নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুকতাদির নাহিয়ান

আপনি ততক্ষন ই বুদ্ধিমান যতক্ষণ আপনি কাউকে বোকা ভাবছেন না

স্কিজোফ্রেনিয়াক

আমি আছি ..আবার আমি নেই

স্কিজোফ্রেনিয়াক › বিস্তারিত পোস্টঃ

লাল-সবুজের দেশে বিশ্বকাপ.... লাল-সবুজ পতাকা কই ???

১২ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২৬

২০১১ সাল । প্রথমবারের মতো বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ । তখন আমি একটি ফ্যান ক্লাবের সাথে যুক্ত । মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত উত্তেজনা ! উদ্বোধনী অনুষ্ঠানের আগের দিন ক্লাবের মিটিং বসলো। তখন ই কথা টা উঠল ! ফুটবল বিশ্বকাপে সমগ্র বাংলাদেশ নানান দেশের পতাকায় ভরে যায় ! যেই দেশ আমাদের নাম পর্যন্ত শুনে নাই তাদের পতাকা নিয়ে আমরা মাতামাতি করি ! যেই বিশ্বকাপে বাংলাদেশ এখন ও প্রি-কোয়ালিফাইং ম্যাচ খেলে( দুঃখজনক) সে বিশ্বকাপ নিয়ে আমরা উন্মাতাল! আমি নিজেও শেষ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ১৫০ ফুট পতাকা নিয়ে মিছিল করেছি ! অথচ নিজের দেশ এ ক্রিকেট বিশ্বকাপ ! নিজের দেশ খেলছে ! শক্ত প্রতিপক্ষ হিসেবে খেলছে ! কিন্তু কোথাও তেমন পতাকা দেখা যাচ্ছে না ! অদ্ভুত ! কি করা যায় ভাবতে ভাবতে অনেক টা ঝোঁকের বশেই ক্লাবের পক্ষ থেকে লিফলেট ছাপানো হল । বিষয় বস্তু বাড়ির ছাঁদে , বারান্দায় , গাড়ি তে দেশের পতাকা লাগানো এবং পতাকা কে সঠিক ভাবে সম্মান প্রদর্শন ! লিফলেটের সংখ্যা ঢাকার জনসংখ্যার তুলনায় অনেক কম । ভরসা ছিল গেরিলা মার্কেটিং ( মার্কেটিং এর ছাত্রছাত্রী রা ভালো বুঝবে ) ।



আমার জীবনের স্মরণীয় অসংখ্য রাতের মধ্যে ওই রাত একটি । আমি এবং আমার এক বন্ধু ২ ঘণ্টার মধ্যে ড্রাফটিং , এডিটিং শেষ করে লিফলেট ছাপাতে দিলাম আরামবাগের একটি প্রেস এ । ৬ ঘণ্টার মধ্যে লিফলেট ছাপা হল । রাত ৩টায় লিফলেট হাতে পেলাম । সারাদিন খেলা দেখার প্রস্তুতি শেষ করে সারারাত জেগে পেপারে লিফলেট ভরার কাজ শেষ করলাম । ভারত - বাংলাদেশ উদ্বোধনী ম্যাচের দিন সকালে মানুষ পত্রিকার সাথে লিফলেট হাতে পেল । আমরা টানা ৫৬ ঘণ্টা না ঘুমানো অবস্থায় খেলা দেখতে গেলাম !



লিফলেট দেওয়ার ফলে সামগ্রিক ফলাফল কি হয়েছিল জানি না । কিছু টুকরো টুকরো ফিডব্যাক এর কথা বলতে পারি । প্রথম ফোন টা পাই মালয়সিয়া থেকে । ফোন কর্তার ভাই লিফলেট পেয়ে বাসার ছাঁদে পতাকা লাগায় এবং ফোন দিয়ে তার ভাই কে এটার কথা বলে । সে ধন্যবাদ দেওয়ার জন্য আমাদের নাম্বার জোগাড় করেছে ! কথোপকথন যথেষ্ট আবেগ্ ময় ছিল । ২য় ফোন পাই অতিশ দিপঙ্কর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের কাছ থেকে । ওই মুহূর্তে প্রচণ্ড গর্ব অনুভব হচ্ছিল তার কথা গুলো শুনে । এর পর একের পর এক ফোন - মেসেজ আসতে থাকল ।



আবার ও বিশ্বকাপ এসেছে ! এবার বাংলাদেশ আগের থেকে অনেক শক্তিশালী এবং পরিণত দল । সবচেয়ে বড় কথা নিজের দেশ । আবেগ টা সরবোচ্চ থাকার কথা ! দেশের খেলা তো যুক্তি তর্ক নিয়ে দেখতে বসি না , আবেগ নিয়ে দেখতে বসি। আমার পক্ষে সম্ভব হলে সব বিল্ডিং গুলো লাল সবুজ করে দিতাম ! বেক্তিগত ভাবে আমি বিশ্বকাপের ওই সময় টায় ব্যাগে এবং হাতে পতাকা বেধে ঘুরে বেড়াতাম। অন্যরকম শান্তি লাগত। সাহস পেতাম ।



সবার কাছে বিনিত নিবেদন থাকল যথাযথ সম্মান প্রদর্শন করে নিজের বাসার ছাদ , বারান্দা , গাড়ি , বাইক , সাইকেল যেখানেই হোক দেশের পতাকা লাগাই । নিজের অন্তরে লাল সবুজ ধারন করি । সমগ্র দেশ যেন লাল সবুজে ভরে যায় । আমরা আমাদের এই ছোট্ট দেশ টাকে অসম্ভব ভালবাসি । বিশ্ব কে সেটা দেখানোর প্রয়োজন আছে ।



হয়ত পতাকা আইনের কথা আসতে পারে । আমার দৃষ্টি ভঙ্গি এ ক্ষেত্রে কিছুটা ভিন্ন । আমার ক্ষুদ্র মস্তিষ্কে যা বুঝি পতাকা কে যথাযথ সম্মান দিয়ে যদি আমি ভালোবেসে সেটা ধারন করি তাতে সমস্যা থাকার কথা না ! আমাদের জাতীয় সঙ্গীত , জাতীয় পতাকা এসব তো আমাদের অহংকার ! মাঝে মধ্যে এ ধরনের অহংকার বহন করতে হয় ।



চোখ বন্ধ করলেই আমি শুধু লাল সবুজ দেখি আর কানে বাজে- বাংলাদেশ ! বাংলাদেশ !! বাংলাদেশ !!! এই অনুভুতি ভাষায় বর্ণনা করার মতো না ! আমি ভাগ্যবান আমি বাংলাদেশী ! আমি গর্বিত আমি বাংলাদেশী !! অবশ্যই আমি অহংকারী কারন আমি বাংলাদেশী !!!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৬

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: জয় বাংলা

১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩১

স্কিজোফ্রেনিয়াক বলেছেন: আশা করি প্রত্যেক টি ম্যাচের শেষেই এই মন্ত্র মুগ্ধকর বাক্যটি আমরা উচ্চারন করতে পারবো ... :) পতাকা লাগালো হয়েছে তো ???

২| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১২:০০

আমিনুর রহমান বলেছেন:




আমার বারান্দায় সবসময়ের জন্য একটা পতাকা লাগানোই থাকে।



আমি ভাগ্যবান আমি বাংলাদেশী ! আমি গর্বিত আমি বাংলাদেশী !! অবশ্যই আমি অহংকারী কারন আমি বাংলাদেশী !!!

১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩২

স্কিজোফ্রেনিয়াক বলেছেন: :) শুনে অসম্ভব ভালো লাগছে । আমাদের টুকরো টুকরো ভালোবাসা মিলেই তো সমগ্র বাংলাদেশ !!!!

৩| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:০১

শুভ্র দা বলেছেন: স্যালুট ইয়োর প্যাট্রিটওজম

১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১২

স্কিজোফ্রেনিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ :)

৪| ২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১:২১

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার লাগলো পড়ে ! :)

২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩৪

স্কিজোফ্রেনিয়াক বলেছেন: ভালো লেগেছে শুনে অনুপ্রাণিত বোধ করছি । আরও ভালো লাগবে যদি পোস্ট টি পড়ে সবাই নিজের বাসা বাড়ি তে বাংলাদেশের পতাকা লাগায় । ভালো থাকবেন । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.