নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

আসুন বৃষ্টির গান গাই (অঞ্জন দত্তের গান)

১১ ই মার্চ, ২০১০ রাত ১:০৪





একদিন বৃষ্টিতে বিকেলে



অঞ্জন দত্ত



একদিন বৃষ্টিতে বিকেলে, থাকবেনা সাথে কোন ছাতা

শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়, ভিজে যাবে চটি জামা মাথা

থাকবেনা রাস্তায় গাড়ী ঘোড়া, দোকান পাট সব বন্ধ

শুধু তোমার আমার হৃদয়ে, ভিজে মাটির সোঁদা গন্ধ

একদিন বৃষ্টিতে বিকেলে, মনে পড়ে যাবে সব কথা

কথা দিয়ে কথাটা না রাখা, ফেলে আসা চেনাচেনা ব্যথা

অদূরে কোথাও কোন রেডিওতে, এই পথ যদি না শেষ হয়

আর বৃষ্টির রং হয়ে যাবে নীল, আর আকাশের রংটা ছাই

একদিন, বৃষ্টিতে একদিন. বৃষ্টিতে বিকেলে।



ভাঙ্গা দেয়ালের গায়ে সাতপাকে বাঁধা কবে কার নুন শোতে কোথাও

আর বৃষ্টির ছাটে, যাবেনা দেখা, দুজনের চোখের জল

ঝমঝম, ঝমঝম, চোখের জল।



একদিন বৃষ্টিতে বিকেলে, আমরা ধরা পড়ে যাবো দেখো ঠিক

ধুয়ে যাবে যত আছে অভিমান, ধুয়ে যাবে সিঁদুরের টিপ

আর চটিটাও ছিড়ে যাবে তক্ষুনি, তাই পালানো যাবেনা যে কোথাও

রাস্তা যেমন তেমনই, শুধু লোকজন সব উধাও

একদিন বৃষ্টিতে বিকেলে, থাকবেনা সাথে কোন ছাতা

শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়, ভিজে যাবে চটি জামা মাথা

থাকবেনা রাস্তায় গাড়ী ঘোড়া, দোকান পাট সব বন্ধ

শুধু তোমার আমার হৃদয়ে, ভিজে মাটির সোঁদা গন্ধ

একদিন, বৃষ্টিতে একদিন. বৃষ্টিতে বিকেলে।



ডাউনলোড লিংক





আমি বৃষ্টি দেখেছি



অঞ্জন দত্ত



আমি বৃষ্টি দেখেছি

বৃষ্টির ছবি এঁকেছি

আমি রোদে পুরে ঘুরে ঘুরে

অনেক কেঁদেছি

আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার

খেলা থামেনি

শুধু তুমি চলে যাবে

আমি স্বপ্নেও ভাবিনি

আমি বৃষ্টি দেখেছি।



চারটে দেয়াল মানেই নয়তো ঘর

নিজের ঘরেও অনেক মানুষ পর

তখন কিসের টানে মানুষ পায়যে

খুঁজে বাঁচার মানে

ঝাঁপসা চোখে দেখা এই শহরে।



আমি অনেক ভেঙ্গেচুড়ে

আবার শুরু করেছি

আবার পাওয়ার আশায় ঘুরে মরেছি

আমি অনেক হেরে গিয়েও

হারটা স্বীকার করিনি

শুধু তোমায় হারাব

আমি স্বপ্নেও ভাবিনি।

আমি বৃষ্টি দেখেছি

বৃষ্টির ছবি এঁকেছি

আমি রোদে পুরে ঘুরে ঘুরে

অনেক কেঁদেছি

আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার

খেলা থামেনি

শুধু তুমি চলে যাবে

আমি স্বপ্নেও ভাবিনি

আমি বৃষ্টি দেখেছি।



হারিয়ে গেছে তরতাজা সময়

হারিয়ে যেতে পারেনি আমার ভয়

তখন কিসের টানে মানুষ পায়যে

খুঁজে বাঁচার মানে

ঝাঁপসা চোখে দেখা এই শহরে।



আমি অনেক স্রোতে বয়ে গিয়ে

অনেক ঠকেছি

আমি আগুন থেকে

ঠেকে শিখে অনেক পুড়েছি

আমি অনেক কষ্টে

অনেক কিছু দিতে শিখেছি

শুধু তোমায় বিদায় দিতে হবে

আমি স্বপ্নেও ভাবিনি

আমি বৃষ্টি দেখেছি

বৃষ্টির ছবি এঁকেছি

আমি রোদে পুরে ঘুরে ঘুরে

অনেক কেঁদেছি

আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার

খেলা থামেনি

শুধু তুমি চলে যাবে

আমি স্বপ্নেও ভাবিনি

আমি বৃষ্টি দেখেছি।



ডাউনলোড লিংক



ছবিসুত্র: আন্তজাল

মন্তব্য ৫৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১০ রাত ১:০৭

রাজসোহান বলেছেন: পুত্তুম পিলাচ :-B :-B :-B :-B :-B

১১ ই মার্চ, ২০১০ রাত ১:০৯

সায়েম মুন বলেছেন: পুত্তুম ধইন্যাপাতা:)

২| ১১ ই মার্চ, ২০১০ রাত ১:০৭

নস্টালজিক বলেছেন: অঞ্জন এর বৃষ্টি-র গান!
এক হাজার প্লাস।।

১১ ই মার্চ, ২০১০ রাত ১:১০

সায়েম মুন বলেছেন: ১০০০ ধইন্য!

৩| ১১ ই মার্চ, ২০১০ রাত ১:১৩

তারার হাসি বলেছেন:
খুব খুব খুব প্রিয় দুটি গান।

১১ ই মার্চ, ২০১০ রাত ১:২০

সায়েম মুন বলেছেন: আমার খুব প্রিয় দুটি গান :-B

৪| ১১ ই মার্চ, ২০১০ রাত ১:১৭

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: একদিন বৃষ্টিতে বিকেলে, আমরা ধরা পড়ে যাবো দেখো ঠিক
ধুয়ে যাবে যত আছে অভিমান
আর চটিটাও ছিড়ে যাবে তক্ষুনি, তাই পালানো যাবেনা যে কোথাও


গানটা বুকের মধ্যে গেঁধে রেখেছি, আর শুধু অপেক্ষার পালা।

গানটা শুনতে ইচ্ছে করেছে, একটা ব্যবস্থা করে দিন না

১১ ই মার্চ, ২০১০ রাত ১:৩৮

সায়েম মুন বলেছেন: তার গান কই পাবো :||

একটু কষ্ট কইরা সার্চ দিয়া খুঁইজালন না:)

সেদিন http://www.music.com.bd এ খুঁজলাম পাইলাম না। অনেকের গানই পাওয়া যায় কিন্তু অঞ্জন দত্তের গান কেন জানি পাওয়া যায়নি:(

১২ ই মার্চ, ২০১০ বিকাল ৪:২৮

সায়েম মুন বলেছেন: একদিন বৃষ্টিতে বিকেলে অনেক দেরীতে লিংক দেয়ার জন্য দু:খিত

৫| ১১ ই মার্চ, ২০১০ রাত ১:১৯

হাসান মাহবুব বলেছেন: এই দুইটা গানের জন্যে একটা প্লাস কম হৈয়া যায়। পরে আরেক্টা দিমুনি ;)

১১ ই মার্চ, ২০১০ রাত ১:৩৬

সায়েম মুন বলেছেন: হামা ভাইয়ের একটা প্লাসই দুইটা কাউন্ট হইল।

প্রথম গানটা নিয়া একটা ইতিহাস কই। কিছু মনে কইরেন না। ইউনিভার্সিটিতে ভর্ত্তি হইছি। এক বছর পর গীটার বাজানোর শখ হইল। শুরু করলাম বাজানো। বেশ কিছু গান তুলে ফেলেছি গীটারে তারমধ্যে ১ম গানটাও ছিল।

এক সময়একটা লম্বা ছুটি পাইলাম- বাড়িতে গেলাম। তখন বর্ষাকাল-একদিন বিকেল বেলা মুষলধারায় বৃষ্টি আরম্ভ হলো। ইচ্ছে হলো বৃষ্টিতে ভিজি- আর ভিজলামও ঘন্টাখানেকের মত এই একটা গানই গেয়ে (যদিও সঙ্গে কেউ ছিল না-থাকাটা মনে হয় দোষের কিছু হতো না )। রাতে জ্বর শুরু হয়ে গেল তীব্র মাত্রায় আর তিনদিন সর্দি জ্বরে ভুগলাম!

৬| ১১ ই মার্চ, ২০১০ রাত ১:২২

জয় সরকার বলেছেন: ধুর মিয়া.........আপনের বিচার হইব !! আমি আগামী দুইটা পোস্ট এই দুইটা গান নিয়া দিমু ভাইবা রাখছিলাম.........আইডিয়া চুরির দায়ে আফনের ডাবল ফাঁসি হওনের দরকার.........

হামা ভাইয়ের কাঁধে বিচারের ভার ব্যস্ত করলাম.........

ডাবল মাইনাচ আপ্নের পোস্টে!!!!

১১ ই মার্চ, ২০১০ রাত ১:৪১

সায়েম মুন বলেছেন: হায় আল্লাহ এটা কি কইলেন ছুরি ভাই!

আমার ডাবল ফাঁসি দ্যান মাথা পাইতা লইলাম তয় কচুগাছের সাথে দিয়েন --এটাই আমার শেষ ইচ্ছে:)

৭| ১১ ই মার্চ, ২০১০ রাত ১:৩৬

ছায়াপাখির অরণ্য বলেছেন: আমার অসম্ভব প্রিয় দুটো গান!
'বৃষ্টি' গানটা এমন, বারবার শুনলেও পুরোনো লাগে না।

আমি অনেক স্রোতে বয়ে গিয়ে
অনেক ঠকেছি
আমি আগুন থেকে
ঠেকে শিখে অনেক পুড়েছি


ধুয়ে যাবে যত আছে অভিমান, ধুয়ে যাবে সিঁদুরের টিপ

শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

১১ ই মার্চ, ২০১০ রাত ১:৪২

সায়েম মুন বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ তানিয়া মুন!

৮| ১১ ই মার্চ, ২০১০ রাত ১:৪৮

ফাহাদ চৌধুরী বলেছেন: দ্বিতীয়টা খুব ফেভ একটা গান ।

১১ ই মার্চ, ২০১০ রাত ১:৫১

সায়েম মুন বলেছেন: আমার আবার দুটোই!

৯| ১১ ই মার্চ, ২০১০ রাত ১:৫১

জয় সরকার বলেছেন: :(( :(( :(( :(( হামা ভাইয়ের ভূমিকা রহস্যজনক।তিনি বিচার না করে কই গেলেন? নাকি উৎকোচের কোন ভূমিকা আছে ;) ? হামা ভাই, জানতে চাই!!বিচার না করলে কিন্তুক আমি কিছু একটা কইরাই ফালামু!! X( X( X( X(( X(( X((

১১ ই মার্চ, ২০১০ রাত ১:৫৫

সায়েম মুন বলেছেন: হামা ভাই বিচার করণের আগেই তো বাংলাদেশ দন্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত হইয়া আমৃত্যু কচু গাছের সাথে দু'বার কেন চার বার ফাঁসি লইতে চাইলাম:) তাতে খুশি না হইলে ১০০০ বার ফাঁসি লইতে চাই =p~ B-))

১০| ১১ ই মার্চ, ২০১০ রাত ১:৫৮

জয় সরকার বলেছেন: তয় গান দুইডা এত্ত পিরিয় তা আর কইলাম্না.........আপ্নেরে মাফ কইরা দিলাম.........তয়,

সামনে কোন গান দেয়ার প্ল্যান লইলে আমারে জিগাইয়া লইবেন আগে, যে আমার কোন প্ল্যান আছেনি! B-)

১১ ই মার্চ, ২০১০ রাত ২:২০

সায়েম মুন বলেছেন: ভাই এত্ত বড় হুমকি জীবনে খাইনি;)

হমকির ঝাপটায় লিখতে গিয়া কীবোর্ড ভাইঙ্গা পইড়া গেলাম বোধয়:)

তয় আমার কাছে তো ডায়েরী ভর্ত্তি অঞ্জন/ নচিকেতা সহ আরও অনেকের গানের লিরিক্স আছে দিবার মন চাইলে কি করুম কনচেন দেহি:(

১১| ১১ ই মার্চ, ২০১০ রাত ২:৩৬

কাঠের খাঁচা বলেছেন: অঞ্জন দত্তের কয়েকটা গানই ঘুরে ফিরে শুনতাম।

এই দুটো শুনিনি। শুনলেও মনে নেই।

আমার অন্যতম প্রিয় গায়ক ছিলেন। এখন তেমন শোনা হয় না।

গানের লিরিকের পোস্ট আমার খুবই প্রিয়। গান শুনে লিরিক মুখস্থ করাটা আমার কাছে নেশার মত।

সুন্দর পোস্টের জন্য +

১১ ই মার্চ, ২০১০ রাত ১০:৪৩

সায়েম মুন বলেছেন: কি কন কাখাঁ ভাই এই দুইটা গানতো এক্কেরে কমন গান। যাউগ্গা হয়ত কুন একদিন শুনতে পাইলে ভালা লাগবে।

তবে আমিও এক সময় খুব বেশী শুনতাম তার গান!

১২| ১১ ই মার্চ, ২০১০ রাত ২:৩৮

লিটল হামা বলেছেন: আরেকটা পেলাচ না দিয়া পার্লাম্না B-)

১১ ই মার্চ, ২০১০ রাত ১০:৪৪

সায়েম মুন বলেছেন: প্রথ্থম পিলাচ টা কহন দিছিলেন কনচেন দেহি।

তয় আপনারে ধন্যবাদ না দিয়া পারলাম না!

১৩| ১১ ই মার্চ, ২০১০ সকাল ১০:৪৯

জয় সরকার বলেছেন: কী আর করা!! আপ্নের যখন ডায়েরী ভর্তি তখন আর কি করুম :(? তয় নচির গান দেয়ার আগে আমার বলগে আমন্ত্রণ রইল......আমিও অনেকগুলো দিয়েছি............

সত্যি কথা কইতে, নচিকেতা, অঞ্জন, সুমনের গান আমার প্রতিদিন না শুনলে যতই ভাত খাই পেট ভরেনা!! ;)

১১ ই মার্চ, ২০১০ রাত ১০:৪৬

সায়েম মুন বলেছেন: সত্যি কথা কইতে, নচিকেতা, অঞ্জন, সুমনের গান আমার প্রতিদিন না শুনলে যতই ভাত খাই পেট ভরেনা!! ;)
-------------------------বেশ ভাল লাগল কথাটা শুইনা। আমিও এক সময়----------------------------------


আপনার ব্লগে সময় করে যাওয়ার ইচ্ছে রইল!

১২ ই মার্চ, ২০১০ রাত ২:৪০

সায়েম মুন বলেছেন: নচিকেতার প্রচুর গান দেখলাম আপনার অনেক পোষ্টে। আবার তারে নিয়ে ইতিহাসও লিখেছেন। ভাল উদ্যোগ--সাধুবাদ আপনাকে। আমারও বেশ প্রিয় একজন শিল্পী।

অঞ্জনের কাঞ্চনজঙ্ঘা গানটা দেয়ার বেশ ইচ্ছে ছিল অনেক দিনের। কিন্তু বেশ কিছুদিন আগেই আপনি দিয়ে ফেলেছেন আমার এই অসম্ভব প্রিয় গানটা:(

১৪| ১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:১২

জনৈক আরাফাত বলেছেন: দুইটা গানে তিনটা প্লাস।

আমার পিসিতে বৃষ্টির গানের একটা ফোল্ডার আছে। ঘুমের গানের ফোল্ডার আছে। ইচ্ছে মত শুনি! :)

১১ ই মার্চ, ২০১০ রাত ১০:৪৯

সায়েম মুন বলেছেন: তিন প্লাসে তিনটা ধইন্যাপাতার আটি:)

আপনার মত আমিও কিছু গান ভিন্নভিন্ন ফোল্ডারে সাজায় রাখছি। মুড অনুযায়ী শোনা হয়!

১৫| ১২ ই মার্চ, ২০১০ সকাল ৯:১৩

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: বস, প্রথম গানটা মেইল করেন ........ খুশি হমু ........

[email protected]

১২ ই মার্চ, ২০১০ বিকাল ৫:০৩

সায়েম মুন বলেছেন: তারপরও ডাউনলোড লিংক উপরে গানের শেষে দিয়ে দিলাম

১৬| ১২ ই মার্চ, ২০১০ সকাল ৯:১৫

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: মেইল করন লাগবো না। খুইজা পাইছি বস।:)

১২ ই মার্চ, ২০১০ বিকাল ৩:২৮

সায়েম মুন বলেছেন: ওক্কে:)

১৭| ১২ ই মার্চ, ২০১০ বিকাল ৫:০৮

লালসালু বলেছেন: বস কেমন আছেন?

১২ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৫৩

সায়েম মুন বলেছেন: এইতো ভাই যায়যায় দিন। মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিলাম। পক্স হয়েছিল। টানা সতের দিন ছুটি কাটানোর পর গতকাল অফিসে জয়েন করেছি। এখন আপনাদের দোয়ায় সুস্থ আছি আরকি! আপনার খবর কি?

১৮| ১৮ ই মার্চ, ২০১০ রাত ১২:৩৯

প্রতীক্ষা বলেছেন: গানগুলোর জন্য অনেক ধন্যবাদ!

আপনার জন্য একটি গান!
মেঘপিয়ন!

১৮ ই মার্চ, ২০১০ রাত ৩:১৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ গ্রহণ করা হলো:)

ওক্কে যাচ্ছি!

১৯| ১৮ ই মার্চ, ২০১০ রাত ৩:৩০

প্রতীক্ষা বলেছেন: গান শুনে কেমন লাগল জানাতে ভুলবেন না! :) :D

১৮ ই মার্চ, ২০১০ দুপুর ২:১৮

সায়েম মুন বলেছেন: ভাল বেশ ভাল লেগেছে:)

ধন্যবাদ লিংকটা দেয়ার জন্য!

২০| ২৫ শে মার্চ, ২০১০ রাত ২:১৩

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: এত্তগুলো ধইন্যাপাতা :)

অনেক অনেক অনেক খুশি হয়েছি

২৬ শে মার্চ, ২০১০ রাত ১২:০৬

সায়েম মুন বলেছেন: সব ধইন্যাপাতা গ্রহণ করা হলো যদিও গরমকালে ধইন্যাপাতার অবস্থা বিশেষ ভালানা:)

২১| ২৯ শে মার্চ, ২০১০ রাত ৯:৩৮

আহমেদ রাকিব বলেছেন: বিশাল ধন্যবাদ। খুব শুনতে ইচ্ছে করছিল। সার্চ করতেই আপনার পোষ্ট পেলাম। :)

২৯ শে মার্চ, ২০১০ রাত ৯:৫৫

সায়েম মুন বলেছেন: স্বাগতম রাকিব ভাই!

আবার আসবেন:)

আমার বেশ কিছু গানের পোষ্ট আছে ডাউনলোড লিংক সহ - চাইলেই শুনতে পারবেন যখন খুশী তখন:)

২২| ০৫ ই জুন, ২০১০ দুপুর ১:২০

অপ্‌সরা বলেছেন: সুন্দর গান!

০৫ ই জুন, ২০১০ দুপুর ২:৪৪

সায়েম মুন বলেছেন: তাই নাকি পরী আপু! আমার বেশ প্রিয় দুটি গান!!

২৩| ০৫ ই জুন, ২০১০ দুপুর ১:২১

অপ্‌সরা বলেছেন: কেমন আছো ভাইয়া??????????????

০৫ ই জুন, ২০১০ বিকাল ৩:০২

সায়েম মুন বলেছেন: ভালো আছি পরী আপুটা! তুমিতো ব্লগ থেকে হাওয়া হয়ে গেলা!

বড্ড মিস্করি পরী আপুটাকে!!

২৪| ১৫ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৫

মাহী ফ্লোরা বলেছেন: বড্ড সুন্দর।ডাওনলোডাইতে দিলাম:)

১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:২৭

সায়েম মুন বলেছেন: শুইন্না বৈলেন কেমন লাগছে :-/

২৫| ১৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:০৪

মাহী ফ্লোরা বলেছেন: বেশি ভাল্লাগে নাই।কথা শুইনা এক্সপেকটেশন বাড়সিল,পুরন হয় নাই /:)

১৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:১১

সায়েম মুন বলেছেন: আপনে টেপরেকর্ডার কিন্না মমতাজ এর গান শোনা শুরু করেন :-P

থুক্কু কলের গান শোনেন। চিন্ময়, সাগর সেন, ইন্দ্রানী হালদার, হেমন্ত এদের কন্ঠে রবীন্দ্র সঙ্গীত শোনেন। কাজে দিবো আশা করি :-< :D

২৬| ১৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৮:২৩

মাহী ফ্লোরা বলেছেন: মমতাজরে আমার চিনিয়র বাই বড় বালা পাই।সে ঈদে বাড়ি আসে।আর ঈদের কোনো প্রগ্রামে মমতাজের গান হইলে আর কতা নাই,সবাইরে পিত্তি গিলাইয়া ছাড়বো।আবার কানের কাছে সারাক্ষন মমতাজের গুন বর্ণনা চলে।
'' বুঝছো আগে তো খালি গায়িকা ছিল,এখন সংসদ সদস্য।এখন আর কারোর তাকে হেলাফেলা করার উপায় নেই।''
আরু কত্ত কি!মমতাজের গান ডাওনলোডান যায়না?ভাইরে সারপ্রাইজ দেয়া যায়তো... :-B

১৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:০০

সায়েম মুন বলেছেন: আপনার ভাইকে খুশী করার নিমিত্তে মমতাজের একটি ট্রাক দিলাম:

১। বন্ধু যখন বউ লইয়া
আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়
ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়।

----------অহন ডাউনলুডু দ্যান :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.