নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ শুধু মানুষের জন্য না, জগতের সকলের জন্য

গরল

জগতের সকল প্রাণী শান্তি লাভ করুক

গরল › বিস্তারিত পোস্টঃ

নিভৃতচারী আন্তর্জাতিক সনামধন্য একজন বিজ্ঞানী প্রফেসর জামাল নজরুল ইসলাম, আমরা কয়জন উনাকে চিনি

২১ শে মে, ২০১৫ সকাল ১০:১৪

১৯৮৪ সালে সোয়া লাখ টাকা বেতনের চাকুরী, কেমব্রিজ ভার্সিটির অধ্যাপক, সম্মানের লেভেলটা বুঝতে পারছেন তো ?

এই চাকুরী অবলীলায় ছেড়ে দিয়ে এইদেশে চলে এসেছিলেন। যোগ দিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে , মাত্র সাড়ে তিন হাজার টাকার চাকুরীতে। ভাবতে পারছেন?

আপনি কিংবা আমি হলে এই লোভনীয় সুযোগ হাতছাড়া করতে পারতাম?
কেন ফিরে এসেছিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আমি নিজ দেশকে ভালোবাসি , এ জন্য এখানে চলে এসেছি।
আমি আমার দেশকে ভালোবাসি,আমি এখান থেকে নিতে আসিনি আমি দিতে এসেছি’।

স্টিফেন হকিং এর নাম শুনেছেন তো? বর্তমান বিশ্বের সবচেয়ে নামকরা জীবিত বিজ্ঞানী। যার চরিত্রের উপর
তৈরি করা সিনেমা থিওরি অব এভ্রিথিং সমগ্র বিশ্বে সাড়া ফেলেছে। এই মানুষটা ছিলেন ছাত্রজীবনে স্টিফেন
হকিং এর বন্ধু আর রুমমেট। লেভেল টা বুঝতে পারছেন তো ?

১৯৮৩ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রেস থেকে প্রকাশ করেন আল্টিমেট ফেইট অব দা ইউনিভার্স। তাবৎ দুনিয়ার
রথি মহারথীদের দৃষ্টি একদিকে নিয়ে আসতে পেরেছিলেন এক বই দিয়ে। তার গবেষণার উপর ভিত্তি করেই
পদার্থবিজ্ঞানের নতুন অধ্যায়ের সুচনা হয়। তার অবদানের কথা অকপটে স্বীকার করেন নোবেল বিজয়ী বিজ্ঞানী ওয়েইনবারগ।

তিনি বলেন, ‘‘we are particularly indebted to Jamal Islam, a physicist colleague now living in Bangladesh. For an early draft of his 1977 paper which started us thinking about the remote future”

ভাবতে পারছেন? কি বড় মাপের মানুষ ছিলেন তিনি?

নোবেলজয়ী বিজ্ঞানী আব্দুস সালাম বলেছিলেন, এশিয়ার মধ্যে আমার পরে যদি দ্বিতীয় কোনো ব্যক্তি নোবেল
পুরস্কার পায়, তবে সে হবে প্রফেসর জামাল নজরুল ইসলাম’

এই মানুষটার মৃত্যুবার্ষিকতে ছিলনা কোন স্মরণ, ছিলনা তার কাজের উপর আলোচনা। সরকারী বা বেসরকারী কোনভাবেই না।
আমরা পারিও বটে। যে জাতি জ্ঞানীদের সম্মান দিতে জানে না, সেই জাতি খুব দ্রুতই নিশ্চিহ হয়ে যায়।

ও হ্যাঁ, এই মানুষটাই কিন্তু সর্বপ্রথম ১৯৭১ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে বাংলাদেশে পাকিস্তানী বাহিনীর আক্রমণ বন্ধের উদ্যোগ নিতে বলেছিলেন।

আমরা এমনি এক জাতি যারা তাদের শ্রেষ্ঠ সন্তানদের মূল্য দেওয়া তো দুরের কথা চিনেও না।

সংগ্রহীত

ইদানিং শুরু হয়েছে ড: জাফর ইকবাল কে নিয়ে বিতর্ক যা কোনভাবেই কাম্য নয়। জ্ঞাণী লোকদের মূল্য দিতে না জানলে এই জাতির কোনদিনও উন্নতি হবে না।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৫ সকাল ১০:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জনাব গড়ল আমার জানা মতে ২০১৩ সালের ১৬ মার্চ ৭৪ বছর বয়সে চট্টগ্রামে মারা যান বিশ্বনন্দিত গাণিতিক,পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ ও অর্থনীতিবিদ অধ্যাপক জামাল নজরুল ইসলাম। বিস্তারিত জানতে দেখুন আমার বিশ্বাস বাঙ্গালীরা এই মহান বিজ্ঞানীর জন্ম-মৃত্যুদিনে কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

২১ শে মে, ২০১৫ সকাল ১০:২৯

গরল বলেছেন: আপনি ঠিক বলেছেন, উনি আর নেই আমাদের মাঝে। তাই উনাকে স্মরণ করার উদ্দেশ্যেই এই লেখা। ধন্যবাদ আপনাকে এই তথ্য দেওয়ার জন্য।

২| ২১ শে মে, ২০১৫ সকাল ১০:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ গড়ল তবে
আপনি আপনার অত্র লেখায় উল্লেখ করেছন, "এই মানুষটার মৃত্যুবার্ষিকী আজকে"। নেই কোন স্মরণ, নেই তার কাজের উপর আলোচনা। আমরা পারিও বটে। যে জাতি জ্ঞানীদের সম্মান দিতে জানে না, সেই জাতি খুব দ্রুতই নিশ্চিহ হয়ে যায়অনুগ্রহ করে ত্রুটি সংশোধন করে দিবেন।

২১ শে মে, ২০১৫ সকাল ১০:৪০

গরল বলেছেন: অশেষ ধন্যবাদ, আসলে আগেই সংকলন করা ছিল কম্পিউটারে কিন্ত পোস্ট করা হয় নাই ব্যাস্ততার কারণে। সংশোধন করে দিয়েছি।

৩| ২১ শে মে, ২০১৫ সকাল ১১:৩৫

শ্রাবণধারা বলেছেন: " লেখক বলেছেন: আপনি ঠিক বলেছেন, উনি আর নেই আমাদের মাঝে। তাই উনাকে স্মরণ করার উদ্দেশ্যেই এই লেখা। "

কপি-পেষ্ট-গাড়ল ভাই, লেখাটা ফেসবুক থেকে কপি মারছেন ঠিক আছে, কিন্তু টাইমিংটা ঠিক হয়নি । তার মৃত্যুবার্ষিকী অনেক কমাস আগে ছিল ।

" এই মানুষটার মৃত্যুবার্ষিকীতে ছিলনা কোন স্মরণ, ছিলনা তার কাজের উপর আলোচনা। সরকারী বা বেসরকারী কোনভাবেই না। "

২১ শে মে, ২০১৫ সকাল ১১:৪৬

গরল বলেছেন: আপনি ঠিকি বলেছেন, ফেসবুকে তো শেয়ার করা যায়, এখানে যায় না। আমি বলেছি যে এটা সংগ্রীহিত। ঐ সময় পোস্ট করতে পারি নি তাই এখন করলাম। অসংখ্য ধন্যবাদ।

৪| ২১ শে মে, ২০১৫ দুপুর ১২:৩৪

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: লেখার জন্য ধন্যবাদ।

২১ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৮

গরল বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৫| ২১ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৩

জুন বলেছেন: যে জাতি জ্ঞানীদের সম্মান দিতে জানে না, সেই জাতি খুব দ্রুতই নিশ্চিহ হয়ে যায়।

২১ শে মে, ২০১৫ দুপুর ১:০০

গরল বলেছেন: নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসের পর থেকে এদেশে জ্ঞান চর্চা বন্ধ হয়ে যায় যা আর তেমন ভাবে কেউ শুরু করে নাই। আর জ্ঞানের চর্চা না থাকলে জ্ঞানী চিনবে কিভাবে।

৬| ২১ শে মে, ২০১৫ দুপুর ২:৪৫

বটপাকুড় বলেছেন: সব কথা মানলাম, আপনি কি বলবেন জাফর ইকবাল দেশের গবেষণায় কি অবদান রাখছেন? উনি সাধারণত যেসময় সায়েন্স ফিকশন লেখা শুরু করছেন,সেই সময় আমাদের দেশ বিদেশী বই পাওয়া যেত না। উনি সেই গুলোর কাহিনী কিছু ওলট পালট করে আমাদের সায়েন্স ফিকশন গিলিয়েছেন। আর বিদেশ থেকে বাংলাদেশে এইরকম অনেক ডক্টরেট শিক্ষক আছেন। শুধু হুমায়ূন আহমেদের পরিবারের একজন হওয়াতে ওনার উপর এতো ফোকাস। গবেষক হিসেবে দেশের প্রতি ওনার কোন অবদান দেখাতে পারলে জানান।

তবে হ্যাঁ, ওনি দলকানা লোক, এখন আওয়ামী লীগের বিরুদ্ধে বলছেন, তাই লীগ ক্ষেপে গেছে। লিগের পহেলা বৈশাখ নিয়ে কন টু শব্দটি করলেন না।

কিন্তু একটা কথা মনে রাখা দরকার, হেইট স্পীচ আর ফ্রিডম অব স্পীচ এক কথা না। আমাদের তথাকথিত মুক্তমনা ব্লগাররা সেটা ভুলে যান আর শুধু ইসলাম নিয়ে সমালোচনা করেন যাতে বিদেশে রাজনৈতিক আশ্রয় পাওয়া যায়।

এতো আলোচক হলে শুধু ইসলাম কেন , ইহুদি, ক্রিস্টান ধর্ম নিয়ে সমালোচনা করুন। দেখি কত জোর। কথা হল তখন তো করবেন না। কারণ ইহুদি, ক্রিস্টান নিয়ে সমালোচনা করবেন , আবার তাদের দেশে রাজনৈতিক আশ্রয় চাইবেন তা তো হবে না।

২১ শে মে, ২০১৫ বিকাল ৪:১৬

গরল বলেছেন: আমিতো ভাই ধর্ম নিয়ে কিছু লিখি নাই, আর ড: জাফর ইকবালই বা ধর্ম নিয়ে কবে কি বলেছেন? তো এর মধ্যে ধর্ম টেনে আনলেন কোথা থেকে বুঝলাম না। আর শুধু গবেষণা ছাড়াও আরও অনেক কিছু করেছেন যা দাড়া ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে তা হল উনি প্রথম বাংলাদেশে মেকাট্রনিক্স, রোবোটিক্স, ডিজিটাল মোশান কন্ট্রল তার ছাত্রদের শিখিয়েছেন যা আপাত দৃষ্টিতে কোন কাজে মনে না হলেও একসময় কাজে লাগলেও লাগতে পারে। আর এসব জ্ঞান এখন যেমন গুগল এ সার্চ দিয়েই পাওয়া যায় তা কিন্তু আগে পাওয়া যেত না এত সহজে। অতএব সেইসময় উনার অবদান অসামান্য। আর গবেষণা করতে টাকা লাগে, ল্যাব লাগে এবং অনেক উপাদানের ও প্রযুক্তির সহজলভ্যতা লাগে যা বাংলাদেশে কোনকালেই ছিল না। আর সেই সুবিধা পেলে উনারা কি করতে পারতেন তার একটা নমুনা দেখেছেন পাটের জ্বীনতত্ব আবিষ্কারের মাধ্যমে। উনি বাংলাদেশে গণিৎ অলিম্পিয়াডের একজন উদ্দ্যোক্তা এবং উনার কল্যানে বাংলাদেশী ছেলে মেয়েরা পুরুষ্কারও নিয়ে আসছে যা নিস:ন্দেহে একটা অনন্য অবদান। উনার তত্বাবধানে ছাত্ররা অন্ধদের জন্য ব্রেইলী কম্পিউটার উদ্ভাবন করেছে এবং ইউএসএতে পেটেন্টও পেয়েছে। গবেষণা করার সুযোগ নাই দেখে উনি একটা বিজ্ঞানমনস্খ এবং উদ্ভাবন মনস্ক একটা প্রজন্ম তৈরী করতে চেস্টা করছেন। এই অবদানকে খাট করে দেখছেন কেন। উনি কি চাইলে প্রাইভেট ইউনিভার্সিটিতে বেশী বেতনে পড়াতে পারতেন না? তা না করে নিজের ইউনিভার্সিটিতে ছাত্রদের নিয়ে উদ্ভাবনী কাজে ব্যাস্ত থাকেন যার প্রমানও নিশ্চয় দেখেছেন। উনার ছাত্ররা ড্রোনই শুধু না ড্রোন কন্ট্রলের সফটয়্যারও বানিেছে, মোশান কন্ট্রল এবং মোটর কন্ট্রল আ্যলগরিদম বানিেছে, পারপেচুয়াল মোশান আ্যনালাইযার বানিয়েছে যা উনার ইউনিভার্সিটি ল্যাবকে সমৃদ্ধ করেছে। উনার প্রত্যেকটা ছাত্র কোন না কোন উদ্ভাবনী কাজে ব্যাস্ত।

৭| ২১ শে মে, ২০১৫ রাত ১১:২৫

বটপাকুড় বলেছেন: ভাই, আপনি ধর্ম নিয়ে কিছু বলেননি। কিন্তু আপনার ডঃ ইকবাল তাদেরকে সাফাই গাচ্ছে যারা ধর্ম নিয়ে সমালোচনা করছে নিজের সার্থসিদ্ধি করার জন্য।

আর শুনেন, কাজ করতে থাকলে বিদেশের সাথে কোলাবরেশনে অনেক কাজ করা যায়। আমাদের পাশের দেশের সরকারী ভার্সিটি গুলোতে অধ্যাপকরা সেইভাবিএ কাজ করেন। কিন্তু আপনার জাফর সাহেব সারাদিন দলবাজী আর পেপারে কলাম লেখা ছাড়া আর কোন কাজ করেননা। টাকার অভাবে গবেষণা হয়না, এই টা অনেক মামুলি যুক্তি, বলেন আগ্রহ নাই, তাই গবেষণা করেননা।গবেষণা ছাড়াই তো ফুল প্রফেসর সাহেব। আবার গবেষবনার কি দরকার ?

সেই রকম গবেষনা সব দেশেই লুফে নেবে যদি সেইটার কোন অ্যাপ্লিকেশান থাকে। ভারতের গবেষণাগুলো কেন মার্কিন দেশে এতো কদর? কারণ সেইগুলোর আপ্লিকেশন আছে। আমাদের দেশে গাল ভরা নামের গবেষণা করা হচ্ছে গরীবের ঘোড়া রোগ।

আমাদের পাটের জিন আবিষ্কার করে কি ফল পেলাম? বলুন তো।

উনি যে আরসি ড্রন বানিয়েছেন, এইটা কোন কাজে লাগে বলেন তো, আরসি ড্রন বানানোর ম্যানুয়াল এখন অনলাইনে ভুরিভুরি।

যদি উনি সেই রকম কোন কাজের লোক হতেন তাহলে আমেরিকানরা ওনাকে খুঁজে বের করে ফাণ্ড দিতে আসতো।

তবে অধ্যাপক জামাল নজরুল আসলেই একজন মেধাবী মানুষ। উনি দেশে এসে অনেক গবেষণার কাজ করছেন এই সীমিত সম্পদের মাঝে দিয়ে। অনার অনেক লেখা বিদেশের খ্যাত নামা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। বাই দ্যা ওয়ে আপনি লেখাটি কোথায় থেকে কপি করছেন কি ? হেডিং টা আগেও পড়েছি বলে মনে হচ্ছি।

৮| ২৫ শে জুন, ২০১৫ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে, উনার বিষয়ের উপর আমরা লেখাপড়া করবো, গড়ে তুলব রিচার্চ গ্রুপ।

২৯ শে জুন, ২০১৫ সকাল ৯:২৩

গরল বলেছেন: ধন্যবাদ চাদগাজী ভাই, তবে ব্যাঙ্গ করলেন কিনা বুঝলাম না।

৯| ৩০ শে জুন, ২০১৫ রাত ১১:২৮

চাঁদগাজী বলেছেন:

বাংলাদেশের শিক্ষিতদের সন্মান করা মানে, আমাদের নিজকে সন্মান করা।

উনার নামে রিচার্চ গ্রুপ হবে।


উনাকে মনে রাখার জন্য আপনার লেখাটা প্রিয়তে নিয়েছি।

০১ লা জুলাই, ২০১৫ সকাল ১০:১৬

গরল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, কৃতজ্ঞ আপনার কাছ।

১০| ০১ লা জুলাই, ২০১৫ সকাল ১০:২৬

কলাবাগান১ বলেছেন: বটপাকুড় গত্ররা ড: জাফর ইকবাল কে সহ্য করতে পারে না একটাই কারন- উনার রাজাকার বিদ্বেষী মনোভাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.