নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

ভাত খেতে খুবই ভালো লাগে।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:০২



ভাত খেতে অনেক ভালো লাগে।
আমার এই কথাটি অনেকের কাছে মনে হতে পারে খুবই সাধারণ কথা।
কিন্তু বিশ্বাস করুন এটা আমার মনের কথা।
প্রাণের গভীর থেকে নিংড়ানো সত্যি কথা।
আমি জানি, ভাত খেতে খুবই ভালো লাগে।

আমি নিজে এক গরীব পরিবারের সদস্য হিসাবে এবং গ্রামে বসবাস করার সুবাদে সাধারণ মানুষদেরকে খুব কাছ থেকে দেখেছি।
এখনো দেখছি।

আমার এবং তাদের কাছে ভাত খুবই উপাদেয় খাদ্য।
আমরা অনেক আয়েস করে ভাত খাই।
অনেক উপাদেয় কোন মাছ মাংস লাগে না।
কেবল ১টি মরিচ আর পেয়াজ,লবণ আর
একটু পানি হলেই অনেক মজা করে ভাত যারা খায় আমি তাদেরই এক জন।

কেএফসি কিংবা ম্যাগডোনালডস নয়; আমরা সামান্য ভাতেই মহাখুশী।
আমাদের সব কিছু তাই বিবেচিত হয় চালের দামের সুচকে।
নেতারাও এটা জানেন। তাই তারা ভোটের মৌসুম এলে ৪০ টাকা দামের চাল চার ভাগের এক ভাগ দামে খাওয়ানোর লোভ দেখিয়ে ভোট নিতে চান।

মাঝে মাঝে কোন জামাকাপড় কিংবা একটু দামী জিনিস যা না হলেই নয় কিনতে গেলে দাম শুনে অবাক হলে দোকানী বলে উঠে--- চালের মন কত কইরা জানো মিয়া?

সারাটা জীবনই তো আমাদের কাটে চালের দামের হিসাব করে।
কারণ- আমাদের সব কিছু তাই বিবেচিত হয় চালের দামের সুচকে।

আমরা ভাত খেতে চাই।
কেননা. ভাত খেতে আমাদের খুবই ভালো লাগে।

মন্তব্য ৪০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৩

উম্মু আবদুল্লাহ বলেছেন: খুবই আশংকার কথা। ডায়াবেটিস হবার সম্ভাবনা ষোল আনা। অর্ধেক থালা ভাত খান আর বাকী ভাতের বদলে সবজি খান।

এছাড়া প্রানীজ আমিষ যেমন ডিম, মাংস, মাছ এসবের কিছু খান। ছোট মাছ বোধ করি বেশী দাম নয়। কষ্ট হলেও সুষম খাবার খাবেন। ভাত অতিরিক্ত খাওয়া মানে বিষ খাওয়া। অথচ ভাত না খেলে বাংগালীর একবেলাও চলে না।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পরিমিত আহার সবার জন্যই উপকারী। ভাত খেতে অনেকেরই ভালো লাগে। আমি ভাত খাই না। কিংবা আমি ভাত পছন্দ করি না। এমন কথা মনে হয় না যে খুব বেশী মানুষ বলবেন।

পরিমিত আহার, পরিমিত কথা বলা, সত্য বলা, ন্যায়পথে থাকা সব সময়ই ভালো।

২| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চালের দাম বৃদ্ধি পেলে কৃষকের ধানের দাম বাড়ে, কমলে কৃষকের মাথায় হাত ন্যায্য মূল্য আসে না ঘরে।
সরকার পড়েছে বিপাকে কি ছাড়িয়া কিবা করে, ভোটের তো প্রয়োজন বটে, মানুষের বিবেকবোধ বাড়ছে নাকি অনেকটা কমেছে? কোথায় সমাধান এর অজ্ঞ আমি ভাবছি বসে

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ছোট্ট একটা দেশে কি বিশাল জনসংখ্যার ভার। এটা এই দেশ সহ্য করতে পারছে না। দেশের নাগরিকদের বিরাট একটা অংশ অসৎ হয়ে গেছে। বিরাট একটা অংশ বিবেক হারিয়ে ফেলেছে। অতিরিক্ত মানুষ এর মূল কারণ। এখন বাস চাপায় মানুষ মারা যায় আর কেউ্ কেউ মুখ টিপে হাসে।

কোন সমাধান নেই।

৩| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৫

অচেনা হৃদি বলেছেন: ভাতের ছবিটা খুব পছন্দ হয়েছে ভাইয়া।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপুমনি, তুমি পছন্দ করেছ জেনে বড়ই আরাম লাগছে। কিন্তু বিষয় হচ্ছে, এই ছবি তো আর তোমার ভা্ইয়া তুলেনি। গুগুল থেকে সার্চ করে বসিয়ে দেয়া হয়েছে।

আপুর জন্য শুভ কামনা।

৪| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৭

কাওসার চৌধুরী বলেছেন:



আমিও ভাত খেতে চাই; দামী দামী রেস্টুরেন্টের খাবারগুলো আমাকে কখনো টানে না; সামান্য একটু মাছের ঝোঁল আর ডালের সাথে সাদা আতপ চালের ভাত; সাথে আলুভর্তা, ডিম ভাজি আর লাল শাকের একটু ভাজি আমার প্রতিদিনের মেন্যুতে চাই; আমি কামলা ঘরের সন্তান; খ্যাত হিসাবেই বাকী জীবনটি কাটিয়ে দিতে চাই।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, এটাই তো আবহমান বাংলার , বাঙ্গালীর চিরায়ত রূপ। আমাদের সংস্কৃতি। আমরা নিজেরা খাই। আমরা অতিথিদেরকে খাওয়াই।

আমরা খেটে খাওয়া মানুষ। খাওয়ার পরিপূর্ণ তৃপ্তি আমরা পেতে চাই। চাই পরিমিত আহার। পরিমিত জীবন। চাই সততা। চাই দেশপ্রেম। চাই বিবেকবোধ।

৫| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ২:৪০

ওমেরা বলেছেন: ভাত আমি খুব একটা খাই না সপ্তাহে এক বার বা দুই বার । তবে ভাত নিয়ে কিছু মজার কাহিনী শুনেছি আপনার ভাত নিয়ে পোষ্ট দেখে ভাবলাম কমেন্টে সেগুলো বলব কিন্ত আপনার লিখার শেষটুকু পড় সেই ইচ্ছে আর হল না ভাইয়া।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপুমনি, যে কথা গুলো আপনি বলেননি সেটা নিয়ে একটা পোস্ট দেন। পড়ে ধন্য হই। আপনার লেখা পড়তে খুব মজা লাগে।

খাবার বিষয়টি পরিমিত হলেই ভালো। আমিও ভাত এখন খুব কম খাই। সামনের দিনগুলোতে আরো কমাবো।

আমার লেখা যে খুব ভালো না সেটা জানি। কিন্তু শেষে কি এমন খারাপ কথা লিখলাম যে আমার আপুমনির মন থেকে উঠে আসা কথা গুলো আর কমেন্টে এলো না।
খুবই কষ্টদায়ক মনে হলো।

আপুমণির জন্য শুভ কামনা।

৬| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ৩:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার কাছে ভাতের চেয়ে ঘর ভাড়ার হিসাবটাই বেশী গুরুত্বপূর্ণ...

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি যা বেতন পাই তার বেশীর ভাগই ঘর ভাড়ার খাতে খরচ হয়ে যায়। এটা যে কেবল আমার একার বাজেট তা নয়। খেটে খাও্য়া প্রায় সব মানুষের বাজেটের বেশীর ভাগ টাকা খরচ হয় ঘর ভাড়া আর গাড়ী ভাড়ার পিছনে।

৭| ৩০ শে জুলাই, ২০১৮ ভোর ৬:৫১

পদাতিক চৌধুরি বলেছেন:





শুভসকাল প্রিয় সাজ্জাদভাই,

আপনার থালি রেডি । এবার খেয়েনিন।

হৃপ্রীশু রইল।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রিয় দাদা, কার্ডিওলজিস্টের রোগীর খাতায় নাম উঠে গেছে। খাবার নিয়ন্ত্রণে চলে গেছে। আমার ডাক্তার মহোদয় বলেেছেন, খাবার খেতে হবে চিন্তা ভাবনা করে।

আমি প্রচুর চিন্তা ভাবনা করে তারপর খাই। গতকাল অনেক বড় লং ড্রাইভে ছিলাম। আমার সঙ্গী ৪ জন কে এফসি খেল মজা করে। আর আমি কেবল পানি খেলাম তাদের সামনে বসে।

বাকি জীবন আর "গোগ্রাসে গেলা" জাতীয় খাবার আর খেতে পারবে না। তবে আপনার পরিবেশিত খাবার আমার খুব পছন্দ হয়েছে।

৮| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৩৮

লাবণ্য ২ বলেছেন: দামী রেস্টুরেন্টের দামী খাবারের চেয়ে সাধারন খাবারই আমার বেশী পছন্দ।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আসলে আপু, পরিবেশনের একটা ব্যাপার আছে। পরিচ্ছন্নতার একটি ব্যাপার আছে। এই বিষয়গুলো মেনে চলতে পারলে যে কোন ধরনের রেস্টুরেন্টেই আরাম করে খাওয়া সম্ভব।

আপুমণির জন্য শুভ কামনা।

৯| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৫

টারজান০০০০৭ বলেছেন: যাক সাজ্জাদ ভাই , একজন অন্তত পাইলাম যে ভাতে আসক্ত ! ভাত না খাইলে আমার পেট ভরে না ! যতই অন্যকিছু খাই না কেন ! মন খালি অইটাই করে ! কিযেন খাই নাই !! একারণেই আজও জাতে উঠিতে পারিলাম না ! ভেতো বাঙালি রইয়া গেলাম !

ডায়াবেটিস হইলে কি করিব , ভাবিতেই আতংক হয়।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাইরে, এখন আর খাবার কোন সুযোগ নাই। রোগীর খাতায় নাম তুলেছি।
এখন মানুষের খাওয়া দেখি।
প্রচন্ড গরমে রিক্সাচালক রিক্সা থামিয়ে কাচা মরিচ দিয়ে ভাত খাচ্ছে।
ঠেলাওয়ালা ঠেলা থামিয়ে মরিচ পোড়া দিয়ে ভাত খাচ্ছে।
ধানের ক্ষেতের পাশে কৃষিকর্মী ভাত খাচ্ছে।

এই সব দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। আমার প্রচুর টাকা থাকলে আমি প্রতিদিন ক করে হলেও ১০ জনকে ভাত খাওয়াতাম।

১০| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


সামান্য ভাতের অভাবে ১৯৭৪ সাল থেকে, আজ অবধি, কমপক্ষে ১০/১১ কোটী মানুষ কষ্ট পেয়েছেন জীবনে; অথচ, আমাদের জমি ও মানুষ ছিলো; কিসের অভাব ছিল? ভাবনা শক্তির, মগজের।

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাতের অভাবে বাংলাদেশের কোন এক কবি নাকি ভীষণ ক্ষেপে গিয়েছিলেন।
তার ক্ষুধার তেজ এতই তীব্র ছিল যে সেই কবি , ভাত না দিলে মানচিত্র খেয়ে ক্ষুধা মেটাতে চেয়েছিলেন।
আজো দেশের অনেক মানুষ ভাতের কষ্টে আছে। এক মুঠো ভাত জুটাতে তাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়।

১১| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৫

হাঙ্গামা বলেছেন: ভাত আমার ও প্রিয় খাদ্য।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কবি বলেছেন- " মাছে-ভাতে বাঙ্গালী"।
আমি যেহেতু বাঙ্গালী তাই আমারও মাছ আর ভাত খুব প্রিয়।
সবার জন্য মাছ-ভাত চাই।
জনতার দাবী এটাই।

কবি আরো বলেছেন- "আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে"।

১২| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: একটা কথা আছে-
মাসি বলো, পিসি বলো মায়ের মতো না
চিড়া বলো, পিঠা বলো ভাতের মতো না।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রিয় কথাকার, আপনার কথাগুলো খুবই সুন্দর।
এই কথা অস্বীকার করার কোন উপায় নেই।
আমি নিজেও আপনার প্রবাদের এক প্রমাণ।

১৩| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৩

কথার ফুলঝুরি! বলেছেন: পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এসব যত ভালো লাগুক না কেন। ভাত তো ভাতই। একদিন এর বেশী না খেয়ে থাকা যায়না।

তবে যারা না খেয়ে থাকে তারাই একমাত্র বুঝে যে, না খেয়ে থাকার কত কষ্ট। তাই আমরা যখনই খাবার সামনে নিব তখনই যেন আল্লাহ্‌ এর কাছে শুকরিয়া জানাই যে তিনি আমাদের রিজিকে ভাতের ব্যবস্থা করে দিয়েছেন।

ভাইয়া, ছবির পান্তা ভাত দেখে তো লোভ লাগলো। পান্তা ভাত আমার খুব প্রিয় ।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার সব গুলো পয়েন্টই আমার জন্য খাটে। তবে আমি যেতে গেয়ো ভুত ( আমি যেই গ্রামে থাকতাম সেখানে ভুত বসবাস করতো। কারণ সেখানে কোন বিদ্যুত ছিল না। সন্ধ্যা হলেই ভুতেরা সব বের হয়ে আসতো। )

গ্রামের অনেক মানুষ এখনো ঠিক মতো খেতে পায় না। এই বিষয়টি আমাকে কষ্ট দেয়।

১৪| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৬

অর্থনীতিবিদ বলেছেন: ভাতের মতো এমন উপাদেয় খাবার মনে হয় পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। অন্তত একবেলা আমার ভাত খেতেই হবে। নয়তো প্রানটা যায় যায় করে।

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি আপনার মন্তব্যের সাথে এক মত। আসলেই ভাতের উপর কোন খাবার নেই। আমরা বাঙ্গালী। আমরা যতই ভাব ধরি না কেন আমাদের বাঙ্গালীয়ানা মুছে দিতে পারবো না।

বয়সের সাথে সাথে খাবার খেতে হয় পরিমিত। আমি এখন পরিমিত পরিমাণ ভাত খাই। তবে সেটাই আমার কাছে অমৃত মনে হয়।

আপনাকে অনেক ধন্যবাদ।

১৫| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব সাধারণ কথায় অসাধারণ কিছু কথা বলে ফেলেছেন।

কেএফসি কিংবা ম্যাগ্নোডানল্ডস নয়; আমরা সামান্য ভাতেই মহাখুশি।
আমাদের সবকিছুই তাই বিবেচিত হয় চালের সূচকে।


লেখাটা সাধারণ গদ্য নয়, একটা মহৎ কবিতা হয়ে গেছে। এবং এগুলো আমার, আপনার, সমগ্র বাঙালির প্রাণের কথা।

আমারও ভাত খুব ভালো লাগে। একটা মরিচ, পেঁয়াজ আর নুন দিয়ে যে ভাত, বিশেষত পান্তা খেয়েছি, তাঁর চেয়ে অমৃত আর কোথাও পাই নি।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি অসাধারণ লিখেন। তাই আপনার মন্তব্যও অসাধারণ।
আপনার মন্তব্য আমার পোস্টের চেয়েও সুন্দর। আপনার প্রতি আমার সীমাহীন কৃতজ্ঞতা।
ভালো থাকুন সব সময়।

১৬| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩১

উদাসী স্বপ্ন বলেছেন: ভাত খাই না ১০ মাস হতে চললো। কেটো ডায়েট দিয়ে শুরু করেছিলাম কিন্তু ব্যাস্ততায় এখন আর কিছুই মানা হচ্ছে না। ইচ্ছে ছিলো কোনো এক ছুটিতে জমিরের াংলা খাবার রাধবো কিন্তু সমস্যা হলো সে রান্নাটাও বিশেষ পারি না

আপনার পোস্ট দেখে জীভে জলই আসলো

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইউটিউবে রেসিটি দেখে আমি রান্না চর্চা করছি। কিন্তু সমস্যা হচ্ছে, এক মাত্র ডিম সিদ্ধটাই ঠিক মতো পারছি। বাকি কোন রান্না হয় না।
রেস্টুরেন্টে খেতে ভালো লাগে না। তেল-মেল মিষ্টি খাবার খেতে মন চায় না।

আদিম যুগের মানুষ হতে পারলে বনে বনে থাকতাম।
আর বনের ফল পাকুর খেতাম।
মানব সমাজের থাকার বিরাট জ্বালা।
ইচ্ছে করে গভীর বনে গিয়ে আশ্রয় নিই।

১৭| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫০

চাঙ্কু বলেছেন: ভাত নিয়মিত খাওয়া হয় না কিন্তু ভাত, আলু-ভর্তা, ডাল আর ডিম ভাজির উপরে দুনিয়াতে অন্য কোন খাবার সুস্বাদু মনে হয় না :)

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার সব কথাই আমার জন্য প্রয়োজ্য। তবে আজকাল আমি ডিম খাই ঠিকই। তবে ডিমটা খেতে হচ্ছে বিচি ফেলে দিয়ে। কারণ ডিমের বেশীর ভাগ কোলেস্টেরল নাকি থাকে হলুদ অংশে।

তবে আলুভর্তা, ভাত,, মরিচ , ডাল এই জাতীয় খাবার এর কোন তুলনা আমি খুঁজে পাইনি।

১৮| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৩১

চাঙ্কু বলেছেন: ডিমের জন্য এত ঝামেলা না করে, ফ্ল্যাভারড এগ হোয়াইটস ট্রাই দেখতে পারেন। প্লেইনটা বিস্বাদ লাগে।

০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই জিনিসটা কি ভাবে বানাতে হয় যদি একটু বলতেন তাহলে এই অধমের হয়তো উপকার হতে পারে। আপনি দয়া করে প্রস্তুত প্রণালী বর্ণনা করুন।

১৯| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৪

বিজন রয় বলেছেন: ভাত কম খান, সবজী বেশি খান।

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রিয় মহোদয়, লেখাটি কেবল আমার নিজের কথা নয়। আমার দেশের খেটে খাওয়া মানুষের একটি অনুভূতি প্রকাশ করার চেষ্টা করেছি। যারা ভাতের জন্য কঠোর পরিশ্রম করে। অথচ খেতে পায় খুবই সামান্য। মাঝে মাঝে তাদেরকে আবার শুনতে হয় - বেশী করে আলু খান, ভাতের উপর চাপ কমান।
---------------
আমি নিজে ভাত খাই খুবই সামান্য।
রোগী মানুষ । ইচেছ করলেই আর খেতে পারছি না।

২০| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: সাজ্জাদ ভাই প্রতিটি ভাঙালীরই প্রানের খাবার ভাত।
আপনার শারিরীক অসুস্থতার কথা জেনে খারাপ লাগল।মহান আল্লার কাছে আপনার সুস্থতা কামনা করছি।
সামান্য ভাতের জন্য এদেশের মানুষ সত্যি অনেক পরিশ্রম করে।কিন্তু এই পরিশ্রমের পরেও তারা হয়তো মন মত ভাত খেতে পাই না।এই বিষয়টা আমারও অনেক খারাপ লাগে।
অল্প খরচে চাল উৎপাদন করতে গেলে ধান উৎপাদন করার জন্য যে সব সামগ্রী দরকার তার দাম কমাতে হবে।যেমন সারের দাম,বিজের দাম ইত্যাদি।
সরকার ইচ্ছে করলেই অনেক কিছু পারে।কিন্তু এদেশে তো সব রাজনীতি দল গুলো শুধু ক্ষমতাকেই ভালবাসে।যে জনগনের জন্য ক্ষমতার মসনদে বসে সেই জনগনের কথায় তারা ভুলে যায়।
আজকাল মালেশিয়া নিয়ে আর লিখছেন না কিন্তু।মালেশিয়া নিয়ে আপনার নতুন পোষ্ট পড়ার অপেক্ষায় রইলাম।
ভিষন ভাল থাকুন এ দোয়াই করি মহান আল্লাহর দরবারে।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার মন্তব্য পড়ে আবেগে আপ্লুত হলাম। সেই আবেগ থেকেই মালয়েশিয়া নিয়ে আবার পোস্ট দিতে শুরু করলাম। আপনাকে হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই।

ইচ্ছে থাকলে উপায় হয়। আমাদের দেশটাকে বদলানোর জন্য ইচ্ছাই যথেষ্ট। এক দিন বদলাবে। কিন্তু আমরা দেখে যেতে পারবো না।
আফসোস!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.