নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মাইকেল মধুসূদন দত্ত -এর কপোতাক্ষ নদ

৩০ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:০০



সতত, হে নদ তুমি পড় মোর মনে !

সতত, তোমার কথা ভাবি এ বিরলে;

সতত ( যেমতি লোক নিশার স্বপনে

শোনে মায়া-মন্ত্র ধ্বনি)তব কলকলে

জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে !

বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে,

কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?

দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।



আর কি হে হবে দেখা?-যত দিন যাবে,

প্রজারূপ রাজরূপ সাগরেতে দিতে

বারি-রুপ কর তুমি; এ মিনতি, গাবে

বঙ্গজনের কানে, সখে, সখা-রীতে

নাম তার, এ প্রবাসে মজি প্রেম-ভাবে

লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:০৩

সান্তনু অাহেমদ বলেছেন: চমৎকার। অনেকদিন পর আবার মনে পড়ে গেল এসএসসির কথা। ধন্যবাদ, শেয়ার করার জন্য।+

৩০ শে মে, ২০১০ রাত ৯:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিদেশ-বিভূঁইয়ে যার যার এলাকার নদকে মনে তো পড়বেই। আমার মনে পড়ে আমার নদী পদ্ম। পদ্মাকে আমি ভুলতে পারি না। আপনাকেও অনেক ধন্যবাদ।

২| ৩০ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:১০

নুরুন নেসা বেগম বলেছেন: কপোতাক্ষ নদের এখন কি অবস্হা? ধন্যবাদ।

৩০ শে মে, ২০১০ রাত ৯:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কেবল কপোতাক্ষই নয় সব নদই যেন মরে গেছে। আমাদের নিজেদের প্রয়োজনেই নদ-নদীগুলোকে বাঁচিয়ে রাখা উচিত। আপনাকেও অনেক ধন্যবাদ।

৩| ৩০ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:২৮

কনফ্লিক্ট বলেছেন: ভালো লাগলো। নস্টালজিয়ায় ভুগালেন। সালাম নিবেন ওস্তাদ..
এবার একটু ইদিকে নজর দিলে ভালা লাগতো.. :) :)
Click This Link

৩০ শে মে, ২০১০ রাত ৯:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার ব্লগ পড়ে অনেক ভাল লাগল। সালাম নিলাম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ধন্যবাদ।

৪| ৩০ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৩৫

করবি বলেছেন:
অনেক দিন পর আবার পড়লাম।


ধন্যবাদ।

৩০ শে মে, ২০১০ রাত ৯:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ। মধু-কবির কবিতা নস্টালজিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.