নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
* নতুন একটি ভাষা শেখার চেষ্টা করা আসলেই দারুন একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা। যারা নতুন একটি ভাষা শিখতে শুরু করেছেন তারা নিশ্চয়ই আমার সাথে এক মত হবেন।
* রোমান ভাষা (Romance Language)- Latin ( Vulgar Latin) থেকে জাত ভাষাকেই রোমান ভাষা বলে।
বহুল ব্যবহৃত রোমান ভাষা হচ্ছেঃ
( ১) স্প্যানিশ ভাষা- ৪৮০ মিলিয়ন লোকের দেশজ ভাষা।
(২) পর্তুগিজ ভাষা- ২৫৫ মিলিয়ন লোকের দেশজ ভাষা।
(৩) ফরাসি ভাষা- ৭৭ মিলিয়ন লোকের দেশজ ভাষা।
(৪) ইতালিয়ান ভাষা- ৬৫ মিলিয়ন লোকের দেশজ ভাষা।
(৫) রুমানিয়ান ভাষা- ২৪ মিলিয়ন লোকের দেশজ ভাষা।
* পৃথিবীতে থেকে ২৯ টি দেশের দাপ্তরিক ভাষা হয়েছে ফরাসি ভাষা।
*ফরাসি ভাষায় সচরাচর সবচেয়ে বেশি ব্যবহৃত অক্ষর হচ্ছে E
বিভিন্ন দাওয়াতপত্রে বহুল ব্যবহৃত ফরাসি বাক্য যা সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয় সেটা হচ্ছেঃ।
R. S. V. P.
( Répondez S'il Vous Plaît).
এর সহজ সরল ইংরেজি হচ্ছেঃ Please Respond.
* এবার একটি মজাদার তথ্য শেয়ার করিঃ
১০৬৬ সাল থেকে ১৩৬২ সাল পর্যন্ত প্রায় ৩০০ বছর ইংল্যান্ডের সরকারী/দাফতরিক ভাষা ছিল ফরাসী ভাষা। ।
কারণ সেই সময় ফরাসিরা ইংল্যান্ড দখল করে নিয়েছিল।
১৮ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন ।
প্রথম প্রথম আমারও এরকম মনে হতো। কিছু দিন লেগে থাকলে ব্যাপারটা অনেকটাই সহজ হয়ে যায়।
যেমন আমার ক্ষেত্রে হয়েছে। আমি এখন মোটামুটি ফরাসি ভাষা বুঝতে পারি।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
ভালো থাকবেন সব সময়।
২| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৮:০১
চাঁদগাজী বলেছেন:
আপনি কত সময় ধরে ফরাসী ভাষা শিখছেন? কিভাবে শিখেন, স্কুলে যান, নাকি অনলাইন?
১৮ ই জুলাই, ২০২০ রাত ৮:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি মূলতঃ করোনা ভাইরাসের আক্রমণ শুরু হবার পরে চিন্তা করলাম অলস সময় টাকে কাজে লাগানোর।
সে অনুযায়ী শুরু করেছিলাম । প্রথমে স্প্যানিশ ভাষা শিখতে চেয়েছিলাম। কিন্তু পরবর্তীতে দেখলাম যে স্প্যানিশ ফরাসি ভাষায় সহজ এর দিক দিয়ে একটু এগিয়ে আছে। কিন্তু কঠিন এর দিক দিয়ে অনেক বেশি কঠিন ফরাসি ভাষা।
তারপরেও চেষ্টা আমি করেছি এবং এখন আমি এখন একটু একটু বুঝতে পারি।
আমি মূলত অনলাইনে বিভিন্ন কন্টেন্ট নিয়ে পড়াশোনা করি । অনেক কনটেন্ট আমি প্রিন্ট করে নিয়েছি।
ইউটিউবে বেশ কিছু ভালো ভিডিও পাওয়া যায়। তারা খুব সুন্দর ভাবে সেখানে ফরাসি ভাষার খুঁটিনাটি দিকগুলো সম্পর্কে শিক্ষা দেযন।
আমার ধারণা কোন স্কুলেও এত সুন্দর ভাবে শেখানো হয় না । ইউটিউব এর ভিডিও গুলো আমাকে অনেক বেশি সহযোগিতা করছে।
ফরাসি ভাষা শিক্ষার পিছনে আমার একটা কারণ আছে। সেই কারণটা আমি সফল হলে আমি সবাইকে জানিয়ে একটা পোস্ট দিব।
৩| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৮:২৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: ইংরেজি ভাষার বহু শব্দ ফরাসি ভাষা থেকে এসেছে।
১৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইংরেজি ভাষার প্রায় 10 হাজারের মতো শব্দ এসেছে ফরাসি ভাষা থেকে । শতকরা হারের বিবেচনায় সেটা প্রায় 45 শতাংশের কাছাকাছি।
মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।
৪| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৩৭
চাঁদগাজী বলেছেন:
আপনি ভালো কিছু করছেন!
১৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ফরাসি ভাষার ব্যাকরণ ইংরেজি ভাষার ব্যাকরণ এর মতই। তবে বেশ কিছু ব্যতিক্রম আছে যেগুলো অনুধাবন করা খুব বেশি কঠিন নয় ।
আমি কর্মসূচি নিয়েছি এ বছরের মধ্যে দুই হাজারের বেশি শব্দ শিখব। আগামী বছরে এটাকে 5000 এ উন্নীত করব।
ইতোমধ্যে আমি শব্দগুলো সংগ্রহ করেছি এবং প্রথম 1000 শব্দের প্রিন্ট আউট আমার হাতে। এছাড়া উচ্চারণ শোনার জন্য অডিও ক্লিপ সংগ্রহ করে নিয়েছি।
১৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি যদি বড় ধরনের কোনো চাকরি করতাম তাহলে আমার শেখার সুযোগ-সুবিধা বেশি থাকত।
এখন সারা দিন কাজের চাপে থাকার পরে রাতে খুবই ক্লান্ত লাগে তারপরেও চেষ্টা করি শেখার।
৫| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৪০
নেওয়াজ আলি বলেছেন: শিখে রাখা ভালো । শিখার কোন শেষ নাই।
১৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাষা শিক্ষার মধ্যে খুব আনন্দদায়ক ব্যাপার আছে ।
এছাড়া আমার ভাষা শেখার পেছনে কিছু উদ্দেশ্য আছে। আমি বিশ্বসাহিত্যের বড় বড় লেখকদের বইগুলো সরাসরি পড়তে চাই।
৬| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৪১
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: ফরাসি ভাষায় জড়বস্তুর ও পুংলিঙ্গ, স্ত্রিলিঙ্গ আছে। এটা খুবই ঝামেলার।
আপনি আমাকে ভাল কিছু লিংক দিতে পারবেন??
ধন্যবাদ।
১৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন কেননা ফরাসি ভাষা একটি অত্যন্ত সমৃদ্ধ ভাষা । এই ভাষার মধ্যে অনেক ধরনের ব্যতিক্রমী কিছু জিনিসপত্র আছে যা বাংলা ভাষায় নেই। এমনকি ইংরেজি ভাষায়ও নেই।
আপনি গুগলে গিয়ে সার্চ দিলে অনেক ধরনের লিঙ্ক পাবেন।
ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিও পাওয়া যায় এগুলো শুনলে আপনার কাছে অনেকটাই সহজ হয়ে যাবে।
ইউটিউবে আমি এখন শুনি আলেকজা নামে এক মহিলার ভাষা শিক্ষা।
এ ছাড়া লিয়ানা নামে এক জন মহিলা আছেন তিনি ও ভাল শেখান।
৭| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৮
শেরজা তপন বলেছেন: দারুন একটা কাজ করেছেন ভ্রাতা- ইস আমার মাথায় এই চিন্তাটা আসেনি! আসলে অন্তত বাংলা ভাষাটা শিখে নিতাম!! আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি
১৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার বেশ কয়েক জন স্কুল জীবনের বন্ধু মস্কোতে পড়াশোনা করেছে।
তারা তো রুশ ভাষা শিখেই পড়েছে।
এক জন আবার পিএইচডি করেছে।
ভালো থাকবেন সব সময়।
৮| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৯:০১
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: ধন্যবাদ প্রতিউত্তরের জন্য, আপনার মত আমারো অন্য ভাষার সাহিত্যগুলো মূল লিখা পড়ার ইচ্ছে, কিন্তু আলসেমির জন্য শেখা হয় না।
১৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আলসেমি ঝেড়ে ফেলুন।
শিখুন। জীবন খুব সুন্দর।
এটাকে উপভোগ করতে হবে।
৯| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৮
রাজীব নুর বলেছেন: সারা জীবন আমি বাংলাদেশেই থাকলাম। ধরেন আমি তিন ভাষা জানি। তাতে আমার লাভ কি হলো?
১৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি কি কাঠখোট্টা ব্যবসায়ী?
ভাষা শিখলে আপনি সমৃদ্ধ হবেন।
এক জন সমৃদ্ধ মানুষ অন্য সবার চেয়ে আলাদা।
তিনি বিশ্ব সাহিত্যের সেরা বইগুলো সরাসরি পড়তে পারেন।
বাকিরা পারেন না।
১০| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৯
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: ভাইয়া আপনার কথা শুনে সত্যি অনুপ্রাণিত হলাম,জার্মান মোটামুটি আয়ত্তে আসছে,ফরাসি টা কঠিন দেখে ফেলে রাখছিলাম,এখন আবার শুরু করবো।অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি জার্মান ভাষা পারেন এটা তো খুবই আনন্দের কথা।
রোমান ভাষাগুলোর একটি পারলে বাকিগুলো শেখা খুব সহজ হয়ে যায়। আমরা সবাই একটি রোমান ভাষা কম বেশী পারি। সেটা হলো ইংরেজি। তাই আপনি অনেকটা এগিয়ে আছেন এটা বলাই যায়। কেননা, ল্যাটিন ভাষার অক্ষরগুলো তো সাধারণ ( কমন) একই রকম। ইতালিয়ান ভাষায় মাত্র ২০ টি অক্ষর আছে। এটা শেখা তো খুবই সহজ হবে।
রোমান ভাষাগুলোর মধ্যে ইংরেজি জানা থাকলে সব চেয়ে সহজ মনে হবে স্প্যানিশ ও ইতালিয়ান ভাষা। এর পর ফরাসী, পর্তুগীজ ও রুমানিয়ান ভাষাও শিখে নিতে পারেন।
আমি ফরাসীটা মোটামুটি আয়ত্বে আসার পর সহজতর ভাষা স্প্যানিশ ধরবো।
১১| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১০:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি সময়কে কাজে লাগাচ্ছেন।
শুভ কামনা জানবেন।
১৮ ই জুলাই, ২০২০ রাত ১০:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
আপনার পোস্ট পড়ে নির্মল আনন্দ লাভ করি।
ভালো থাকবেন সব সময়।
১২| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১০:৩১
সাড়ে চুয়াত্তর বলেছেন: ল্যাটিন ভাষা মনে হয় শুধু লেখার জন্য ছিল সংস্কৃতের মত। ল্যাটিন কোন দেশে ব্যবহৃত হতো?
১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ল্যাটিন ভাষা মূলতঃ প্রাচীন কালের ভাষা। রোমান সাম্রাজ্যে ব্যবহৃত হতো।
এখন এটা ভ্যাটিক্যানের পোপের ভাষা বলতে পারেন। ভ্যাটিক্যানের অফিসিয়িাল ভাষা ল্যাটিন।
পবিত্র নগরী ভ্যাটিকানের বিশপগণ ও পোপ মহোদয় তাদের প্রার্থনায় এই ভাষা ব্যবহার করে থাকেন।
১৩| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১০:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: বহুভাষাবিদ হতে পারলে জ্ঞান আহরণ সহজ হয় জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করতে সত্যি একাধিক ভাষা জানা অমূলক নয় ।
১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমাদের গর্ব ছিলেন ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ। উনার মতো অত জ্ঞানী তো আর সবাই হতে পারবেন না। তাই আমরা অন্তত চেষ্টা করে দেখতে পারি।
এক দিক দিয়ে আমার ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ, হরিনাথ দে ও সৈয়দ মুজতবা আলীর চেয়ে ভাগ্যবান। সেই আমলে ইন্টারনেট ছিল না। ইউটিউব ছিল না।
আমরা প্রচুর কনটেন্ট ক্লিক করলে্ই পেয়ে যাই। যেটা উনারা পেতেন না। তাই আমাদের জন্য সুযোগ অবারিত।
১৪| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:১৪
ডার্ক ম্যান বলেছেন: পেশাগত প্রয়োজনে ভবিষ্যতে হয়তো চাইনিজ শিখতে হতে পারে । সেটা কি অনলাইনে সম্ভব ।
আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আরও বিদেশী ভাষা শিখানো উচিৎ ।
১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মান্দারিন শিখতে পারেন। অবশ্যই অনলাইনে সম্ভব।
আজই শুরু করে দিন।
ভাষা শিখার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে।
এই আনন্দ বলে বুঝানো যাবে না।
১৫| ১৯ শে জুলাই, ২০২০ রাত ১২:৩১
এস এম মামুন অর রশীদ বলেছেন: শেরজা তপন বলেছেন: দারুন একটা কাজ করেছেন ভ্রাতা- ইস আমার মাথায় এই চিন্তাটা আসেনি! আসলে অন্তত বাংলা ভাষাটা শিখে নিতাম!! আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
--শেরজা কোন বাংলার কথা বলছেন!
লেখক বলেছেন: আপনি সঠিক বলেছেন কেননা ফরাসি ভাষা একটি অত্যন্ত সমৃদ্ধ ভাষা । এই ভাষার মধ্যে অনেক ধরনের ব্যতিক্রমী কিছু জিনিসপত্র আছে যা বাংলা ভাষায় নেই। এমনকি ইংরেজি ভাষায়ও নেই।
--আমাদের জন্য দুয়েকটি উদাহরণ দেন।
১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জনাব শেরজা তপন এক জন অভিজ্ঞ মানুষ।
দেশ-বিদেশের জল খেয়ে এসেছেন । কাজেই উনার অভিজ্ঞতার মূল্যায়ন করতেই হবে।
আমি নিজেও বাংলা ভাষার মানুষ হয়েও বাংলা খুব জানি এটা আমি কখনোই দাবি করতে পারি না। এসএসসি পরীক্ষায় আমি সব চেয়ে কম নম্বর পেয়েছিলাম বাংলা ভাষা ও সাহিত্যের উপরে। আমি নিজে তো বটেই আমাদের অনেকে বাংলার বিভিন্ন শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না। যেমন - পড়া, পরা, সার, ষাড়, মোড়ল ইত্যাদি।
ফরাসি ভাষা শিক্ষার ক্ষেত্রে বর্তমানে আমি যেই পর্যায়ে আছি এটাকে ইংরেজিতে বলা হয় বিগিনার( Beginner) তাই আমি আপনাকে অত বেশি বুঝাতে পারব না । শুধু একটা উদাহরণ দিব।
ফরাসি ভাষায় একটা শব্দ আছে যেটা আপনি আপনার বন্ধুর সাথে দেখা হওয়ার সময় ও বলতে পারেন এবং বন্ধুর সাথে দীর্ঘ সময় কাটিয়ে বিদায় নেওয়ার সময়ও বলতে পারেন।
আপনি আপনার বন্ধুর সাথে দেখা হলে প্রথমেই বলবেন- Salut! (এর বাংলা উচ্চারণ অনেকটা -স্যালু। ফরাসি ভাষায় শব্দের শেষে T থাকলে সেটার উচ্চারণ হবে না।
একই ভাবে আপনি আপনার বন্ধুর সাথে বিদায় নেয়ার সময় বলবেন- Salut!
১৬| ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নতুন ভাষা শিখা অনেক ধৈর্য আর পরিশ্রমের ব্যাপার।
আরো কিছু যোগ করে পোস্টটি পূর্ণ করা যেত। কেমন যেন অপূর্ণ রয়ে গেল।
১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি নিজেই আসলে খুব প্রাথমিক স্তরে আছি । আমার জ্ঞানের পরিধি বলতে গেলে খুবই কম। এত কম যে সেটা উল্লেখ করার মতো নয়।
আশাকরি আপনি আমার সীমাবদ্ধতা টা বুঝতে পারবেন।
অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকবেন সব সময়।
১৭| ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩১
ফুয়াদের বাপ বলেছেন: আপনার ধৈর্য্য আর আগ্রহের প্রশংসা করতে হয়। করোনার ক্রান্তিকালকেও যে এতো সুন্দর ভাবে কাজে লাগালেন।
১৯ শে জুলাই, ২০২০ রাত ১১:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমাদের ভাতিজা ফুয়াদকে অনেক অনেক আদর দিবেন।
ভালো থাকবেন সব সময়।
১৮| ২০ শে জুলাই, ২০২০ রাত ১২:২০
এস এম মামুন অর রশীদ বলেছেন: শেরজা সাহেবকে আমি এক যুগ ধরে চিনি, এজন্য বলা।
অনেকের মাতৃভাষার উচ্চারণ বিভিন্ন কারণে বিশুদ্ধ হয় না, এটি মাতৃভাষায় দক্ষতার বড় অন্তরায় নয় মোটেও। আপনাকে একটি তথ্য দেই, নরওয়েতে লিখিত ভাষার প্রমিতরূপ থাকলেও, মৌখিক ভাষার কোনো প্রমিতরূপ নেই। সবাই যার যার আঞ্চলিক উচ্চারণে কথা বলতে গর্ববোধ করে, অফিসিয়াল আনঅফিসিয়াল সব কাজে। কিছু কিছু আঞ্চলিক ভাষার উচ্চারণ অন্যদের নিকট দুবোর্ধ্যও বটে, অনেকটা সিলেট, চট্টগ্রামের আঞ্চলিক ভাষা আমাদের বাকিদের ক্ষেত্রে যেরকম। সুতরাং উচ্চারণের আশঙ্কায় ব্যতিব্যস্ত না থাকাই ভালো।
২০ শে জুলাই, ২০২০ ভোর ৫:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আঞ্চলিক ভাষা সব দেশেই আছে। থাকবে। তবে এটাও ধীরে বদলে যেতে পারে। প্রযুক্তির উন্নতির কারণেই এটা হয়।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫১
রাশিয়া বলেছেন: ফরাসি ভাষা শিখতে গিয়ে হাল ছেড়ে দিয়েছিলাম। এতটূকু বোঝাতে এতকিছু বলতে হয়। সামান্য কিছু বলতে অনেক কিছু লিখতে হয়। বেশ ঝামেলার ভাষা।