নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

বিরোধী দল বলতে কী বুঝি?

২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৩


চাচাজী সনেট কবি ( মহাজাগতিক চিন্তাভাবনা) - এর পোস্টের মন্তব্য থেকে আনীত।



এন্টি আওয়ামী লীগ কথাটি শুনতে অনেকটাই শত্রুতার মত কিছু একটা বোঝা যায়।
কিন্তু সংসদীয় গণতন্ত্রে বিরোধিতা মানে এই ধরনের শত্রুতামূলক কিছু নয়।

সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলকে ও জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে আসতে হবে। স্বঘোষিত বিরোধীদল হয়ে রাস্তায় ভাঙচুর করলে হবে না।

নির্বাচিত বিরোধী দলের কাজ হবে গঠনমূলক সমালোচনা করা, তারা প্রয়োজনে জনগণের স্বার্থ রক্ষার জন্য সংসদকে উত্তপ্ত করে ফেলবেন, ওয়াক আউট করবেন, হইচই করবেন , ফাইল ছুড়াছুড়ি করবেন , চিৎকার চেঁচামেচি করবেন।
সবই করবেন জনগণের স্বার্থে।

সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল মানেই হচ্ছে বিকল্প সরকার । কোন কারণে সরকার সংসদে আস্থা হারালে বিরোধী দল সরকার গঠন করবেন।

এছাড়া ক্ষমতাসীন সরকারের গঠনমূলক সমালোচনা করা ও সরকারকে চাপে রাখার জন্য বিরোধী দল একটি ছায়া কেবিনেট গঠন করবে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এবার বলেন গৃহপালিত বিরোধী দল কাকে বলে? :-P

২৩ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এই নামে কিছু আমার জানা নেই।
সংবিধানের কোথাও এমন আজব নাম দেখি নাই।
আপনি কি দেখেছেন?

২| ২৩ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৮

বিজন রয় বলেছেন: বিরোধী দল মানে কি যে বিপক্ষে কথা বলে।

২৩ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিরোধী দল একটি সাংবিধানিক ভাষ্য।
এছাড়া রাজপথে নিবন্ধিত দল থাকতে পারে।

৩| ২৩ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৫

ভুয়া মফিজ বলেছেন: বিরোধী দল বলতে কী বুঝেন তা জানার আগে আপনার জানতে হবে, বিরোধী দলটা কি উন্নত বিশ্বের, নাকি অনুন্নত বিশ্বের। আর সরকারী দলটা কি আওয়ামী লীগ নাকি অন্য কোন রাজনৈতিক দল!!

এগুলো জানার পরই আপনার প্রশ্নের সঠিক উত্তরটা আপনি জানতে পারবেন। ;)

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমি এক গরিব দেশের নাগরিক

৪| ২৩ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: বড়ই আচানক।
আফসোস।

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

সে থাকে অনেক দূরে।

৫| ২৪ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৩

রাজীব নুর বলেছেন: উনি শুধু আমার চাচাজ্বী। ব্লগে আর কেউ তাকে চাচাজ্বী ডাকতে পারবে না। নো নেভার। এবং চাঁদগাজী/সোনাগাজীকে আর কেউ ওস্তাদ ডাকতে পারবে না।

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



এটা ১৯৪০ এর দশক হলে আপনি জার্মানিতে গিয়ে হিটলারকে ওস্তাদ মানতে পারতেন।
কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা একুশ শতকের একটি বিজ্ঞানসম্মত সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.