নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

ফরাসী ভাষার কথা

৩০ শে জুন, ২০২০ রাত ৯:৫৬

ফরাসীদের গেীরবের প্রতীক আইফেল টাওয়ার

ফরাসী ভাষা কঠিন মনে হলেও এটি খুব সুন্দর একটি ভাষা। এটি রোমান ভাষার অন্যতম প্রধান একটি ভাষা।

ইংরেজি ভাষার পরে পৃথিবীতে দ্বিতীয় আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃত ভাষা হচ্ছে ফরাসি ভাষা।

পুরো পৃথিবীতে ৭৬.৮ মিলিয়ন নেটিভ স্পিকারসহ সর্বমোট ২৭৪ মিলিয়ন লোক ফরাসি ভাষায় কথা বলে। দেশের সংখ্যার দিক দিয়ে বিবেচনা করলে ফরাসী ভাষায় ইংরেজির তুলনায় অনেক বেশী দেশের মানুষ কথা বলে।

আমার নিজের ধারণা, ফরাসীরা কোন উপনিবেশ নিজের অধীনে নেবার পর সেখানে ফরাসী ভাষাকে চালু করার ব্যাপারে খুব বেশী তৎপর ছিল। দেখা গেছে, ফরাসী কলোনীগুলোর বেশীর ভাগ দেশেই এখন ফরাসী ভাষা প্রধান ভাষা হিসাবে চালু রয়েছে।

ইংরেজী ভাষা সেই তুলনায় খুব বেশী দেশের প্রধান ভাষা নয়। পৃথিবীতে যে দেশগুলোতে ইংরেজি ভাষা প্রধান ভাষা হিসাবে চালু রয়েছে সেই দেশগুলো হলোঃ যুক্তরাষ্ট, ক্যানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ক্যানাডা ইংরেজি ভাষী দেশ হলেও এর দ্বিতীয় সরকারী দাফতরিক ভাষা হচ্ছে ফরাসী। এছাড়া ক্যানাডার অন্যতম জনবহুল প্রদেশে কুইবেক এর প্রথম ভাষাই হচ্ছে ফরাসী।

বর্তমানে পৃথিবীর ২৯ টি দেশের দাপ্তরিক সরকারি ভাষা হচ্ছে ফরাসি। এছাড়া ফ্রান্স কর্তৃক নিয়ন্ত্রিত আরো ১১ টি অঞ্চলের সরকারী ভাষা হচ্ছে ফরাসি ভাষা।

যে দেশগুলির সরকারি ভাষা হচ্ছে ফরাসি সে দেশগুলির নামের তালিকা দেওয়া হলঃ
১। বেলজিয়াম ( Belgium),
২। বেনিন ( Benin,)
৩। বারকিনা ফাসো ( Burkina Faso,)
৪। বুরুন্ডি ( Burundi,)
৫। ক্যামেরুন( Cameroon)
৬। ক্যানাডা ( Canada)
৭। শাদ ( Chad)
৮। আইভরি কোস্ট ( the Ivory Coast)
৯। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ( the Democratic Republic of the Congo)
১০। জিবুতি ( Djibouti)
১১। ইকোয়েটরিয়াল গিনি ( Equatorial Guinea)
১২। ফ্রান্স ( France)
১৩। হাইতি ( Haiti)
১৪। লুক্সেমবার্গ ( Luxembourg)
১৫। মাদাগাস্কার ( Madagascar)
১৬। মালি ( Mali )
১৭। মোনাকো ( Monaco)
১৮। নাইজার( Niger)
১৯। রুয়ান্ডা ( Rwanda)
২০। সেনেগাল ( Senegal)
২১। সিসিলিস ( Seychelles)
২২। সুইজারল্যান্ড ( Switzerland)
২৩। টোগো ( Togo )
২৪। ভানুয়াতু ( Vanuatu)
২৫। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ( Central African Republic)
২৬। গাবন ( Gabon)
২৭। কমোরস( Comoros)
২৮। কঙ্গো ( Congo)
২৯। গিনি ( Guinea)

ভারতের পন্ডিচেরিতে বেশ কিছু লোক ফরাসী ভাষায় কথা বলে। এবার আরো একটি মজাদার তথ্য শেয়ার করি। ১০৬৬ সাল থেকে ১৩৬২ সাল পর্যন্ত প্রায় ৩০০ বছর ইংল্যান্ডের সরকারী/দাফতরিক ভাষা ছিল ফরাসী ভাষা। ।

মন্তব্য ২৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২০ রাত ১০:১৬

ডার্ক ম্যান বলেছেন: ফরাসি ফার্সি গুলিয়ে যেত । ফরাসিরা কম দেশ দখল করে নাই । সবাই খালি ব্রিটিশদের দোষ দেয়

৩০ শে জুন, ২০২০ রাত ১০:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: করোনার এই লকডাউনের বিরাট অবসরে ভাষা শিখার চেষ্টা করলাম। প্রথমে স্প্যানিশ দিয়ে শুরু করেছিলাম। ওটা তুলনামূলকভাবে বেশ সহজ। পরে চিন্তা করলাম, শিখলে কঠিনটাই শিখবো।

তারা কম দেশে দখলে নেয়নি। ভারতও দখল করতো। কেবল রবার্ট ক্লাইভ এর মতো ধূর্ত শেয়ালরা থাকাতে তারা পারেনি।

২| ৩০ শে জুন, ২০২০ রাত ১০:২৫

শের শায়রী বলেছেন: মজার ব্যাপার হল সব থেকে বেশি মানুষ কথা বলে ম্যান্ডারিনে (চাইনিজ) যদি নেটিভ স্পীকার হিসাবে ধরেন। এর পর স্পানিশ।

৩০ শে জুন, ২০২০ রাত ১০:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চায়নার জনসংখ্যা তো এমনিতেই বেশী। তারা তো কথা বলবেই।

৩| ৩০ শে জুন, ২০২০ রাত ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:


ইন্টারেষ্টিং ব্যাপার, ফরাসী ভাষাকে কিছুটা সময় দিতে হয়।

৩০ শে জুন, ২০২০ রাত ১০:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি শেখার চেষ্টা করছি। এখন কিছুটা বুঝতে পারি।
প্রথমে খুবই কঠিন মনে হবে

আরেকটি ব্যাপার। ফরাসী ভাষা পেরে গেলে স্প্যানিশ ভাষাকে ডাল ভাত বা পানির মতো সহজ মনে হবে। আমার তাই মনে হয়েছে।

৪| ৩০ শে জুন, ২০২০ রাত ১১:১৭

কল্পদ্রুম বলেছেন: ফরাসী ভাষা কিভাবে শিখছেন?কোথাও কি কোর্স করছেন না কি নিজেই নিজেই?আমার এক বন্ধু স্প্যানিশ শিখে ফেলেছিলো ফোনের একটা এপ্লিকেশন দিয়ে।পরে স্পেনিশ টিভি সিরিয়াল দেখে।

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি এক জন কামলা মানুষ। আমারও তো সময় ও টাকা নেই । তাই নিজেই শেখার চেষ্টা করছি । অনলাইনে প্রচুর পরিমাণে উপাদান পাওয়া যায়। অভাব কেবল সময়ের।

স্প্যানিশ ভাষা অপেক্ষাকৃত সহজ । ফরাসি ভাষা জানলে উহা আরও সহজ হয়ে যায়।

৫| ৩০ শে জুন, ২০২০ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: ভিন্ন ভিন্ন মানুষ আর ভিন্ন তাদের মুখের ভাষা।
মাতৃভাষার পাশাপাশি দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসেবে অনেকেই বিদেশি ভাষা শিখে নিজেদের এগিয়ে রাখা দরকার।

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বর্তমান বিশ্বে নিজেকে এক জন স্মার্ট মানুষ হিসাবে প্রতিষ্ঠা করতে চাইলে অবশ্যই তাকে একাধিক ভাষা জানতে হবে। সেই ক্ষেত্রে প্রাধান্য পাবে ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ইত্যাদি ভাষা।

৬| ০১ লা জুলাই, ২০২০ রাত ১২:৪৬

নেওয়াজ আলি বলেছেন: মাতৃ ভাষার পাশাপাশি ইংরেজি , ফরাসি এবং আরবি ভাষা শিখলে ভালো হবে বর্তমান ছাত্র সমাজকে।

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কোন ব্যক্তি যদি বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ফরাসি ভাষা ভালো জানে সেই ক্ষেত্রে সে উপরি হিসেবে স্প্যানিশ ভাষা ও মোটামুটি ভালোভাবেই জানতে পারবে। এটা তার অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

৭| ০১ লা জুলাই, ২০২০ রাত ১:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ইংরেজি ভাষার ৩০% শব্দ ফ্রেঞ্চ থেকে এসেছে। কয়েকটি আরব দেশ ফ্রেঞ্চ কলনি ছিল। ঐ আরবরা ভালো ফ্রেঞ্চ জানে। সৌদি আরবে নিয়মিত ফ্রেঞ্চ ভাষায় খবর হয় টিভিতে।

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইংরেজি ভাষায় প্রায় ১০ হাজারের মতো শব্দ এসেছে ফরাসি ভাষা থেকে। শতকরা হিসেবে এটা কত সেটা আমি জানি না।

৮| ০১ লা জুলাই, ২০২০ ভোর ৫:৫০

জোবাইর বলেছেন: ফরাসি ভাষার উচ্চারণটা মনে হয় একটু কঠিন। স্পেনিশ ভাষায় বেশিরভাগ শব্দের বানানের সাথে উচ্চারণের মিল, আর ফরাসি ভাষায় মনে হয় তার উল্টো!

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যে কোনো ভাষার উচ্চারণ আয়ত্ত করতে চাইলে ওই ভাষায় দেশে জন্মগ্রহণ করতে হবে । এছাড়া উচ্চারণ আয়ত্ত করা খুবই কঠিন ব্যাপার । বলা যায় অসম্ভব একটি বিষয়।

জন্ম থেকেই আমরা বাংলা বলছি । বাংলা উচ্চারণও কি আমরা খুব একটা পারি?

ইংরেজি ভাষা মোটামুটি জানা থাকলে স্প্যানিশ ভাষা শেখা টা খুবই সহজ। এতটা সহজ মনে চিন্তাই করা যায় না। কিন্তু ফরাসি ভাষা শেখা টা অতটা সহজ নয়।

৯| ০১ লা জুলাই, ২০২০ দুপুর ১২:২৯

ঢুকিচেপা বলেছেন: সাজ্জাদ ভাই
“আপনার লেখা ভাল হয়েছে” ফরাসি ভাষায় এটার উচ্চারণ কেমন হবে?

শুভেচ্ছা রইল।

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি খুবই মজাদার মন্তব্য করেছেন।

"আপনার লেখা ভাল হয়েছে"।

ফরাসি ভাষায় এটাকে নিম্নরূপে লেখা যেতে পারে ঃ।

"Votre écriture a été bonne".

আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন সব সময়।

১০| ০১ লা জুলাই, ২০২০ দুপুর ২:৫২

ভুয়া মফিজ বলেছেন: কিছু তথ্যগত সমস্যা আছে ভাইজান। যেমন, দক্ষিন আফ্রিকা, ক্যারিবিয়ান দ্বীপপুন্জসহ ইংরেজিভাষী আরো অনেক দেশই আছে। যুক্তরাষ্ট্র আর আয়ারল্যান্ডে অফিসিয়াল ভাষা কিন্তু ইংরেজি না.....ইত্যাদি। স্প্যানিশ ভাষাকে বলা হয় সবচেয়ে সহজ ভাষা.....শেখার দিক থেকে। এটা পোষ্টে বললে ভালো হতো।

যাই হোক, ভালো পোষ্ট। :)

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। খুব ভালো জিনিস বলেছেন। আমি যে দেশগুলির নাম দিয়েছে সেই দেশগুলিতে বেশিরভাগ মানুষই ইংরেজি ভাষা ব্যবহার করে অন্যান্য ভাষাগুলি প্রধান ভাষা নয়।

আপনি যে দেশগুলি কথা বলেছেন সেই গুলিতে অবশ্যই ইংরেজি ব্যবহৃত হয় । ঐরকম ইংরেজি আরো অনেক দেশেই ব্যবহৃত হয় বাংলাদেশের ব্যতিক্রম নয়। তবে এই দেশ গুলির প্রধান ভাষা ইংরেজি নয়। ইংরেজি ভাষা বহুল ব্যবহৃত হয় এটা বলা যেতে পারে।

আপনি একজন বিদগ্ধ পাঠক। আপনার চোখ এড়িয়ে যাওয়া সহজ নয়।

১১| ০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:২৬

ঢুকিচেপা বলেছেন: "Votre écriture a été bonne".

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Merci beaucoup pour votre bon commentaire, Monsieur.

১২| ০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:৪২

ঢুকিচেপা বলেছেন: Félicitations à vous

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Merci beaucoup.

১৩| ০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।

তথ্যবহুল পোস্ট ।+

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা , প্রিয় কবি।

১৪| ০২ রা জুলাই, ২০২০ রাত ১২:১৩

রাজীব নুর বলেছেন: আমি কোন ভাষা শিখব?

০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি ঢাকাইয়া ও নোয়াখাইল্লা ভাষা শিখতে পারেন। এই ভাষা দুটি ও খুবই গুরুত্বপূর্ণ ভাষা।

১৫| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এবার আরো একটি মজাদার তথ্য শেয়ার করি। ১০৬৬ সাল থেকে ১৩৬২ সাল পর্যন্ত প্রায় ৩০০ বছর ইংল্যান্ডের সরকারী/দাফতরিক ভাষা ছিল ফরাসী ভাষা। ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.