নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়াতে সংক্রমনের নতুন নতুন রেকর্ড হচ্ছে প্রতি দিনই ।। কঠিন লকডাউনে যাবে পহেলা জুন থেকে।

২৮ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:১৬

মালয়েশিয়ায় যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমন। নতুন নতুন রেকর্ড হচ্ছে প্রতি দিনই। তাই এবার আবারো গত বছরের মতো কঠিন লকডাউনে যাবে পহেলা জুন থেকে।

মালয়েশিয়াতে কভিড 19 এর সংক্রমণ খুব দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। ভেঙে যাচ্ছে আগের দিনের রেকর্ড।

আজকের সর্বমোট সংক্রমণ পাওয়া গেছে। ৮ হাজার ২৯০ জন। গত বছর ফেব্রুয়ারির শেষের দিকে সংক্রমণ শুরু হওয়ার পর এটাই হচ্ছে দৈনিক আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা।

আজ মারা গেছেন ৬১ জন।

বর্তমানে সারা দেশে চলাচল নিয়ন্ত্রণ আদেশ Movement Control Order MCO বহাল রয়েছে ।

আজ জানানো হয়েছে, পহেলা জুন থেকে ১৪ জুন পর্যন্ত কঠিন লকডাউনে যাবে সারা দেশ।


দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় মালয়েশিয়ার জনসংখ্যা খুবই কম। এখানে সর্বমোট প্রায় সাড়ে তিন কোটির মতো লোক বসবাস করে।
সেই হিসেবে প্রতিদিন ৮০০০ নতুন সংক্রমণ এবং ৬১ জন নতুন মৃত্যু সত্যিকার অর্থে খুবই উদ্বেগের বিষয়।

গত বছর মার্চে দেয়া প্রথম লকডাউনে মানুষের চলাচল ছিল অত্যন্ত কঠিন ভাবে নিয়ন্ত্রিত। পরবর্তীতে যদিও তা শিথিল করা হয় কিন্তু চলাচল নিয়ন্ত্রণ আদেশ বলতে গেলে সব সময়ই বহাল ছিল।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:



মাস্ক পরছে না লোকজন?

২৮ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এখানে এখন জরুরি অবস্থা চলছে । মানুষজন মাস্ক পরছে । কিন্তু লোকজনের হাতে খুব একটা টাকা পয়সা নেই। কাজকর্ম নেই ।অনেকটাই অভাব-অনটনের মাঝে বসবাস করছে মানুষ ।

আমার মাঝে মাঝে মনে হচ্ছে কেবল মাত্র মাস্ক পরাটাই সমাধান নয়। ভ্যাকসিন দেওয়াটা খুবই জরুরী । তারপরে মাস্ক, হাত ধোয়া, এবং সামাজিক দূরত্ব বজায় রাখা।

২| ২৮ শে মে, ২০২১ রাত ৯:১৩

সোনালী ঈগল২৭৪ বলেছেন: আপনি খুব সম্ভবত মালয়েশিয়া থাকেন। সাবধানে থাকবেন , ভালো থাকবেন মহামারীর এই উর্ধগতির সময়।

২৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জ্বি আপনি সঠিক ধরেছেন । তবে এখানে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। আজকে নতুন সংক্রমণ 9020 জন।

৩| ২৮ শে মে, ২০২১ রাত ১১:১৭

কামাল১৮ বলেছেন: ভ্যাকসিনের অবস্থা কি।কি পরিমান লোক ভ্যাকসিন নিয়েছে ।আপনি কি দুই ডোজ নিয়েছেন?

২৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এখনকার গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ৮.৫ মিলিয়ন মানুষ পুরো ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন। প্রবাসী যারা তারা এখনো ভ্যাকসিন পাননি। সম্ভবত এ বছর নাও পেতে পারেন।

৪| ২৯ শে মে, ২০২১ রাত ৩:১৯

রাজীব নুর বলেছেন: মালোশিয়ার চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো।

২৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হতে পারে। তবে বাংলাদেশে টেস্ট এর পরিমাণ কম । এখানে টেস্ট করা হয় প্রচুর পরিমাণে।

৫| ০৮ ই জুন, ২০২১ বিকাল ৪:৫৫

হাবিব বলেছেন: কেমন আছেন ভাই?

১৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চলছে।
জীবন খুব কঠিন এখন।
আপনি কেমন আছেন?
ঘুষ দিয়ে হলেও আপনার পাসপোর্ট নিয়ে নেন।

৬| ১৯ শে জুন, ২০২১ রাত ৮:৪৯

খায়রুল আহসান বলেছেন: খুব সাবধানে থাকবেন। আপনি কি 'ওয়ার্ক ফ্রম হোম' করেন, নাকি কর্মস্থলে যেতে হয়?

১৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

সাধারণ শ্রমিকরা তো আর বাসায় বসে মেশিন চালাতে পারে না স্যার।

আমি ১৩ জুলাই আমার দ্বিতীয় ডোজ টিকা নিতে পেরেছি।
ভাগ্যক্রমে ফাইজারই পেয়েছি।

৭| ১৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

হাবিব বলেছেন: ভাই এক লাখ টাকা চাই। কিভাবে সম্ভব বলেন। ৫/৬ হাজার হলে না হয় নিতাম।

১৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যে কাজের যে রেটা।
যেমন গরু কিনতে, গেলে ৫০ হাজারের উপরে বাজেট থাকতে হবে।
পাসপোর্ট দেশ ভেদে দাম।
আপনি ইতালিতে থাকলে এক লাখের উপরে নিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.