নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
বাজারে গিয়েছিলাম মাছ কিনতে। সব চেয়ে ভয়ের আর আতঙ্কের বাজারের নাম হচ্ছে – মাছের বাজার। সাথে এক ব্যাগ টাকা না নিয়ে যেতে পারলে ওই বাজারে না প্রবেশ করাই উত্তম।
এক দোকানীর কাছে কিছু মাছ দেখলাম। মনে হলো – কাজলী মাছ। ছোট বেলায় অনেক খেতাম। তখন অনেক পাওয়া যেত। এখন মনে হয় তেমন পাওয়া যায় না। যাই হোক- দোকানীকে ভয়ে ভয়ে দাম জিজ্ঞেস করলাম।
দোকানী উত্তর দিল- এক দাম ১৫০০ টাকা । আপনে পয়লা কাস্টমার। তাই আপনার জন্য এক দাম ১৪০০ টাকা । আর কোন দামাদামি চলত না।
১৪০০ টাকা দিয়ে এক কেজি কাজলী মাছ কেনার মতো অর্থ আমার বাজেটে বরাদ্দ নেই। তাই কেটে পড়লাম। এই মাছ কেনার চেয়ে দেড় কেজি গরুর মাংস কিনে নিয়ে গেলেও অর্থ সাশ্রয় হবে।
কিন্তু মাছের দোকানীরা আবার বড় ভালো মানুষ। পিছন থেকে জোরে চিৎকার করতে থাকলো- কিনবেন না তো দাম জিগান ক্যা…??
২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমিও এই মাছের নামও মুখে আনবো না।
২| ২২ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:১৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: খুচরা বিক্রেতারা সবচেয়ে বেশি ডাকাতী করে।
২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের ব্যবসায়ীরা সব চেয়ে অসৎ লোক।
তারা জাতির মানুষের সাথে ক্রমাগত প্রতারণা করে চলেছে।
আফসোস!
৩| ২২ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৫৩
বাকপ্রবাস বলেছেন: দাম বাড়ে রোজরোজ
কে নেয় কার খোঁজ
২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মানুষ মানুষের জন্য।
জীবন জীবনের জন্য।
৪| ২২ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:২৫
রাজীব নুর বলেছেন: বাঁচতে হলে খেতে হবে।
তাই দাম দিয়ে কি করবো? এখন আর দামাদামি করি না। কিনে ফেলি। জিনিস পত্রের অনেক দাম। দিইনের পর দন দেখতে দেখতে অভস্ত হয়ে গেছি।
২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনের টাকা আছে। আপনে দাম করবেন কোন দুঃখে?
যাদের টাকা কম তারাই দামাদামি করে।
৫| ২২ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৪৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কাজলী মাছের দাম প্রায় সব সময়ই চড়া। তবে কেন এই মাছের দাম চড়া থাকে এটা সেই অনেক বছর আগে হতেই অন্তত আমার বোধগোম্য হয় না। আমি এই মাছ পছন্দ করি কিন্তু দাম চড়া বলে কিনি খুবই কম। আর মাছের বাজারে গেলে ঐ এক সমস্যা ! দাম জিজ্ঞেস করলা, যদি না নেই তো চিল্লাইতে থাকে। এটা ভীষণ খারাপ লাগে।
২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি সঠিক বলেছেন।
৬| ২২ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩৩
ইসলামী জ্ঞান বলেছেন: কিছু দিন পর সোনা যাবে মানুষ না খেয়ে মরে যাচ্ছে।
২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সেটা নাও হতে পারে।
তবে একটা কাম অইতে পারে। জনসংখ্যা অতিরিক্ত বৃদ্ধির কুফল এবার মানুষ সামান্য হলেও টের পাবে।
৭| ২২ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০৯
শেরজা তপন বলেছেন: কাল দু' আটি লাল শাক কিনে দাম দিতে গিয়ে বেকুব বনে গেলাম! বলে সকালে বিক্রি করেছি এক'শ টাকা আপনি আশি টাকা দেন;
সেই তুলনায় কাজলী মাছ সস্তাই মনে হচ্ছে ভাই।
২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি তো তবু দাম করতে সাহস পেয়েছেন। আমি এখন আর লাল শাক দাম করি না। দোকানীর ঝারি শুনলে নিজেকে খুবই ছোট মনে হয়। তার চেয়ে শাক আর মাছের ইউটিউব দেখবো।
৮| ২২ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:১১
সোনাগাজী বলেছেন:
আপনার জন্ম ঢাকা শহরে?
২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার জন্ম ঢাকা শহরে নয়।
আমি জন্মেছিলাম ঢাকা জেলার দোহার উপজেলার বটিয়া গ্রামে।
আমার চোখে দোহার পৃথিবীর সব চেয়ে সুন্দর জায়গা।
৯| ২৩ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩১
রাতুল_শাহ বলেছেন: আপনি ১৪০০ টাকা দরে রাজি হয়ে, কিন্তু ২৫০ গ্রাম কিনতে পারবেন না। আপনাকে এমন কথা বলবে, তখন নিজেকে ভিখারী মনে হবে।
কেজি কেনা সামর্থ্য নাই বলে, আমি এখন বাজারে গেলে জিজ্ঞাসা করি, কত করে পোয়া?
বউরে বলছি, ইদানিং আমার মাছের প্রতি রুচি উঠে গেছে, খুব আঁশটে গন্ধ লাগে। তুমি খেলে বলো, এনে দিবো। বউ তার স্বামীভক্ত গুণের কারণে মাছের কথা বলে না।
২৩ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার মন্তব্য পড়ে বড় প্রীত হলাম।
তবে আমি মিথ্যা বলতে পারি না।
তাই কম দামের মাছ কিনে ঘরে ফিরি।
কম দামে কি কি মাছ পাওয়া যায় তা সবাই জানে।
১০| ২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৫১
নিমো বলেছেন: তা কাজলি মাছও কি উৎসব উপলক্ষে আশে-পাশের দেশে রপ্তানি হচ্ছে ? নাকি রাতের আঁধারে লুটপাট হচ্ছে ? এই ব্যাপারে ব্লগের গোয়েন্দারা একটু সরেজমিনে তদন্ত করে জানানতো!
২৫ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঢাকার বেশীর ভাগ ব্যবসায়ী দাড়িওয়ালা। কপালে নামাজের দাগ । অথচ ২০ টাকার জিনিস বিক্রি করেন ৮০ টাকায়।
বাংলাদেশে ধর্ম মানুষকে অমানুষ বানিয়েছে।
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:২৩
শাহ আজিজ বলেছেন: গত দুমাসে অনলাইনে কাজলি মাছ নেই সম্ভবত দাম বেশী বলে স্টক রাখছে না । মাছের মধ্যে কাজলি বেস্ট স্বাদে ।