![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃটিশরা এদেশে আসার আগে ভারতীয় উপমহাদেশে কোনো আইন কানুন ছিল না, রাজার কথাই ছিল আইন। মুঘলরা কিছু কিছু ক্ষেত্রে শরীয়া আইন চালু করলেও তা পর্যাপ্ত ছিল না। বৃটিশরা প্রথম তাদের দেশের আইন হুবহুব চালু করতে যেয়ে ব্যার্থ হয় কারন এদেশের মানুষ ছিল গন্ড মূর্খ। অতএব তারা অনেক চিন্তা ভাবনা করে ১০০% মুর্খদের উপযোগী করে একটা আইন বানিয়ে দিল। তবে তা কিন্তু শুধু এদেশীয়দের জন্য, বৃটিশদের জন্য না। এদেশে বসবাসকারী বৃটিশদের জন্য ছিল সরাসরি বৃটিশ আইন। এদেশীয়দের শাসন করার জন্য যে আইন করল তার নাম দিল কলনিয়াল আইন Colonial Law যা বিভিন্ন ধাপে ১৯১৯, ১৯৩৫ এবং সর্বশেষে ১৯৪৭ সালে স্বাধিন ভারত ও পাকিস্তানে। ইতিমধ্যে আমরা অনেক শিক্ষিত হয়েছি বটে আমাদের বিচার করার জন্য সেই ১০০% মুর্খদের জন্য তৈরী আইন এখনও বলবৎ আছে।
©somewhere in net ltd.