নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবনের বারিধারায় শুষ্ক প্রান্তর

সাজ্জাদ শুভ

বাহান্ন তীর্থের মতো, তোমায় ভ্রমিয়া পূন্যবান পাপী

সাজ্জাদ শুভ › বিস্তারিত পোস্টঃ

মাতাল প্রেম

২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০৩



মাতাল প্রেম
সাজ্জাদ শুভ

মেয়ে, তোমায় সুন্দর বলি,
না, ভেবো না-
আমি মাতাল বলে বলছি।
মদের থেকে তুমি আমায় বুঁদ করেছো বেশী।
তুমিই বলো নাহয়, কে বেশী নেশার জন্ম দেয়!

মেয়ে, বারবার তোমার প্রেমে পড়ি
কি ভাবছো!
কেন ই বা পড়ি তাই না??
কি জানি বাপু,
প্রেম তো মনের ব্যাধি
আমি তো আর ডাক্তার নই!!
কিভাবেই বা বলি!!

মেয়ে, তোমার জন্য উদাস বিকেলে
ব্যলকনিতে বসি।
না, না আমার ব্যলকনি থেকে তোমায়
দেখা যায় না।
তোমার ঘর দেখাও যায় না।
কিন্তু বারান্দায় বসে ভাবা যায় -
ভাবা যায়, ঠিক এই সময় তুমি কি করছো।

মেয়ে, ফুলের গন্ধে তোমায় মনে পড়ে,
নাহ, মিলছে না, তাই না!
তোমার সুগন্ধির গন্ধ তো কোনও ফুলের মতো নয়।
আচ্ছা, তোমার চুলের গন্ধ কি তুমি পাও??
নাহ মনে হয় না পাও,
আমার যে তোমার চুলের গন্ধের প্রেম,
তা কি মনে আছে??
অথবা মনে কি করো সে কথা
তুমিই বলেছিলে,
চুলের গন্ধে মাতাল করিয়া, রাখিব তোমায় খোঁপায় বাধিয়া।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তুমিই বলেছিলে,
চুলের গন্ধে মাতাল করিয়া, রাখিব তোমায় খোঁপায় বাধিয়া।

...................................................................................
মেয়েদের ছলকলার শেষ নেই,
কবি অতএব সাবধান !!!

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:০০

সাজ্জাদ শুভ বলেছেন: আর সাবধান হইয়াই বা কি হইবে!!
কবি তো সে ঘ্রাণে মাতাল হইয়াছে বহুযুগ।

২| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৯

নুরহোসেন নুর বলেছেন: নারী হলো রঙ্গীন টেলিভিশনের ক্ষতিকর গামা রশ্মি,
বোকা চন্ডিদাস বেখেয়ালে তাই এক যুগ বাইছে বড়শী।
নকলের মত নারী হইতে সাবধান।

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:০৩

সাজ্জাদ শুভ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।
আসল নকল বুঝিবার সাধ্য তো অধমের নাই। যার প্রেমে রহিয়াছি, তাহাকে আসল ভাবিতে দোষ কি!!

৩| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২০

ইসিয়াক বলেছেন: সুন্দর।

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:০৬

সাজ্জাদ শুভ বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার মতো লেখকের কাছে সুন্দর শব্দটা শোনা অনেক বড় পাওয়া আমার জন্য।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৫

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:০৯

সাজ্জাদ শুভ বলেছেন: ধন্যবাদ ভাই। আপনাদের কাছে এমন মন্তব্য পেলে লেখার উৎসাহ বেড়ে যায়।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ২:৩৬

জগতারন বলেছেন:
মনোরম আহা (!)
কী যে ঘ্রান সেই চুলে কিংবা বুকের ঘামে (!!)
তা কি ভাষায় লিখা যা (!!!)

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ২:৪৬

সাজ্জাদ শুভ বলেছেন: সত্যিই, সে কথা প্রকাশের ভাষা কারোই জানা নাই।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৫

হাবিব বলেছেন: প্রেম করা ভাল নয়। করলে তালওয়ালা প্রেম করুন। মাতাল প্রেম নয়

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০১

সাজ্জাদ শুভ বলেছেন: প্রেম পড়ে তাল ধরে রাখা বড্ড কঠিন। তেতুলগোলা জল খেয়ে মদের নেশা কাটে, তার নেশা কাটাই কিভাবে বলুন??

৭| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৩

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর:)

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

সাজ্জাদ শুভ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০১

কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ ভালোলাগা.....

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

সাজ্জাদ শুভ বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যও রইল ভালোবাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.