![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
১. শ্রীলকা- বাংলাদেশ ২ টিই গরীব দেশ। আয়তনে শ্রীলংকা বাংলাদেশের অর্ধেকেরও কম।
২. শ্রীলংকার জনসংখ্যা প্রায় ২ কোটি ২০ লাখ আর বাংলাদশের জনসংখ্যা প্রায় ১৫ কোটি। এই হিসাবে বাংলাদেশের জনসংখ্যা আরো কম হওয়া উচিত ছিল।
৩. শ্রীলংকা একটি দ্বীপরাষ্ট্র আর বাংলাদেশে একটি ব-দ্বীপ।
৪. শ্রীলংকার মানুষ দলে দলে বাংলাদেশে গিয়ে ভাল চাকরি -বাকরি করে টাকা আনে। বাংলাদেশের মানুষের জন্য এখানে কোন চাকরি নেই।
৫. শ্রীলংকাতে কখনো কারেন্ট মানে বিদ্যুত চলে যায় না। বাংলাদেশে কখনোই বিদ্যুত ঠিক মতো থাকেনা।
৬. শ্রীলংকার মানুষ বাংলাদেশের মানুষের মতো এতো রাজনীতি পাগল নয়। আমি --- পার্টি করি, আমি সেই পার্টি করি এমনটা এখানে দেথা যায় না।
৭. ভোটের আগে মিছিল আর টাকার ছড়াছড়ি নেই। মানুষ খুব বেশী একটা ভোট কেন্দ্রে দেখা যায় না। বিশাণ বিশাল সব পোস্টার এখানে দেখা যায় না। মানুষ মনে চাইলে ভোট দেয় না আর মনে না চাইলে দেয় না।
৮. শ্রীলংকায় কোন হরতাল নেই। প্রতিবাদে বেশীর ভাগ সময়ই হয় মিডিয়া কনফারেন্স করে আর না হয় ফোর্ট রেলওয়ে স্টেশনের সামনে প্লেকার্ড হাতে নিয়ে দলে দলে দাড়িয়ে থাকে।
৯. এখানে বেশীর ভাগ টিভিই ডিশ এন্টেনা ছাড়া দেখা যায়। অনেক গুলো ইংরেহি চ্যানেল আছে যা কেবল মাত্র ইংজিতেই প্রচারিত হয়।
১০. বাংলাদেশর অনেক ছেলে শ্রীলংকায় বিয়ে করে এখানে বসবাস করছে। কিন্তু শ্রীলংকার খুব কম ছেলেই বাংলাদেশে গিয়ে বিয়ে করে বসবাস করে।
১১.শ্রীলংকায় জিনিসপত্রের দাম একবার বাড়লে পরে তা আবার কমে আসে। কিন্তু বাংলাদেশে একবার বাড়লে আর কমতে চায় না।
১২. উভয় দেশেই মূলত পরিবারতান্ত্রিক গণতন্ত্র চালু রয়েছে।
১৩. শ্রীলঙ্কা একবার বিশ্বকাপ ক্রিকেট জিতেছে। বাংলাদেশ একবার্ও জিতে নাই।
আরো জানতে চাইলে মন্তব্য করুন।
২৮ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জানাব। কি জানতে চান বলুন?
২| ২৮ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৩৪
টিঙ্কু জিয়া বলেছেন: আমি যে কোম্পানি যে চাকরি করি, সেখানে বেশ কিছু শ্রীলঙ্কা এর মানুষ কাজ করে তারা বলে তাদের দেশ এ ১০০% শিক্ষিত???
২৮ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তাদের দেশে কাজ নাই। তাই আসে। দেশে কাজ থাকলে সহজে কেউ বিদেশে যায় না।
৩| ২৮ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৭
ব্লগার ইমরান বলেছেন: আমগো বান্গালিগো কয়েকটা গার্লফ্রেন্ড থাকে , হেগোও কি এই অবস্থা
২৮ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটা কোন ব্যাপার না।
৪| ২৮ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৫৫
ব্লগ ৪১৬ বলেছেন: শ্রীলংকান মেয়েরা কি কুব চেক্সী.......
২৮ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এসে টেস্ট করে যান।
৫| ২৮ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৫৬
রবিন মিলফোর্ড বলেছেন: ভাল লাগল । আপনার মাধ্যমে শ্রীলংকা সম্পর্কে জানছি ।
++++++
২৮ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ।
৬| ২৮ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৪৩
রিফাত হোসেন বলেছেন: লংকানরা মেয়েরা অনেকটা আফ্রিকানদের মত ।
১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কালো হলেও জিনিস কিন্তু ভালো।
৭| ২৮ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৫১
নীল বরফ বলেছেন: পুরা শ্রীলঙ্কার জনসংখ্যা দেখি আমগো ঢাকার সমান!!! :-& :-& :-& :-& :-&
ওদের ইন্টারনেট স্পীড আর আমাদের ইন্টারনেট তুলনা করেন?
ভালো পোস্ট++++++++++
৮| ০৯ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৯
জেনারেশন সুপারস্টার বলেছেন: লংকানদের সাথে আমাদের অনেক অনেক পার্থক্য আছে।
আপনি একটা ব্যাপার জানান লংকানরা ক্রিকেটে বড়ম্যাচে হারলে কেমন প্রতিক্রিয়া জানায়?
ওদের মনোজগতে প্রধান ক্রিকেট প্রতিদ্বন্দী কি ভারত নাকি অস্ট্রেলিয়া?
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৪৮
আনজান বলেছেন: আরো জানান