![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্যার সময় কিংবা বন্যার পরে বন্যাদুর্গত লোকজন ত্রান শিবিরগুলোতে এসে ভিড় জমায় এবং ত্রান সামগ্রীর যে অংশ তাদের নিজ নিজ ভাগ্যে নির্ধারিত থাকতে পারে তা তারা গ্রহণ করার জন্য লাইন করে দাঁড়ায়। ত্রান সামগ্রী প্রত্যাশীদের এ লাইন একটা করুণ দৃশ্যের অবতারণা করে। এটা সেইসব লোকজনের লাইন যারা বন্যার কারণে সহায়- সম্বলহীন হয়ে পড়েছে। সকল বয়সের নর-নারীকেই এই লাইন এর মধ্যে দাঁড়ানো দেখা যায়। এর মধ্যে দাঁড়ানো ছেলেমেয়েদের সংখ্যাও কম নয়। সবাই অপর্যাপ্ত বস্ত্রে কোনমতে আবৃত এবং অর্ধভুক্ত। শীর্ণদেহী নগ্ন সন্তানদের কোলে নিয়ে দাঁড়িয়ে আছে শীর্ণদেহী অর্ধমৃত মায়েরা এবং বয়সের ভাড়ে ন্যূজ্ব একই ধরণের শীর্ণদেহী নারী-পুরুষের এই লাইন বন্যা তাদের কততুকু দুর্গত করেছে তার ই করুণ কাহিনীর বর্ণনা দেয়। ত্রান বিতরণকারীদের অধিকাংশই সম্ভবত দুর্গত মানুষদের সেবার চেয়ে নিজেদের সংগঠন এর প্রচারণার প্রতিই বেশি আগ্রহী থাকে। অধিকন্তু, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের বিতরণ সামগ্রীর ভান্ডার এত অপর্যাপ্ত থাকে যে,তা দিয়ে লাইন এ দাঁড়ানো সবাইকে দেওয়া সম্ভব হয় নাহ। ফলে, এক পর্যায়ে বিতরণ আকস্মিক বন্ধ হয়ে যায় এবং বঞ্চিত লোকেরা চরম হতাশায় অদৃষ্টকে অভিশাপ দিয়ে লাইন ত্যাগ করে।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৭
আওরঙ্গজেব চৌধুরী রিফাত বলেছেন: হ্যাপি ব্লগিং।।।