![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
নির্জন দুপুরের বুক পথে
চলতে চলতে
আমরা নিরুদ্দেশে এসেছি
এখানে রাতের আকাশে
পটের চাঁদ
পুরনো আল পেরুলেই
বর্ষারাত।
জোনাক পথ ভেঙ্গে ভেঙ্গে
আমরা অনেক দূরে এসেছি
আর একটু এগোলেই
নুয়ে পড়া ডাল
কদম গাছ
থোকা থোকা ফুল।
বর্ষারাত
কদম ফুল
তোমার চুল
এই তিন মিলে
নতুন পদ্য লিখবো বলে
তোমায় পাক্কা
তিন ক্রোশ টেনে আনা।
আমার
শৈশব কৈশোর যৌবনের
তীর ঘেঁষে দাঁড়ানো
কদমের ডালে
পা ঝুলিয়ে বসে পড়তো
তোমার চুলের খোপায়
তিনটে কদম ফুল
গুঁজে দিই।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
১০ ই মার্চ, ২০১২ রাত ১০:১৮
সায়েম মুন বলেছেন: কদম ফুল আছে। কিন্তু ছবি তেমন ভাল না। তাই যে পথে হেঁটে গেছি তারই ছবি দিলাম
ধন্যবাদ কবি।
২| ১০ ই মার্চ, ২০১২ রাত ৮:০৮
ঈষাম বলেছেন: দারুণ কবিতা ভাইয়া..++
১০ ই মার্চ, ২০১২ রাত ১০:১৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ঈষাম। অনেক শুভকামনা।
৩| ১০ ই মার্চ, ২০১২ রাত ৮:১০
ইসাকুল বলেছেন: পেলাস
১০ ই মার্চ, ২০১২ রাত ১০:২০
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো।
৪| ১০ ই মার্চ, ২০১২ রাত ৮:১৭
শায়মা বলেছেন: বর্ষারাত
কদম ফুল
তোমার চুল
এই তিন মিলে
নতুন পদ্য লিখবো বলে
তোমায় পাক্কা
তিন ক্রোশ টেনে আনা।
বৌমনির বাড়ি তোমার বাড়ি হতে মাত্র তিন ক্রোশ দূরে???
১০ ই মার্চ, ২০১২ রাত ১০:২৩
সায়েম মুন বলেছেন: কম দূরত্ব হলো না কি
হাঁটতে হাঁটতে জানটা ধরফর করতেছে। তবু দূরত্ব নিয়ে খোঁচা দাও
৫| ১০ ই মার্চ, ২০১২ রাত ৮:২৪
~মাইনাচ~ বলেছেন: সুন্দর
১০ ই মার্চ, ২০১২ রাত ১১:২৫
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কু!
৬| ১০ ই মার্চ, ২০১২ রাত ৮:৩৬
ফারজুল আরেফিন বলেছেন: সুন্দর হৈছে +++
১০ ই মার্চ, ২০১২ রাত ১১:৩৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আরেফিন। অনেক অনেক শুভকামনা।
৭| ১০ ই মার্চ, ২০১২ রাত ৯:৩৯
ঘুমকাতুর বলেছেন: সুন্দর।
৫ম ভালো লাগা
১০ ই মার্চ, ২০১২ রাত ১১:৩৭
সায়েম মুন বলেছেন: অনেক বেশী ধন্যবাদ। ভাল থাকুন সদা।
৮| ১০ ই মার্চ, ২০১২ রাত ৯:৪৩
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ৭ম ভালোলাগা রইল প্রিয় মুন ভাই
শুভকামনা!!
১০ ই মার্চ, ২০১২ রাত ১১:৪৬
সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ চয়ন। মঙ্গলময় হোক জীবন।
৯| ১০ ই মার্চ, ২০১২ রাত ৯:৪৪
জোবায়ের নিয়ন বলেছেন: তিন ক্রোশ পথ শুধু দেখাইলেন কদম ফুল দেখাইলেন না যে?
কবিতায় ভাল লাগা ও ++++
১০ ই মার্চ, ২০১২ রাত ১১:৪৯
সায়েম মুন বলেছেন: হাহাহা। কদম ফুলের ছবি আছে। সেটা রুমে নিয়ে এসে তোলা। তাও আবার রাতের বেলা। তাই দিতে চাইনি। অবশেষে অনেকের দাবীর মুখে জরাজীর্ন এই ছবিটাই দিয়ে দিলাম।
অনেক ধন্যবাদ জোবায়ের। সুন্দর সুখী হোক জীবন।
১০| ১০ ই মার্চ, ২০১২ রাত ৯:৫৯
দূর্যোধন বলেছেন: আপনাকে একটা কদম ছাঁট দেই?
১১ ই মার্চ, ২০১২ রাত ১২:২৮
সায়েম মুন বলেছেন: কদমছাট দিতে ইচ্ছে করছে। কবে দিবেন
১১| ১০ ই মার্চ, ২০১২ রাত ১০:৫৩
আরজু পনি বলেছেন:
আমি তিন ক্রোশ কেন তিনশ' ক্রোশ হাঁটতেও রাজি আছি, তবুও কবিতাটি আমার জন্যে রচিত হোক
গুজে=গুঁজে
১১ ই মার্চ, ২০১২ রাত ১২:৩৮
সায়েম মুন বলেছেন: ভানাম টা ঠিক করলাম। থ্যাঙ্কস আরজুপনি।
আপনার জন্য কবি সমাজ কবিতা রচনা করুক
১২| ১০ ই মার্চ, ২০১২ রাত ১০:৫৮
আকাশ০৭ বলেছেন: বাহ বাহ
১১ ই মার্চ, ২০১২ রাত ১২:৪১
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস আকাশ। শুভরাত্রি।
১৩| ১১ ই মার্চ, ২০১২ রাত ১:১০
রাতুল_শাহ বলেছেন: বর্ষারাত
কদম ফুল
তোমার চুল
এই তিন মিলে
নতুন পদ্য লিখবো বলে
তোমায় পাক্কা
তিন ক্রোশ টেনে আনা।
ছোটবেলায় কত কদম ফুল কুড়িয়েছিরে ভাই। তা কদম ফুল দেখলে মনে পড়ে।
১১ ই মার্চ, ২০১২ দুপুর ১:০২
সায়েম মুন বলেছেন: কদম ফুল প্রিয় একটা ফুল। কদম ফলটাও নেহায়েত কম না। ফুলের পাপড়ীগুলো ঝরে গেলে বল আকৃতির হয়। তখন সেটা দিয়ে মার্বেল খেলতাম। পাকা কদম লবণ মরিচ দিয়ে সালাদ করে খেতাম। ---হায়রে আমার সেই দিনগুলি---
১৪| ১১ ই মার্চ, ২০১২ রাত ১:৩৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: কদম ফুলের লাহান আফনের কবিতাও বালা অইছে।
সুন্দর কবিতায় একটা সামান্য প্লাস।
১১ ই মার্চ, ২০১২ দুপুর ১:০৪
সায়েম মুন বলেছেন: আপনার অসামান্য পেলাচ পেয়ে ধন্য হলাম চেয়ারম্যান সাব। অখন হাত নামান
শুভকামনা রইলো।
১৫| ১১ ই মার্চ, ২০১২ রাত ২:৫৯
স্বদেশ হাসনাইন বলেছেন: কবিতা বেশ ভাল লেগেছে
শেষটুকুতে খোঁপায় কদমফুল গুঁজে দেয়া নাটকীয় মনে হয়েছে। ওপেন রাখলেই হতো। তিনক্রোশ এনে জিরোনো পর্যন্তই থেমে যাওয়া যেত, কেননা ওই অংশটা খুব ভাল লাগছিল।
১১ ই মার্চ, ২০১২ দুপুর ১:১২
সায়েম মুন বলেছেন: এরপরের প্যারাটা ছেটে ফেললাম। একদম শেষের প্যারাটাতে অনেক মায়া মিশে আছে যেন। তাই ওটা ফেলতে পারলাম না।
এখন কেমন হলো। পোষ্টে আসলে জানান দিয়েন কবি। আপনার মূল্যবান মতামতের অপেক্ষায়---
১৬| ১১ ই মার্চ, ২০১২ ভোর ৬:১৫
ফারিয়া বলেছেন: কবিতা ও ফুল, দুটোই সুন্দর, সমান সমান!
১১ ই মার্চ, ২০১২ দুপুর ১:১৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ফারিয়া। শুভকামনা রইলো।
১৭| ১১ ই মার্চ, ২০১২ দুপুর ১:১৫
শিশিরের শব্দ বলেছেন: কবিতা ভালো লেগেছে....
কদম ফুল আমার কি যে ভালো লাগে....
বর্ষা পর্যন্ত অপেক্ষা করতে হবে
১১ ই মার্চ, ২০১২ দুপুর ১:২২
সায়েম মুন বলেছেন: হুমম শিশিরের শব্দ। এবার বর্ষা আসলে কদম উৎসব করবো কিনা ভাবছি। উৎসব বলতে --- কদম গাছের তলে বসে সারাদিন কাটাবো। কদম ফুলের ফটোগ্রাফী করবো।
থ্যাঙ্কু।
১৮| ১১ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১১
দর্পণ বলেছেন: কদম ফুল
১১ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৫৩
সায়েম মুন বলেছেন:
১৯| ১১ ই মার্চ, ২০১২ রাত ১১:২২
দূরদ্বীপবাসিনী_ বলেছেন: সুন্দর কবিতা ভাইজান!
বর্ষা আসার আগেই তো কদম ফুল আনলেন, এইবার গ্রীষ্মের একটা ফুল নিয়ে কবিতা লিখেন।
১২ ই মার্চ, ২০১২ রাত ১২:৩৬
সায়েম মুন বলেছেন: থেংকু দূরদ্বীপের বাসিন্দা।
গ্রীষ্মের ফুল কোনটা জানি? শিমুল বা পলাশ নিয়ে লিখলে হবে
২০| ১২ ই মার্চ, ২০১২ রাত ১২:৫৩
মিরাজ is বলেছেন: অদ্ভুৎ সুন্দর হয়েছে কবিতাটা।
১২ ই মার্চ, ২০১২ রাত ১:০৬
সায়েম মুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মিরাজ। শুভরাত্রি।
২১| ১২ ই মার্চ, ২০১২ সকাল ৭:২৭
হাসান মাহবুব বলেছেন: বেশ রোমান্টিক এবং সুন্দর কবিতা। বাদল দিন কবে আসিবে?
১২ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০০
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কু।
কদম ফুল যবে ফুটিবে
২২| ১২ ই মার্চ, ২০১২ দুপুর ২:৪৬
হানিফ রাশেদীন বলেছেন:
''আর একটু এগোলেই
নুয়ে পড়া ডাল
কদম গাছ
থোকা থোকা ফুল।''
ভালো লাগলো অনেক। সুন্দর কবিতা।
১২ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২৭
সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ হানিফ ভাই। শুভকামনা রইলো।
২৩| ১২ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০৬
েমা আশরাফুল আলম বলেছেন: কদমের গুনাগুন
১) Alam MA, Subhan N, Chowdhury SA, Awal MA, Mostofa M, Rashid MA, Hasan CM, Nahar L, Sarker SD: Anthocephalus cadamba (Roxb.) Miq., Rubiaceae, extract shows hypoglycemic effect and eases oxidative stress in alloxan-induced diabetic rats. Revista Brasileira de Farmacognosia 2011, 21: 155-164.
২) Md Ashraful Alam, Nusrat Subhan, Md Mostafizur Rahman, Kamaluddin Ahmed, Abdul Ghani, SM Raquibul Hasan, Md Mokarram Hossain, Raushanara Akter, Muntasir Mamun Majumder, (2009) Antinociceptive and gastro-protective effect of the ethanolic extract of the flowering top of Anthocephalus Cadamba Roxb. Oriental Pharmacy and Experimental Medicine 9(12):326-334.
৩) Alam MA, Ghani A, Subhan N, Rahman MM, Haque MS, Majumder MM, Mazumder MEH, Akter RA, Nahar L and Sarker SD (2008) Antioxidant and membrane stabilizing properties of the flowering tops of Anthocephalus cadamba. Natural Product Communications. 3(1):65-70.
১২ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩৪
সায়েম মুন বলেছেন: কদমের গুনাগুন তো চোখে পড়লো না আশরাফ। কতগুলা নামই চোখে পড়ছে।
২৪| ১২ ই মার্চ, ২০১২ রাত ৮:৫৫
মাহী ফ্লোরা বলেছেন: কবিতা লেখার জন্য তিন ক্রোশ হাঁটাই আনলেন? আপনিতো মিয়া ভাল লোক না!
১২ ই মার্চ, ২০১২ রাত ১১:০১
সায়েম মুন বলেছেন: বসে বসে আর কতকাল। তাই এট্টু হাঁটায় আমার কদম গাছটা দেখায় নিয়ে আসলাম
২৫| ১২ ই মার্চ, ২০১২ রাত ৯:৪৪
কালীদাস বলেছেন: আপনার কবিতাগুলো ভাল লাগে কারণ একটাই- বেশিরভাগটাই আমার দুর্বল এন্টেনায় এনালাইজ করা যায় ভাল লেগেছে এটাও
১২ ই মার্চ, ২০১২ রাত ১১:০৬
সায়েম মুন বলেছেন: কি যে বলেন না আপনি। এ সব কবিতা না। কিছু সহজ সরল লাইন টেনে সবিতা লেখার টেরাই মারি। তাই এনালাইজ করা একদম সহজ। আপনি মনে হয় আরও সহজে এনালাইজ করতে পারেন।
থ্যাঙ্কস কালীদাস।
২৬| ১২ ই মার্চ, ২০১২ রাত ৯:৫০
আধুনিক বাল্মিকী ব্লগার বলেছেন:
আপনের কাচে নাকি দুইটা ছালতুলা কদম ফুল আচে
১২ ই মার্চ, ২০১২ রাত ১১:২৩
সায়েম মুন বলেছেন:
২৭| ১২ ই মার্চ, ২০১২ রাত ১০:৪৩
জলমেঘ বলেছেন: ভালো লাগলো। সাদাসিদে কথায় চমৎকার কবিতা
১২ ই মার্চ, ২০১২ রাত ১১:০৯
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ জলমেঘ। আমার ব্লগে স্বাগতম।
২৮| ১৩ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৪০
আকাশটালাল বলেছেন: মুনাপ্পি, খবর কি? এখনো রাগ কইরা আছেন নাকি আমার উপর!!!
১৫ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৪৮
সায়েম মুন বলেছেন: হ রাগ কইরা আছি। একদিন বুফেতে খাওয়ান
২৯| ১৩ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৫৯
শশী হিমু বলেছেন: সুন্দর
১৫ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৪৯
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস শশী। শুভদুপুর।
৩০| ১৩ ই মার্চ, ২০১২ দুপুর ১:৪০
নাআমি বলেছেন: অসম্ভব ভাল লাগলো !!
১৫ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৪৯
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ নাআমি। শুভদুপুর।
৩১| ১৩ ই মার্চ, ২০১২ বিকাল ৫:০০
anisa বলেছেন:
এলোমেলো ঘুরতে ঘুরতে সায়মুন এর কবিতায়
অনেক ভালো লাগা ................
শুভ বিকেল
১৫ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৫১
সায়েম মুন বলেছেন: আপনাকে অনেক দিন পর দেখে ভাল লাগলো আপু। শুভদুপুর।
৩২| ১৩ ই মার্চ, ২০১২ বিকাল ৫:১০
শোশমিতা বলেছেন: সুন্দর কবিতা সাথে ছবি গুলো ও সুন্দর +
১৫ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৫২
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ শোশমিতা শুভদুপুর।
৩৩| ১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০৭
তিথির অনুভূতি বলেছেন: আমার
শৈশব কৈশোর যৌবনের
তীর ঘেঁষে দাঁড়ানো
কদমের ডালে
পা ঝুলিয়ে বসে পড়তো
তোমার চুলের খোপায়
তিনটে কদম ফুল
গুঁজে দিই।
কদম ফুলে ভরে উঠুক সামনের বর্ষায়
১৫ ই মার্চ, ২০১২ দুপুর ১:০১
সায়েম মুন বলেছেন: শুভদুপুর তিথি!
৩৪| ১৩ ই মার্চ, ২০১২ রাত ৯:২৯
সাহাদাত উদরাজী বলেছেন: পরিচিত হতে আসলাম।
কবিতা আমিও মাঝে মাঝে লিখি।
১৫ ই মার্চ, ২০১২ দুপুর ১:০২
সায়েম মুন বলেছেন: জেনে ভাল লাগলো। সময় করে আপনার কবিতা পড়বো
৩৫| ১৪ ই মার্চ, ২০১২ রাত ১:৩৭
ইসরা০০৭ বলেছেন: কবিতা বেশ ভাল লেগেছে মুন ভাইয়া সাথে ছবিগুলোও অসাধারন।
১৫ ই মার্চ, ২০১২ দুপুর ১:০৩
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ ইসরা। শুভদুপুর।
৩৬| ১৪ ই মার্চ, ২০১২ রাত ৩:০২
কামরুল হাসান শািহ বলেছেন: অনেক সুন্দর
২৬তম ভালো লাগা
১৫ ই মার্চ, ২০১২ দুপুর ১:০৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কামরুল। শুভকামনা রইলো।
৩৭| ১৪ ই মার্চ, ২০১২ সকাল ৭:১৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: পড়ে আরাম পেলাম.....ভালো লাগল...........
১৫ ই মার্চ, ২০১২ দুপুর ১:০৪
সায়েম মুন বলেছেন: আপনাকে দেখে আমারও ভাল লাগলো অনেক।
অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
৩৮| ১৪ ই মার্চ, ২০১২ দুপুর ১২:২৭
শিপু ভাই বলেছেন:
কবিতা আর ফটুকে ++++++++++
কদম ডাল খুব দুর্বল। ভেঙ্গে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাই কদম ডালে না বসাই ভাল!!!
১৫ ই মার্চ, ২০১২ দুপুর ১:০৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শিপু ভাই।
এজন্যই তো কদম ডালে বসাইছি। যাতে ভেঙ্গে পড়ে। আর সিনেমাটিক কায়দায় হাত পেতে দিয়ে ধরে ফেলবো।
৩৯| ১৪ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৩২
লেখোয়াড় বলেছেন:
কদমের গন্ধে ছুঁটে এলাম আপনার বাড়ি। কিন্তু এসে দেখি কদমের চেয়ে কবিতার সৌন্দর্য বেশি বেশি।
নির্জনতার কবিতায় শৈশব জড়িয়ে গেল। আবার বর্ষায় কিংবা চাঁদনীরাতে নিরূদ্দেশের যাত্রী করে দিয়েছেন আমাদের, মানে পাঠকদের।
কবিতার এই যে আঁকাবাঁকা সরলতা, এটা যে কি ভাল লাগে!
কবিতার মহিমা তো এখানেই কবি।
ধন্যবাদ সামু, কবিতার পাখি।
১৫ ই মার্চ, ২০১২ দুপুর ১:০৭
সায়েম মুন বলেছেন: আপনার মন্তব্যটা খুব ভাল লাগলো আমার। ইন্সপায়ারিং মন্তব্য। ভাল থাকুন লেখোয়াড়।
৪০| ১৪ ই মার্চ, ২০১২ রাত ৯:২৩
স্বপ্নবাজী বলেছেন: খোঁপায় কদম ফুল গুঁজে দেয়া কি সম্পন্ন হয়েছে?
শুভকামনা অবিরাম।
১৫ ই মার্চ, ২০১২ দুপুর ১:০৮
সায়েম মুন বলেছেন: হুম হয়ে গেছে। এখন আরও রোমান্টিক---
ধন্যবাদ স্বপ্নবাজী।
৪১| ১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:৫০
ব্রাত্য জন বলেছেন: বর্ষারাত
কদম ফুল
তোমার চুল
এই তিন মিলে
নতুন পদ্য লিখবো বলে
তোমায় পাক্কা
তিন ক্রোশ টেনে আনা।++++++++++++++++
১৮ ই মার্চ, ২০১২ রাত ৯:৩৮
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ ব্রাত্য জন। ভাল থাকুন অনেক।
৪২| ১৮ ই মার্চ, ২০১২ রাত ৯:২৯
হাসান ফেরদৌস বলেছেন: আপনিতো অসাধারন লিখেন। শুভেচ্ছা নিবেন।
১৮ ই মার্চ, ২০১২ রাত ৯:৪৬
সায়েম মুন বলেছেন: এরকম কমেন্টের জবাব দেয়া বেশ কঠিন! :#>
আপনাকেও আন্তরিক শুভেচ্ছা।
৪৩| ১৮ ই মার্চ, ২০১২ রাত ১১:৫৪
নীরব 009 বলেছেন: ৩২ তম ভাললাগা।
ছবিতে কিন্তু কদম ফুল ৬টা
১৯ শে মার্চ, ২০১২ রাত ১:২১
সায়েম মুন বলেছেন: ম্যান ইজ মরটাল---মানুষ মাত্রই ভুল হয়।
তিনটা ছিড়তে গিয়া এতগুলা ছিড়ছি
থেঙ্কু নীরব।
৪৪| ২২ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৫০
আরজু পনি বলেছেন:
আমি কেন ভানামটা শুধরে দিয়েছিলাম, বুঝেছেন? ভাব দেখালাম যেন কঠিন মনোযোগী পাঠক
২২ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৫৪
সায়েম মুন বলেছেন: তাই! তাহলে তো আপনি এখনো কবিতাই পড়েননি। এখন কবিতাটা কয়েকবার পড়ে মূখস্থ করেন।
৪৫| ২৩ শে মার্চ, ২০১২ বিকাল ৩:০২
আরজু পনি বলেছেন:
হা হা! আমি সিরিয়াস হতে যেয়ে এটা প্রথমবারেই বেশ কয়েকবার পড়ে ফেলেছিলাম শুধু বানান ভুল দেখিয়ে সিরিয়াস পাঠক হবার জন্যে
কিন্তু আপনি বানানের ব্যাপারে এতো সতর্ক যে মনটাই খারাপ হয়ে গেছে
২৩ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩৫
সায়েম মুন বলেছেন: ভুল বানান লেখার বারটা বাজিয়ে দেয়। আমার ঐ একটা ভুল দিয়েই তো সৌন্দর্য নষ্ট হয়ে গেছে।
আমার বাকী লেখাগুলোতে কোন অসৌন্দর্য গুঁজে দিয়েছি কিনা পড়ে দেখিয়েন
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১২ রাত ৮:০১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কদম ফুলের ছবি হলে আরো ভালো হত।
কবিতায় প্লাস।