![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খবরের লিংক এখানে
প্রসাশন যে জেগে জেগে ঘুমায় এটাই তার প্রমাণ, এই আইন দরকার ছিল আরও অনেক আগে। জুস বলতে হলে আসল জুসের পরিমান৮৮% হতে হবে এই আইন করার ফলেই দেশের সবগুল জুস হয়ে গেল ফ্রট ড্রিংকস। কত বড় বাটপার আমাদের দেশের কম্পানীগুলো এবং সেই সাথে প্রসাশন যে কত বড় অথর্ব যে এটা বুঝতে তাদের ১০ বছরেরও বেশী সময় লেগে গেল। অথচ অনুমোদন দেওয়ার আগেই তাদের একটা স্ট্যান্ডার্ড ঠিক করা উচিৎ ছিল।
এত গেল জুস এর কথা এবার যদি আমরা আরও কিছু পণ্যের দিকে তাকাই তাহলেই বুঝব যে প্রতারণা কত ভয়াবহ। দেশের সব খাওয়ার লবণে আয়োডিন যোগ করার নিয়ম থাকলেও প্রথম আলোর রিপোর্টে দেখলাম দেশের ৪০% মানুষ আয়োডিন এর অভাবে ভুগছে। সয়াবিন তেল এর নাম দিয়ে যা খাচ্ছি তা মূলত নিম্নমানের পাম ওয়েল। কনডেন্সড মিল্ক নামে যা খাই তা কোন ভাবেই দুধ বলা যাবে না। তরল দুধের ৮০% ভেজাল। প্যাকেটজাত পণ্যের ভেতর যে কি থাকে তা আল্লাই জানে। এসব দেখার কেউ নেই, শুধু জুস এর মাণ ঠিক করেই বিএসটিআই খালাস।
২| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৭
অণুষ বলেছেন: সব যদি কঠোর হয় ঘুষ খাইব কে?
৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৮
গরল বলেছেন: আমরা বেকুব না ভাই, আমরা পরিস্থিতির শিকার, জেনেও এসব কিনে খাচ্ছি কারণ না খেলে তো বিকল্প নাই, না খেয়েই থাকতে হবে।
৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭
শাহরিয়ার খান রোজেন বলেছেন: ফরমালিন যুক্ত খাবার খেতে খেতে এখন আর ফরমালিন ছাড়া ভালো হজম হয় না।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫০
পরিবেশ বন্ধু বলেছেন: আসলে বাংলার মুন্সিয়ানা সমাজ বড় বেকুব