নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

করোনা ঠেকাতে আগামীকাল থেকে মালয়েশিয়াতে জরুরি অবস্থা ঘোষিত হতে পারে

২৩ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৯



করোনা ভাইরাসের আক্রমণ ঠেকাতে আগামীকাল ২৩ শে অক্টোবর থেকে মালয়েশিয়াতে জরুরি অবস্থা জারির সম্ভাবনা রয়েছে।

এই পদক্ষেপের সম্ভাবনা হিসাবে আজকে দেশের ক্যাবিনেটের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সেই সাথে রাজধানীর বাইরে নিজ প্রদেশে অবস্থানরত মালয়েশিয়ার রাজার সাথে জরুরী ভিত্তিতে দেখা করেছেন প্রধানমন্ত্রী তান শ্রী মুহিদ্দীন ইয়াসিন।

এবছর মার্চ মাসের লকডাউন ঘোষণার পর বিগত ৩১ আগস্ট থেকে তা শিথিল করা হয়।

লকডাউন কে এখানকার আইনের ভাষায় বলা হয় মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ( Movement Control Order- MCO) .

প্রথম পর্যায়ে ধাপে ধাপে এমসি্ও জারি করা হয়। একত্রিশে আগস্ট এর পরে জারি করা হয় আরএমসি ও। এরপর করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়াতে সিএমসিও জারি করা হয়।

এবছর মার্চ মাসের যেখানে প্রতিদিন রোগী হত ২০০ থেকে আড়াইশো । এখন সেখানে এখন প্রতিদিন রোগীর সংখ্যা হাজার ছূয়ে যাচ্ছে।

গত এক সপ্তাহ ধরে তীব্রভাবে বেড়ে যাওয়া কোভিড -১৯ মহামারীর বিরুদ্ধে লড়াই শুরু করার পদক্ষেপে শুক্রবার সন্ধ্যায় (২৩ অক্টোবর) জরুরি অবস্থা ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে, পাশাপাশি বন্ধ করে দেওয়া রাজনৈতিক কার্যক্রম।।

আজ শুক্রবার বিকেলে পাহাং প্রদেশের কুয়ান্টানে ইস্তানা আবদুল আজিজে প্রধানমন্ত্রী তান শ্রী মুইদ্দিন ইয়াসিন ইয়াং ডি-পার্টুয়ান আগোংয়ের সাথে দেখা করেছেন।

শুক্রবার দুপুর ১ টার দিকে সমাপ্ত হওয়া বিশেষ সভা শেষে দেওয়ান রাকিয়াতকে বিলুপ্ত করার প্রস্তাব দেওয়ার মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানান ।

উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে যে জরুরী অবস্থা কখন কার্যকর হবে সে সম্পর্কে আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ চূড়ান্ত বক্তব্য রাখবেন।

একটি সূত্র জানিয়েছে, "মহামান্য রাজা অন্যান্য শাসকদের সাথে তাদের মতামত জানার জন্য শীঘ্রই দেখা করবেন বলে আশা করা হচ্ছে । তবে তারা রাজার যে কোনও সিদ্ধান্তকে সমর্থন করবেন, তা যথেষ্ট বলার অপেক্ষা রাখে না।"

নির্দিষ্ট শাসকদের সাথে একটি চেক নিশ্চিত করেছে যে তাদেরকে শাসকদের একটি বিশেষ সভার বিষয়ে অবহিত করা হয়েছিল। , শাসকদের সম্মেলনে বিভ্রান্ত না হওয়ার জন্য।

পুত্রজায়ার আধিকারিকরা জোর দিয়েছিলেন যে জরুরি অবস্থার দ্বারা কেবল রাজনৈতিক কার্যক্রমই ক্ষতিগ্রস্থ হবে।

"এটি যথারীতি ব্যবসা বাণিজ্য চলবে। অর্থনৈতিক কার্যক্রম চলবে এবং কারফিউ থাকবে না।

"সংক্ষেপে বলা যায়, জীবন আমরা যেমন জানি, ততই চলতে থাকে। এটি কোভিড -১৯-এর লড়াইয়ে দেশের ভালোর জন্য।

এদিকে, আইনজীবী দাতুক সেরি জাহাবরদিন মোহাম্মদ ইউনূস বলেছেন যে কোনও জরুরি অবস্থা ঘোষণা হতে চলেলে কারফিউ ইত্যাদির জাতীয় সুরক্ষা জাতীয় ধরণের নয়, এটি "অর্থনৈতিক, রাজনৈতিক ও স্বাস্থ্য জরুরি" হওয়া উচিত।

“অধিকন্তু, রাজাকে অবশ্যই রাজনৈতিক অস্থিতিশীলতার বিষয়টি অবলম্বন করতে হবে এবং যদি এই সরকার জরুরি প্রস্তাব দেয়, তা না হলে এটি রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে। এই সাহায্য করবে না।

"আমাদের স্বাস্থ্য, অর্থনীতি এবং রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করার দিকে মনোনিবেশ করা উচিত এবং আমি বিশ্বাস করি যে রাকিয়াত তাঁর মহামহিমের সাংবিধানিক ক্ষমতার মধ্যে মালয়েশিয়াকে বাঁচাতে ইয়াং ডি-পার্টুয়ান আগোংয়ের দিকে তাকিয়ে আছেন," চিন্তাভাবনা এবং উত্সাহিত করে র্যাপেরা আন্দোলনের প্রতিষ্ঠাতা জাহাবরদিন বলেছেন। করুণাময় নাগরিক

এক আধিকারিক বলেছিলেন যে এ জাতীয় আইনী পদক্ষেপ না নিলে বাতু সাপির উপনির্বাচনের নির্বাচন কমিশনকে করা দরকার।

"আমরা এখন উপনির্বাচনের ঝুঁকি নিতে পারি না। সাবাহে মহামারী ছড়িয়ে পড়ার ফলে ইসির কর্মকর্তাদের এবং ভোটারদের জীবনকে এখন ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া দায়বদ্ধ হবে না।"

২ অক্টোবর ফুসফুসে সংক্রমণের কারণে পার্টি ওয়ারিশান সাবাহের সংসদ সদস্য দাতুক লিউ ভিই কেওংয়ের মৃত্যুর পরে বাতু সাপি সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছিল।

নির্বাচন কমিশন ২৩ শে নভেম্বর মনোনয়ন দিবস, প্রথম ডিসেম্বরের ভোটগ্রহণের জন্য ১ ডিসেম্বর এবং উপ-নির্বাচনের জন্য ৫ ডিসেম্বর ঘোষণা করেছে।

পিবিএস, ব্যারিজন নেশনাল, এসএপিপি, পার্টির সিন্টা সাবাহ, সাবাহ স্টার এবং পিকেআর, ডিএপি এবং আমানাহ সমন্বিত সাবাহ পাকাতান বলেছেন যে তারা নির্বাচনে অংশ নেবে না।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৪

মুজিব রহমান বলেছেন: আমাদের রাজধানী ঢাকাতেই কোটির বেশি আক্রান্ত হয়েছে। এখন পরীক্ষায় আমাদের অবস্থান ১৬১তম। বিস্ময়কর যে কোন সভ্য দেশই আমাদের চেয়ে পিছিয়ে নেই।

২৪ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই করোনা ভাইরাস ও এক সময় চলে যাবে ।
পৃথিবী আবার আগের মত হয়ে যাবে।

২| ২৩ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:


@মুজিব রহমান,
আপনি বলেছেন, " আমাদের রাজধানী ঢাকাতেই কোটির বেশি আক্রান্ত হয়েছে। এখন পরীক্ষায় আমাদের অবস্থান ১৬১তম। বিস্ময়কর যে কোন সভ্য দেশই আমাদের চেয়ে পিছিয়ে নেই। "

- আমেরিকা, ইটালী, স্পেন, ব্রাজিল বাংলাদেশ থেকে বেশী ভুগেছে, আরো বেশী ভুগবে; কিন্তু সেসব দেশের মানুষ আগের অবস্হায় ফিরে যাবে; বাংলাদেশের ক্ষতটা পারিবারিক পর্যায়ে ১ জেনারেশনকে ভোগাবে, সেটা আপনি বুঝেন?

২৪ শে অক্টোবর, ২০২০ রাত ৯:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সঠিক।

৩| ২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪২

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের কর্তা ব্যাক্তিরা তো নড়া চড়া দিচ্ছেন না।

২৪ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: করোনা বাংলাদেশের জন্য তেমন কোন সমস্যা সৃষ্টি করছে না ।
এখন দরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া।

৪| ২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এক সময় বাঙ্গালীরাও নামের আগে শ্রী লিখতো,কিন্তু ৪৭ পর আমরা বিশ্রী হয়ে গেছি তাই শ্রী বাদ দিয়েছি।

২৪ শে অক্টোবর, ২০২০ রাত ৯:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এখন অনেক কিছুই মানুষ আর রাখতে চায় না
এক সময় শ্রীমান, শ্রীযুক্ত, শ্রী এ সমস্ত শব্দ সত্যিকার অর্থেই মানুষের নামের শ্রী বৃদ্ধি করত।

৫| ২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা, ইুরোপ সমস্যার মাঝে প্রবেশ করেছে। ভারত নিজের টিকা বের করবে সবার আগে।

২৪ শে অক্টোবর, ২০২০ রাত ৯:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মোটামুটি সবাই সমস্যা ও ভয়ের মধ্যে আছে।
এই সমস্যা যে কবে কাটবে।

৬| ২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৫

শায়মা বলেছেন: আমাদেরও হয় নাকি কে জানে???

শীতকাল আসছে।:(

২৪ শে অক্টোবর, ২০২০ রাত ৯:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমাদের হবে না‌
আপুনি, আমাদের হবে না ।
আমরা সর্বংসহা হয়ে গেছি।

৭| ২৪ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৪৫

শায়মা বলেছেন: ঠিক তাই আমাদের অনেকের মাঝে করোনা বয়ে বেড়াই অথচ বুঝতেই পারি না........

২৫ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.