নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুকতাদির নাহিয়ান

আপনি ততক্ষন ই বুদ্ধিমান যতক্ষণ আপনি কাউকে বোকা ভাবছেন না

স্কিজোফ্রেনিয়াক

আমি আছি ..আবার আমি নেই

স্কিজোফ্রেনিয়াক › বিস্তারিত পোস্টঃ

অতঃপর রাত নামে

০৯ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১১

ভোরের আকাশের আড় মোড়া দিয়ে ঘুম ভাঙ্গা দেখলাম ... চোখ ডলতে ডলতে সূর্য তার বিছানা ছাড়ে ... চাঁদ সারারাতের প্রেম সংলাপ শেষে বিদায় জানায় রাতের অনন্ত নক্ষত্র কে ... হটাত একটা কাক উড়ে যায় ... হয়ত আবর্জনার সাথে ভাব করতে ...সময় আর এক পা এগুলেই কুয়াশা বিদায় নিবে ... হারিয়ে যাবে ঝির ঝির বাতাসে .....ঘাসে জমা শিশির বিন্দু বাষ্প হয়ে মুক্তি পাবার অপেক্ষায় ... ওইদিক এ ক্লান্ত সোডিয়াম লাইট গুলোর অপেক্ষার প্রহর শেষ হয় ... বাউন্ডুলে কোনও প্রেমিকের সিগারেট দীর্ঘশ্বাস ছাড়ে ... রাতভর তাকে পাহারা দিয়ে এখন ছাই হয়ে ঝরে পরবে সে ... দূরের ওই কৃষ্ণ চুড়া গাছ টা নিজেকে সাজাতে ব্যস্ত... আমি শুধু দেখি ... দেখতে আমার ভালো লাগে...



গুটি গুটি পায়ে সময়ের হাত ধরে দুপুর কে আসতে দেখি । মেঘ - সূর্যের লুকোচুরি খেলা চলতেই থাকে । মাঝে মধ্যে কোন এক অভিমানি মেঘ খেলা ছেড়ে দূর দেশে পাড়ি জমায় । সুবিশাল আকাশ কে তার বডড পর মনে হয় ।রিকশার চাকার সাথে সাথে ঘুরতে থাকে নিম্ন বিত্তদের ভাগ্য । ঘুরতেই থাকে -বদলায় না কোনদিন । ছন্ন ছাড়া যুবক পিচ ঢালা রাস্তায় তার হারানো কবিতার শব্দ গুলো খুজতে থাকে ।কাগজ টোকানো ছোট্ট বাচ্চা টাকে আপন করে নেয় পথের ধুলা বালি । চার দেয়ালের অবশ স্বর্গে বসে কোনও এক বিত্তবান বৃদ্ধ পাওয়া- না পাওয়ার অঙ্ক নিয়ে বসে, প্রতিবারের মতো এবার ও হিসাব মিলে না । ভিজে কাঠে জমা শ্যাওলার মতো তার মন স্যাঁতস্যাঁতে হয়ে ওঠে । মিথ্যের রঙ তুলি দিয়ে সুখের ছবি আঁকে কেউ কেউ । ছায়া গড়ায় ... স্বপ্ন ছড়ায় ... অলস দুপুর ... কড়া নাড়ায় । আমি শুধু দেখি ... আমার দেখতে ভালো লাগে ।



অতঃপর এখানে সন্ধ্যা নামে ... বৃষ্টি ভেজা অগোছালো বাতাস মেখে পাখিরা উড়ে যায় নীড়ে ... অবহেলিত ভাবে পড়ে থাকে তাদের পালক । ছোপ ছোপ লাল রঙ আকাশের কপালে সিঁদুর আকে ... নিঃসঙ্গ সোডিয়াম লাইট আর ক্লান্ত পথের প্রেম শুরু হয় ... জানালায় তবু ২টা শালিক দেখি ... হয়ত নিঃশব্দে আরও কিছুটা ভালোবাসার খোঁজে ... পাশাপাশি তাদের বসে থাকা ।



আমি চাই না আজকে রাত টা নামুক , সত্যিই চাই না । থাকুক না ওই কলঙ্ক মাখা চাঁদ টা ওর বুড়ির সাথে । কি হবে যদি চন্দ্রাহত কোনও যুবকের এল্কহলিক মন চাঁদের আলোয় না ভিজে ? বোহেমিয়ান হয়ে পাখি গুলা ঘুরে বেরাক সিঁদুর লাল ওই আকাশে । চুপ চাপ ঝরে পরতে থাকা গাছের বাদামি পাতা গুলো ঠিকানা পাক । আমি চাই না রাতের ঘুম ভাঙ্গুক । আমি চাই না রাত তার সম্মোহনী চোখ ২ টা খুলে মোহবিস্ট করুক সপ্নবাজ মানুষ গুলো কে । কি ই বা হবে । অন্ধকার পার্কের ওই দেবদারু গাছের ছায়ায় দাঁড়ানো নিশি কন্যা টি একটা বার সত্যিকারের ভালবাসায় সিক্ত হোক। রিকশায় বসা প্রেমিক টি আরও কিছুক্ষন ভালোবাসা খুঁজে ফিরুক তার প্রেমিকার ঠোঁটের তিলে ।



তবু রাত নামে । অন্ধকার কে তাচ্ছিল্লের হাসি দিয়ে চাঁদ সাদা রঙে মাখায় প্রকৃতি কে । জোনাকি পোকা গুলো ফিস ফিস করে কথা বলে ঝোপ ঝাড়ের সাথে ।সময়ের ক্রীতদাস ওইমধ্য বিত্তের বুক চিরে বের হয় আরেকটি দীর্ঘশ্বাস । রাত নামে । ফুটপাথে শুয়ে থাকা মানুষের বিষাদের চোখে স্বপ্নের প্রতিবিম্ব আঁকে । আবার ও সিগারেটের ধোঁওয়া কে সঙ্গি করে রাত সাজায় বাউন্ডুলে প্রেমিক ।কাল দেখা হবার কথা দিয়ে বিদায় নেয় শালিক দুটি ।। আমি শুধু দেখি। আমার দেখতে ভালো লাগে ...



হাজার বছরের পুরানো রাত । ঝিঁঝিঁ পোকাদের উল্লাসের রাত।ক্লান্ত গাছের নিশ্চুপ রাত । চোখে প্রশ্ন বোধক নিয়ে বেঁচে থাকা কোনও এক মেয়ের রাত।হেলুসিনেসনে ভোগা কোনও ছেলের খামখেয়ালির রাত ।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: অসাধারন লেখনী.. চালিয়ে যান :) ব্লগে স্বাগতম

০৯ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

স্কিজোফ্রেনিয়াক বলেছেন: অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ ..সাথে থাকুন । :)

২| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৯

আমিনুর রহমান বলেছেন:




পাঠে ভালো লাগা। আবেগময় লিখা।

১০ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৫

স্কিজোফ্রেনিয়াক বলেছেন: পুলকিত বোধ করছি ... আশা করি সাথে থাকবেন । ধন্যবাদ :)

৩| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৭

অপর্ণা মম্ময় বলেছেন: বানান বিভ্রাট ছাড়া লেখাটা পড়ে খুব ভালো লাগলো।

শুভ কামনা রইলো

১১ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৫

স্কিজোফ্রেনিয়াক বলেছেন: অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ । যদি বিভ্রান্ত মুলক বানান গুলো কে অনুগ্রহ করে উল্লেখ করে দিতেন তাহলে উপকৃত হতাম । :)
সাথে থাকবেন আশা করি । কিপ স্মাইলিং

৪| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৩

সুমন কর বলেছেন: হ্যাপি ব্লগিং........

ভাল লাগল।



অফ টপিক: আপনার ব্লগের মেয়াদ ১দিন ১১ ঘণ্টা। আমিনুর ভাই আর ব্লগার অপর্ণা আপনার পোস্টে মন্তব্য করেছেন। তার মানে তারা আপনাকে চিনে।

১১ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৮

স্কিজোফ্রেনিয়াক বলেছেন: ধন্যবাদ ভাই । আমি ব্লগিং জগতে একেবারেই নতুন । লেখা লিখির জগতেও নতুন বলতে পারেন । এই জগতে আমার তেমন কোনও পরিচিত মানুষ জন নেই । আপনার কথায় যতটুক বুঝতে পারছি উপরোক্ত ২ জন মোটামুটি জনপ্রিয় মানুষ । সে ক্ষেত্রে বলতে পারি আমি মানুষ টা ভাগ্যবান । :) সাথে থাকবেন আশা করি ।

৫| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫২

আরিফ রুবেল বলেছেন: নিয়মিত ব্লগে লিখুন, আপনার আরো লেখা পড়ার ইচ্ছা থাকল।

ব্লগে স্বাগতম, হ্যাপ্পি ব্লগিং B-)

১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০১

স্কিজোফ্রেনিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ । আপনাদের সঙ্গ কামনা করছি । :)

৬| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর লেখা। স্বাগতম ব্লগে।

১২ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৮

স্কিজোফ্রেনিয়াক বলেছেন: ধন্যবাদ আপনাকে । :) সাথে থাকবেন ।

৭| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৭

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার লেখা। খুব ভাল লেগেছে।
স্বাগতম ।


প্রথম পোস্টেই ব্লগার আমিনুর রহমান, অপর্ণা মম্ময়, সুমন কর, হাসান মাহবুব ভাইয়ার কমেন্ট পেয়েছেন সত্যিই ভাগ্যবান আপনি।

১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০০

স্কিজোফ্রেনিয়াক বলেছেন: ধন্যবাদ । আপনাদের অনুপ্রেরণা পেলে আশা করি আরও ভালো লেখা উপহার দিতে পারব ।

আমার ও মনে হচ্ছে আমি মানুষ টা যথেষ্ট ভাগ্যবান :)

৮| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:০১

শুভ্র দা বলেছেন: নাইস পোস্ট

১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৪

স্কিজোফ্রেনিয়াক বলেছেন: অনুপ্রাণিত বোধ করছি .। আশা করি সাথে থাকবেন . :) ধন্যবাদ

৯| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৬

শুঁটকি মাছ বলেছেন: দারুন লেখা!!!!!!
আপনার উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। :)

১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৪

স্কিজোফ্রেনিয়াক বলেছেন: অসংখ্য ধন্যবাদ . :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.