নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বেচ্ছাসেবকের ব্লগে স্বাগতম। আমি ডাঃ সাঈদ, একজন দন্ত চিকিৎসক। এখন আগ্রহ আইটি সেক্টরে। নিজের কম্পানীর নতুন এপ hospitalin পাবেন প্লে স্টোরে।

সেচ্ছাসেবক

দামে কম মানে ভাল, বাংলাদেশী ডাক্তার

সেচ্ছাসেবক › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-দুনিয়ার সবচেয়ে দামী হীরা (কত অজানা রে পার্ট-১৫)

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

হীরা !! ডায়মন্ড !! এই শব্দ গুলোর সাথে মিশে আছে বহু মানুষের জীবন ও রক্ত। আমরা অনেকেই ব্লাড ডায়মন্ড মুভিটা দেখেছি। এই একটা বস্তু পুরো আফ্রিকাকে, আফ্রিকার মানুষের অবর্ননীয় কষ্টের কারন। মেয়েদের খুশি করানোর জন্য এর চেয়ে শক্তিশালী অস্ত্র আর নেই ;) আজকে বলবো দুনিয়ার সবচেয়ে দামী কিছু হীরার কথা। চলুন দেখি কে কোনটা চান, আর কে কোনটা কিনতে পারবেন। B-)



১) Koh-I-Noor--

কোহিনূর বা “Mountain of Light” বা "আলোক পর্বত" নামে খ্যাত এই হীরার ইতিহাস অতি দীর্ঘ এবং বর্ণাঢ্য। এর ইতিহাসের সূচনা ১৩০৪ সালে। প্রাচীনকালের সুন্দরী কুমারীর মতো এটিও বিভিন্ন রাজা বাদশাহ ও শাসকের হাত ঘুরে এখন স্থান পেয়েছে টাওয়ার অফ লন্ডনে। ষোড়শ শতাব্দীতে কোহিনূর মালওয়ার রাজাদের অধিকারে ছিল এবং পরবর্তীকালে তা মোগল সম্রাটদের হাতে আসে এবং সম্রাট শাহজাহান নির্মিত ময়ুর সিংহাসনের শোভা বর্ধন করে। মোগল সাম্রাজ্য যখন বিক্ষিপ্ত ও ধ্বংসের দ্বারপ্রান্তে তখন নাদির শাহকে আমন্ত্রণ জানানো হয় মুসলিম শাসনের গৌরবোজ্জ্বল দিন ফিরিয়ে আনতে সহায়তা করতে। কিন্তু তাকে প্রতিশ্রুত অর্থ না দিয়ে প্রতারণার আশ্রয় নেয়া হয়। কৌশলে তিনি মোগলদের কাছ থেকে কোহিনূর উদ্ধার করে নিয়ে যান ইরানে। কোহিনূর নামটিও নাদির শাহের দেয়া। নাদির শাহ নিহত হবার পর কোহিনূর আসে আফগানিস্তান সম্রাট হুমায়ুনের পুত্রের কাছে। আফগানিস্তান থেকে মহারাজা রণজিত্‍ সিং সেটি গ্রহণ করেন এবং শেষ পর্যন্ত রণজিত্‍ সিংএর পুত্র সেটি আনুষ্ঠানিকভাবে ১৮৫০ সালে তুলে দেন রাণী ভিক্টোরিয়ার হাতে। ১০৮.৯৩ ক্যারট ওজনবিশিষ্ট কোহিনূর প্রথমে রাণী ভিক্টোরিয়া ব্যবহার করতেন তার হাতে। এরপর সেটি স্থান পায় বৃটিশ মুকূটে। বলা হয়, এই প্রিসিয়াস হীরা টি অভিশপ্ত, যে রাজাই এই হীরাটি পেয়েছে সে ই তার রাজ্য হারিয়েছে। তবে যে সব রাজা এটি তার রানীদের দিয়েছেন তারা বেচে গেছে ;) উপমহাদেশের এক সময়ের অহংকার এখন বৃটেনে। কোহিনূরের মালিকানা নিয়ে আশির দশকেও বিতর্কের সৃষ্টি হয়েছিল। ইরান, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এমনকি বাংলাদেশ পর্যন্ত এর সত্ত্ব দাবি করেছিল। তবে বৃটিশ সরকার সব দাবিই প্রত্যাখ্যান করেছে এবং এসকল দাবী অযৌক্তিক বলে আখ্যায়িত করেছে। এর মুল্য নির্ধারন করা সম্ভব হয় নি। এর ছবি নেটে পেলাম না। সব দেখি রেপ্লিকার ছবি। [আমি কই জানি শুনছিলাম যে আসল কোহিনুর হীরা টি বাংলাদেশের পুরান ঢাকার একটা ব্যাংকের লকারে মালিকানা বিহীন ভাবে জমা আছে, আর যেইটা রানীর কাছে আছে সেইটা আসল কোহিনুরকে পাচারের হাত থেকে বাচাতে হীরার তৈরি রিপ্লিকা]



২) The Sancy Diamond



ফেকাসে হলুদ রং এর Sancy ডায়মন্ডের ওজন ৫৫.২৩ ক্যারেট (১১.০৫ গ্রাম) কাছাকাছি। এর প্রথম মালিক, নিকোলাস হারলাই, এর নামকরন করেন "Seigneur de Sancy", পরে এটি "The Sancy Diamond" নামে পরিচিত হয়ে উঠে। ধারনা করা হয় এটি ইন্ডিয়ান রিজিয়ন থেকে আসেছে। এখন এটা ফ্রান্সের লুভর যাদুঘরের অ্যাপোলো গ্যালারিতে রাখা আছে। এর দামও নির্ধারন করা যায় নি। B-)



৩) The Cullinan Diamond



এটি যখন উদ্ধার করা হয় তখন এর ওজন ছিল ৩১০৬.৭৫ ক্যারেট (৬২১.৩৫ গ্রাম) যা বর্তমান দুনিয়ার বৃহত্তম। এতো বড় হীরা বিশ্বের আর কখনও বা অন্য কোথাও পাওয়া যায়নি। এটিকে কেটে দুই টুকরা করা হয় এবং এর একটি Cullinan I or "Great Star of Africa" যার ওজন ৫৩০.৪ ক্যারেট (১০৬.১ গ্রাম) এবং অন্যটি Cullinan II or Lesser Star of Africa যার ওজন ৩১৭.৪ ক্যারেট (৬৩.৫ গ্রাম)। মনে প্রশ্ন জাগতাছে না যে ৬২১.৩৫গ্রামের একটি হীরা কেটে দুই টুকরা করলে ১০৬.১+৬৩.৫= ১৬৯.৬ গ্রাম হয় বাকী ৪৫১.৭৫ গ্রাম গেল কোথায় ? কাহিনী হলো এই হীরাটিকে ৯টি আলাদ আলাদ সেপ দেয়া হয়েছিল। তখন এই হীরা কাটা পরে। তাতে কিন্তু হীরার দাম কমে যায় নি বরং বেড়েছে, এর দাম ৩১,৯৩২,৮০,২৪,০৪২ টাকা (৪০০মিলিয়ন) মাএ !!! :-/



৪) The Hope Diamond



বিশ্বের সবচেয়ে বিখ্যাত হীরা এটি, হোপ ডায়মন্ড বিশ্বের সর্বাপেক্ষা পরিদর্শনকৃত দ্বিতীয় আর্টওয়ার্ক, Mona Lisa-এর পরে এটিই মানুষ বেশি দেখেছে। এটি একটি ৪৫.৫২ ক্যারেট (৯.১০ গ্রাম) ওজনের গভীর নীল হীরা যা স্মিথসোনিয়ান ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে ওয়াশিংটন ডিসিতে রাখা আছে। খুবই সুন্দর এই হীরাটিকেও অভিশপ্ত মনে করা হয়। এই হীরা নাকি যার হাতেই গেছে তারই নাকি সর্বনাশ করে ছেড়ে দিয়েছে। যত সর্বনাশ করেছে এর দাম তত বেড়েছে। বর্তমান মূল্য ২৭,৮২৯,২৮,৪২,৭০৪ টাকা ($৩৫০মিলিয়ন) মাএ !!! B-)B-)



৫) De Beers Centenary Diamond



এটির আকৃতি সব দিকথেকে এতো টাই নিখুত যে এর নামই হয়ে গেছে “perfect”। Gemological institute of America একে graded D তে তালিকাভুক্ত করেছে। এটি একটি ২৭৩.৮৫ ক্যারেট (৫৪.৭৭ গ্রাম) হীরা এবং তার চুড়ান্ত ফর্ম ১৯৯১ সালে ছিল উন্মোচন করা হয়। এর বর্তমান মালিক কে তা অজানা তবে ধারনা করা হয় এক আমেরিকা প্রবাসী ইহুদি এটি ২০০৮ সালে ৭,৯৫১,২২,৪০,৭৭২ টাকায় ($১০০মিলিয়ন) কিনে নেন। সস্তায় কিনছে কি বলেন ;)



৬) The Steinmetz Pink



স্টেইনমেট্স পিঙ্ক হীরা বর্তমান বিশ্বের বৃহত্তম এবং নিখুত গাড় গোলাপী রঙের হীরা। এটি ৫৯.৬০ ক্যারেট(১১.৯২গ্রাম) ওজনের, এটি প্রথম মে ২০০৩ সালে মোনাকোতে উন্মোচন করেন। এই হীরা টি এতোটাই রেয়ার টাইপ যে এটি কাটতে ৮ জন কারিগরের ২০ মাস সময় লেগেছিল। এটি Smithsonian’s “ The Splendor of Diamonds” exhibit-এ পদর্শিত হয়। এর মূল্য ১৯৮,৭৮,০৬,০৯৩ টাকা ($২৫মিলিয়ন)।



৭) Wittelsbach-Graff Diamond



Wittelsbach-Graff ডায়মন্ড একটি ৩১.০৬ ক্যারেট (৬.২১ গ্রাম) গভীর নীল হীরা। লন্ডনের জহুরি Laurence Graff এটি ২০০৮ সালে কিনে নেন। যে সময়ে, একটি নিলামে এটির সর্বোচ্চ মূল্য ২৩.৪ মিলিয়ন উঠে। Wittelsbach ডায়মন্ড হিসাবে পরিচিত। সেপ দেয়ার সময় এটি ৪.৪৫ ক্যারেট (890 মিলিগ্রাম) ওজন হাড়ায়। এর দাম ১৩০,৩৬,১১,৩৩১ টাকা ($১৬.৪মিলিয়ন)



৮) The Heart of Eternity Diamond



হার্ট আকৃতির প্রগাঢ় নীল এই হীরাটি ২৭.৬৪ ক্যারেট (৫.৫২৮ গ্রাম) ওজনের। এটা স্টেইনমেট্স গ্রুপের মালিকানধীন ছিল যা পরে Beers গ্রুপের কাছে বিক্রি করে দেয়া হয়। দক্ষিণ আফ্রিকাযর একটি হীরার খনিতে এটি পাওয়া যায়। খুবই রেয়র টাইপ এই হীরাটিকে ২000 সালে চুরি করা প্রচেষ্টা করা হয় কিন্তু চোরের দল ব্যর্থ হয়। এর দাম ১২৭,১৮,১৫,৯৩৩ টাকা ($১৬মিলিয়ন) মাএ। [আমার কাছে এইটা টাইটানিক মুভিতে দেখানো "হার্ট অফ দি ওসান" এর মত লাগছে, দুইটার ভিতর কোন কানেকশন আছে কি না বুঝতাছিনা, আপনেরা কিছু জানেন?]



৯) The Moussaieff Red Diamond



ভাইরে এইটার কাহিনী এক বড় কপাইলা কৃষকের। ১৯৯০ সালে ব্রাজিলের এই কৃষক Abaetezinho নদীতে গোসল করতে গিয়ে ৫,১১ ক্যারেট(১,০২২ গ্রামের) ওজনের এই হীরাটি ভাগ্যক্রমে পেয়ে যায়। লাল রং এর এই হীরাটি trilliant (triangular brilliant) সেপে কাটা। এর বর্তমান মালিক Moussaieff Jewelers Ltd। এর বর্তমান মুল্য ৫৫,৬৪,১৯,৪৭০ টাকা ($৭মিলিয়ন)



১০) The Allnatt Diamond



তার সাবেক মালিক, মেজর আলফ্রেড আর্নেস্ট Allnatt এর নামে এর নামকরণ করা হয়। Allnatt হীরা একটি রেয়ার উজ্জ্বল হলুদ হীরা যার ওজন ১০১.২৯ ক্যারেট (২০.২৫৮ গ্রাম)। এটাও দক্ষিণ আফ্রিকার একটি হীরার খনি থেকে উদ্ধার করা হয়েছে। এর বর্তমান মূল্য ২৩,৮৪,৬৫,৪৮৭ টাকা ($৩মিলিয়ন)



এখন বলেন ভাইয়ারা , আপুদের কে কোনটা কিনে দিবেন??? ;););) অবস্থা খারাপ :((:((:(( আপুদের কার কোনটা পছন্দ ??? :P:P:P



সবাইকে শুভকামনা , আজ এ পর্যন্তই ...





আমার "কত অজানা রে" সিরিজ:

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-উৎসব (কত অজানা রে পার্ট-১)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-কম্পিউটার মাউস (কত অজানা রে পার্ট-২)

পৃথিবীর যত কিছু আজব-অদ্ভুত ... আজকের বিষয়-প্রাকৃতিক গরম পানির লেক (কত অজানা রে পার্ট-৩)

পৃথিবীর যত কিছু আজব-অদ্ভুত ... আজকের বিষয়- জাপানের কিছু পুকুর যাকে তারা 'হেল' বা নরক বা জিগোকু বলে (কত অজানা রে পার্ট-৪)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-দুবাই ওয়াল্ড (দেখলেও পস্তাইবেন না দেখলেও পস্তাইবেন) (কত অজানা রে পার্ট-৫)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-ক্রেজিয়েষ্ট ম্যানমেইড ফাউনটে (কত অজানা রে পার্ট-৬)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয় - জিওলজিকাল বিশ্ময় (এর অনেক গুলো আজ প্রথম দেখবেন) (কত অজানা রে পার্ট-৭)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-এক্সট্রিম বডিবিল্ডার (কত অজানা রে পার্ট-৮)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-জীবন্ত পাথর (পাথর কেটে বানানো বিশাল মূর্তি) (কত অজানা রে পার্ট-৯)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-ভুতুড়ে শহর (কত অজানা রে পার্ট-১০)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-"পারফেক্ট" ক্রাইম (কত অজানা রে পার্ট-১১)





মন্তব্য ৬৬ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬

অণুজীব বলেছেন: ++++++

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ .... :)

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

ছোট গ্রাম বলেছেন: +

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... :)

৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

লাবনী আক্তার বলেছেন: ভালো লাগা রইল।

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪

সেচ্ছাসেবক বলেছেন: ভাইয়াকে কিন্তু আজই দেখাবেন কোনটা আপনার পছন্দ , না দিলে রান্না-বান্না বন্ধ। ;) :P

৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

কালোপরী বলেছেন: আমি হীরা পছন্দ করি না, গহনাই আসলে পছন্দ না শুধু কাঁচের চুড়ি ছাড়া। এখন তাও পরি না :(

মন খারাপ হয়ে গেল

পোস্টে প্লাস :)

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

সেচ্ছাসেবক বলেছেন: কন কি ?? মন খারাপ হয়ে গেছে ??? কেন ???? এইগুলাও কিন্তু কাচের মত দেখতে ... ভাইয়া কে বলেন কিনে দিতে , মন ভাল হয়ে যাবে ইনশাআল্লাহ .... :)

৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: B-) B-) বস!

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

সেচ্ছাসেবক বলেছেন: ;) ;) বস ...

৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

বলাক০৪ বলেছেন: মোটামুটি সব গুলাই পছন্দ ;)

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

সেচ্ছাসেবক বলেছেন: ভিটে-মাটি বেচে দেখেন কোনটা কিনতে পারেন .... ;)

৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

M R Rana বলেছেন: +++++

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... :)

৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

সর্দার বলেছেন: ++++++

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ .... :)

৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২২

কালোপরী বলেছেন: ভাইয়া আসল কোথ থেকে B:-) B:-) B:-)


অনেক ছোট ছোট শখ ছিল, সেগুলো মাঝে মাঝে মনে পড়ে এই আর কি :(

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

সেচ্ছাসেবক বলেছেন: ঞঁ ... ভাইয়া নাই ???? হবু ভাইয়াও নাই ??? ওকে ঠিক আছে মন খারাপের কিছু নাই ... চিয়ার আপ ... এখন চয়েস করে রেখে দেন বিয়ার পর ভাইয়া কিনে দিবে, ছোট ছোট গুলোর সাথে সাথে বড় বড় শখগুলোও পুরা হবে .... ;)

১০| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

নেংটি ইদুর বলেছেন: দেইখেন হীরার সৌন্দর্যে মুগ্ধ হইয়া কেউ আবার খাইয়া ফালায়েন না ;)
+++++

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

সেচ্ছাসেবক বলেছেন: ওরে ... এতো দামী খাবার নেংটি ইদুর কেন ধেরী ইদুরও খাবে না রে ...

ধন্যবাদ .... ;)

১১| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

হীরারক্‌স বলেছেন: এ-তো দেখি হীরার ছড়াছড়ি.... :-/

আমারে নিয়ে টানা-হেচড়ার কি দরকার ছিলো... :( :| :( /:)

আমি যে দামী সে তো সবাই জানে... #:-S

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

সেচ্ছাসেবক বলেছেন: ভাই আপনের প্রাইসটা যদি বলতেন তাহলে নিলামের ব্যবস্থা করতে পারতাম .... ;)

১২| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

পেন্সিল স্কেচ বলেছেন: ++++++ :)

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... :)

১৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

পরিবেশ বন্ধু বলেছেন: অনন্য হিরা পোস্ট
অসীম শুভেচ্ছা

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

সেচ্ছাসেবক বলেছেন: আপনেরে হীরক ধন্যবাদ ... ;)

১৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হৃদয়ের কাছে আর পাথরের কি দাম বলো!

হৃদয়ের চেয়ে দামী নয়কিছু
ঐ হৃদয়টাকেই বাঁচিয়ে রেখো...
পাথর দেখে খুশি হয়না পাথর
হৃদয়েই জাগে ঢেউ, মনে রেখো।। :)

২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২

সেচ্ছাসেবক বলেছেন: স্বপ্নের ভুবনে থেকে কি লাভ বল,
জেগে গেলেই তো জীবন এলোমেলো...

এ জীবনে হৃদয়ের দাম কে দিয়েছে বলো,
ঐ নির্জীব পাথরেই দৃষ্টি সবার,
হৃদয়কে ছুড়ে ফেলে কত জন,
পাথরের কাছে, সে তো দেবদাস হলো। ;)


[বুঝলাম আমি একজন জঘন্য কবি]

১৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩

নীল যে আকাশ বলেছেন: তথ্য বহুল লেখার জন্য ধন্যবাদ। লেখাটি আমার খুবই ভালো লেগেছে।

২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১

সেচ্ছাসেবক বলেছেন: আমি ধন্য. ...

১৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০

কালোপরী বলেছেন: হাহ আমি নিজেই কামাই করি না নাকি!!!!! শখ পূরণ করতে ভাইয়া লাগে নাকি, আমি নিজে একাই একশ B-)) B-)) B-)) B-))

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

সেচ্ছাসেবক বলেছেন: আপু আপু আপু .... .... .... (ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেললাম...চুচিলরা তাই বলে ;) )


আপনের এই ছোটভাই এর ফিউচারে যার সাথে ইয়ে মানে বিয়ে হবে তার জন্য একটা ইয়ে মানে ডায়মন্ড কেনে রাখা যায় না ??? :/ একটু শখ করলাম আর কি ... :)

১৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

উণ্মাদ তন্ময় বলেছেন: তথ্যে একটা ভুল আছে। সেইটা হইল- কোহিনূর এখন আমার কাছে B-)) B-)) B-))

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

সেচ্ছাসেবক বলেছেন: :-0 :-0 :-0 বুজছি .... কেন আপনের নাম উন্মাদ .... :-P :-P :-P

১৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২

doha057 বলেছেন: এমনেই সোনার (স্বর্ণ) যেই দাম মিয়া, বিয়া করুম কেমনে চিন্তায় আছি, আপনে আইছেন হিরার গল্প নিয়া :P ;) সুন্দর পোস্ট বাই দ্য ওয়ে :D

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

সেচ্ছাসেবক বলেছেন: ভাই সোনা কি জিনিস ??? খায় না মাথায় দেয় ??? আমি ভাবতাছি রুপা দিয়া বিয়া করমু ... উপরে সোনার প্রলেপ থাকলেও থাকতে পারে .... :) :) :)

১৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

সত্যচারী বলেছেন: হীরা ট্যাকা দিয়া কিনার সামর্থ্য নাই,

তাই ভাবতাসি আপনের ভাবীরে উপরের ১ অথবা ২ নম্বরটাই গিফট করমু, কারন ঐগুলারতো কোন দাম হয় নাই।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০২

সেচ্ছাসেবক বলেছেন: ভাল কথা কইছেন ... তাইলে আমি আমার বৌ এর লেইগা একটা রাইখা দেই .... কি কন ???

২০| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

রেজওয়ান করিম বলেছেন: সুন্দর পোস্ট

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ...

২১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২

সপ্তম ইন্দ্রিয় বলেছেন: gohona chara hira er mul kaj ki? :)

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮

সেচ্ছাসেবক বলেছেন: মেলা কাজ আছে ... এই যেমন যদি সাইজে বড় হয় তাহলে আপনে তা ঢিল দিয়ে বড়ই পেরে খেতে পারবেন। চোর হলে কাচ কেটে চুরি করতে পারবেন। বাইরের রুমে শোপিস হিসাবে রেখে আমাকে খবর দিতে পারেন .... আরও বলবো ???? ইন্দিয় গুলোকে এবার কাজে লাগান ...

২২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার এই সিরিজ ফলো করছি

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১০

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... শুধু এই সিরিজ কেন, আমি সেবামূলক কাজও করি , এর চেয়ে ওগুলোতে ফলো করা বেশি জরুরী ... :)

২৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

আক্কেল আলী বলেছেন: লেখকঃ"আমি কই জানি শুনছিলাম যে আসল কোহিনুর হীরা টি বাংলাদেশের পুরান ঢাকার একটা ব্যাংকের লকারে মালিকানা বিহীন ভাবে জমা আছে, আর যেইটা রানীর কাছে আছে সেইটা আসল কোহিনুরকে পাচারের হাত থেকে বাচাতে হীরার তৈরি রিপ্লিকা..."

এক্কেবারে সঠিক... কিন্তু মালিকানা বিহীন ভাবে না... ওই লকারটা আমার... :D :D :-B

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩

সেচ্ছাসেবক বলেছেন: আপনের নাম কেমনে আক্কেল আলি হইলো বুঝলাম না ... মিয়া এতো দামি জীনিসটা এমনে ব্যাংকের লকারে ফালায় রাখছেন ... ঘরে রাইখা একটা পোষ্ট দিয়েন ;)

২৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

রমিত বলেছেন: সুন্দর লিখেছেন। সময়ের অভাবে একটু দ্রুত পড়তে হয়েছে।
'আরলোভ'-এর নাম এলোনা কেন? ওটাই তো বিশ্বের সব চাইতে বড় হীরা। রুশ জারের ডায়মন্ড ফান্ডে ছিল। এখনো ক্রেমলিনের ভিতরের যাদুঘরে (ডায়মন্ড ফান্ডে) রাখা আছে। আমার সৌভাগ্য হয়েছিল ওটা দেখার।
আরেকটা বিষয় বাংলাদেশের পুরান ঢাকার একটা ব্যাংকের লকারে যে মূল্যবান পাথরটি রাখা আছে ওটার নাম দরিয়া-ই-নূর।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২২

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ...

আমার অবস্থাটা বুঝেন তাইলে ... "আলোর সাগর" আর "আলোর পাহাড়" নিয়ে কনফিউসড হয়ে গেছি। মনে ছিল না। ধন্যবাদ মনে করায় দিছেন।

আরলোভটা নিয়ে একটু একটু পরেছিলাম, ব্লাক আর কালারলেস আরলোভ নিয়া দেখি বিশাল কাহিনী, এর মধ্যে ব্লাকটা তো একটা ইতিহাস। পোষ্ট বড় হয়ে যায় দেখে বাদ দিছি ...

একটা অনুরোধ রইলো , যদি সম্ভব হয় "দরিয়া-ই-নূর" এর ইতিহাসটা যদি বলতেন, খুব খুশি হতাম ....

২৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

শান্তা273 বলেছেন: ভালো লাগলো।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ....

২৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

মোটা মানুষ বলেছেন: +

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ....

২৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

দৃঢ় মানুষ বলেছেন: ++++++

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ....

২৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১

তামিম ইবনে আমান বলেছেন: সবই টেকার খেলা

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬

সেচ্ছাসেবক বলেছেন: ঠিকই বলেছেন .... সবই কালো বিড়ালের খেলা ... :(

২৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৮

তন্ময় ফেরদৌস বলেছেন: +++++

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২

সেচ্ছাসেবক বলেছেন: :) ধন্যবাদ ... + বাটন টা উপরে ;)

৩০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫

আমি নষ্ট কবি বলেছেন: +++++

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৭

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ .... :)

৩১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০০

সপ্তম ইন্দ্রিয় বলেছেন: asolei ami janina , gohona r kach kata chara r kam nai!

amar mote er thaika kach e vala. hudai ato teka nosto /:)

tobe dhil hisebe valo jinish

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮

সেচ্ছাসেবক বলেছেন: এই সব কথা আমাকে বলছেন ঠিক আছে, কিন্তু ভাবী সাবরে বইলেন না কইলাম ... জানেন তো , সংসার সুখের হয় রমনীর গুনে, রমনী খুশি হয় হীরার গুনে ...

৩২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

ইয়ার শরীফ বলেছেন: সকল হীরার পিছনে থাকে নানান কষ্টের কাহিনি
blood diamond সিনেমা দেখার পর এই ধারনা বদ্ধমূল হয়ে গেছে।

আবার হতে পারে সামর্থ্য নাই দেখে এমন হীরা বিদ্বেষী কথা বললাম :) B-) B-)
]আপনার এই সিরিজ তা ভাল লাগছে
চালিয়ে জান সাথেই আছি
ভাল থাকবেন

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

সেচ্ছাসেবক বলেছেন: অসংখ্য ধন্যবাদ .. .. ..

জটিল মুভি ... :)

ধন্যবাদ ... সিরিজ চলবে ...

সাথে থাকবেন ...

আপনিও ভাল থাকবেন .. .. ..

৩৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

ময়না বলেছেন: ভাল লাগলো...

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.