নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

নদী ও বঙ্গোপসাগরে জেগে ওঠা চরে গড়ে উঠবে শিল্পনগরী

১০ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

দেশের নদ-নদী ও বঙ্গোপসাগরে জেগে ওঠা চরাঞ্চল আর পতিত আর থাকবে না। ওই চরগুলোর ভূমির উন্নয়ন করে সেখানে পরিবেশ উপযোগী শিল্পনগরী গড়ে তুলবে সরকার। এরই মধ্যে পরিকল্পিত শিল্পনগরী গড়ে তোলার উপযোগী কিছু চরের জমি উন্নয়নের জন্য অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের অনুকূলে বন্দোবস্ত দেওয়া হয়েছে। আরও কয়েকটি এলাকার জমি নির্বাচন করা হয়েছে, যেগুলোর অবকাঠামো উন্নয়নের জন্য ওই জমির বন্দোবস্ত চলছে। শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য প্রাথমিকভাবে যেসব এলাকা নির্বাচন করা হয়েছে তার মধ্যে রয়েছে-সিরাজগঞ্জ ও যমুনা নদীতে জেগে ওঠা চর। যমুনা নদীর বঙ্গবন্ধু সেতুসংলগ্ন এলাকায় অব্যবহূত জমি ও জেগে ওঠা চর। চট্টগ্রামের মিরসরাই, সাধুরচর, পীরের চর এবং চর মোশাররফ এবং ফেনীর সোনাগাজীতে শিলাঞ্চল স্থাপনের লক্ষ্যে এরই মধ্যে জমি বন্দোবস্ত নিয়ে কাজ শুরু হয়েছে। টেকনাফের জালিয়ার চর ও সেন্ট মার্টিন এলাকায় টুরিজম পার্ক স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী এবং তথসংলগ্নে অবস্থিত চরাঞ্চলেও শিল্পাঞ্চল স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। চরাঞ্চলে পরিবেশ উপযোগী মনোটাইপ ক্লাস্টার শিল্প স্থাপনে এগিয়ে যাবে বাংলাদেশ।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:



জমির মালিকানা কাহারা পাচ্ছে? আওয়ামী লীগ, ছাত্রলীগ? নাকি আরবে চাকুরীরত শ্রমিক?

২| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: ভাল উদ্যোগ , তবে খেয়াল রাখতে হবে এগুলি যেন পরিবেশবাদীদের চোখের জলে ভেসে না যায় !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.