নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়াতে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড আজ

০৮ ই আগস্ট, ২০২১ রাত ৮:৫০

করোনাভাইরাস প্যানডেমিক শুরু হওয়ার পর আজ মালয়েশিয়াতে সর্বোচ্চ সংখ্যক ৩৬০ টি মৃত্যু রেকর্ড করা হয়েছে। এর আগে আগস্ট মাসের ৪ তারিখে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করা হয়েছিল ২৫৭ জন।

আজকের ৩৬০ জনকে ধরে মালয়েশিয়াতে এ পর্যন্ত কভিড ১৯ সংক্রমিত হয়ে ১০ হাজার ৭ শত ৪৯ জন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানশ্রী মুহিদ্দিন ইয়াসিন ঘোষণা করেছেন যে, যারা দুই ডোজ টিকা গ্রহণ করেছেন তারা খুব শীঘ্রই রেস্টুরেন্টে বসে খেতে পারবেন। তারা শরীরচর্চা করতে পারবেন এবং এক প্রদেশ থেকে অন্য প্রদেশের যাতায়াত ও করতে পারবেন।


একটি বিশেষ বার্তাঃ

করোনাভাইরাসের এই ভয়াবহ প্যানডেমিক এর সময় বিগত দেড় বছর ধরে মালয়েশিয়ার বেশিরভাগ মসজিদ ছিল বন্ধ।

পরবর্তীতে বিশেষ ব্যবস্থাপনায় মসজিদগুলোতে সীমিত আকারে মানুষজনদেরকে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে । ব্যাপারটা এরকম, যে মসজিদে ৫০০ জন নামাজ পড়তে পারতো সেখানে এখন সর্বোচ্চ ১০০ জন লোক প্রবেশ করতে দেওয়া হচ্ছে তাও কঠোরভাবে চেক করে। এই এইসব বিধান লংঘন করে সম্প্রতি ঈদের নামাজ পড়ার জন্য মোট ৪৮ জন বাংলাদেশি মসজিদের বাইরে নামাজ পড়তে দাঁড়িয়ে ছিল। পরবর্তীতে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হওয়াতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে ।

তাদের মধ্যে আবার কয়েকজনকে পাওয়া যায় করোনাভাইরাস পজিটিভ। জানা গেছে, তাদেরকে যথা সময়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।

এই সংবাদটি মালয়েশিয়ার পত্রপত্রিকাতে বেশ গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে ।আমি খোঁজ নিয়ে দেখেছি বাংলাদেশের পত্রপত্রিকাতে খবরটি ছাপা হয়েছে।

যারা দেশের বাইরে থাকে অথবা দেশের বাইরে কাজ করে তাদের ওপর দেশের মান ইজ্জত অনেকটাই নির্ভর করে । তাদের কারণেই দেশের ইমেজ বাড়ে। আবার তাদের কারণেই দেশের ভাবমূর্তি ধুলায় লুটিয়ে পড়ে।

আফসোস!

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


বিদেশে গেলে বাংগালীরা পরিবার থেকে আলাদা হয়ে যায়, তারা ধর্ম নিয়ে মেতে থাকে।

০৯ ই আগস্ট, ২০২১ সকাল ৮:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়াতে হয় এগুলি খুবই সাধারণ ঘটনা।
একবার এখানকার এক হাইওয়েতে দাঁড়িয়ে বাংলাদেশের এক নাগরিক নামাজ পড়তে শুরু করে দিয়েছিল । প্রচন্ড গতিতে গাড়ি চলছে এবং গাড়ির চালককরাও খুবই বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিল ।

যতক্ষণ তার নামায চলছিল কোন আগ্রহী ব্যক্তি এই দৃশ্য তার ভিডিওতে ধারণ করে অবশেষে ইউটিউবে ছেড়ে দিয়েছিল এবং তা ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল।

সারা পৃথিবী এগিয়ে গেছে আমরাই কেবল উল্টা দিকে পথ চলেছি।

২| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি সাবধানে থাকবেন।
বাংলাদেশর অবস্থাও খুব একটা ভালো না।

০৯ ই আগস্ট, ২০২১ সকাল ৮:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার সুন্দর পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ।

কিন্তু সমস্যাটা হচ্ছে সাবধান থাকাটাই কঠিন । একেতো ভাইরাসকে দেখা যায় না ।
দ্বিতীয়তঃ বিভিন্ন প্রয়োজনে বাসার বাইরে আসতেই হয় পেটের দায়ে মূলত।

কি আর করা।।

৩| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১১:১৫

কামাল১৮ বলেছেন: করোনার মতি গতি বুঝা মুসকিল।প্রথমে পশ্চিমে এখন পুর্বে।বাঙ্গালী মুসলমানরা যেখানেই যায় সাথে করে স্বভাবটা নিয়ে যায়।

০৯ ই আগস্ট, ২০২১ সকাল ৮:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আসলেই তাই ।
তবে বর্তমানে এখানকার পরিস্থিতি আমার কাছে খুবই ভয়াবহ মনে হচ্ছে । চারিদিকে আতঙ্ক বিরাজ করছে ।

আমি যে বাসায় থাকি তার পাশে এ সপ্তাহে 2 জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ।
আরও কত মানুষ মারা যাচ্ছে আশেপাশে আমরা জানতেও পারিনা।

৪| ০৯ ই আগস্ট, ২০২১ রাত ২:১৪

ফাহিমা আক্তার বলেছেন: পুরো পৃথিবীর অবস্থা ভয়াবহ। বাংলাদেশের কি হবে আল্লাহ ভালো জানেন আগামী ১১ আগষ্ট থেকে সব খুলে দিচ্ছে বাসে কোনসিট ফাকা থাকবে না শর্তাবলি একটাই টিকা নিয়ে বের হতে হবে।এই টিকার কার্যকারি কতটুকু কেই বা জানে।

০৯ ই আগস্ট, ২০২১ সকাল ৮:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এক সময় হয়তোবা করোনাভাইরাস নিয়ন্ত্রণে আসবে।
কিন্তু পৃথিবীর যে ক্ষতি করে দিয়ে গেল সেই ক্ষতি কোন দিনও পূরণ হয়ে উঠবে না ।

একটা চরম দুঃস্বপ্নের সময় কাটছে আমাদের । ইতিহাস তা আগামী প্রজন্মকে শত শত বছর ধরে জানিয়ে দেবে। একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে পৃথিবীর মানুষ কতটা ভোগান্তির শিকার হয়েছিল ভাইরাসের হাতে।

আফসোস।

৫| ০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: এই কয়েকদিন আগে-
আরাফাত ময়দানে সরাসরি সৃষ্টিকর্তার কাছে কোভিড থেকে মুক্তির আবেদন জানানো হয়েছে। এরপর টিকা নেওয়ার প্রয়োজন আছে কি?

০৯ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বিশ্বাসীদের টিকা নেয়ার কোনো দরকার নেই।
আল্লাহ সুবহানাতায়ালা কি তাদের জন্য যথেষ্ট নন?

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৭

খায়রুল আহসান বলেছেন: এখন মালয়েশিয়ার অবস্থা কেমন? আপনি দুটো ডোজই টিকা নিয়েছেন?
বাংলাদেশ থেকে লোকজন কি এখন মালয়েশিয়া যেতে পারছে, নাকি বিমান চলাচল বন্ধ আছে?

৭| ২৩ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৪৫

মিরোরডডল বলেছেন:



Are you okay?
Hope all good at your end.


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.