নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

আনডকুমেন্টেড মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়ে আল জাজিরা টিভিতে বক্তব্য দেওয়া সেই রায়হান কবির অবশেষে গ্রেফতার

২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৩



কাতার ভিত্তিক আল-জাজিরা টেলিভিশন নেটওয়ার্কে সম্প্রতি সম্প্রচারিত একটি ডকুমেন্টারিতে সাক্ষাৎকার দেওয়ার অভিযোগে বাংলাদেশী নাগরিক রায়হান কবিরকে গ্রেফতার করেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এর আগে তার ভিসা এবং ওয়ার্ক পারমিট বাতিল করে মালয়েশিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
আলোচিত বাংলাদেশী যুবক রায়হান কবির।

আল জাজিরার 101 ইস্ট প্রোগ্রামের একটি পর্বে তিনি সাম্প্রতিক লকডাউন চলাকালীন অভিবাসী শ্রমিকদের সাথে নির্যাতনের অভিযোগ তুলে বক্তব্য রেখে তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।


আল জাজিরার আলোচিত সেই ঐতিহাসিক ডকুমেন্টারি

ধারণা করা হচ্ছে , পুলিশের হাতে ধরা পরার সে ব্যাপক জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে এবং তাকে কঠোর শাস্তি ও দেওয়া হতে পারে।

ইমিগ্রেশন বিভাগ মোঃ রায়হান কবির নামে পরিচিত একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে যাকে আল জাজিরার সাম্প্রতিক এক বিতর্কিত ডকুমেন্টারে প্রদর্শিত হয়েছিল।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার রাতে যোগাযোগ করা হলে ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদ নিশ্চিত করেছেন যে ২৫ বছর বয়সী এই যুবককে শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে যে , এখানকার জালান পাহাংয়ের একটি কনডমিনিয়ামে মোঃ রায়হান আত্মগোপন করেছিলেন।

জানা গেছে যে, ইমিগ্রেশন আইন ১৯৫৯ / /৩ (আইন ১৫৫) এর অধীনে তদন্তের সুবিধার্থে মোঃ রায়হানকে সনাক্ত করতে বিভাগ জনসাধারণের সহযোগিতা চেয়েছিল।

আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা সম্প্রতি "মালয়েশিয়ার লকডাউন ইন লকড আপ" শিরোনামে একটি ডকুমেন্টারি প্রচার করেছে যাতে কোভিড -১৯ মহামারী মোকাবেলার প্রক্রিয়া চলাকালীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে।

ভিডিওটিতে প্রদর্শিত মোঃ রায়হান অভিবাসীদের সাথে দুর্ব্যবহারের একাধিক দাবি করেছেন।


গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ আগে তিনি এক হোয়াটসঅ্যাপ মেসেজে বলেন,

"I did not commit any crime. I did not lie. I have only talked about discrimination against the migrants. I want the dignity of migrants and my country ensured. I believe all migrants and Bangladesh will stand with me."।

জানা গেছে, ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এবং তাকে আর কখনোই মালয়েশিয়াতে প্রবেশ করতে দেওয়া হবে না।



মন্তব্য ৫০ টি রেটিং +০/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:



সে মালয়েশিয়াকে বুঝতে পারেনি; মালয়েশিয়ায় থেকেই সে সাক্ষাৎকার দিচ্ছিলো, এটা বুদ্ধিমানের কাজ নয়; সে মালয়েশিয়াকে ইউরোপ ভেবেছে।

যাক, জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিলেই হলো।

২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লেখক বলেছেন: মালয়েশিয়াতে বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে সে সরকারকে এখানকার অনেক রাজনৈতিক বিশ্লেষক সংবাদ মাধ্যমে রাজনৈতিক ভাষায় বলে থাকেন, "ব্যাকডোর গভর্নমেন্ট"।

তারা সুকৌশলে তুন মাহাথিরকে ল্যাং মেরে ক্ষমতায় এসেছে । দেখা গেছে, এই সরকারে সাবেক নাজিব সরকারের লোক জন আছে, মাহাথির সরকারের বেশির ভাগ লোকজন আছেন‌ মাঝখান থেকে মাহাথির নেই। তাই তারা চাইবে না দেশের কোন একটা বিষয় আন্তর্জাতিক ভাবে ইস্যু হয়ে যাক।

এখানে দীর্ঘদিন ধরে বসবাস করেন এমন এক জন আমাকে বললেন কথা প্রসঙ্গে যে, এখানকার সরকার দলীয় অনেকেই মনে করছেন এ ভিডিও বানানোর পেছনে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির এর পন্থী লোকজনের হাত আছে। বিষয়টার সত্য মিথ্যা আমি জানি না ‌ তবে এটা কেউ নাকি এমনটি বলেছেন।

তাকে গ্রেপ্তার যখন করেছে তখন সামান্য জিজ্ঞাসা করে ছাড়বে বলে মনে হয় না । মোটামুটি তুলোধোনা করে দেশে ফেরত পাঠাবে।

২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমস ও খবরটি অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশ করেছে। খবরটি এখানে দেখুন

২| ২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

ভুয়া মফিজ বলেছেন: মালয়েশিয়া তো দেখি সৌদি আরবের মতো হয়ে যাচ্ছে। অকাম করবে কিন্তু সেটা নিয়ে কথা বলা যাবে না! হোয়াটসএ্যাপ মেসেজে সে তো ঠিক কথাই বলেছে। স্বাধীন মত প্রকাশের সুযোগ নাই সেখানে? সত্যি কথাও বলা যায় না?

বাংলাদেশ দুতাবাস তাকে ছাড়ানোর ব্যাপারে কিছু করছে না?

২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমরা গরীব মানুষ বিদেশে এসেছি কাম কাজ করে খেতে। পরিবার-পরিজন চালাতে । এখানকার নিয়ম কানুন মানতে হবে। এখানকার সরকার যা চায় না তাই সেটা আমাদের করা উচিত নয়।

৩| ২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

ডার্ক ম্যান বলেছেন: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গুলো কি ভূমিকা রাখে সেটা দেখার বিষয়

২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অবশ্যই । দেখা যাক মানবাধিকার সংস্থাগুলো কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে।

৪| ২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

রায়হান কবির কোন অপরাধ করে নাই।
তিনি যা সত্যি তাই প্রকাশ করেছেন।
ডকুমেন্টারীতেও তাই দেখেছি!
সত্য বলা যদি অপরাধ হয় তা হলে
হয়তো সে দোষী। তা হলে কি সত্যের
ভাত উঠেই গেলো?

২৬ শে জুলাই, ২০২০ ভোর ৬:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে ভাবলে চলবে না। প্রবাসী শ্রমিকরা যে দেশে থাকেন সেই দেশের নিয়মনীতি, আইনকানুন মানতেই হবে। তারা যেটা চায় না সেটা করা যাবে না।

তারা তো চাইবে না কোন ভাবে তাদের দেশের ভাবমূর্তি নষ্ট হোক। আমাদের পক্ষে যত যুক্তিই থাকুক তারা সেটা মানবে না। তাদের কাছে তাদের দেশ সবার আগে।

৫| ২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১৬

জহিরুল ইসলাম সেতু বলেছেন: রায়হান কবির যে নিখাদ সত্যি বলেছেন অবশেষে তাই প্রমাণ করে দেখালো মালয়েশিয়া সরকার। সৌদী বর্বরতার দিকেই এগুচ্ছে মালয়েশিয়া। আল জাজিরাসহ, দেশ-বিদেশের গণমাধ্যম, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বাংলাদেশ সরকারের উচিত তাঁর এবং সকল ভুক্তভোগী ইমিগ্রান্টদের পাশে দাঁড়ানো।
বিষয়টি উপস্থাপনের জন্য ধন্যবাদ জানাই মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাইকে।

২৬ শে জুলাই, ২০২০ সকাল ৭:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর বক্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৬| ২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমস ও খবরটি অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশ করেছে। খবরটি এখানে দেখুন

৭| ২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: সংবাদ আর রায়হানের অসহায়ের মতো ছবিটা দেখে খারাপ লাগলো।দুঃখজনক ঘটনা।

২৬ শে জুলাই, ২০২০ সকাল ৭:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবই কপাল। এই কারণে কাজ কর্ম করতে হবে খুবই সাবধানে।

৮| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৮:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আআমদের উচিত তার পাশে দাঁড়ানো। রায়হান কবির যেন অন্যায় নির্যাতনের শিকার না হন, সেটা নিশ্চিত করা জরুরি।

২৬ শে জুলাই, ২০২০ সকাল ৭:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন। এটাই করা উচিত।

৯| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৮:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'আমাদের উচিত' হবে উপরের কমেন্টের শুরুতে

২৬ শে জুলাই, ২০২০ সকাল ৭:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই গুলো কোন ভুলই না। সরাসরি টাইপ করে পোস্ট করলে এই টুকু ভুল হতেই পারে। এটা ধরার মধ্যে পড়ে না।
আপনি তো কোন কিছু দ্বিতীয়বার না পড়েই পোস্ট করে দিই। এতো সময় কই।

১০| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৮:০৮

মনিরা সুলতানা বলেছেন: দূতাবাসের তো অবশ্যই রায়হান কবিরের পাশে থাকা উচিত।

২৬ শে জুলাই, ২০২০ সকাল ৭:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

১১| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৮:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মালয়েশিয়াতে বৈধ অবৈধ দশ/বারে লক্ষ বাংলাদেশী আছেন
তারা কি রায়হানের পাশে দাড়াবে? মনে হয়না। তার মানে
অন্যায়কে মেনে নিতে হবে। অন্তত মনে মনে মালয়েশিয়ার
এই কর্মকান্ডকে ঘৃনা করুন।

২৬ শে জুলাই, ২০২০ সকাল ৭:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটা তো আর বাংলাদেশ না যে লাখ লাখ শ্রমিক ভাইয়েরা রাজপথে নেমে যাবে। গাড়ী ভাঙচুর করবে। এখানে মানুষ কখনোই রাপথে মিছিল করে না। গাড়ী ভাঙচুর করে না।

দেশে হলে শ্রমিক ভাইয়েরা কিছু একটা করতে পারতেন। এখানে সম্ভব না।

১২| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৮:৫৬

জুন বলেছেন: যা অবস্থা আমার মনে হয় আপনাকে যদি সেখানে থাকতেই হয় তবে এই ব্যাপারে বেশি কিছু না বলাই ভালো।

২৬ শে জুলাই, ২০২০ সকাল ৭:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি কখনোই এই সব ব্যাপারে নেই। এই জাতীয় বিষয় খুবই কঠিন হয়ে দাঁড়ায়।

১৩| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৮:৫৭

সাহাদাত উদরাজী বলেছেন: আমাদের সবার উচিত এই ছেলের পক্ষে দাঁড়ানো, তাকে ফিরিয়ে এনে আমাদের সরকার সন্মাজনক কিছু করে দিবে এটাই চাই।

২৬ শে জুলাই, ২০২০ সকাল ৭:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর মন্তব্যর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৪| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৮:৫৭

নেওয়াজ আলি বলেছেন: রায়হান কবির একদম বোকার মত কাজ করেছে।

২৬ শে জুলাই, ২০২০ সকাল ৭:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মহামানবরাও মাঝে মাঝে ভুল করেন।
সুন্দর মন্তব্যর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৫| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৮:৫৯

সাহাদাত উদরাজী বলেছেন: এদিকে এখন আল জাজিরার উচিত তার পাশে দাঁড়ানো। সারা বিশ্বকে জানিয়ে দেয়া।

২৬ শে জুলাই, ২০২০ সকাল ৭:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আল জাজিরা অবশ্য প্রতিবেদন প্রচারের সময় বক্তব্য প্রদানকারী চেহারা ঘোলা করে দিয়ে প্রচার করতে পারত। তারাও কম বোকা নয়।

১৬| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৭

আল ইফরান বলেছেন: পুজিবাদের কাছে মানবাধিকার অনেক আগেই হেরে গিয়েছে। মালয়েশিয়াতে এর ব্যতিক্রম কিছু হবে বলে মনে করি না।

২৬ শে জুলাই, ২০২০ সকাল ৭:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর মন্তব্যর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৭| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:০৩

জনৈক অপদার্থ বলেছেন: আমাদের এলাকার ছেলে, ভালো মানুষ

২৬ শে জুলাই, ২০২০ সকাল ৭:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এলাকার মানুষের বক্তব্য পড়েছি।

১৮| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:০৫

ঢাবিয়ান বলেছেন: লোকটি খুব ভাল একটি কাজ করেছে। মালয়েশিয়া তাকে ছেড়ে দেবে অবস্যই। তবে আশা করার যায় যে ভবিষ্যতে মালয়েশিয়া ইমেজ রক্ষার্থে সচেষ্ট হবে।

২৬ শে জুলাই, ২০২০ সকাল ৭:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর মন্তব্যর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৯| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১১:০০

রাজীব নুর বলেছেন: গ্রেফতার হওয়াতে আপনি কি খুশি।

২৬ শে জুলাই, ২০২০ ভোর ৬:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পরিস্থিতি তৈরী করলে তা মোকাবেলাও করতে হবে।
রায়হান কবির এখন সেটাই করবেন।
য়হান কবির এর সাথে তো আমার কোন শত্রুতা নেই।
তাকে আমি চিনিও না।
আমার খুশী অখুশী হওয়ার কিছু তো নেই।
তবে যারা তাকে গ্রেপতার করতে চাইছিল তারা তো খুশী।

২০| ২৬ শে জুলাই, ২০২০ ভোর ৬:৪৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: যে সকল দেশে বেত মারার মতো বর্বর ও নিষ্ঠুর আইন আছে সেই সব স্বৈরতান্ত্রিক দেশগুলোতে থেকে এই ধরণের মুক্তচিন্তা বা বিবৃতি প্রদান করা চরম বোকামি। বাংলাদেশের মিনমিনে পররাষ্ট্রমন্ত্রীর ও তার প্রশাসন রায়হানকে দেশে ফিরিয়ে নেয়ার কূটনৈতিক তৎপরতা করবে বলে মনে হয় না। ভালোয় ভালোয় দেশে ফিরে আসুক রায়হান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।

২৬ শে জুলাই, ২০২০ সকাল ৭:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২১| ২৬ শে জুলাই, ২০২০ সকাল ৭:৪১

ইফতেখার ভূইয়া বলেছেন: ব্যক্তিগতভাবে আমার "আনডকুমেন্টেড মাইগ্র্যান্ট ওয়ার্কার" এই শব্দগুলোতে যথেষ্ট আপত্তি আছে। এটি পলিটিক্যালি চার্জড একটি ধারনা। মূলত আইনগতভাবে সেটাকে "অবৈধ শ্রমিক" বলা হয়। আমেরিকাতেও এই শব্দগুলো তথাকথিত বামপন্থী মতাদর্শের লোকজন বা ডেমোক্র্যাটরা ব্যবহার করে থাকে। একজন মাইগ্র্যান্ট শ্রমিক হয় বৈধ বা অবৈধভাবে অন্য একটি দেশের শ্রম বাজারে প্রবেশ করেন। বৈধ আর অবৈধ বিষয়দুটোকে এক কাতারে এনে সহমর্মিতায় বিশ্বাসী নই। আইনের সুশাসনের জন্য বৈধ এবং অবৈধর পার্থক্যকে পরিষ্কার রাখা জরুরী।

আপনায় লিখায় মনে হচ্ছে রায়হানের কাজের অনুমতি ছিলো। তদুপরি তার দোষ অবৈধদের ব্যাপারে সাফাই গাওয়া, দুঃখজনতো বটেই। নিঃসন্দেহে অবৈধদের প্রতিও মানবিক আচরণ করা উচিত কিন্তু একটি দেশে কাজ করতে এসে তাদেরই সমালোচনা করলে সব দেশেই বিপদে পড়তেই হবে, বিশেষ করে একজন ব্যক্তি যখন ঐ দেশের নাগরিক নন। অবৈধদের কোনভাবেই উৎসাহিত বা সমর্থন দেওয়া উচিত নয়, সেটা বাংলাদেশ হোক, আমেরিকা বা মালোয়েশিয়া হোক। আইনের সুশাসন জরুরী।

২৬ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি খুবই সুন্দর বলেছেন। অনেক ভালো লাগা বক্তব্য।
আপনি অনেক ভালো থাকন।
জীবন হোক অনিন্দ্য সুন্দর।

২২| ২৬ শে জুলাই, ২০২০ সকাল ১১:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আন্তর্জাতিক পর্যায়ে মালয়েশিয়ার ভাবমূর্তি কিছুটা আঘাত পাবে মনে হয়। যদিও এতে ওদের কিছুই হবে না। মানবাধিকার লঙ্ঘন যে ওরাও করে এটা সবাই জানলো।

২৬ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানব অধিকার সব দেশেই কম বেশী লঙ্ঘিত হয়। তবে নিজের দেশে কাজ করে খাওয়াও মানব অধিকারের মধ্যে থাকার দরকার। আমাদের শ্রমিকরা সেটা পায় না।

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
অনেক ভালো থাকন।
জীবন হোক অনিন্দ্য সুন্দর।

২৩| ২৬ শে জুলাই, ২০২০ দুপুর ১:২৭

রায়হান চৌঃ বলেছেন: সব চাইতে বড় সমস্যা হলো আমাদের খোশ গল্পে মেতে উঠা,
আমি আমার শহরে বহু বাংলাদেশী কে দেখেছি, এখানে আসার পর তার পারিবারিক পরিচয় হয় চৌধুরী, ভুঞা, পাটোয়ারী, (ধোপাদার / নাপিত, আমার মতে :)), এখানে আসার পর পরিচয় হয় বাংলাদেশে সে অনেক বড় নেতা ছিল... আরো কত কি ?

চুপ থাকতে না পেরে অবশেষে... কখনো কখনো আমার প্রশ্ন টা ঠিক এ রকম হয়..... এখানে কেন এসেছেন ? বাল ফালাইতে ? ঘরে ভাতের পাতিল আছে ? আজকে চুলোয় আগুন দিয়েছিল ? চা দোকানে আপনি কে বা কি ছিলেন না বল্লে হয় না ?

সত্যি বলছি, ১১ বছর ধরে সৌদীআরবে ওয়ার্ল্ড নোন অর্গানাইজেসন গুলোর সাথে কাজ করছি, এখন পর্যন্ত ক্লিনার ছাড়া আর কোন পদ্স্থ লোক পাইনাই। এখানেও আছে ডাক্তার / টিচার বাট সংখ্যায় এত কম যে তাদের গননায় চোখে পড়ে না।

পুনশচ:
আমার কথায় কারো খারাপ লাগলে বা আমাকে অহংকারী মনে হলে মাপ করবেন, আমি মোটেও অহংকরী মানুষের তালিকায় পড়িনা। আমি একজন ক্লিনারের সাথে বসে খেতে ও দিধাবোধ করি না, যারা আমাকে চিনেন তাদের ভাষায় আমি সোজা কথার মানুষ... আমার মুখ থেকে কোন কথা বের হল তা নড়চড় করার ক্ষমতা কেউ রাখেনা ।

এনিওয়ে সবশষে বলব... আমি আমার দেশের একজন রিপ্রজেন্টেটিব হয়ে কাজ করতে পছন্দ করি। ভালো থাকুক আমার বাংলাদেশ।

২৬ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি খুবই সুন্দর বলেছেন।
ভালো লাগলো আপনার বক্তব্য।

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
অনেক ভালো থাকন।
জীবন হোক অনিন্দ্য সুন্দর।

২৪| ২৬ শে জুলাই, ২০২০ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: সে বাংলাদেশের মানুষ। তার জানতে চেয়েছি তার গ্রেফতার হওয়াতে আপনি খুশি কিনা?

২৬ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার খুশি হওয়া বা দুঃখিত হওয়ার ব্যাপারটি কেন আসছে ।
আমি বুঝতে পারছি না আমি খুশি হলে কি কোন লাভ আছে?
বা দুঃখিত হলে কি কোন ক্ষতি আছে?

আমি আপনার প্রশ্নে কনফিউজড।

২৫| ২৬ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১২

তারেক ফাহিম বলেছেন: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গুলো কি করে দেখা যাক।

২৬ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সেটা তো অবশ্যই। তবে আটক অবস্থায় পিটুনি দিলে সেটা কে ঠেকাবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.