নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

টালমাটাল মালয়েশিয়া

০৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

মালয়েশিয়াতে যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ।

গত বছর এই দিনে দৈনিক সংক্রমণের হার কোনভাবেই দুইশ পঞ্চাশ এর অধিক ছিল না আজ সেটা দাঁড়িয়েছে ২০,৮৮৯ জনে।

মৃত্যুর হার কয়েক দিনের তুলনায় কম হলেও আজ মারা গেছে ১৬০ জন।

মালয়েশিয়ার জনসংখ্যা খুব বেশি নয় ধরা যেতে পারে জনসংখ্যা কম বেশি সাড়ে তিন কোটি।

এই স্বল্প জনসংখ্যার মধ্যেও দৈনিক সংক্রমণ প্রায় ২১ হাজার জন এবং মারা গেছে ১৬০ জন।

আজ পর্যন্ত মারা গেছে ১০ হাজার ১৭৯ জন।


এদিকে মালয়েশিয়ার রাজনৈতিক অবস্থা টালমাটাল পর্যায়ে রয়েছে।

জানুয়ারি মাসে ঘোষিত ছয় মাসের জরুরি অবস্থা আগস্ট শুরু হওয়ার সাথে সাথেই প্রত্যাহার করা হয়েছে।

যদিও জরুরি অবস্থা প্রত্যাহার এর পদ্ধতিগত দিক নিয়ে প্রধানমন্ত্রীর সাথে রাজার দূরত্ব লক্ষ করা গেছে । রাজার সম্মতি না নিয়েই জরুরি অবস্থা প্রত্যাহার করাতে রাজ প্রাসাদ থেকে ক্ষোভ প্রকাশ করে বিবৃতি জারি করা হয়েছিল।

এরপর প্রধানমন্ত্রী রাজার সাথে দেখা করলে রাজা প্রধানমন্ত্রীকে পার্লামেন্টকে আস্থা ভোট নিতে বলেন তাঁর প্রতি সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা আছে কিনা তা জানার জন্য। আস্থা ভোট নেয়া হবে সেপ্টেম্বর মাসে। অথচ কয়েকদিন আগেই সংসদ অধিবেশনে ছিল।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক এর দল ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন প্রধানমন্ত্রীর উপর থাকে তাদের সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করেছে। উল্লেখ্য এই দলের সংসদে অনেকগুলো আসন রয়েছে । ক্যাবিনেটে তাদের বেশ কয়েকজন মন্ত্রীও রয়েছেন‌ একজন মন্ত্রীকে সম্প্রতি উপ প্রধানমন্ত্রী হিসেবে পদোন্নতিও দেয়া হয়েছে।

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যখন করোনাভাইরাস সারা বিশ্বকে আক্রমণ করতে শুরু করেছে তখন তুন ডক্টর মাহাথির মোহাম্মদ এর নেতৃত্বে পাকাতান হারাপান কোয়ালিশন সরকার ক্ষমতায় ছিল।

কিন্তু কোন দেশের অন্যতম শরিক দল আনোয়ার ইব্রাহিম এর দলের ১২ জন সদস্য প্রকাশ্য ঘোষণা দিয়ে জোট থেকে বেরিয়ে গেলে মাহাথির পদত্যাগের ঘোষণা দেন যদিও পার্লামেন্টে কোন আস্থা ভোট কিনে নেননি।

পরে তারা ভিতরে ভিতরে আরেকটি কোয়ালিশন গঠন করে ।

প্রত্যেক এমপি আলাদা কাগজে সাংবিধানিক ঘোষণার ( statutory declaration -SD) মাধ্যমে মহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে তাদের সমর্থন জানিয়ে রাজার বরাবর প্রেরণ করেন।

এভাবেই তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ লাভ করেন এবং শপথ গ্রহণ করেন।

বর্তমানে করণা পরিস্থিতি ভয়াবহ । এরইমধ্যে হয়তোবা সেপ্টেম্বর মাসের সংসদে আস্থা ভোটে জয়লাভ করতে ব্যর্থ হলে মালয়েশিয়াতে নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে যাবে।

সর্বশেষ খবরঃ

প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নাজিব তুন রাজাক এর দল থেকে মনোনীত উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী Datuk Seri Noraini Ahmad ক্যাবিনেট থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
তিনি হলেন পদত্যাগের ঘোষণা দেয়া দ্বিতীয় মন্ত্রী।
এর আগে গত সপ্তাহে পদত্যাগের ঘোষণা দিয়ে রেখেছেন Datuk Seri Shamsul Anuar Nasarah।

সবকিছু মিলিয়ে পরিস্থিতি আসলেই টালমাটাল।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:




শতকারা কতভাগ মানুষ ১ম ও ২য় ডোজ টিকা পেয়েছেন? আপনি টিকা পেয়েছেন?

০৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সর্বশেষ তথ্য অনুযায়ী , প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় 50 শতাংশ ভ্যাকসিনেশনের কমপক্ষে ডোজ পেয়ে গেছে
সৌভাগ্যক্রমে আমার ২ ডোজ ফাইজার ভ্যাকসিন নেয়া হয়ে গেছে গত 22 শে জুলাই তারিখে

২| ০৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৪

কামাল১৮ বলেছেন: অর্থনৈতিক অবস্থা কি খারাপের দিকে? পাম ওয়েলের বাংলাদেশি অফিস বন্ধ করে দিছে।

০৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই দেশের মানুষের প্রধান জীবিকার উৎস হচ্ছে পর্যটন রিলেটেড কার্যক্রম। পর্যটন খাত বন্ধ রয়েছে প্রায় দুই বছর হয়ে গেল ।মানুষজনের হাতে টাকা পয়সা নেই ।
সর্বত্র চলছে নিরব হাহাকার।

৩| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ৮:০০

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানিতে প্রথম ডোজ টিকা সবাই পেয়েছে।

০৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যে হারে টিকা দেয়া হচ্ছে আমার মনে হয় আগস্টের মধ্যে এদের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার বেশিরভাগেরই দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়ে যাবে এবং আরো মনে হচ্ছে ডিসেম্বরের মধ্যে ১২ বছর পর্যন্ত যারা কিশোর-কিশোরী আছে তাদেরও টিকা দেয়া হয়ে যাবে ।এখন ব্যবসা-বাণিজ্য সবকিছু ঠিকঠাক মতো চালু হলেই নতুন করে জীবন যাত্রা শুরু হতে পারে বলে আমার মনে হয়।

৪| ০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: মালোশিয়া বিপদ কাটিয়ে উঠবে শ্রীঘই। কিন্তু আমাদের কি হবে?

০৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই বিপদ সহজে কাটবার নয়।
সাড়ে তিন কোটি জনসংখ্যার দেশ মালয়েশিয়াগ পেরে উঠছে না।
বাংলাদেশের জনসংখ্যা 17 থেকে 20 কোটি ।
সেই দেশের এতগুলো মানুষকে কন্ট্রোল করা আসলেই কোনো সহজ কাজ নয়।

৫| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:৪৯

খায়রুল আহসান বলেছেন: যাক, আপনার মাধ্যমে তাও মাঝে মাঝে মালয়েশিয়ার কিছু তথ্য/সংবাদ পাওয়া যায়। ধন্যবাদ, এসব সংবাদ জানানোর জন্য।

০৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা, স্যার ।

করোনার এই ভয়াবহ প্যানডেমিক এর সময় সাবধানে থাকুন । ভালো থাকুন।

সিনিয়র সিটিজেনরা স্বদেশের বটবৃক্ষ স্বরূপ। তাদের ভালো থাকার দরকার আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.