নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

আজ গর্ব ভরে বলার দিনঃ চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু আমার ভোটেরও দাম আছে! ******************************

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৭

আজ ৭ই জানুয়ারি ২০২৪ । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঐতিহাসিক ভোট গ্রহণের দিন বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোট ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি এই সংখ্যাটি সত্যিকার অর্থে একটি অনেক বড় সংখ্যা অর্থাৎ অনেক বড় মাপের জনগণের একটি গণতন্ত্র ২০ কোটি মানুষের একটি দেশের।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহান সংবিধানের ১২২ অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশের সেই সকল নাগরিক যাদের বয়স ১৮ বছরের কম নয় তারা প্রত্যেকেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটাধিকার প্রাপ্ত।

অতএব সংবিধান অনুযায়ী যাদের বয়স ১৮ বৎসরের নিচে নয় এবং আদালত কর্তৃক অপ্রকৃতস্থ ঘোষিত নন তারা প্রত্যেকেই আজকের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। ইহা একটি অত্যন্ত পবিত্র দায়িত্ব । কেন না এই নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ গঠিত হবে সেই সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং তাঁর নেতৃত্বে গঠিত হবে মন্ত্রীপরিষদ।

সংসদ নির্বাচনে একজন ভোটারের ভোট অত্যন্ত মূল্যবান। এই ভোটকে কোনক্রমেই অবহেলা করা ঠিক নয়। কেননা, এই ভোটের সঠিক প্রয়োগের মাধ্যমেই প্রতিটি নির্বাচনী এলাকা থেকে একজন করে যোগ্য ও উপযুক্ত প্রতিনিধি নির্বাচিত হয়ে মহান জাতীয় সংসদে যেতে পারবেন। তাই প্রতিটি ভোটারের উচিত চিন্তা ভাবনা করে উপযুক্ত ব্যক্তিকে ভোট প্রদান করা।

গ্রীক দার্শনিক সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো প্রমুখ মহান দার্শনিকের কঠোর সমালোচনা ও অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানীদের সমালোচনার পরেও একমাত্র গণতন্ত্রই এখন পর্যন্ত একটি সুন্দর ও প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থা হিসাবে পৃথিবীর সর্বত্র স্বীকৃত। কেননা একমাত্র এই ব্যবস্থার মাধ্যমেই একজন নাগরিক সরকার গঠন ও পরিচালনায় তাঁর ভূমিকা পালন করার সুযোগ পান। যেটা অন্য কোন ধরনের ব্যবস্থায় সম্ভব নয়।

আজ ৭ই জানুয়ারি, ২০২৪। সেই ঐতিহাসিক সুযোগটি আজ আবার বাংলাদেশের সকল ভোটারের সামনে চলে এসেছে।

বাংলাদেশে একটি প্রবাদ প্রচলিত রয়েছে যেঃ চোরের দশ দিন আর গৃহস্থের একদিন!
বিগত নির্বাচনের মাধ্যমে সংসদে প্রেরিত কোন ব্যক্তিকে যদি আপনার আর পছন্দ না হয় তাকে সমুচিত জবাব দেওয়ার কঠিনতম অস্ত্রটি প্রয়োগের দিন আজ। তাই সকলেই প্রস্তুত হন আপনার অস্ত্রটি প্রয়োগ করার জন্য।

পথের ধারে ফুটপাতে বসে জুতা মেরামত করেন যেই মুচি এবং মার্সিডিস আর বিএমডব্লিউ চড়ে আরামসে যাতায়াত করেন যিনি তাদের উভয়ের ভোটের মূল্যমান একই।


অতএব আসুন আমরা আমাদের পবিত্র নাগরিক দায়িত্বটি পালন করি । সময় ও সুযোগ মতো সকাল আটটা থেকে বিকাল চারটার মধ্যে যে কোন সময় আপনার নির্ধারিত কেন্দ্রে গিয়ে আপনার মূল্যবান ভোটটি প্রদান করুন।

আজ গর্ব ভরে বলার দিনঃ চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু আমার ভোটেরও দাম আছে!

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৭

এক চালা টিনের ঘর বলেছেন: Afsos!

০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বড়ই সৌন্দর্য!
বড়ই আচানক ঘটনা।

২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৭

বিজন রয় বলেছেন: ২০ কোটি মানুষ এদেশে? কোথায় পাইলেন?

০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আফসোস!

৩| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৯

কামাল১৮ বলেছেন: বাস্তবতা হলো চোর ও ডাকাতের মধ্যে থেকে একজনকে বেছে নিতে হবে।

০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এখানেই গণতন্ত্রের সৌন্দর্য।

৪| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

আফসোস।

বড়ই আচানক ঘটনা।

০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বড়ই সৌন্দর্য!!
আফসোস।

৫| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৭

নয়ন বড়ুয়া বলেছেন: ভোট দিতে যাবো...

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমি ভোট দিয়ে এসেছি ।
এখন ভোট গণনার কাজ চলছে।

৬| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এটাকে নির্বাচন বলা ঠিক হবে কি?

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


তাহলে কী বলবেন আপনি ঠিক করুন এবং প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে আপনার মতামত বলে দিয়ে আসুন।

৭| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৩২

ডঃ এম এ আলী বলেছেন:



চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু আমার ভোটেরও দাম আছে!
কথা ঠিক !!!!!

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আমাদের ভোটাররা ভোটকেন্দ্রে যায়নি ।
আমি ভোটকেন্দ্রে গিয়েছিলাম ভোট দিতে ।
আমার ভোট দিতে এক মিনিটও লাগে নাই।
কেননা আমাকে কোন লাইনে দাঁড়াতে হয়নি ।
আমি সরাসরি ভোট কক্ষে চলে গিয়েছি।
সেখানে কর্তব্যরত ব্যক্তিরা আমার পরিচয় নিশ্চিত হওয়ার পরে ব্যালট পেপার দিয়েছেন।
হাতে কালি মাখিয়ে দিয়েছেন ।
এরপরে আমি গোপন কক্ষে গিয়ে সিল মেরে ফিরে এসে বাক্সে ভরে দিয়ে এসেছি।

৮| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪০

নতুন বলেছেন: চৌধুরী সাহেব ঠিক করে রেখেছেন কে প্রাথী হবেন। আপনি যদি ভোট দিতে না যান তো ভালো আর যদি যান তবে আরো ভালো।

চৌধুরী সাহেবের ঠিক করা প্রাথীই জয়ী হবে, এমপি হবে, আর ৫ বছর পরে চৌধূরর প্রাথী আর তার সাথীদের সম্পদ বাড়বে শত কোটি টাকা... B-)

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ভোটাররা যদি সচেতন ও ঐক্যবদ্ধভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাহলে যে কোন চৌধুরী সাহেবকে ধরা সেই করে ফেলা সম্ভব । ভোটারদের ক্ষমতা অপরিসীম।

কিন্তু সমস্যা হচ্ছে, আমাদের ভোটাররা তাদের শক্তিও ক্ষমতা সম্পর্কে অবগত নয় ।
তাই আজকে ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোটারের উপস্থিতি খুবই সামান্য। এরকম হলে ভোটাররা কখনোই তাদের শক্তিমত্তা প্রদর্শন করতে পারবেন না।

আফসোস।

৯| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: হাসিনা এমন স্টিটেম করেছে, আপনার ভোটের দাম নাই। আমার ভটের দাম নাই। আমাদের ভতের দাম নাই।

০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনি তো রিজভী সাহেবের কথাকে আল হাদিস মনে করে ভোট দিতে যাননি।
আপনি তো নির্বাচন নিয়ে কথা বলতে পারেন না।
ভোট দিতে হবে।
গণতন্ত্র মানেই সবার অংশগ্রহণ। ১০ টি পচা পণ্যের মধ্যে থেকে সব চেয়ে ভালো পণ্যটি খুঁজে নিতে সহায়তা করা।
আপনি সেটা করেননি। আপনি দায়িত্বশীল নাগরিক নন।
আফসোস!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.