নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাগু, চুচিল এবং নাস্তিক দের প্রতি আমার চরম এলারজি

বজ্জাদ সাজ্জাদ

আমি খুব রোমানটিক।

বজ্জাদ সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

টাইমস অব ইন্ডিয়াঃ''‘শাহবাগের বিক্ষোভকারীদের পেছনে ভারতীয় মদদ’'':-*:-*

২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১১

আমই বলি নাই প্রথম আলো বলেছে-

X(:)X(X(X(X(X(X(X(X(X(X(X(X(X(X(X(X(X(X(X(X(X(X(X(

ভারতের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক সংবাদপত্রগুলোর অন্যতম টাইমস অব ইন্ডিয়া গত ২৬ ফেব্রুয়ারি প্রকাশ করে একটি প্রতিবেদন, যার শিরোনাম ছিল ‘প্রটেস্টার্স অ্যাট শাহবাগ ইন বাংলাদেশ ব্যাকড বাই ইন্ডিয়া’। ইন্দ্রাণী বাগচীর লেখা প্রতিবেদনটিতে বলা হয়েছে: ‘বাংলাদেশের রাজধানী ঢাকার একটি ব্যস্ত চৌরাস্তা শাহবাগ, সেখানে যাঁরা বিক্ষোভ করছেন, তাঁরা সবচেয়ে বেশি সমর্থন পাচ্ছেন সম্ভবত প্রতিবেশী ভারত থেকে। ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) শিবশঙ্কর মেনন শুক্রবার বলেছেন, আন্দোলনকারীরা বাংলাদেশের তরুণ সমাজের “খোলা মনের” প্রতীক, তাঁরা উগ্রপন্থার বিরুদ্ধে লড়ছেন এবং গণতন্ত্রের মৌলিক মূল্যবোধগুলোকে ঊর্ধ্বে তুলে ধরছেন। পুনায় রাম শেঠ চেয়ার প্রতিষ্ঠাকালে মেনন বলেন, উগ্রপন্থী ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ঢাকার শাহবাগ চত্বরে চলমান হাজার হাজার তরুণ-তরুণীর স্বতঃস্ফূর্ত সমাবেশ বাংলাদেশি তরুণ সমাজের আবেগের শক্তি, রাজনৈতিক আন্দোলন সংগঠিত করার সামর্থ্য ও মুক্তমনের পরিচয় তুলে ধরছে।’

টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে প্রকাশিত এই প্রতিবেদনের সঙ্গে পাঠকদের মন্তব্য অংশে একাধিক পাঠক মন্তব্য করেছেন, প্রতিবেদনটির শিরোনাম বিভ্রান্তিকর।

:-*/:)/:)

আমারে আবার রাজাকার বানায়ে দিয়েন না!

আমি শুধু শেয়ার করলাম সবার মতামত জানার জন্য এবং এর প্রতিকার কি সেইটা আলোচনার জন্য।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৯

কালবৈশাখীর ঝড় বলেছেন:
টাইমস অব ইন্ডিয়ার ও কিছু বিদেশী কলাম লেখক, ও কিছু দেশী বুদ্ধিজিবী নামের শুয়রের বাচ্চাদের পয়শা খাইয়ে কিছু ফরমায়েসি রিপোর্ট ছাপানো হয়েছিল যা কখনো এদেশে গ্রহনযোগ্যতা পায় নি।
Click This Link


ইকোনমিস্ট-আলজাজিরার সাংবাদিক কিনতে পারলে দেশীগুলা পারবেনা কেন?
Click This Link

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৩

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: শাহবাগের বিক্ষোভকারীদের পেছনে ভারতীয় মদদ।
শাহবাগ এর আন্দোলন বাংলাদেশিদের, কিন্তু ইন্ডিয়াও নিজেদের সারথে একে ব্যবহার করার চেস্টা করতে পারে, তাই সাবধান থাকা উচিত।

২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩২

জীবনকেসি বলেছেন: বেশি কমেন্ট নাই কিন্তু ।

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৩

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: ভাদা গ্রুপ ভয়তে কমেন্ট করবেনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.