![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
সতত, হে নদ তুমি পড় মোর মনে !
সতত, তোমার কথা ভাবি এ বিরলে;
সতত ( যেমতি লোক নিশার স্বপনে
শোনে মায়া-মন্ত্র ধ্বনি)তব কলকলে
জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে !
বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে,
কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?
দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।
আর কি হে হবে দেখা?-যত দিন যাবে,
প্রজারূপ রাজরূপ সাগরেতে দিতে
বারি-রুপ কর তুমি; এ মিনতি, গাবে
বঙ্গজনের কানে, সখে, সখা-রীতে
নাম তার, এ প্রবাসে মজি প্রেম-ভাবে
লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে।
৩০ শে মে, ২০১০ রাত ৯:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিদেশ-বিভূঁইয়ে যার যার এলাকার নদকে মনে তো পড়বেই। আমার মনে পড়ে আমার নদী পদ্ম। পদ্মাকে আমি ভুলতে পারি না। আপনাকেও অনেক ধন্যবাদ।
২| ৩০ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:১০
নুরুন নেসা বেগম বলেছেন: কপোতাক্ষ নদের এখন কি অবস্হা? ধন্যবাদ।
৩০ শে মে, ২০১০ রাত ৯:২২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কেবল কপোতাক্ষই নয় সব নদই যেন মরে গেছে। আমাদের নিজেদের প্রয়োজনেই নদ-নদীগুলোকে বাঁচিয়ে রাখা উচিত। আপনাকেও অনেক ধন্যবাদ।
৩| ৩০ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:২৮
কনফ্লিক্ট বলেছেন: ভালো লাগলো। নস্টালজিয়ায় ভুগালেন। সালাম নিবেন ওস্তাদ..
এবার একটু ইদিকে নজর দিলে ভালা লাগতো..
Click This Link
৩০ শে মে, ২০১০ রাত ৯:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার ব্লগ পড়ে অনেক ভাল লাগল। সালাম নিলাম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ধন্যবাদ।
৪| ৩০ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৩৫
করবি বলেছেন:
অনেক দিন পর আবার পড়লাম।
ধন্যবাদ।
৩০ শে মে, ২০১০ রাত ৯:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ। মধু-কবির কবিতা নস্টালজিক।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:০৩
সান্তনু অাহেমদ বলেছেন: চমৎকার। অনেকদিন পর আবার মনে পড়ে গেল এসএসসির কথা। ধন্যবাদ, শেয়ার করার জন্য।+