| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সজল৯৫
আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাইকেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য ।বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।।
আজ আমার ইমেইলবক্স খুলে পরিচিত একজনের মেইল পেলাম। যা কপি পেষ্ট ।খুলে দেখি ভয়াবহ তথ্য, যার আমি আগেই ভুক্তভোগী। গত শুক্রবার রাত ০১-০৩-০০ টায় আমার মোবাইল বেজেছিল। যা পরদিন সকালে দেখে ভাবলাম কেহ হয়ত রাতে খুজেছিল জরুরি প্রয়োজনে, তাই সকাল ০৯-০০টায় কল করলাম। কথা কিছুই বুজলাম না। একটু পরে গ্রামীনের বিল SMS পেলাম ৯১৪ টাকা!!! রাতে দেখলাম ৭৫৭ টাকার বিল SMS !!!! ব্যপারটা আজ পরিস্কার হল।আমি কল পেয়েছিলাম এই নম্বর থেকে--- +২৪৩৮৯৬২৩৪০০৪ তাই সকলেই সাবধান।
বিস্তারিত জানার জন্য মেইলটি হুবহু দেয়া হল, নিচের দেখুন।
:: আবদুল্লাহ মাহফুজ ::
শুক্রবার রাত ২টা ৬ মিনিট। অচেনা বিদেশি নম্বর থেকে ফোন আসে একটি গ্রামীণফোন নম্বরে। ফোন রিসিভ করলে অপর প্রান্ত থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। কয়েক সেকেন্ড পার হওয়ার পর ফোন কলটি কেটে যায়। ফোন নম্বরটি ছিল +২৪৩৮৯৬২৩৪০০৪।
একই ভাবে +২৪৩৮৯৬২৩৪০০৫ নম্বর থেকে শনিবার সকাল ৯টা ৩৬ মিনিটে আরেকটি ফোন আসে এক সংবাদকর্মীর গ্রামীণফোন নম্বরে।
এর আগে +২৪৩৮১০৭৪৩০৪০ নম্বর থেকে মঙ্গলবার দুপুরে অন্য এক সংবাদকর্মীর গ্রামীণফোন নম্বরে আরেকটি ফোন আসে। এই ফোনটি এসেছিল দুপুর ১২টা ৪৯ মিনিটে। ফোন কলটি ধরার আগেই তা মিসড কল হয়ে যায়।
বাংলাদেশ প্রতিদিনের' চিফ রিপোর্টার মন্জুরুল ইসলাম পরিবর্তন ডটকমকে জানান, তিনিও এমন একটি নম্বর থেকে ফোন পেয়েছিলেন। ওপ্রান্ত থেকে কোনো সাড়া না পেয়ে লাইনটি কেটে দিয়ে পরে ফোন করেন। তাতেও সাড়া মেলেনি। ব্যালেন্স চেক করে দেখেন তার দেড়শ টাকার পুরোটাই চলে গেছে।
আরেক ভুক্তভোগী আসাদুজ্জামান ইমন জানান, তার বড় ভাইয়ের গ্রামীণফোনের একটি পোস্ট পেইড নম্বরে একই কোড থেকে ফোন আসে দুমাস আগে। ফোনটি মিসড কল হয়ে যাওয়ায় তিনি সে নম্বরে ফোন ব্যাক করেন। যথারীতি কোনো সাড়া শব্দ না পেয়ে ফোন কেটে দেন। পরে অন্য একটি নম্বরে ফোন করতে গিয়ে দেখেন ফোন যাচ্ছে না। গ্রামীণফোনের সাথে যোগাযোগ করে জানতে পারেন তার অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা বিল হয়েছে! আর এই ভূতুরে বিল দেখে তিনি সেই নম্বরটি ব্যবহার করা বন্ধ করে দেন।
এই ফোন নম্বরগুলোর খোঁজ নিতে গিয়ে জানা গেছে প্রতারণার ভয়ংকর কিছু তথ্য। বিদেশি কিছু চক্র এই সব ফোনের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে মোবাইল ফোন গ্রাহকদের টাকা। এই ফোনগুলো ব্যবহার হয় কেবল টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার জন্য।
অদ্ভুত এ নম্বর থেকে ফোন আসার পর যদি আপনি তাতে ফিরতি ফোন করেন তাহলেই সাথে সাথে আপনার মোবাইল থেকে ব্যালেন্স কেটে নেওয়া হবে। আপনার মোবাইল ফোনের অ্যাকাউন্টে থাকা টাকা চলে যাবে ওই জালিয়াত চক্রের কাছে অনায়াসেই।
এই চক্রগুলো টাকা হাতিয়ে নিতে সহজ কিছু কৌশল ব্যবহার করে ফোন করতে উদ্বুদ্ধ করে। যেমন এই নম্বার থেকে ফোন আসার পর যদি ফোনটি আপনি রিসিভ করতে না পারেন তাহলে স্বভাবতই তা মিসড কল তালিকায় উঠবে। পরে কৌতূহলে আপনি স্বাভাবিকভাবেই ফোন করবেন সেই নম্বরে। আর এতে করে মাত্র কয়েক সেকেন্ডেই উধাও হয়ে যাবে আপনার মোবাইল সবটুকু ব্যালেন্স।
আর ফোন রিসিভ করে যদি কোনো সাড়া শব্দ না পাওয়া যায়, কৌতূহল বশত ওই নম্বরে ফোন করবেন। তাতেও একইভাবে টাকা চলে যাবে এবং তা ট্রান্সফার হবে ওই চক্রটির অ্যাকাউন্টে। এছাড়াও বিভিন্ন তরুণ-তরুণীর ছবি ব্যবহার করে এই ধরনের স্ক্যামিং কলের ফাঁদ পাতা হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে গ্রামীণফোনের এক ঊধ্বর্তন কর্মকর্তা বলেন, "কেবল গ্রামীণফোনে নয়, অন্যান্য অপারেটারেও এ ধরনের অনাকাঙ্খিত ফোন আসছে। আমরা মোবাইল মেসেজের মাধ্যমে এর আগে গ্রাহকদের বিষয়টি নিয়ে সতর্ক করেছি।"
তিনি জানান
২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১২
সজল৯৫ বলেছেন: আম্মুর বুদ্ধিতে বাইচ্চা গেছেন। আমার আম্মু আমার কাছ থেকে দূরে থাকে তাই বুঝি ধরা খাইলাম। ধন্যবাদ মন্ত্যবের জন্য।
২|
২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৩
নামহীন একজন বলেছেন: ভাই, কিছুক্ষণ আগে ২৮২৮ থেকে কল এসেছিল, এইটা কি GP এর কোন অফারের কোন কল নাকি অন্য কিছু ? আজকাল অন্য ধরনের নাম্বার থেকে ফোন আসলে ধরতেও ভয় লাগে।
২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৬
সজল৯৫ বলেছেন: মনে হয় এটা গ্রামীনেরই । তবুও সাবধান থাকা ভাল। আমিতো অপরিচিত নম্বরের কল এখন এমনভাবে পরিক্ষা করি যে বেশ কয়েকটা রিং বাজতে বাজতেই কেটে গেছে।
৩|
২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৪
শহুরে কাউয়া বলেছেন: ২৮২৮ ভয়েস চ্যাট এর নাম্বার
গ্রামীন ফোনের প্রোমোশনের কল ছিল
২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৮
সজল৯৫ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্য ও তথ্যের জন্য........
৪|
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৫
লজিক মানুষ বলেছেন: আমাকে বেশ কয়েকদিন আগে এরকম একটা নাম্বার থেকে কল করেছিলো। তবে সেটা একটা ইরর মেসেজ দিয়েই শেষ। টাকা কেটেছিলো কিনা দেখতে ভুলে গেছি।
২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪২
সজল৯৫ বলেছেন: মনে হয় কাটেনি। কাটলে টের পেতেন। কারণ ভালই কাটে...........
৫|
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১২
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ কাহিনি তো
ভাললাগা +
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১১
সজল৯৫ বলেছেন: কাহিনি বেশ জটিল। আমার মনে হয়- আমাদের দেশের মোবাইল কোং এর দুর্বলতার খেসারত দিতে হচ্ছে আম জনতাকে। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ.....
৬|
০৪ ঠা জুন, ২০১৪ রাত ১১:৪০
লিরিকস বলেছেন: +
৭|
২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০
প্রামানিক বলেছেন: এরকম কত যে কল আসে মাঝে মাঝে বিরক্তি লাগে।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৯
শহুরে কাউয়া বলেছেন: আমার মায়ের নাম্বারেও এরকম একটা কল আসছিল। আমরা কিছুই বুঝিনি তখন। আমি ভাবসিলাম কল ব্যাক করব। কিন্তু আমার মা আরেক ডিগ্রি সরেস। বললঃ বাদ দে যার দরকার সে আবার কল দিবে।
আমি আর কল দেই নাই। বাইচা গেসি ভাইরে।
আম্মু রকস!!