১০| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৪
রাইসুল সাগর বলেছেন: চমৎকার পোষ্ট + এবং প্রিয়তে।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৭
সেচ্ছাসেবক বলেছেন: থ্যাংকু ...
১১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৬
রিমন রনবীর বলেছেন: খিকজ!!
আপনের আম্মাজান ঘুমায়ে আছে। এত রাইতে ডিস্টাব দিয়েন না
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৭
সেচ্ছাসেবক বলেছেন: হিঃহিঃহিঃ
১২| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৪
মহামহোপাধ্যায় বলেছেন: কল্পবিলাসী স্বপ্ন ভাইয়ের টা পড়া ছিল, আপনার টাও পড়লাম। দুটোই চমৎকার।
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৯
সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ...
১৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৭
ওবায়েদুল আকবর বলেছেন: সরি ব্রো কল্পর পোস্টেও বাগড়া দিছিলাম আপনার পোস্টেও একটু বাগড়া না দিয়ে পারলামনা। আপনি বলেছেন
তাদের সামরিক কমান্ডার ছিল চেঙ্গিস খান, যার ছিল একটি মাএ পা এবং সে এই একটি মাএ পা নিয়েই বিশ্বের বৃহত্তম সাম্রাজ্য গড়ে তোলে
চেঙ্গিস খানের এক পা ছিলনা চেঙ্গিস খানের দুই পাই ভালো ছিল। এক পা খোড়া ছিল তাতাড় সেনা তৈমুর লং এর। তৈমুর সৈনিক হিসেবে চেঙ্গিসের সমমাপের অথবা তার চেয়েও ভালো ও কুশলী ছিল। তবে সৈন্যদের আনুগত্য চেঙ্গিসের উপর বেশী ছিল। তারা চেঙ্গিস খানকে দেবতার মত পূজা করত। এখন আপনি ঠিক করুন আপনি কাকে বুঝাতে চাচ্ছেন মঙ্গোল নেতা চেঙ্গিস খানকে নাকি তৈমুর লঙকে?
দ্বিতীয় মত হল সর্বকালের সবচেয়ে সেরা সৈন্যদল বলে আমার মনে হয় আলেক্জান্ডারের সেনাবাহিনী আর জার্মানীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনাবাহিনীকে। দুইটা বাহিনীই তাদের তুলনায় সংখ্যায় ভারী সেনাবাহিনীকে শ্রেফ উড়িয়ে দিয়ে ইতিহাস গড়েছে এবং দ্রুত বিজয় ছিনিয়ে নিয়ে আসার জন্য বিখ্যাত ছিল। আমি জানিনা এই দুই সৈন্য বাহিনীকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন। যদিও আলেক্জান্ডারের সৈন্যবাহিনীতে উল্লেখযোগ্যসংখ্যক স্পার্টান সৈন্য ছিল।
মুসলিম বীর খালেদ বিন ওয়ালিদও সেনাপতি হিসেবে আলেক্জান্ডারের মত অপরাজেয় ছিলেন এবং সেও আলেক্জান্ডারের মত না হলেও সংখ্যাধিক্যে দুর্বল হওয়া সত্বেও বিজয় ছিনিয়ে নিয়ে আসতে সক্ষ্যম ছিলেন। নির্দিষ্ট সময়ের সাপেক্ষে এই জাতিরা আসলেই মারাত্মক সেনা দের জন্ম দিয়েছে। একবার খেয়াল করেন সময়ের পরিক্রমায় ভাইকিংদের অন্চল স্ক্যান্ডিনিভিয়া থেকে জাত সৈন্য জন্ম নিচ্ছেনা, মঙ্গোলীয়ানরাও এখন নির্জীব, এরাবিয়ান বা মিশরীয়রা সৈন্য হিসেবে তৃতীয় শ্রেণীর, রোমানরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছিল হিটলারের গলার কাটা আর গ্রীস তো মনে হয় দুই হাজার বছর ধরে জাত সৈন্য জন্মানোই ভূলে গিয়েছে। আবার অন্যদিকে দেখেন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে বীরত্বের জন্য অনেকে আমাদের পাশের দেশের গুর্খাদের অনেক প্রশংসা ব্রিটিশরাই করে। অথচ এই অন্চলে এদের সেরকম ঐতিহ্য কই!!!! আমার মনে হয় নির্দিস্ট করে কোন জাতিকে না দিয়ে কোন সেনাপতির আমলে কোন সেনাবাহিনী সবচেয়ে ভালো করেছে তার উপর ভিত্তি করে একটা র্যাংকিং করলে সেটা বেশী গ্রহণযোগ্যতা পাবে।
তার মানে এই না যে আপনার এই তালিকার সাথে আমার প্রচন্ড দ্বিমত আছে। কল্পর লিস্টের চেয়ে আপনার লিস্ট টাই আমার কাছে এপ্রোপ্রিয়েট মনে হইছে। সত্যি বলতে কি আমি আপনার ক্যাটাগরিতে চিন্তা করলে ঠিক এদেরকেই স্থান দিতাম। তবে কিছু কিছু সেনাপতির অধীনে তাদের সৈন্যবাহিনী যেভাবে পারফর্ম করেছে সেটা রীতিমত বিস্ময়কর।
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯
সেচ্ছাসেবক বলেছেন: একে বাগড়া বলতাছেন কেন?? আপনে আমার উপকার করতাছেন। আমার মনে হয় আমার ব্লগকে নির্ভুল করতে আপনাদের মত সহব্লগারদের সাহায্য দরকার।
হাহ ... এই হয় যখন আপনে ডাক্তার হবেন আর লিখতে বসবেন ইতিহাস নিয়ে। ... হাঃ হাঃ হাঃ ... আমি চেঙ্গিস খান-তৈমুর লং কে নিয়ে গুলিয়ে ফেলেছি। :> :!>
গুর্খাদের নিয়ে কাল রাতে একটা আর্টিকেল পড়ছিলাম ... ইংরেজদের আর্টিকেল পড়লে মনে হয় যে তারা ছাড়া বাকি দুনিয়ায় কোন যোদ্ধা জাতি হইতেই পারে না।
তবে আমার মনে হলো আপনে এই ব্যপারে একটা পোষ্ট দিলে খুব ভাল হতো। ডিটেইলস বর্ননা সহকারে।
আলেকজান্ডারের চেয়ে আমার হিটলারকে সেনাপতি হিসাবে বেশি পছন্দ। হিটলারের মত সেনানায়ক আমি দেখি নাই। একটা পূরো জাতির উপর এতোটা প্রভাব আর কেও কি বিস্তার করতে পারছে কি না আমার জানা নাই। কিন্ত তাকে সমর্থন করার মত কিছুই নাই।
আমি এখনই ঠিক করে দিতাছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৮
আজব মানুষ০০৯ বলেছেন: মাথার ভিত্তে এত্ত কিছু রাইখে ঘুমান ক্যাম্তে
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫২
সেচ্ছাসেবক বলেছেন: বালিশে মাথা রেখে ... এক ঘুমে রাত কাবার ... :-< :-<
১৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৬
রোলেন বলেছেন: ++++
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০
সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ...
১৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
আমি মুখতার বলেছেন: সব সিরিজ পড়তে পড়তে আমি শেষ। আফনেরে অনুসরণ করবার লাগলাম।
আমার কাছে খালিদ বিন ওয়ালিদ (রাঃ) এর সময়কার মুসলিম বাহিনী one of the best । শুধু মুসলমান বলে ইতিহাস তাকে মুল্য দেয় নি। তা না হলে তিনিই ইতিহাসের শ্রেষ্ঠ ক্যাভালারি লিডার।
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
সেচ্ছাসেবক বলেছেন: হ্যা ... মুসলিমরা তো আজকাল ভিসা-ই পায় না আর আপনে ইতিহাসে জায়গা পাইতে চান ?????
ভাইরে আমাদের ইতিহাস আমাদের কাছে, আমাদের ইতিহাসকে আগে আমাদের সম্মান করতে শিখতে হবে, তারপর অন্যদের কাছে ...
১৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪
শের শায়রী বলেছেন: ভাল লাগল আপনার লেখা
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১
সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ....
১৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ছুপার লাইক+++++++++
পোস্ট প্রিয়তে নিছি।
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২
সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ...
১৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩
এম এ এইচ মিনা বলেছেন: সুপার লাইক .+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
সেচ্ছাসেবক বলেছেন: মিনা ... ... ধন্যবাদ ...
২০| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২
কালোপরী বলেছেন: ++++++
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪
সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ...
২১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪০
আমি ই মিসির আলি বলেছেন: চালায়া যান বস
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৬
সেচ্ছাসেবক বলেছেন: ঠিক আছে ... আপনেও পড়ে যেতে থাকেন বস ....
২২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪
আমি নষ্ট কবি বলেছেন: valo lagtase porte.
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯
সেচ্ছাসেবক বলেছেন: পড়ে যান .... থািমেন না কইলাম ....
২৩| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:১৫
অভি৯১৭৫ বলেছেন: পড়ে অনেক তথ্য জানতে পারলাম! সম্ভবত বিলুপ্ত যোদ্ধা জাতি নিয়ে আলোচনা সীমাবব্ধ রাখতে চেয়েছেন! আমার প্রিয় যোদ্ধা জাতি র্গোখাদের কথা নাই দেখে মনে কষ্ট পাইছি!!!
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৩৫
সেচ্ছাসেবক বলেছেন: ভাই আপনের কাছে আমার অনুরোধ রইলো গোর্খাদের নিয়ে লিখেন। আমি আসলে বিদেশি আর্টিকেল পড়ে লিখি তো, ওরা যোগ্য সম্মান দেয় না। আমার হাতে গোর্খাদের নিয়ে কোন বই নাই ....
২৪| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৯
এস এম কায়েস বলেছেন: আমি যতদূর জানি স্পার্টানরা সর্বসেরা যোদ্ধা ছিল।
১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬
সেচ্ছাসেবক বলেছেন: ভাই, দুনিয়ার সর্বসেরা যোদ্ধা জাতি হইলো বাঙ্গালী জাতি, যারা সব ধরনের প্রতিকুল পরিবেশে বাইচা থাকে ...
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬
অণুজীব বলেছেন: সিরিজটা ভালোই লাগতেছে।