নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রতিদিন

সায়েম অনি

আমার প্রতিদিনের খুঁটিনাটি নিয়েই লেখালেখি করি

সায়েম অনি › বিস্তারিত পোস্টঃ

আমার প্রতিদিন ( এইত আমি )

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৭

আজকে একটি পাখির গল্প বলব। বনের সব গাছের সাথেই তার গভীর বন্ধুত্ব, পাখিটি কিছুক্ষন এই গাছের ডালে বসে তো কিছুক্ষন ওই গাছের ডালে, সব গাছের সাথেই তার সেই কি গল্প, গল্প যেন শেষই হতে চায়না, এক গাছের সাথে গল্প করতে থাকলে অন্য গাছ রাগ করে বসে, তখন সেই অভিমানী গাছের রাগ ভাঙিয়ে আবার আরেক গাছের কাছে ছুটে চলা। কোন গাছের ডাল ভেঙ্গে পড়লে বা ছাল উঠে গেলে পাখিটি পরম মমতায় ভাঙ্গা জায়গায় হাত বুলিয়ে দেয়, আহত গাছটির কষ্ট দেখে কাঁদতে থাকে, সত্যি কথা বলতে এই বনের সবগুলো গাছ পাখিটির বড় আপন, সব কষ্ট নিজের মধ্যে পুষে পাখিটির কি সেই নিদারুণ ছুটে চলা, এভাবেই পাখিটি দিন কাঁটিয়ে দিচ্ছিল.........



বেশ কিছুদিন পরের কথা, বনের সবগুলো গাছে নতুন ফল ধরেছে, ডালগুলোও বেশ ছড়িয়েছে, গাছগুলোর এখন বড়ই আনন্দের দিন, ফল খাওয়ার লোভে ডালে ডালে দুইদিনের অতিথি পাখিদের ভিড় লেগেই আছে, গাছগুলোও সেই পাখিদের সাথে তাদের সুখ ভাগাভাগিতে ব্যাস্ত, সেই ছোট পাখিটি এসে কোন ডালে বসার জায়গা পায়না, বসতে গেলে সেই অতিথি পাখিরা তাকে অপমান করে তাড়িয়ে দেয়, তাকে নিয়ে হাসাহাসি করে, এসব দেখেও গাছগুলো কোন প্রতিবাদ না করে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখে, ছোট পাখিটি গাছদের সাথে কথা বলতে গেলে তারা পাখিটিকে না দেখার ভান করে, এই আনন্দের দিনে গাছগুলো পাখিটিকে ভুলে যায়, তাকে দূরে ঠেলে দেয়, গাছদের দুঃসময়ের সঙ্গী সেই ছোট পাখিটি আজ তাদের সুসময়ের সঙ্গী হতে পারেনা, কোন ডালেই তার ঠাই হয়না, মনের কষ্ট মনে রেখে পাখিটি মুখে হাঁসি ফুটিয়ে গাছদের শুভকামনা জানিয়ে চলে আসে, ছোট পাখিটির কান্না দেখে নীরব সাক্ষী সেই বনও চোখের পানি ফেলে.........



পাখিটি আজ বড় একা। নিষ্ঠুর, স্বার্থপর এই পৃথিবীর এটাই হয়ত অমোঘ নিয়ম, ঝলমল তারায় আলোকিত রাতের আকাশের দিকে তাকিয়ে নিঃসঙ্গ পাখিটি নীরবে চোখের পানি ফেলে, তারার আলো পড়ে চোখের পানির ফোঁটা চিকচিক করতে থাকে, কান্নার ফোঁটাগুলো তারার থেকেও যেন জ্বলজ্বলে মনে হয়......



গল্পটার শেষ হয়ত এটাই হতে পারত, কিন্তু না ! ছোট এসব পাখিদেরকে ঈশ্বর অন্যের দুঃসময়ের সঙ্গী হতেই পৃথিবীতে পাঁঠায়, নিজেদের দুঃসময়ে স্বার্থপর গাছগুলো এই ছোট পাখিগুলোকেই আবার খুঁজে বেড়ায়, ছোট পাখিগুলোও সেই ডাকে নিঃস্বার্থ ভাবে সাড়া দেয়…….. একদিন ওই বনে বড় একটা ঝড় এসে সব লণ্ডভণ্ড করে দেয়, গাছগুলো অতিথি পাখিগুলোকে আর খুঁজে পায়না। আহত, ক্ষতবিক্ষত শরীর ও মন নিয়ে সাহায্যের আশায় এদিক ওদিক তাকাতে থাকে,ভাবে এই দুর্দিনে হয়ত কাউকে পাবেনা......



হটাৎ অনেক দূরে ছোট একটি অবয়ব দেখা যায় আর অস্পষ্ট ভাবে একটি আওয়াজ শোনা যায় " এইত আমি "; পাঠক একটু কান পাতুন তো! কি শুনতে পাচ্ছেন......?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৬

কোজাগরী চাঁদ বলেছেন: পাখিটি কি চড়ুই পাখি ছিলো ? নাকি কাক? নাকি টুনটুনি? কি ছিলো সেই পাখি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.