নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়া অবৈধদেরকে বৈধ করতে যাচ্ছে।

১৯ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:৪৯

মালয়েশিয়ার যখনই টাকা পয়সার দরকার পড়ে তখনই এই ধরনের কর্মসূচী শুরু করে। এই করোনার সময়ে সম্ভবত তাদের আবারও টাকার দরকার। তাই তারা শুরু করেছে নতুন কর্মসূচী। আবেদনকারীদের জন্য এটা খুবই ব্যয়বহুল কর্মসূচী হবে।

অবৈধ শ্রমিকরা খুব সামান্যই আয় করতে পারে। সেই টাকা আবার নানান জনে ভাগ বসায় ( পুলিশ ইত্যাদি)। দেশে টাকা পাঠাতে হয়। হাতে কিছু থাকে বলে মনে হয় না।

সে যাই হোক। বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পাতায় এই ঘোষণাটি পরিষ্কারভাবে প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা ফেসবুক পাতায় গিয়ে পড়ে আসতে পারেন।

ঘোষণাটি জানতে এখানে ঘুরে আসতে পারেন।


মালয়েশিয়া সরকার অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশসহ ১৫ টি দেশের নাগরিকদের ( সাধারণকর্মী ) নিম্নলিখিত ৪ টি সেক্টরে বৈধতা প্রদানের কর্মসূচি Recalibration Program ( Program Rekalibrasi Tenaga Kerja) ঘোষণা করেছে। এই বৈধকরণ প্রক্রিয়া ১৬ নভেম্বর ২০২০ তারিখে শুরু হয়ে ৩০ জুন ২০২১ তারিখ পর্যন্ত চলবে।
#যে_সকল_সেক্টরে_বৈধ_হওয়া_যাবে:
কনস্ট্রাকশন সেক্টর;
ম্যানুফ্যাকচারিং সেক্টর;
প্লান্টেশন সেক্টর এবং
এগ্রিকালচার সেক্টর।
#বৈধ_হবার_প্রক্রিয়া:
এই কর্মসূচির জন্য কোন এজেন্ট বা ভেন্ডর নাই।
শুধু নিয়োগকর্তা বা কোম্পানি অবৈধ কর্মীদের নামসহ সরাসরি ইমিগ্রেশনে আবেদন করবে ইমেইলে [email protected]
#সাবধান:
মালয়েশিয়া সরকার কোন এজেন্ট বা ভেন্ডর নিয়োগ করে নি, কোম্পানি ছাড়া অন্য কারো মাধ্যমে বা
নিজে নিজে ইমিগ্রেশনে গিয়ে বৈধ হওয়া যাবে না।
এই কাজ নিয়োগকর্তা বা কোম্পানি নিজেই সরাসরি করবে, তাই কোন ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো।

More info

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভ সংবাদ।
শুভেচ্ছা রইল।

১৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইহা কোন শুভ সংবাদ নয়। গরীব মানুষদের পকেট খালি করার পায়তারা।

২| ১৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: টাকার কথাটা লেখায় অনেকে প্রতারনা থেকে রক্ষা পাবে।

১৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যারা বুদ্ধিমান তার এই সুৃযোগ বা কুযোগ নেবে না। মাত্র এক বছরের ভিসার জন্য এতো টাকা সবাই খরচ করার সামর্থ রাখে না।

৩| ১৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৭

ফয়সাল রকি বলেছেন: যাক, কিছু দেশি মানুষের উপকার হবে।

১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মনে হয় না।

৪| ১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: কিছু টাকা গেলে যাক। এরপর তো শান্তি। পুলিশের ভয়ে থাকতে হবে না।

১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কম করে হলেও 8000 রিংগিত লাগবে
পুলিশ তার মতই থাকবে।ৎ আগের মতোই সে টাকা খেতে থাকবে।

৫| ১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪৪

নেওয়াজ আলি বলেছেন: আমারও কয়েকজন লোক আছে অবৈধ

২০ শে নভেম্বর, ২০২০ সকাল ৭:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অযথা টাকা নষ্ট করে মনে হয় খুব বেশী লাভ হবে না।

৬| ১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভিসা একটি দেশের জন্য রাষ্ট্রীয় ব্যবসা হতে পারে এটি মালয়েশিয়ার কাছে শিখতে হবে।

২০ শে নভেম্বর, ২০২০ সকাল ৭:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লাভ নেই মনে হয়।
বাংলাদেশে তো আর লাখ লাখ বিদেশী কামলা দিতে আসবে না।

৭| ১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:



গরীব মানুষদের উপকার হবে।

১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কিছুসংখ্যক দালাল ও ধান্দাবাজের উপকার হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.