নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

সংসার চালানো রাষ্ট্র চালানোর চেয়ে কম কঠিন না

১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৭

সংসার চালানো রাষ্ট্র চালানোর চেয়ে কোন অংশে কম নয়।
*************************

মানুষ জন্মগতভাবে স্বাধীন, কিন্তু দারুণভাবে সংসারের কাছে বন্দী। পৃথিবীতে সংসার বা পরিবারের চেয়ে বড় কোনো শক্তিশালী প্রতিষ্ঠান আছে কিনা আমার জানা নেই। এখন পর্যন্ত আবিষ্কৃত এটাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

পরিবারই হচ্ছে একজন মানুষের স্বপ্ন, বেঁচে থাকার অবলম্বন এবং তার অস্তিত্ব।

সংসার চালানো বা পরিচালনা করা অত্যন্ত কঠিন একটি কাজ। বাংলাদেশে শতকরা হিসেবে ধরতে গেলে আমার মনে হয় ৬০ থেকে ৭০% মানুষ পরিবার পরিচালনায় হিমশিম খেয়ে যাচ্ছেন। সারাদিন ঘর ভাঙ্গা পরিশ্রম করেও সংসারে সবার মুখে হাসি ফুটাতে পারছেন না। বেশির ভাগ চাহিদা বা স্বপ্নগুলোই থেকে যাচ্ছে অপূর্ণতায় অধরা।

প্রতিষ্ঠান কাঠামোর দিক দিয়ে চিন্তা করলে একটি সরকারের কাঠামোর সাথে একটি পরিবারের কাঠামোর অনেকটাই মিল খুঁজে পাওয়া যায়।

রাষ্ট্র পরিচালনা করেন মূলত প্রধানমন্ত্রী। একইভাবে সংসার পরিচালনা করার দায়িত্ব বেশিরভাগ ক্ষেত্রেই বাবার উপরে পরে। কোন কোন ক্ষেত্রে সংসারের হালটি শক্ত হতে ধরতে হয় মাকে।

একটি সংসার চালানোর জন্য একজন বাবা সকাল থেকে রাত পর্যন্ত তার মেধা, মনন ও শারীরিক শক্তি ব্যবহার করে কঠোর পরিশ্রম করে চলেন সংসার থেকে সুন্দরভাবে চালিয়ে নেয়ার জন্য।

রাষ্ট্রের ক্ষেত্রেও একই ব্যাপার। একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রীও অনুরূপভাবে চেষ্টা করে থাকেন তার দেশটাকে সুন্দরভাবে চালিয়ে নেওয়ার জন্য।

সরকার ব্যবস্থার সাথে সংসার ব্যবস্থার একটি প্রধান পার্থক্য হচ্ছে, রাষ্ট্র পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর দায়িত্বটি নেওয়ার জন্য রাষ্ট্রের অসংখ্য মানুষ উদগ্রীব হয়ে থাকে । তারা এই দায়িত্ব নেয়ার জন্য হরতাল, ধর্ম-ঘটসহ নানাবিধ আন্দোলনের কর্মসূচি ও চালিয়ে যায় ।পক্ষান্তরে একটি সংসারের দায়িত্ব সহজে কেউ নিতে চায় না। একজন বাবাকে যৌবনকাল থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত সেই দায়িত্বটা কলুর বলদের মতো পালন করে যেতেই হয় ।

এই দায়িত্ব যে কত কঠিন এক জন বাবা অথবা তাঁর স্থানে যিনি থাকেন তিনি জানেন।

সংসার পরিচালনা করতে দারুন ভাবে ব্যর্থ হয়ে সিদ্ধার্থ সংসার ত্যাগ করে বনে চলে গিয়েছিলেন। পরবর্তীতে কঠোর সাধনায় সিদ্ধি লাভ করে তিনি হয়েছিলেন ভগবান বুদ্ধ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৯

সোনাগাজী বলেছেন:



আমাদের দেশের মানুষের জীবনকে দোযখে পরিণত করেছে জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা

১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমার সুযোগ থাকলে আমি সংসারের প্রধান পদ থেকে পদত্যাগ করতাম।
আমার পক্ষে দায়িত্ব পালন করাটা এখন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে।

২| ১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৪

শেরজা তপন বলেছেন: শেষের দেড়খানা লাইন নিয়ে মতদ্বৈততা আছে

১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

মত-দ্বৈততা থাকবে তো অবশ্যই।
তবে আমার কাছে সুযোগ থাকলে আমি বনে চলে যেতাম ।
এতে কোন মত-দ্বৈততা নেই।

৩| ১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৭

জ্যাক স্মিথ বলেছেন: ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো পরিবারের সমিষ্টিই হচ্ছে রাষ্ট্র।
পোস্টের সাথে একমত।

১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


যেখানে সংসার নামক যন্ত্রটিই ঠিক মতো চালাতে পারছি না ।
সেখানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে তো প্রথমেই ব্যর্থতার পরিচয় দিব।

৪| ২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:১৬

কামাল১৮ বলেছেন: রাজার ছেলের কিসের অভাব ছিলো।

২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

রাজার পোলা ছিল দুঃখ বিলাসী ।
তার কাছে প্রাসাদ ভালো লাগতো না ।
ভবিষ্যতে রাজা হতে হবে সেই ভয়ে সে ছিল অস্থির।

৫| ২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৭

জাহিদ অনিক বলেছেন: সংসার চালানো রাষ্ট্র চালানোর চেয়ে কম কঠিন না
সত্যবচন

২১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বেশীর ভাগ মানুষই সংসার সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে।
জীবন যেন কঠিন থেকে কঠিনতর হচ্ছে দিনকে দিন।

৬| ২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৯

বিজন রয় বলেছেন: কঠিন। কিন্তু কঠিনটাকে সহজ করে নিতে হবে।

২০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমার আয়ের চেয়ে ব্যয় হচ্ছে তিনগুণ ।
যা কিছু সঞ্চয় ছিল সবই খরচ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে ।
যাদের প্রচুর পরিমাণে ইনকাম আছে তাদের কথা আলাদা।
তারা অবশ্য আমার বক্ষমান প্রবন্ধ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন
কোন সন্দেহ নেই ।

আপনি বলেছেন কঠিনটাকে সহজ করে নিতে হবে-
এখন আমার আয়ের চেয়ে তিনগুণ হচ্ছে খরচ ।
এই খরচ কমানোর কোন উপায় নাই ।
খরচের তালিকা দিলেই আপনি বুঝতে পারবেন।

এখন আপনি বলেন -এই কঠিন কাজটাকে আপনি সহজ করবেন কোন উপায়ে!?¿?

৭| ২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: দেখুন বড় ভাই, এতটা হতাশ হবেন না। হায় আফসোস করবেন না।
যতদিন বেচে আছেন, আপ্রান চেষ্টা করে যাবেন টিকে থাকতে।

২০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভাইরে সবই বুঝি ।
আমার অবস্থানে থাকলে আপনার স্থায়ী ঠিকানা হতো এখন জুরাইন।
একটু পয়সা পাতি বেশি থাকলে খরচটা নীলক্ষেতের দিকেও নিয়ে যেতে পারতেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.