নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুকতাদির নাহিয়ান

আপনি ততক্ষন ই বুদ্ধিমান যতক্ষণ আপনি কাউকে বোকা ভাবছেন না

স্কিজোফ্রেনিয়াক

আমি আছি ..আবার আমি নেই

স্কিজোফ্রেনিয়াক › বিস্তারিত পোস্টঃ

আমাদের ক্রিকেটারদের গালি দেবার আগে একটু ভেবে দেখবেন কি?

১৭ ই জুন, ২০১৪ রাত ৯:৩৩

"Love is blind , they must have had Bangladesh cricket fans in mind when they said it." এটি অনেকদিন আগে ESPNCRICINFO তে অভিষেক পুরোহিতের লেখা একটি কলামের অংশবিশেষ।



হতাশবোধ করাটা খুব স্বাভাবিক।প্রচন্ড আশাবাদী মানুষও কিছুক্ষন আগে ঘটে যাওয়া ঘটনায় হতাশাবোধ করবে।আমি শেষ কবে হতাশ হয়েছিলাম আমি ভুলে গেছি,সেই আমিই হতাশ!!নতুনভাবে এই ব্যাপারটা অনুভব করতে পেরে কিঞ্চিৎ ভালো ও লাগছে-আমার ও হতাশ হওয়ার ক্ষমতা আছে!তবে হতাশ হয়ে গালির বন্যায় যারা কিছুক্ষনের মধ্যে বাংলাদেশের প্রতিটা খেলোয়াড়কে ভাসিয়ে ফেলবেন তাদের জন্য এই অধমের পক্ষ থেকে নিচের কথা গুলো থাকলো-



এসি কিংবা ফ্যানের নিচে আয়েশ করে বসে কি-বোর্ডের বোতাম চেপে গালি দেওয়াটা খুব সহজ।কাল সকালে ঘুম থেকে উঠে আপনি নিজের মতো করে জীবন শুরু করবেন,ভারসিটি-অফিস যাবেন,কেউ কেউ দুপুরে প্রিয় মানুষটার সাথে লাঞ্চ করবেন,সন্ধায় ফিরে বন্ধুদের সাথে আড্ডা দিবেন,রাতে পরিবারের সাথে সময় কাটিয়ে আরাম করে ঘুমাতে জাবেন।কিন্তু ওই ১৪ টা ছেলে সেটা পারবেনা।আজকের পরাজয় তাদের কে যে মানসিক বিপর্যয়ের মধ্যে ফেলেছে সেটা কাটিয়ে উঠতে তাদের কতদিন সময় লাগবে আমি জানি না,তবে অন্তত আগামি কয়েকটি রাত তাদের ঘুম হবে না এটা নিশ্চিত।নিজেদের আত্মহত্যার দৃশ্য গুলোই চোখের সামনে ভাসবে।ঘরে কিংবা মাঠে বসে খেলা "দেখে" আমাদের যদি এতো কষ্ট লাগতে পারে , তাহলে মাঠের মধ্যে সারাদিন খেলার পর এই পরাজয়ের ভার বহন করতে তাদের ক্যামন কষ্ট লাগবে সেটা ভেবে দেখার অনুরোধ থাকল।



একজন খেলোয়াড়ের "খেলোয়াড়" হয়ে ওঠার গল্পটা অনেক জটিল।আমরা শুধু সামনে থেকে তাদের সম্মান-খ্যাতি-জশ-অর্থ টাই দেখি। কিন্তু এর জন্য তারা যে স্যাক্রিফাইস গুলো করে সেটা আমরা জানিও না জানতে চাইও না।প্রচন্ড কষ্ট করে একটা ছেলে যখন নিজেকে খেলোয়াড় হিসেবে তৈরি করে তখন সে নিশ্চয়ই হারার জন্য মাঠে নামে না?সমর্থক হিসেবে যদি আজকে আমরা কষ্ট পেয়ে থাকি,আমাদের মনে আগুন জ্বলতে থাকে তাহলে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলের ড্রেসিং রুমের কথাটা চিন্তা করার অনুরোধ থাকল।



পরাজিতকে কেউ পছন্দ করে না।মানুষ চায় জয়ীদের পক্ষে থাকতে।পরাজিতরা সবসময় উপেক্ষিত,সবসময় নিগৃহীত।তাদের জন্য ভালোবাসা থাকে না।ক্লাসের দুর্বল বাচ্চাটাকে সবাই বাঁকা চোখেই দেখে।কিন্তু সব কিছুর পর আমরা বাংলাদেশি।ক্রিকেট আমাদের কাছে শুধুমাত্র খেলা না,জয়-পরাজয়ের থেকেও বেশি কিছু জড়িত থাকে এই খেলাটার সাথে।আমরা নাহয় আমাদের দুর্বল বাচ্চা টাকে গালি না দিয়ে মাথায় হাত বুলিয়ে আদর ই করে দিলাম।শত হোক আমরা বাংলাদেশি,আমরা সবার থেকে আলাদা।



অভিষেক পুরোহিতের লেখার কিঞ্চিৎ অংশ তুলে দিলাম।পড়ে দেখতে পারেন।খারাপ মনটা কিছুটা হলেও ভালো হবে।

"...it is a long word-Bangladesh. You need to say it with intensity and fervor to get it all out in one,powerful shout.the crowd is never lacking in both .CHEERS is actually an understatement,these are full blooded,deep throated ROARS.you have to have unshakable faith in something down to your deepest core to be able to let out this roar.cricketers are widely adored in India and Pakistan too.but this feels different.These roars are like blank cheques with lifetime validity.signed by the fans for the players.maybe it s a Bengali things!!"

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৪ রাত ১০:৫৭

মনিরুল হাসান বলেছেন: খেলোয়াড়দের গালি দেয়ার আগে ভেবে দেখা যায়। কিন্তু আজকে যারা বাংলাদেশ দলে খেললো, খেলা দেখে তাদের আদৌ কি 'খেলোয়াড়' বা 'ক্রিকেটার' বলে মনে হয়েছে?

১৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

স্কিজোফ্রেনিয়াক বলেছেন: সত্যিকার অর্থেই তারা যেভাবে দায়িত্বজ্ঞানহীন ভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছে তাতে করে তাদের দায়বদ্ধতা নিয়েই প্রশ্ন উঠে যায়। যদি আসলেই মুশফিক এবং অন্যান্য খেলোয়াড়েরা তাদের প্রতি আমাদের অন্ধ ভালোবাসা কে উপলব্ধি করে থাকে এবং সেই ভালোবাসা কে সম্মান জানাতে চায় তবে তাদের উচিৎ আমাদের কাছে ক্ষমা চাওয়া । আপনার সাথে একমত , অন্তত কালকের ম্যাচে তাদের মধ্যে কোনও খেলোয়াড় সুলভ আচরণ দেখা যায়নি ।

২| ১৭ ই জুন, ২০১৪ রাত ১১:১৯

স্লিপওয়াকিং সাদমান বলেছেন: মনের কথা বলে দিলেন ^_^

১৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

স্কিজোফ্রেনিয়াক বলেছেন: ধন্যবাদ :)

৩| ১৭ ই জুন, ২০১৪ রাত ১১:৩৫

একজন ঘূণপোকা বলেছেন:
আর কত??


তারপরও ওরা আমাদের আশার জায়গা। আশা রাখি ভাল করবে।

কিন্তু কবে পাঞ্জেরি??

উত্তর জানা নেই :(

১৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

স্কিজোফ্রেনিয়াক বলেছেন: বার বার হতাশ হয়েও মন ক্লান্ত হয়না । কবে আমাদের আশা পুরন হবে তা জানি না । তবে অপেক্ষায় থাকবো । :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.