নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বেচ্ছাসেবকের ব্লগে স্বাগতম। আমি ডাঃ সাঈদ, একজন দন্ত চিকিৎসক। এখন আগ্রহ আইটি সেক্টরে। নিজের কম্পানীর নতুন এপ hospitalin পাবেন প্লে স্টোরে।

সেচ্ছাসেবক

দামে কম মানে ভাল, বাংলাদেশী ডাক্তার

সেচ্ছাসেবক › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-চার্চ অফ মানুষের হাড় (কত অজানা রে পার্ট-২২)

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯







Sedlec Ossuary এর বাইরের ভিউ।



আজ বলবো আজব এক চার্চের কথা, "সেডলেক ওসুয়ারী" (Sedlec Ossuary), "চার্চ অফ বোনস", "ওসুয়ারী" অর্থ "অস্থি - আধার"।

কেও মারা গেলে অস্থায়ী ভাবে এক জায়গায় কবর দেয়া হয়। কয়েক বছর পর অস্থি গুলো তুলে এই চার্চে নিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হয়। চেক রিপাবলিকে অবস্থিত এই চার্চে জায়গা হয়েছে ৭০,০০০ মানুষের কঙ্কালের।

এটি একটি রোমান ক্যাথেলিক চ্যাপল, "the Cemetery Church of All Saints" চার্চের নিচে অবস্থিত। Sedlec-এ জনসংখ্যা এখন মাএ ২০,০০০জন।





নরমুন্ডের পিলার।





দান বাক্সে কয়েন।





কঙ্কালের শোপিস।





চার্চের প্রবেশপথ।





হাড়ের "Schwarzenberg coat-of-arms"





হাড়ের ঝাড়বাতি।





চার্চের হলঘর।





হাড়ের ঝাড়বাতি।





হাড়ের ঝাড়বাতি।





হাড়ের সুড়ঙ্গ।





হাড়ের প্রদীপঝাড়।





হাড়ের আরেকটি ঝাড়বাতি।





একটি দরজার উপর হার্ট শেপ শোপিস।

























"Signature of F. Rint"





















একটি অস্বাধারন শিল্পকর্ম।





চার্চের প্রবেশ দরজার উপর হাড়ের ক্রস।















এখন কাহিনী পুরা করি। ঘটনা শুরু হয়েছিল ১২৭৮ সালে, যখন রাজা Otakar II BOHEMIA, "হেনরি" যিনি ছিলেন Sedlec-এ অবস্থিত একটি খ্রিষ্টান মনেস্ট্রেরি এর মঠাধ্যক্ষ, "the Holy Land"-এ প্রেরন করেন। তিনি যখন ফেরত আসে তখন সাথে করে Golgotha-এর কিছু মাটি সাথে করে নিয়ে এসে মঠের গোরস্থানের চারপাশে ছড়িয়ে দেন। এই খবর যখন লোকজন জেনে যায় তখন পুণ্য লাভের জন্য সবাই মরে যাওয়ার পর এখানে সমাহিত হবার ইচ্ছা পোষন করে এবং কিছুদিনের মধ্যেই ইউরোপ জুড়ে Sedle হয়ে ওঠে একটি আকাঙ্খিত কবরস্থান।



১৪ শতাব্দীতে ব্লাক ডেথ সময় এবং ১৫ শতাব্দীর প্রথম দিকে Hussite যুদ্ধের পর, অনেক হাজার হাজার মানুষকে এখানে কবর দেয়া হয়। তাই এটির পরিধি অত্যন্ত বরে যায়।



১৪০০ সাল নাগাদ একটি গোথিক গির্জার নিচের তালা ও উপর তালায় ছোট ছোট খোপ তৈরি করা হয় যা কবর হিসাবে ব্যবহৃত হয়।



১৭০৩-১৭১০ সালের এর মধ্যে, একটি নতুন প্রবেশদ্বার তৈরি করা হয় যা সামনে প্রাচীরের বাহ্যিক সাপোর্ট হিসাবে কাজ করে। উপরের চার্চটি পুনর্নির্মিত হয়। চেক বারোক স্টাইলে এই চার্চের স্থাপতি ও ডিজাইনার ছিলেন Jan Santini Aichel.



১৮৭০ সালে František Rint, একজন কাঠমিস্তি যে the Schwarzenberg family-এর কাছ থেকে এই হাড় গুলো সাজিয়ে রাখার দায়িত্ব পান, তার ও তার পরিবারের অস্বাধারন শিল্পকর্ম আপনাদের চোখের সামনে।

..................................................................................



সবাইকে শুভকামনা , আজ এ পর্যন্তই ...





আমার "কত অজানা রে" সিরিজ:

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-ডুয়েল ফাইট, সম্মানের জন্য লড়াই, জীবন দিয়ে সম্মান রক্ষার লড়াই (কত অজানা রে পার্ট-২০)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-ভয়ঙ্কর খেলা, খেলতে খেলতে আপনার পিতার দেওয়া প্রানটা চলে যেতে পারে (কত অজানা রে পার্ট-১৯)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-প্রিজন গ্যাং (কত অজানা রে পার্ট-১৮)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-আউটল হিরো (কত অজানা রে পার্ট-১৭)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-ডাক্তার কিন্তু সিরিয়াল কিলার ??? (কত অজানা রে পার্ট-১৬)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-দুনিয়ার সবচেয়ে দামী হীরা (কত অজানা রে পার্ট-১৫)

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০

হাঁসি মুখ বলেছেন: বাপ্রে চার্চ না কবর খানা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

সেচ্ছাসেবক বলেছেন: চার্চই তবে সাথে কবরখানাও আছে ....

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

মহামহোপাধ্যায় বলেছেন: হুম !! পূণ্যের আশায় জমায়েত।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

সেচ্ছাসেবক বলেছেন: হুম ...

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

এন্ড্রোমিডা বলেছেন: ভয়ংকর....... #:-S B:-)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

সেচ্ছাসেবক বলেছেন: হুম ... ব্যপক ভয়ংকর ....

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

স্বপনবাজ বলেছেন: :( :( :( :( :( :( :( :(

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

সেচ্ছাসেবক বলেছেন: এই ইমোর মাজেজা বুঝলাম না ... কাহিনী তো হ্যাপি এন্ডিং এর ....

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

তামিম ইবনে আমান বলেছেন: awesome...beautiful..

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

সেচ্ছাসেবক বলেছেন: জাইবেন নাকি ???

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১০

ডানামনি বলেছেন: হরর মুভির সেট এর মত লাগলো।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

সেচ্ছাসেবক বলেছেন: আপনে নাইকা হইয়া জান ... ;)

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৭

মাক্স বলেছেন: ভয়ংকর সুন্দর!++++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

সেচ্ছাসেবক বলেছেন: জাইবেন নাকি ??? দেখবেন নাকি ???????

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

মো: আবু জাফর বলেছেন: ভয় পাইছি ....

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১

সেচ্ছাসেবক বলেছেন: এখন রেডি হইয়া জান ... যে কোন দিন এমন অবস্থা হইতে পারে ....।

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭

তারছেড়া লিমন বলেছেন: ভয়মকর সুন্দর!++++++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১০

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.