নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ শুধু মানুষের জন্য না, জগতের সকলের জন্য

গরল

জগতের সকল প্রাণী শান্তি লাভ করুক

গরল › বিস্তারিত পোস্টঃ

নীতিশিক্ষা এবং ধর্মশিক্ষা এমনই একটা রশি যা অধিকাংশ মানুষ ছিড়তে পারে না

২০ শে জুলাই, ২০১৩ রাত ১:০১

এক জ্ঞানীলোক হাতির পাশ দিয়ে যাওয়ার সময় সে অবাক হয়ে খেয়াল করল,

হাতিটি এমন একটি রশি দিয়ে বাধা-

যা কিনা হাতিটির জন্য ছিঁড়ে ফেলা খুবই সহজ ।

সে হাতিটির মালিককে খুঁজে বের করে এই কথাটি বলল যে,-

কেন এত হালকা রশি দ্বারা হাতিটিকে বেঁধে রাখাহয়েছে।

হাতিটির মালিক হেসে দিয়ে উত্তর দেয়-

“যখন হাতিটির বয়স খুব অল্প ছিল, তখন এই রশিটিই এর জন্য যথেষ্ট

শক্ত হত। বাচ্চা বয়সে এ তখন অনেক চেষ্টা করার পরও মুক্ত

হতে পারেনি। একসময় সে বিশ্বাস করতে শুরু করে যে এ

রশি থেকে সে মক্ত হতে পারবেনা-যদিও এখন সে যথেষ্ট শক্তিশালী ।

মূলত তার বিশ্বাস তাকে এখানে এই ঠুনকো রশি দ্বারা বেঁধে রেখেছে”।

অবশেষে জ্ঞানীলোকটি এই সিদ্ধান্তে উপনীত হয় যে- আমরাও অনেক সময়

এক-দুই বার কোন কাজে ব্যর্থ হয়ে বিশ্বাস করতে শুরু করি যে–

কখনই এ কাজ করা সম্ভব নয়।হাত-পা গুটিয়ে বসে থাকি ।

ব্যর্থতা মূলত শিক্ষার একটি মাধ্যম-

এটিকে জীবনের ভুগান্তিতে পরিণত করা ঠিক নয়।



নীতিশিক্ষা এবং ধর্মশিক্ষা এমনই একটা রশি যা অধিকাংশ মানুষ ছিড়তে পারে না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৩

গরল বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.