নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবনের বারিধারায় শুষ্ক প্রান্তর

সাজ্জাদ শুভ

বাহান্ন তীর্থের মতো, তোমায় ভ্রমিয়া পূন্যবান পাপী

সাজ্জাদ শুভ › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্য কবিতা

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৩



তোমার জন্য কবিতা
সাজ্জাদ শুভ

তোমার চোখের কোণে একটা ছোট্ট তিল
ঐ তিলের প্রেমে তো সবাই পড়ে
কেও কেও দেওয়ানাও হয়।
কারো চোখের ঘুম হারাম হয়,
কেও হয়তোবা দিবাস্বপ্নও দেখে ঐ তিল দেখে।
প্রেমে পড়লে তো সবাই কবি হয়!!
তিল দেখে কি কেও আলাওল হয়,
কবিতা কি লিখে, তোমায় নিয়ে??


আচ্ছা শোনো না,
তুমি হাসলে তোমার গালে টোল পড়ে,
টোল থাকলে কি হয়??
টোল নিয়ে ইনিয়ে বিনিয়ে কি প্রেম নিবেদন করে??
টোল হয়তো ভালোলাগার,
ভালোবাসতে কি টোল থাকতেই হবে??
টোল ছাড়া কি তোমায় ভালোবাসা যাবে না!!

তুমি কি জানো-
তোমার বাদামি চোখের প্রতি ভালোলাগাটাও যে নেহাত কম নয়??
পোষা বেড়ালের কথা মনে পড়ে।
আদর করতে ইচ্ছে হয়,
তোমার চুলে নরম পরশ বুলাতে ইচ্ছে হয়,
ছুঁতে তো তোমায় সবাই চায়,
প্রেম কি শুধু তোমায় ছুঁতে চাইবার ইচ্ছে??

আচ্ছা সবাই কি তোমার সুন্দর নিয়েই লিখবে,
একটু অসুন্দর নিয়ে লিখলে হয় না!!
এই যেমন কাল রাতে ঘুমাও নি তুমি
চোখের নিচে কালি পড়েছে।
এর কি কোনও সৌন্দর্য নেই??
জানো, এর সৌন্দর্য আমার চোখে আছে,
হয়তো আমার কথা ভেবেছো-
কেঁদে কেটে চোখ ভিজিয়েছো,
আমার দেয়া কষ্ট গুলো বুকে চেপে সারা রাত কাটিয়েছো।

হয়তো তুমি ফর্সা নও, শ্যামলা কিংবা কালো
তাই বলে কি তোমার প্রেমে পড়বো না আমি??
অসুন্দরী বলে কি তোমায় নিয়ে কবিতা লিখবো না আমি??
আমায় ভালোবাসার সময় কি কমতি ছিলো তোমার-
গায়ের রঙের জন্য??

হৃদয় সঁপিয়া ভালোবেসেছো আমারে,
প্রতিদান তো দেয়া সম্ভব নয়,
আমি অমন প্রেমিকও হয়ে উঠতে পারি নি,
তবু, এক গুচ্ছ কবিতাই থাক উপহার।


মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১১

কনফুসিয়াস বলেছেন: সহজ সরল স্বীকারোক্তি। তার উপর আমার মত স্বল্প শিক্ষিতদের জন্য ভাষা অনেক সহজে বোধগম্য। ভাল লাগল।

শুভেচ্ছা অবিরাম।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

সাজ্জাদ শুভ বলেছেন: আমি নিজেও স্বল্প শিক্ষিত মানুষ। শব্দ ভাণ্ডারও ততোটা সম্মৃদ্ধ নয়। সহজ ভাষায়ই লিখলাম নাহয়।

ভালোবাসা অবিরাম।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৩

সূচরিতা সেন বলেছেন: ভালো লাগল দাদা।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৬

সাজ্জাদ শুভ বলেছেন: ধন্যবাদ দিদি।

ভালোবাসা অবিরাম।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০১

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে ভাইয়া

০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৭

সাজ্জাদ শুভ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

ভালোবাসা অবিরাম।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৮

সাজ্জাদ শুভ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

ভালোবাসা অবিরাম।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০১

হাবিব বলেছেন: টোল না পড়লে কি ভালোবাসতেন না?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪১

সাজ্জাদ শুভ বলেছেন: অবশ্যই বাসতাম। শুধু টোল না, আরো অনেক কিছু না থাকলেও বাসতাম।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৯

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

০৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৭

সাজ্জাদ শুভ বলেছেন: ধন্যবাদ আপু।

ভালোবাসা অবিরাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.