নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

অস্ট্রেলিয়াঃ যে দেশে ভোট না দিলে জরিমানা দিতে হয় ***********************************************************

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৬

মাঝখানে আর মাত্র ২দিন। তারপরই বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই সারা দেশে সাজ সাজ রব। চায়ের কাপে ঝড়। টিভিগুলো গরম হয়ে যাচ্ছে নির্বাচনের সংবাদ আর টকশোর চিৎকারে।

একবার ভাবুন তো - নির্বাচনের দিন ভোট না দিলে শাস্তির মুখোমুখি হতে হবে। অর্থ্যাৎ আপনাকে বাধ্যতামূলকভাবে ভোট দিতেই হবে। আমাদের চেনাজানা একটি বড় দেশেই কিন্তু কার্যকর রয়েছে এমন এক আইন। অস্ট্রেলিয়ায় ভোটদান বাধ্যতামূলক, অর্থ্যাৎ প্রত্যেক ভোটারকে নির্বাচনে ভোট দিতে হয়। উনিশশো চব্বিশ সালে এটি বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়া ভোট দিতে মানুষকে বাধ্য করে কেন?



নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত তালিকা অনুসারে বাংলাদেশের বর্তমান মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। অর্থাৎ মোট ভোটার ১২ কোটির মতো । এটা একটা বিশাল সংখ্যা। বিশাল শক্তি। পৃথিবীর অনেক দেশেই এটা নেই।

নির্বাচনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে- দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। সেটাই যদি হয় তাহলে মোট ভোটারের ৫১% ভোটারকে অবশ্যই নির্বাচনে ভোট প্রদান করতে হবে। সেটা না হলে নির্বাচিত ব্যক্তিরা দেশের সংখ্যা গরিষ্ঠ নাগরিকের প্রতিনিধিত্ব করছেন এটা বলা খুব বেশী যুক্তি সঙ্গত হবে না।

দেশের প্রতিটি নাগরিকেরই উচিত তার ভোটাধিকার প্রয়োগ করা। যদিও বাংলাদেশসহ অনেক দেশের নাগরিকরাই নির্বাচনের সময় ভোটাধিকার প্রয়োগ করার ব্যাপারে খুব বেশী উৎসাহ দেখায় না। আমার মতে এটা কোন সঠিক কাজ হতে পারে না। এটা দায়িত্ব পালনে অবহেলা করারই নামান্তর মাত্র।

খোঁজ নিয়ে জানতে পারলাম- অস্ট্রেলিয়াতে যদি কোন ভোটার ভোটাধিকার প্রয়োগ না করেন তাহলে তাকে ২ ডলার জরিমানা আদায় করা হয়। তার ক্রিমিনাল রেকর্ডে একটি অপরাধ লিপিবদ্ধ হয়। তাই ২০ ডলার জরিমানা দিয়েই যে মাফ পেয়ে যাবেন সেটা ভাবার কোন কারণ নেই। ক্রিমিনাল রেকর্ডের খাতায় লাল দাগ পরে। ব্যাপারটি আসলেই ভেবে দেখার মতো।



আমি মনে করি- আমাদের দেশেও এমন একটি আইন থাকা খুবই দরকার। পাবলিক প্লেসে ধূমপান করলে যেমন ৫০ টাকা জরিমানার বিধান আছে তেমনি কোন ভোটার যদি নির্বাচনে তাঁর ভোটাধিকার প্রয়োগ না করেন তাহলে কমপক্ষে ১০০ টাকা জরিমানার বিধান রেখে একটি আইন প্রনয়ণ করা যেতে পারে।

সংসদ যেহেতু এখন অধিবেশনে নেই তাই নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে একটি অধ্যাদেশ জারি করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ থেকেই এটি কার্যকরকরতে পারেন।

এই ব্যাপারে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় ও মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাহলে যারা অন্যের ভোট দিচ্ছে তারা বড়ই পরোপকারী।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


কমপক্ষে তাদের ১০০ টাকার উপকার তো করছেন।
এই কঠিন দুর্মূল্যের বাজারে এটিই বা কম কিসের!

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩১

কাঁউটাল বলেছেন:

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধন্যবাদ।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৬

বিজন রয় বলেছেন: বড়ই আচানক!!
আফসোস!।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আফসোস!

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের হিসাব আলাদা।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আমাদের দেশ আলাদা কেন?
ব্যাখ্যা করুন।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমাদের আসনে ভোটার আছে সাড়ে চার লাখের বেশি। তবে যতদূর খবর পেলাম এখন পর্যন্ত দেড় লাখের মত ভোটার ট্রেস করা গেছে।
- আমার পছন্দের মার্কা হচ্ছে সিংহ। সিংহ না থাকলে বাঘ। এবার দুইটার একটাও নাই।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আমার
আমার প্রিয় মার্কা হচ্ছে জোড়া বেত ।
জোড়া বেত মার্কা ও এবার নাই ।
আফসোস।

৬| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:০৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: মুসিবতের বিষয়।

০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


অবশ্যই।

৭| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৭

জ্যাক স্মিথ বলেছেন: বড়ই আচানক ঘটনা!!

০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আফসোস!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.