নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

এনাম ভাই বললেন- আমি নামাজ পড়ি আল্লাহকে রাজি-খুশী করার জন্য। ***************************************************

০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৭

এনাম ভাই আমার সহকর্মী ছিলেন। আজ কেবলই তাঁর কথা মনে পড়ছে। এমনিতে খুব হাসিখুশী মানুষ। দারুণ মিশুক। রসিয়ে খুব গল্প করতে পারতেন। তবে প্রায়ই রেগে যেতেন। বলতেন- চাইচ্ছা ছুইলা পাতলা কইরা দিমু। আমি আমার বাপকেই ছাড়িনি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতেন।


এনাম ভাইর বাড়ি বগুড়ায়। বগুড়ার ছৈল হিসাবে তার গর্বের সীমা ছিল না। প্রচুর বিড়ি খেতেন। সাথে চা। আমাকে বলতেন- আমার কাজগুলো একটু সামলে নিয়েন। আমি একটু রুমে যাবো। হাত-মুখ ধুয়ে চা খাব। বিড়ি খাবো । তারপর আসবো। ঠিক আছে?

অনেক ধার্মিক ছিলেন তিনি। চেষ্টা করতেন প্রথম জামাতেই শরীক হতে। দেখতাম, তিনি প্রথম কাতারে দাঁড়িয়ে গেছেন সবার আগে। নামাজ শেষে দুপুরের আহার। তারপর চা এবং বিড়ি। অবশেষে আবার কাজে ফিরে আসা।

একদিন খোশগল্প হচ্ছিল। নামাজ প্রসঙ্গ এলো। তিনি আমাকে জিজ্ঞেস করলেন- আপনি নামাজ কেন পড়েন?

আমি বললাম- আমারও তো একই প্রশ্ন- আপনি নামাজ কেন পড়েন?

তিনি বললেন- আপনার জবাব শুনি আগে।

আমার তো কাটশাট জবাব। বললাম- আমি নামাজ পড়ি বেহেস্তে যাবার জন্য। আমার উদ্দেশ্য একটাই । আমি বেহেস্তে যাবো। আরামসে থাকবো। খানাপিনার কোন টেনশন থাকবে না। সাথে থাকবে হুর, মাছের কলিজার কাবাব, ফল, শরাব….

আমি বললাম- এবার আপরি বলেন- আপনি কেন নামাজ পড়েন?

তিনি বললেন- আমার নামাজ পড়ার উদ্দেশ্য আপনার থেকে একেবারেই ভিন্ন। আমি নামাজ পড়ি আল্লাহকে রাজিখুশী করার জন্য। আমি আপনার মতো না।


আমি বললাম- আল্লাহ রাজি-খুশী হলে তো আপনাকে অবশেষে বেহেস্তেই পাঠাবে। শেষ পর্যন্ত আমি আর আপনি তো দুই জনেই বেহেস্তে গিয়ে হাজির।

তিনি বললেন- সেটা আল্লাহর বিষয়। তিনি বেহেস্ত দিলে দিবেন। কিন্তু আমার উদ্দেশ্য আল্লাহকে রাজিখুশী করা।


নতুন বছর ২০২৪ সালে এনাম ভাইকে খুব মনে পড়ছে। এনাম ভাই মারা গেছেন ২০২৩ সালের মে মাসের ০৪ তারিখে।

জনাব মোঃ এনামুল হক তালুকদার। বগুড়ার ছৈল, আপনি পরপারে অনেক অনেক ভালো থাকুন।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৬

বিজন রয় বলেছেন: আফসোসসসসস!!
বড়ই আচানক!!

২| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: ঘুরে-ফিরে ভাই হয়ত দুই জনের চূড়ান্ত উদ্দেশ্য-গন্তব্য একই তবে এনাম ভাইয়ের যে উদ্দেশ্য তাই আমাদের সকলের হওয়া উচিত।আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর পক্ষ থেকে যদি কোন বান্দার খুশি বা সন্তুষ্টি মিলে তখন আল্লাহ তাকে তার চাওয়ার বাইরেও অনেক কিছু দিতে পারেন।

মহান আল্লাহ পাকের কাছে চাওয়া, এনাম ভাইয়ের বিদেহী আত্মার শান্তির সাথে সাথে কবরে-হাশরে-মিযানে-পুলসেরাতে আল্লাহর রহমত-বরকত ও মাগফেরাতের।

৩| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: নতুন বছরে তো আমাকে দাওয়াত করলেন না?

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


নিজেরই খাওন জুটে না।

৪| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২১

শেরজা তপন বলেছেন: এনাম ভাইয়ের আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ যেন রাজি খুশি থাকেন ওনার উপরে সেই কামনা রইল .….

৫| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০৫

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: আল্লাহ্ এনাম ভাইকে জান্নাত কবুল করুন। আমীন।

৬| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৯

নীলসাধু বলেছেন: আমীন।

৭| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৬

সোনালি কাবিন বলেছেন: এনাম ভাইয়ের চির শান্তি কামনা করছি।

৮| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

অনেক মানুষের জন্যে নামাজ বৈধ নয়।

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

কাদের জন্য বৈধ নয় দয়া করে লিস্টটা এখানে উপস্থাপন করুন ।
অনেকেরই কাজে লাগতে পারে।

৯| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: এনাম ভাইয়ের জন্য শুভকামনা তিনি যেন ভালো থাকেন পরপারে।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


মহান আল্লাহ সুবহানাতায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মোকাম দান করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.