![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
সুরঞ্জনা, অইখানে যেয়োনাকো তুমি,
বোলোনাকো কথা অই যুবকের সাথে;
ফিরে এসো সুরঞ্জনা :
নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে;
ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে;
ফিরে এসো হৃদয়ে আমার;
দূর থেকে দূরে - আরও দূরে
যুবকের সাথে তুমি যেয়োনাকো আর।
কী কথা তাহার সাথে? - তার সাথে!
আকাশের আড়ালে আকাশে
মৃত্তিকার মতো তুমি আজ :
তার প্রেম ঘাস হয়ে আসে।
সুরঞ্জনা,
তোমার হৃদয় আজ ঘাস :
বাতাসের ওপারে বাতাস -
আকাশের ওপারে আকাশ।
২| ০৪ ঠা মে, ২০১০ রাত ১১:৪৬
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: :#> :!> :!>
৩| ০৪ ঠা মে, ২০১০ রাত ১১:৪৬
ইমন জুবায়ের বলেছেন: এই কবিতাটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন ব্লগার হারুন আল নাসিফ
Suranjana don't go yonder,
Don't talk not to the youth over there;
Come back Suranjana;
in the night lit up with the silvern stelar fire;
সুরঞ্জনা, ওইখানে যেয়োনাকো তুমি,
বোলোনাকো কথা ওই যুবকের সাথে;
ফিরে এসো সুরঞ্জনা;
নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে;
Come back to these fields, these waves;
Come back to the heart of mine;
from far to farther-- far away
with that youth go ye no more.
ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে;
ফিরে এসো হৃদয়ে আমার;
দূর থেকে দূরে – আরো দূরে
যুবকের সাথে তুমি যেয়োনাকো আর।
What is there to talk to him, to 'im!
In the sky behind the sky
you are like earth today:
His love comes up as grass over it.
কী কথা তাহার সাথে? তার সাথে!
আকাশের আড়ালে আকাশে
মৃত্তিকার মতো তুমি আজ;
তার প্রেম ঘাস হয়ে আসে।
Suranjana,
Your heart is grass today;
air beyond air-
sky beyond sky.
সুরঞ্জনা,
তোমার হৃদয় আজ ঘাস;
বাতাসের ওপারে বাতাস-
আকাশের ওপারে আকাশ।
Transated by: HarunAl Nasif
৪| ০৫ ই মে, ২০১০ রাত ১২:২০
শিরীষ বলেছেন: আহ, সেই কবিতা। ধন্যবাদ।
হারুন আল নাসিফ এর অনুবাদ অদ্ভুত লাগলো, কবিতাটিকে আরো ভাল লাগিয়ে দিল। থ্যাংকস ইমন ভাই !
৫| ০৫ ই মে, ২০১০ রাত ১:৪৩
জাতি জানতে চায় বলেছেন: ব্লগার ও ইমন জুবায়েরকে চরম ঝাঝা
৬| ০৫ ই মে, ২০১০ রাত ২:৫৯
ফাহাদ চৌধুরী বলেছেন: আপনাকে এবং ইমন জুবায়ের ভাইকে ধন্যবাদ।
৭| ০৫ ই মে, ২০১০ রাত ৩:২৬
রাজসোহান বলেছেন: চরম
৮| ০৫ ই মে, ২০১০ দুপুর ১:৫৫
বলাক০৪ বলেছেন: কখনো মরে না, এই কবিতা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১০ রাত ১১:৪০
নস্টালজিক বলেছেন: জীবনানন্দ!
স্যালুট।।