নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ শুধু মানুষের জন্য না, জগতের সকলের জন্য

গরল

জগতের সকল প্রাণী শান্তি লাভ করুক

গরল › বিস্তারিত পোস্টঃ

ফটোগ্রাফি শেখার চেষ্টা করছি, তারই কিছু প্রাকটিস স্নাপ

১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫

আগ্রহ আছে কিন্তু কোন ক্যামেরা কেনা ভাল হবে সেটাি বুঝতে পারছিনা। এত এত মডেলের ক্যামেরা দেখলেই লোভ হয়। আমার পছন্দ মিররলেস, কিন্তু ওনেকেই মিররলেস পছন্দ করে না। http://www.dpreview.com এর রেটিং এ সনির মিররলেস যেকোন DSLR এর সমকক্ষ।





ফোকাসিং, ডেপথ অফ ফিল্ড, এসব এখনও আয়েত্তের বাইরে। সাবজেক্ট চুজিং এর ব্যাপারটাও একটা ক্রিটিক্যাল বিষয়। এক্সপার্টদের অভিমত বা গাইড আশা করছি।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ছবিগুলো কি দিয়ে তুলেছেন?

১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৪

গরল বলেছেন: Mobile - HTC U Ultra

২| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪

অর্ক বলেছেন: ক্যামেরা কখনওই ফটোগ্রাফিতে কখনও কোনও প্রকার অন্তরায় হতে পারে। আপনি যে ছবিগুলো তুলেছেন, তা যদি ৬৫০০ $ ডলারের Leica m10 দিয়েও তোলা হতো, তাও বিশেষ কিছু হতো না। পোস্ট প্রসেসিংয়েয়ে দক্ষতা দরকার। আপনি যে সাইটের কথা বলছেন ওটা মূলত প্রো-দের সাইট।

মিররলেস ক্যামেরা অত্যন্ত ব্যয়বহুল। নতুন কিনতে গেলে মিনিমাম ১০০০০০+ টাকা লাগবে। সে তুলনায় মোটামুটি ভালো মানের DSLR বেশ সস্তায় পাওয়া যাবে। তবে আপনি মনে হয় একেবারে নতুন। যদি কিছু মনে না করেন, তবে আমার মনে হয়, আপনার উচিৎ হবে একটা ভালো মানের, ভালো জুম ক্ষমতাসম্পন্ন ওয়েদার প্রুফ পয়েন্ট এন্ড শুট বা ফিক্সড লেন্স সেমি এস এল আর ক্যামেরা কেনা। অবশ্যই অবশ্যই ওয়েদার প্রুফ ক্যামেরা দেখে নেবেন। প্রচুর আছে। নেটে চেক করে নেবেন কেনার আগে।

১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৮

গরল বলেছেন: ধন্যবাদ ভাই একটা ভাল পরামর্শ দেওয়ার জন্য। ঠিক বলেছেন যে আমি নতুনদের চেয়েও নতুন, ফেসবুক গ্রুপ শখের ছবিয়াল এ ওনেক সুন্দর সুন্দর ফটো দেখে শখ হল তাই তুললাম। তবে আমার একটা ILCE Camera আছে, Olympus Air A01, কিন্তু শখ হল জাস্ট একটা DSLR কেনার। যেহেতু ILCE আছে, ফিক্সড লেন্স কেনার দরকার নাই, ঐটা দিয়েই ট্রাই করি। একটাই সমস্যা, ওয়েদার প্রুফ না।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১

অর্ক বলেছেন: সরি, মিররলেস নতুন ক্যামেরা ৩০০০০০+'র নীচে কিছুতেই হবে না! অসম্ভব! Leica M10 টাকায় কনভার্ট করে দেখলাম, ৫৫০০০০+। ল্যাটেস্ট বাকিগুলোও কাছাকাছি হবে। Leica M10 আরকি রোলেক্স ঘড়ির মতো, অভিজাত। ছবি তোলায় ভারি বিশেষ কিছু নয়। DSLR ক্যামেরা লেন্স টেন্স কিটফিটসহ সংরক্ষণ করা, ব্যবহার করার অনেক হ্যাপা শখ করে দীর্ঘ দিন DSLR ব্যবহার করা যায় না। সবমিলিয়ে মিররলেস অনেক ভালো। fujifilm xt series মিররলেস যেমন, XT2, XT10 মনে হয় আপনার জন্য সব থেকে ভালো হবে।

ওয়েদার প্রুফ ছাড়া ক্যামেরা কেনার কথা আর স্বপ্নেও ভাবতে পারি না। আমার Panasonic fh5, Samsung e 71 দুটোতেই দুয়েক জায়গায় সুক্ষ স্পট থাকে। শুধুমাত্র ওয়েদার প্রুফ না হবার কারণে। হাতের ঘামও ফাঁকফোকর দিয়ে ঢুকে ক্যামেরা ড্যামেজ করে।

ধন্যবাদ। অনেক কথা হলো ক্যামেরা নিয়ে। ভালো থাকুন ভাই।

১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫

গরল বলেছেন: Sony Alpha A6500 কেমন হবে, অথবা আমার Olympus A01 এর জন্য একটা ভাল Canon Lens সাজেস্ট করুন। আমার Canon EF to M 4/3 Auto Focus Adapter আছে। বা Olympus, Fuji বা Panasonic এর একটা জুম লেন্স। আমার পছন্দ ছিল 12-60mm। কোথায় এটা পাব বা দাম কত কিছুই জানি না। অনেক ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। আপনার e-mail বা skype id যদি দিতেন খুশি হতাম।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫

অর্ক বলেছেন:

ওর থেকেও ভালো হবে এটা। দেখতেও ভারি সুন্দর। কম্প্যাক্ট সাইজ। দামেও তুলনামূলক সস্তাই বলা যায়। আপনি যদি স্ট্রিট ফটোগ্রাফিতে শখ রাখতেন, তাহলে আমার অনেক বিখ্যাত ফটোগ্রাফার বন্ধুদের সাথে আপনার যোগাযোগ করিয়ে দিতে। কিন্তু তাঁরা স্ট্রিট ফটোগ্রাফার। ল্যান্ডস্কেপ, ম্যাক্রো এসব ছবির ব্যাপারে তাঁরা ঠিক দক্ষ নয়।

যাই হোক নির্দিষ্ট কিছু জানার থাকলে মেইল করতে পারেন, [email protected].

১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬

গরল বলেছেন: অনেক ধন্যবাদ, আমারও পছন্দ হয়েছে ক্যামেরাটা।

৫| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:


ক্যামেরা আমি জীবনে একবার কিনেছিলাম, ১৯৭৪ সালে; মাস'খানেক পরে ভুলে গেছি ক্যামেরার কথা।

ছবি তুলবেন মানুষ সহ

১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭

গরল বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই, মানুষের ছবিও তুলব। এখনতো শুধু প্রাকটিস করছি।

৬| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪২

সুমন কর বলেছেন: ছবিগুলো দেখে ভালো লাগল।

১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২

গরল বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার ভাল লাগল জেনে আমারও ভাল লাগল।

৭| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৩

মরুচারী বেদুঈন বলেছেন: ভালো চুলেছেন!

০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২২

গরল বলেছেন: অনেক ধন্যবাদ

৮| ১২ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পৃথিবীতে মানুষ নিয়ে শেখার শেষ নেই। মানুষ খুবই রহস্যময় প্রাণী।

সুন্দর পোস্টে A+।

১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪২

গরল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: ফ্রেমিং এর দিকে একটু বেশি মনোযোগ দেন।

২০ শে জুন, ২০১৮ দুপুর ১:১৮

গরল বলেছেন: ভাল পরামর্শ দিয়েছেন, অবশ্যই চেষ্টা করব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.