নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ শুধু মানুষের জন্য না, জগতের সকলের জন্য

গরল

জগতের সকল প্রাণী শান্তি লাভ করুক

গরল › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে বিশুদ্ধ পানির ভেন্ডিং মেশিন এই প্রথম - নিম্ন আয়ের মানুষের বিশুদ্ধ পানি পাওয়ার সুযোগ আসল

৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৪



ওয়াসার একটা প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে যা সাধারণ মানুষের এবং বস্তিবাসীদের জন্য যথেষ্ঠ উপকারে আসবে বলে আমি মনে করি। পানির সংকট ঢাকা শহরে নতুন কিছু না তবে তা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ করে বস্তিবাসী ও নিম্নবিত্তদের যারা ফ্লাটবাড়িতে ভাড়া থাকতে পারে না। বিশুদ্ধ পানি তাদের কাছে এক কথায় তাদের কাছে একেবারেই দূর্লভ একটা জিনিষ। এছাড়াও রাস্তার পাশের সস্তা রেষ্টুরেন্ট (প্রচলিত কথায় হোটেল) গুলোতেও বিশুদ্ধ পানি পাওয়া দুষ্কর। প্রপাইড কার্ডের মাধ্যমে ৪০ পয়সায় এক লিটার পানি সবারই উপকারে আসবে বলে আমি মনে করি এবং এটা একটা খুবই যুগপযোগী উদ্যগ যা সাধুবাদ পাওয়ার যোগ্য। নুন্যতম ২০০ টাকা দিয়ে একটা কার্ড করলে টাকা শেষ না হওয়া পর্যন্ত কার্ড ঢুকালেই পানি পড়তে থাকবে ভেন্ডিং মেশিনের কল থেকে এবং কার্ড বের করে নিলেই পানি পড়া বন্ধ হয়ে যাবে।

যদিও আপাতদৃষ্টিতে খুব এখটা কাজের মনে না হলেও এটা আসলেই একটা ভাল পদক্ষেপ। এটা যদি সব পবলিক প্লেসে বসান যায় তাহলে অনেক ভাসমান মানুষ সহ সারাদিন রাস্তায় দাড়িয়ে যাদের জিবীকা নির্বহ করতে হয় তাদের জন্য একটা আশির্বাদ নিয়ে আসবে কারণ ১৫ টাকা দিয়ে ৫০০এমএল পানি কিনে খাওয়ার সামর্থ বাংলাদেশের ৯০ ভাগ মানুষের নাই বলেই আমি মনে করি। বাংলাদেশের জলবায়ু এখন শুধুই গ্রীষ্মকাল প্রধান হয়ে দড়িয়েছে এবং এই আবহাওয়ায় পানির স্বল্পতাই নিম্ন আয়ের মানুষে জন্য প্রধান অসুস্থতাের কারণ হয়ে দাড়ায়। বেশীর ভাগ রোগই আমাদের দেশে পানিবাহিত আর তাই এটা আমার কাছে একটা বড় কাজ বলে মনে হচ্ছে। এখন কত দ্রুত এটা সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌছাবে সেটাই শুধু বিবেচনার বিষয়।

তথ্য সুত্র: বনশ্রীতে পানির এটিএম পাওয়া যাচ্ছে বিনা মূল্যে

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৮

শামচুল হক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।

৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:৫৭

গরল বলেছেন: শুভকামনা, ভাল থাকবেন।

২| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:৫০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: প্রশংসনীয় উদ্যোগ।

৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:৫৭

গরল বলেছেন: জ্বী ভাল থাকবেন, এসব টুকরো টুকরো ভাল কাজই একদিন সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে।

৩| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর ওয়াসা একটা ভালো কাজ করলো।

৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:০১

গরল বলেছেন: ওয়াসা বোধ হয় এই প্রথম একটা উদ্ভাবনী উদ্যগ নিল, যেহেতু কোন ভাল কাজ হয় না সেখানে এটাই একটা বড় কাজ। অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:১০

মোঃ আবু বকর ছিদ্দিক বলেছেন: অসাধারন লেগেছে।

৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:২১

গরল বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।

৫| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:১৫

নতুন নকিব বলেছেন:



গুড পোস্ট। শেআর করায় ধন্যবাদ।

৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:২১

গরল বলেছেন: পজিটিভ বাংলাদেশকে তুলে ধরতে চেষ্টা করি, ভালো থাকবেন।

৬| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:৩০

লিট্রিমিসটিক বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ। অনেক ভাল লাগল উদ্যোগটি দেখে।

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩১

গরল বলেছেন: আপনাকেও ধন্যবাদ, ভাল থাকবেন।

৭| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৯

সিগন্যাস বলেছেন: গ্রামে কিন্তু বিনে পয়সায় অঢেল পানি পাওয়া যায়।এটা আমাদের ব্যর্থতা যে শহরে গ্রামের মতো পানির ব্যবস্থা করতে পারিনি।

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৩

গরল বলেছেন: ঠিক বলেছেন, গ্রামে অনেক পানি পাওয়া যায় কিন্তু সেটা কতটা বিশুদ্ধ বা আর্সেনিক মুক্ত তা বলা মুশকিল। সাধারণ কাজের পানি ও খাবার পানির মধ্যে পার্থক্য আছে, ওয়াসার পানি খাওয়ার জন্য।

৮| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:৫২

আহমেদ জী এস বলেছেন: গড়ল ,




ওয়াসার এই উদ্যোগটি ভালো নিঃসন্দেহে । এটাকে টিকিয়ে রাখতে ওয়াসা আর আমাদেরকে যত্নবান হতে হবে ।
সংবাদটি শেয়ার করার জন্যে ধন্যবাদ ।

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৫

গরল বলেছেন: দেখা যাক কতটুকু সাফল্য লাভ করে প্রকল্পটি তবে আশা করব অবশ্যই টিকে থাকবে। শুভকামনা রইল।

৯| ৩০ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৬

ক্ষুদ্র খাদেম বলেছেন: কোথায় কোথায় আছে এইরকম ভেন্ডিং মেশিন ??

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৮

গরল বলেছেন: আপাতত শুধু বনশ্রীতে তবে সারা ঢাকা শহরেই স্থাপনের পরিকল্পনা আছে। বিস্তারিত জানতে পারবেন পোষ্টের নিচে দেওয়া নিউজ লিংকে।

১০| ৩০ শে জুন, ২০১৮ দুপুর ২:১৪

আখেনাটেন বলেছেন: নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এটা যাতে সাসটেইন করে সেদিকে ওয়াসার লক্ষ রাখা উচিত। কারণ ভালো উদ্যোগগুলো ব্যাপক উৎসাহ নিয়ে শুরু হলেও কেন জানি পরে মুখ থুবড়ে পড়ে পরবর্তীতে।

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৯

গরল বলেছেন: জ্বী ঠিকই বলেছেন, এটা যাতে টিকে থাকে সেদিকেও নজর দেওয়া উচিৎ তবে আমাদে নিজেদেরও সচেতন হওয়া উচিৎ। দেখেছেনতো ঢাকায় স্থাপিত ময়লার বিন সব হাওয়া হয়ে গেছে। ধন্যবাদ।

১১| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫০

টোনাল্ড ড্রাম্প বলেছেন: আম নের পোস্টে প্লাস+++ কিন্তু, কিছু দিন আগে ফকিরাপুল ওয়াসা পাম্পে গিয়া মন ভাইঙ্গা গেছে কারণ কে বা কারা জানি এই প্রিপেইড সিস্টেমটা ভাইঙ্গা হাতে ধরাই দিসে। ওয়াসার লোকরে জিগাইলাম কার্ড কাজ করে না ? উত্তর দিলো " কার্ড দিয়া কি হইবো আমরা আছি না "। কিছু বাক বিতণ্ডা র পরে প্রতি লিটার পানি এক লিটার দরে কিন্যা আন্তে হৈছে। এখন শিয়াল রে মুরগি পাহারায় দিলে যা হয় আরকি।

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৩

গরল বলেছেন: ভেন্ডিং মেশিন বসালে আর এই সমস্যা থাকবে না আশা করি, অনেক ধন্যবাদ আপনাকে।

১২| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:০২

চাঁদগাজী বলেছেন:


ওয়াসা্তে মগজের আবির্ভাব ঘটছে?

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৭

গরল বলেছেন: আসলে ওয়াসার মগজে এগুলো নাই, ওয়ার্ল্ড ব্যাংক এর প্রজেক্ট এর সুবাদে ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্টদের মগজ থেকে বের হয়েছে। আমিও একসময় ইইউএনডিপির কনসালটেন্ট হয়ে পুলিশ হেডকোয়ার্টারস এ কাজ করেছি তাই আমি জানি এগুলো কিভাবে হয়।

১৩| ০১ লা জুলাই, ২০১৮ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ওয়াসা বোধ হয় এই প্রথম একটা উদ্ভাবনী উদ্যগ নিল, যেহেতু কোন ভাল কাজ হয় না সেখানে এটাই একটা বড় কাজ। অনেক ধন্যবাদ আপনাকে।

এই ভেন্ডিং মেশিন সমস্ত ঢাকা শহরে ছড়িয়ে দিতে হবে। তাতে মানুষের উপকার হবে।

০১ লা জুলাই, ২০১৮ সকাল ১০:২৫

গরল বলেছেন: হ্যা সে ধরনের পরিকল্পনা আছে ওয়াসার, এটা একটা প্রজেক্টের অংশ। ভাল থাকবেন, শুভকামনা রইল আপনার ও ওয়াসার জন্য।

১৪| ০১ লা জুলাই, ২০১৮ সকাল ১০:৩১

তারেক ফাহিম বলেছেন: অবশ্যই প্রশংসনিয় উদ্যেগ।

০১ লা জুলাই, ২০১৮ সকাল ১১:২৬

গরল বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।

১৫| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:১৮

রাকু হাসান বলেছেন: অতিদ্রুত জনসাধারণের কাছে পৌঁছে দেওযা হোক

০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:২০

গরল বলেছেন: আপনার দাবির সাথে সহমত, ধন্যবাদ, ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.