![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নানারকম কথা শুনি এই ব্যাপারটা নিয়ে। আগে নাকি কথা কম শোনা যেত... যত দিন যাচ্ছে ততই নাকি কথা বাড়ছে -এমন বলেন অনেকে। আবার, এবিষয়ে আত্মপক্ষ সমর্থন করে ঐ এলাকার মানুষেরাও বলেন, অন্যেরা আমাদের উন্নতি দেখে ঈর্ষান্বিত হয়ে কথাগুলো বলে। কেউবা বলেন, নদী-ভাঙ্গনে সংগ্রামরত মানুষ টিকে থাকার সংগ্রামে অনেক কিছুই করতে পারে... ইত্যাদি নানা কথা। দুপক্ষের কথাই আমি শুনতে চাই। কারন এই বিষয়ের উপর কৌতুহলী হয়ে আমি একটি লেখা লিখতে যাচ্ছি। এটি একটি ছোটখাটো গবেষণা বলতে পারেন। কেননা সমতট জনপদের মানুষকে যদি কেউ অকারন দায়ী করে ব্যাপারটা ভাল হবে না। আবার অন্য এলাকার লোক যদি সত্যিই প্রতিনিয়ত তাদের দারা আক্রান্ত হয়ে থাকেন তবে তাদের চিন্তাধারার গতি-প্রকৃতি জানা প্রয়োজন। কেননা বাঘের প্রতি দয়া করা ছাগলের প্রতি জুলুমেরই নামান্তর। তাই আপাত নিরপেক্ষতা কখনো কখনো প্রকৃত নিরপেক্ষতা না হয়ে কারো স্বার্থে চলে যায়।
তবে, একটা কথা আমি সবসময় বিশ্বাস করি যে, কোন এলাকারই সব মানুষ মন্দ অথবা সব মানুষ ভাল হতে পারে না।
আপনার মতামত আর অভিজ্ঞতা কি শিরোনামের বিষয়টি নিয়ে?
০৪ ঠা জুন, ২০১০ সকাল ৭:৩২
রংধনু বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ০৪ ঠা জুন, ২০১০ সকাল ৭:৩৫
জুন বলেছেন: আমিও তোমোদাচির মন্তব্য টাই করতে চেয়েছিলাম!!
৩| ০৪ ঠা জুন, ২০১০ সকাল ৭:৩৮
দ্যা ডেডলক বলেছেন: কারণ এরা সবার আগে নিজের সুবিধাটা দেখে , ঝগড়া লাগলে এদের সাথে পারা কঠিন।
০৪ ঠা জুন, ২০১০ সকাল ৭:৪৯
রংধনু বলেছেন: নিজের সুবিধা দেখাই তো সব মানুষের স্বাভাবিক ধরন। আপনার কি মনে হয়েছে যে পাশাপাশি অন্যেরটাও বিবেচনা করার প্রবনতা তাদের মধ্যে তুলনামূলক কম? আর ঝগড়ারই বা কি অর্থ? আপনি কি বলতে চাচ্ছেন যে জেনেবুঝেও নিজ স্বার্থকে ধরে রাখতে ভুল যুক্তিতে অটল থাকে?
সবাইকে বলে রাখি: আমি সবার কথাকে যাচাই করতে চাচ্ছি। ফলে যে কারো কথার সমালোচনা করে ফেলতে পারি। এর অর্থ তার বিরোধী আমি -এমন নাও হতে পারে।
আমি শুধু আলোচনার প্লাটফর্ম খুলেছি -কোন মতামত দেই নি। তাই কেউ যদি এই লেখাটি অপছন্দ করেন, তাহলে দয়া করে মন্তব্য লিখবেন যে কেন অপছন্দ।
৪| ০৪ ঠা জুন, ২০১০ সকাল ৭:৪৯
জোবায়ের বিন ইসলাম বলেছেন: চাদপুর এর কপাল খারাপ। এমনি এমনি মিল রাখতে গিয়ে পড়ে গেছে। চাদপুরের মানুষ খারাপ না। কুমিল্লা আর নোয়াখালীর পর্যায়ে চাদপুর পড়ে না। বি এন সি সি এর সাথে মিলায় লাস্ট এর সি তে কিছু পায় নাই, তাই চাদপুর রে ঢুকায় দিছে কুমিল্লার পাশে বলে। চিটাগাং রে ঢুকাইলে পারফেক্ট হত।
১০ ই জুন, ২০১০ সকাল ৮:১১
রংধনু বলেছেন: চিটাগাং আর সিলেট -এর ভিন্নরকম ভাষা ও বর্ণমালা ছিল অতীতে। তাই সংস্কৃতির কিছুটা ভিন্নতা থাকতে পারে এই হরিকেল জনপদের লোকদের সাথে। এই ভিন্নতাকে দোষ হিসেবে মনে করাটা কি ঠিক হবে?
৫| ০৪ ঠা জুন, ২০১০ সকাল ৭:৫৫
জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: লেখক সাহেব-বিষয়টা আর একটু পরিস্কার করলে ভাল হইতো না?
আমার মত নির্বোধেরাতো বুঝবার পারবনা।
১০ ই জুন, ২০১০ সকাল ৮:১৪
রংধনু বলেছেন: জহুরুল ভাই, ইচ্ছে করেই কম কথা বলেছি যাতে আমার মতামত অন্যকে প্রভাবিত করতে না পারে। বাজারে ইতোমধ্যে একটা ধারনা চালু আছে এই ব্যাপারে। তা নিয়ে আপনাদের মতামত শোনার নিয়্যত নিয়েই অপেক্ষা করছি
৬| ০৪ ঠা জুন, ২০১০ সকাল ৮:৫২
শামসুন নাহার বলেছেন: এধরনের গবেষণার কোন ফল হবে না। আমাদের নিজেদের সচেতনতা বাড়াতে না পারলে কিছুই হবে না।
এলাকা ভিত্তিক খারাপ ভালো নির্ণয় করা আমি সমর্থন করি না।
১০ ই জুন, ২০১০ সকাল ৮:১৬
রংধনু বলেছেন: কি ব্যাপারে সচেতনতা বাড়ানোর কথা বলছেন আপনি? আপনার দ্বিতীয় প্যারার লাইনের ব্যাপারে আমার মতামত আছে আমার লেখার দ্বিতীয় প্যারায়।
৭| ০৪ ঠা জুন, ২০১০ সকাল ৯:১১
নির্বিকার বলেছেন: আপনার হেডিং এ বন্ধনীবদ্ধ লেখাটায় ভুল আছে। বিএনসিসি দিয়ে... বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম বুঝায়। কথাটা যখন থেকে চালু আছে... তখন চাঁদপুর কুমিল্লার পার্ট ছিল। এখন বললে... কুমিল্লা ব্রাক্ষমবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী লক্ষীপুর গ্রেটার চট্টগ্রাম গ্রেটার বরিশাল সবই আশা উচিত।
আর ভাল/খারাপ এর প্রসঙ্গে আসলাম না, এইটুক একটা দেশ আমাদের তারে প্রশাসনিক কাজে ৬৪টুকরা করেও আমরা খান্ত হই নাই... এক টুকরা আরেক টুকরার ভাল/খারাপ খুজতে পিএইচডি করে।
১০ ই জুন, ২০১০ সকাল ৮:২৩
রংধনু বলেছেন: আমি জানি লাস্ট -এর সি নিয়ে কেউ কেউ বিতর্ক করেন। মূল কথাটা যেহেতু সাধারন মানুষের মতামত তাই কারেকশন থাকলে সেটাও বেরিয়ে আসবে জনমত থেকেই। আমি কিছু আর নাই বা বললাম।
প্রত্যেক এলাকা নিয়ে পিএইচডি করার এই চেষ্টা সারাবিশ্বের মানুষের মধ্যেই আছে। এ নিয়ে পারলে পিটার রাসেলের স্টেজ শোটা দেখে নিয়েন তবে, শিরোনামের আলোচ্য বিষয়টার ধারেকাছেও এদেশে আর কোন এলাকা নিয়ে আলোচনা হয় না। ৬৪ টি ভাগ হলো রাজনৈতিক মানচিত্রে আর এই ভাগটি সাংস্কৃতিক -দু'টির ক্রাইটেরিয়া ভিন্ন যা পরস্পর ওভারল্যাপ করেছে মাত্র।
৮| ০৪ ঠা জুন, ২০১০ সকাল ৯:৩০
মুসা বলেছেন: বি এন সি সি'র মানে ভুল, তারমানে পোস্ট এর হেডলাইন ভুল, এইটা মেনে নেয়া যায়না, মাইনাচ।
পুনশ্চ: আফনের বাড়ী কই?
৯| ০৪ ঠা জুন, ২০১০ সকাল ৯:৩১
ঠোঁটকাটা বলেছেন: আমার নিজের অভিজ্ঞতা ভয়াবহ। আপনার গবেষণার স্বার্থে শীর্ষ-সন্ত্রাসী ও বিভিন্ন অপরাধীর তালিকায় কোন এলাকার মানুষের নাম বেশি তা দেখলে আরো তথ্য পাবেন।
তবে একটা কথা, বর্তমান সময়ে তারাই বেশি ফিট।
১০ ই জুন, ২০১০ সকাল ৮:২৭
রংধনু বলেছেন: তথ্যবহুল আর শেষ বাক্যটিও অতি দরকারী। ঠোঁটকাটা তার নামের স্বার্থকতা রেখেছেন
১০| ০৪ ঠা জুন, ২০১০ সকাল ৯:৩৪
নাজমুল_০৯ বলেছেন: এটা আমাদের একটি ফালতু চিন্তাধারা ।
বাংলাদেশের সরকারী বেসরকারী সব প্রতিষ্ঠানে এই তিন জেলার লোক বেশি পাওয়া যাবে।
আমার ত মনে হয় সামুতেও এই তিন জেলারই লোক বেশি।
আমি নিজেও
১০ ই জুন, ২০১০ সকাল ৮:৩১
রংধনু বলেছেন: আপনার লেখাটি বেশ মজার। কিন্তু এই ভুল ধারনাটি কেন চালু হয়ে থাকতে পারে জনগনের মধ্যে এ ব্যাপারে কি আপনার কোন ধারনা আছে?
১১| ০৪ ঠা জুন, ২০১০ সকাল ৯:৩৫
পরপুরুষ বলেছেন: বি.এন.সি.সি. ছাড়া অন্য সবাই ভোঁদাই বলে !
বি.এন.সি.সি. আপনার মত জ্ঞানী ব্লগারের তৈরি !
বি.এন.সি.সি. বিভিন্ন নাট্যকারের তৈরী !
বি.এন.সি.সি. হিংসুটে বাঙালীর পরিচয় !
ভাল-খারাপ পুরো বাংলাজুরে বিরাজমান ।।।
আশা করি বুঝতে পারবেন মাইনাস কেন দিলাম ।
১০ ই জুন, ২০১০ সকাল ৮:৩৭
রংধনু বলেছেন: ভাই পরপুরুষ, আপনি কি লক্ষ্য করেছেন যে, 'বাকি সবাই ভোঁদাই' বললে পক্ষান্তরে আপনি নিজেই বি.এন.সি.সি. যে অন্যরকম কোন একটি এনটিটি তা বললেন। শিরোনামে উল্লেখ করা নামটির যথার্থতা অস্বীকার করেছেন অনেকেই। কিন্তু আমার মনে হচ্ছে আপনি তাদেরই দলে যারা নামটি অস্তিত্ব স্বীকার করে।
মাইনাস কেন দিলেন আমি সত্যিই বুঝিনি। কেননা, আমি কোন মতামত দেই নি। আপনি বড়জোর বলতে পারেন -এমন কোনকিছুর অস্তিত্ব আপনি মানেন না।
১২| ০৪ ঠা জুন, ২০১০ সকাল ৯:৩৬
ঠোঁটকাটা বলেছেন: সি২=চিটাগাং হওয়ার সম্ভাবনাই বেশি।
১০ ই জুন, ২০১০ সকাল ৮:৪৮
রংধনু বলেছেন: হায় হায় হায়... একী করলেন আপনি? আমি তো ভেবেছিলাম দুই এলাকা নিয়ে বিতর্ক আছে। আপনার এই নতুন আইডিয়াটা মেনে নিলে তো শেষে বিতর্কই করবে না তারা আর! তর্ক যত কমবে ব্লগারদের ভাত ততই মরবে...
১৩| ০৪ ঠা জুন, ২০১০ সকাল ৯:৩৮
মুসা বলেছেন: এটি একটি সাম্প্রদিয়িক পোস্ট
১০ ই জুন, ২০১০ সকাল ৮:৫৭
রংধনু বলেছেন: তাহলে, আপনি কি বি.এন.সি.সি. কে একটি সম্প্রদায় বলতে চান আর আমাকে তাদের পক্ষে অথবা বিপক্ষে ভাবছেন? আমি বলবো সেক্ষেত্রে আমি আমার বক্তব্যকে আপনার কাছে পৌঁছাতে পারি নি। কেননা, আমি এমন কোন সম্প্রদায়কে চিনি না। আর কোন পক্ষেই আমি কোন মতামত দেই নি। বাজারে চালু একটি কথার ব্যাপারে জনগনের প্রতিক্রিয়া দেখা ও একটা আন্ডারস্ট্যান্ডিং নিজের মধ্যে ডেভেলপ করাই মূল লক্ষ্য। কেউ এতে কষ্ট পেয়ে থাকলে বুঝবো অন্য কেউ কেউ হয়ত তাদের হাতে ভিকটিম হওয়াও বিচিত্র নয়।
১৪| ০৪ ঠা জুন, ২০১০ সকাল ৯:৫১
সাফির বলেছেন: দ্যা ডেডলক বলেছেন: কারণ এরা সবার আগে নিজের সুবিধাটা দেখে , ঝগড়া লাগলে এদের সাথে পারা কঠিন।
১৫| ০৪ ঠা জুন, ২০১০ দুপুর ১২:১২
স্বাধীন জামিল বলেছেন: আপ্নিও ভাই ঐ এলাকার মনে হইতেচে । মানুষের সমালচনা আর সহ্য হচ্ছিলো না, তাই সবার কাচছে কারন তা জিগাইলেন । আমি ভাই এই ৪ এলাকার কোনো তার ই না কিন্তু এই সব আলোচনা দেখলে মজা লাগে।।
১৬| ০৪ ঠা জুন, ২০১০ দুপুর ১২:২৯
দূর্যোধনের হাত বলেছেন: বি এন সি সি গো জ্বলে .....কৈ জ্বলে ????
১৭| ০৪ ঠা জুন, ২০১০ দুপুর ১:৩০
গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন: আমার কয়েকটা অভিজ্ঞতা শেয়ার করি।
বরিশাল্যাঃ
এদের মত স্বার্থবাজ আর চোখ পাল্টিদেওনের মতো লোক পৃথিবীতে আর ২য় টা আছে কি না আমি জানি না। আজ পর্যন্ত যত গুলো দোস্তো- ফ্যান্ডি (মেয়ে বন্ধু ) দেখলাম সব গুলাই একই কিসিমের। প্রয়োজন শেষ হইলেই চোখ পাল্টি দিবে। আপনে কেডা মনে হয় চিনেই না। আর এর মারাত্বক করম দূর্ধষ। ঝগড়া করার মধ্যে উস্তাদ। এরং সেটা মূহূর্তের মধ্যেই হাতাহাতিতে পরিনত করবে। এরা নিজেদের আত্বীয় স্বজনদের মধ্যেই মারামারি হাতাহাতি করে থাকে।
নদী ও চর ভাংঙ্গনের এলাকা বলে লোকজন চর দখর নিয়ে মারামারিতে উস্তাদ। খুন খারাপি এদের কাছে কোনো ব্যাপারই না। আমার বন্ধুদের আমি প্রায়ই বলতাম তোদের ব্যাগে বল্লমটল্লম নেই তো...
এদের আরেকটা বৈশিষ্ট্য হলো, অত্যন্ত চক্ষু লজ্জা হীন। যে কারো কাছে হাত পাততে দ্বিধা বোধ করে না। এমনকি মেয়েদেরও দেখেছি যে কোনো ছেলের কাছে টাকা পয়সা ধার নিতে বা চাইতে। (আমার সাধারনত টাকা ধার চাই নিকট বন্ধুদের কাছে) এরা মনে টাকা ধার যে কারো কাছেই চাওয়া যায়, তাতে লজ্জার কি? টাকার লোভ অত্যন্ত বেশী।
আর মারামারির ব্যপারে একজন একটা ঐতিহাসিক ব্যক্ষা দিসিল, সেটা শেয়ার করি।
উক্ত ব্যক্তি আমাকে একটা তত্ত প্রকাশ করে দেখালেন।
সেটা হলো বাংলাদেশের যে কোনো এলাকার থেকে বরিশালে আপনি নীল চোখের মানুষ বেশী দেখতে পাবেন। প্রশ্ন হলো এর কারন কি?
কারনের ব্যাক্ষায় বলা হলো, সমুদ্র পাড়ের এলাকা হওয়াতে ও চিটাগাং বা খুলনার থেকে লোক বসতি বরিশালে অত্যন্ত কম ছিলো। এবং সমুদ্র তীরবতী এলাকার মানুষ অত্যন্ত দরিদ্র ছিলো। প্রাচীন কালে সমুদ্রে বোম্বেটে জলদ্যস্যুরা বড় বড় জাহাজ ডাকাতি করতো এবং মাঝে মাঝে লোক বসতি কম বলে বরিশাল এড়িয়াতে তাদের জাহাজ ভিড়াতো ও প্রয়োজনীয় পন্য সওদা করত। এভাবে মাঝে মাঝে তারা বরিশালের সমুদ্র তীরবর্তী এলাকাতে বসবাস করতে শুরু করল। আস্তে আস্তে কিছু স্থানীয় মেয়েদের বিয়ে করে। স্থানীয়রা অত্যন্ত দারিদ্র বলে বোম্বেটের অর্থের লোভে মেয়ে বিয়ে দিতো। সেই সব মেয়েদের গর্ভের সন্তান বোম্বেটের দস্যুদের মতো নীল চোখের হতো ও গায়ের রং অত্যন্ত ফর্সা প্রকৃতির। এবং এই সন্তান গুলো সত্যিই অত্যন্ত হিস্র প্রকৃতি হয়েছিলো। এই কারনে চর দখল নিয়ে খুন খারাপিতে এরা অত্যন্ত পটু।
আমার দেখা কয়েকজন নীল চখের মানুষ গুলাও হিস্র প্রকৃতির ছিলো ও গায়ের রং অনেটাই ফর্সা প্রকৃতির।
উল্লেখ্য যে, বোম্বেটের দস্যুদের চোখ ছিলো নীল এবং এরা জাতিতে ছিলো পূর্তগীজ (যাকে বলে পূর্তগীজ জলদস্য)। এবং তার দুনিয়া জোড়া অত্যন্ত হ্রিস্র প্রকৃতির ও নৌ ডাকাতির জন্য প্রসিদ্ধ ছিলো।
ভালো দিক হলো বরিশাল্যা মাইয়ারা মাশাল্লা খুবই সুন্দরী হয়ে থাকে। এটাও প্রমানিত। আমার ক্লাস ফ্রেন্ডি গুলা দেখার মতো সুন্দরী ছিলো।
আফসোস সবগুলির এ্যফেয়ার আছে...
নোয়াখালীঃ
নোয়াখাইল্যাদের কথা আমার থেকে আপনারাই বেশী ভালো জানেন। এরা অত্যন্ত নোংড়া প্রকৃতির হয়। পরিষ্কার পরিচ্ছনতা জ্ঞান অত্যন্ত কম। এদের ব্যপারে একটা প্রবাদ্ আছে, "ভাত খেয়ে কুলিটা বাড়ির বাহিরে ফেলে।" যাকে বলে সৌজন্যতা ভদ্রতা জ্ঞান অত্যন্ত কম।
এদের অন্যতম বৈশিষ্ট্য হলো এরা অত্যন্ত ধর্ম ভীরু ও মৌলবাদী। এর ঘাউরা প্রকৃতির হয়ে থাকে।
তবে এদের সবচে বড় গুন হলো এদের স্বজনপ্রীতি অত্যন্ত বেশী। আন্নে নোয়াখাইল্যা...... কাছে আইন....আর কুনু কথা নাই... একে বারে গলা জরিয়ে ধরবে।... মনে হবে কতদিনের চেনা...
কুমিল্লাঃ
কুমিল্লার ব্যপারে একটা কথা প্রচলিত আছে... "কু-কাম করে মিল্যা, তাই নাম তার কুমিল্লা"... এই প্রবাদের ব্যপারে আমার কোনো ধারনা নেই ... আমি অবশ্য কুমিল্লার বন্ধুগুলারে মিলে মিশে কু কাম করতে দেখি নাই।
এরা গড়ে যে কোনো জেলা থেকে একটু শিক্ষিত বেশী হয়ে থাকে। এদের মাঝে স্বর্থপর ভাবটা অত্যন্ত বেশী। স্বর্থের জন্য সব কিছুই করতে রাজী থাকে।
এদের সাথে আমার অভিজ্ঞতা তেমন বেশী হয় নাই।
চাদপুর/চিটাগাংঃ
শেষেরটা চাদপুর না চিটাগাং এটা নিয়ে দ্বিমত চালু আছে।
চিটাগাং এর ব্যপারে একটা কথা প্রচলিত যে, এরা ব্যবসা ভালো বোঝে। এবং আর্থিক লাভটা আগে বিবেচনা করে। এর অত্যন্ত হিংশুটে স্বভাবের হয়।
তবে বন্ধু বান্ধব দের মাঝে অন্য একটা কথা জোকস হিসাবে প্রচলিত আছে, সেটা হলো... চিটাগাঙ্যারা গোয়া মারতে উস্তাদ...
যেই কারনে চিটাগাংয়ের উপর দিয়ে পাখি নাকি এক ডানায় উড়ে.... প্রশ্ন হলো অন্য ডানা কি করে? উত্তর, অন্য ডানা দিয়া গোয়া ঢেকে রাখে...
তবে চিটাগাং এর লোকেরা আথিতিয়তা করতে ভালোবাসে। অত্যন্ত আথিতিয়তা পরায়ন।
চাদপুরের ব্যপারে আমার তেমন অভিজ্ঞতা নেই।
বিঃদ্রঃ পোষ্ট টা আমি ফান পোষ্ট হিসাবে দেখি, তাই উত্তর আমি ফান হিসাবেই দিলাম। সিরিয়াসলি দেখবেন না, মনে কষ্ট নিবেন না।
আমি ব্যক্তিগত ভাবে যে ক্ষুদ্র অভিজ্ঞতা পেয়েছি তার উপর ভিত্তি করে লিখলাম। এটার মানে এই না যে, সত্যিই ঐ সকল জেলার সব লোক জন্ এই রকম এটা প্রমানিত। আমার অবিজ্ঞতা বিচ্ছিন্ন কিছু ঘটনা বৈ অন্য কিছু না।
এতে কারো আহত করে থাকলে আমি ক্ষমা প্রাথী। এগুলা আমার কোনো সিরিয়াস মন্তব্য নয়। আমি মনে করি সব জেলাতেই ভালো মন্দ লোক আছে, সবাই কখনো খারাপ হতে পারে না।
সুতরাং আমার মন্তব্যকে কেউ জেলার প্রতি আক্রমন বা আক্রোশ বলে ধরবেন না।
১৮| ০৪ ঠা জুন, ২০১০ দুপুর ১:৩৫
গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন: লেখকের কাছে অনুরোধ পোষ্ট টাকে ফান পোষ্ট হিসাবে ট্যাগ করুন বা লিখে দিন।
১৯| ০৪ ঠা জুন, ২০১০ দুপুর ১:৫১
ইন্তাজ ভাই বলেছেন: গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম আন্নে কি কখনও টিটাগাইংগা গুয়া মারা খাইছেন আপনার বসা দেইখা তাই মনে হচ্ছে
২০| ০৪ ঠা জুন, ২০১০ দুপুর ১:৫৭
ইউেক বলেছেন: EAST & WEST COMILLA IS THE BEST...............
৩০ শে জুন, ২০১১ রাত ১:০৫
রংধনু বলেছেন: এই কমেন্ট টা পড়ে মজা পেলাম
২১| ০৪ ঠা জুন, ২০১০ দুপুর ২:১৭
গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন: ইন্তাজ ভাই @ এইটা আমার গুরুর ছবি। ভূল কর্চেন। গুরুর দুই হাত কিন্তু সামনে আছে, কুনু একটা হাত পিছনে নাই। ১ হাত যদি পিছনে থাকত তাইরে চাটগাইয়্যা পক্ষী তত্ত প্রমানিত হইত।
কানে কানে একটা কথা বলি, দুষ্ট পুলাপাইনে চিপা চাপায় কয় গুরু নাকি গ... মারা খায় না .. গ.. মারা দেয়...
২২| ০৪ ঠা জুন, ২০১০ দুপুর ২:২৫
আমার স্বপ্ন আমার আকাশ বলেছেন: "গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম", কে বলছি । মানুশের কাছে শুনে, অনুমান নিরভর কথা বলবেন না । আমি নিজে এই বি এন সি সি এর সদসস বলে বলছি না, আমার পরবরতি কথা গুল শুনে এ আপনি বুজবেন আমি কুন এলাকার লুক ।
অন্ন কুন এলাকার কথা জানি না, কিন্তু আমি কক্কনও নয়াখালি জেলার মানুষ কে এই রকম করতে দেখি নি । আমার জিবনে আমার শাথে যত মানুষ মিশেছে পরে তারা বলতে বাদ্ধ হয়েছে যে মানুশ নয়াখালি জেলা নিয়ে জা ভাভে তাতে অনেক ভুল আছে । পুর পুরি না যে কার বেপারে কথা বলবেন না দয়াকরে ... ধন্নবাদ ...
দুঃখিত, আমি ইংলিশ তু বাংলা কনভার্ট এ লিখি তু তাই কিচু কিচু ভুল বানান দেকাবে ... এর জন্য দুঃখিত ...
২০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১৬
রংধনু বলেছেন: সমস্যা নেই। আমরা বুঝে নেব
২৩| ০৪ ঠা জুন, ২০১০ দুপুর ২:৪৪
উরা-ধুর০০৭ বলেছেন: + ,-- এর রেটিং দেইখা বুইঝা লন.....সব জায়গায় কোন এলাকার লোক বেসি......
২০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২১
রংধনু বলেছেন: আমার দুঃখটা এখানেই যে লোকে স্বাধীন মতামতের প্লাটফর্মটুকুও চায় না। অথচ চলতি মতের পক্ষে যেমন কেউ কেউ বলেছেন- বিপরীতেও তেমনই মত দিয়েছেন কেউ কেউ...
২৪| ০৪ ঠা জুন, ২০১০ বিকাল ৩:১১
গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন: আমার স্বপ্ন আমার আকাশ @ আপনি মনে হয় বিঃদ্র অংশটা পড়েন নাই।
২৫| ০৪ ঠা জুন, ২০১০ বিকাল ৪:৫৮
একাকী বালক বলেছেন: @ গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম, হা হা হা হা। চরম। হাহাপগে
২৬| ০৫ ই জুন, ২০১০ সকাল ৯:১৯
জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম_আপনার ব্যাখ্যায় বেশ মজা ফাইলাম।
আপনেরে সত্যি প্রনাম
২৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১৩
রংধনু বলেছেন: এই লেখাটি পোষ্ট দেয়ার সময় আমি ভাবতেও পারিনি যে এতোরকম ক্রিয়েটিভ কমেন্ট পাবো। যারা মতামত দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তবে, সবার প্রতি আমার অনুরোধ থাকবে মার্জিত ভাষা ব্যবহার করার জন্য।
২৮| ১৫ ই নভেম্বর, ২০১০ রাত ১০:২৩
নীলতারা বলেছেন:
২৯| ১৫ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৩০
ত্রিভুজ বলেছেন: বাংলাদেশের মানুষও যে রেসিস্ট 'বিএনসিসি' টাইপ কথাবার্তাগুলো শুনলে এবং ব্যাপক হারে বিশ্বাস করতে দেখলে বুঝতে পারি।
বিঃদ্রঃ আমার হোম ডিস্ট্রিক্ট বি.এন.সি.সি'র আয়তায় নয়, কিন্তু এইসব রেসিজম দেখলে খুব বিরক্ত লাগে। রেসিস্টরা কখনো ভাল হতে পারে না.. জাতি হিসেবে আমরা যে খুব একটা ভাল নই এটা তার একটা বড় প্রমাণ হয়তো..
৩০| ৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৩:২৯
মুক্ত সাইমন বলেছেন: নির্বিকার বলেছেন: বিএনসিসি দিয়ে... বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম বুঝায়। কথাটা যখন থেকে চালু আছে... তখন চাঁদপুর কুমিল্লার পার্ট ছিল।
^^ ঠিক
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১০ সকাল ৭:২৯
তোমোদাচি বলেছেন: বি.এস.সি.সি. না বি.এন.সি.সি.