নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

Selimanwar27@yahoo.com Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত এক জাতি অদ্ভুত রাজনীতি

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১১



অদ্ভুত এক জাতি

অদ্ভুত রাজনীতি

অদ্ভুত এক দেশ

এদেশে রক্ষক হয়ে যায় ভক্ষক।



রক্তপায়ীরা দিনের আলোয়

তাদের শোষনে নিঃশেষিতের পাশে

হত্যাকারী আজ জীবন রক্ষাকারী

সেজে বসে আছি

খুব কাছাকাছি।



মুক্তিযোদ্ধা সনদ আজ রাজাকরের হাতে

মুক্তিযোদ্ধারাই বরঞ্চ বঞ্চিত লাঞ্চিত অবহেলিত

এমন কি নব্যমুক্তিযোদ্ধাদের হাতে!

বিচার চাইলেই সেই সুযোগে প্রতিপক্ষের কয়জন ফাঁসির দরিতে!

আমরা এখন চ্যাম্পিয়ন অন্যের ঘাড়ে নিজের দোষ চাপাতে।



পারলে দেশটা নিজের নামে করে নিই

ভালো কিছু হলে তা শুধু আমার কারনেই।

পেশাদার খুনি! তাদের ছেড়ে দিই

আর হত্যা হলে বিরুধীদের ঘাড়ে চাপিয়ে দিই

পথচারীর জীবন কেড়ে নিই।



কত মানুষ অনাহারে

তাদের দিকে তাকানোর সময় নাই

নিজে বাড়ী গাড়ী ক্ষমতা ছাড়া কোন কিছু ভাবি নাই।

এ কেমন মানুষ হলাম এ কেমন মানবতা

এ কেমন প্রেমিক যার কাছে প্রেমিকাই ধর্ষিতা।



অদ্ভুত এক জাতি

অদ্ভুত রাজনীতি

অদ্ভুত এক দেশ

এদেশে রক্ষকই হয়ে যায় ভক্ষক!!

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: অদ্ভুত এক জাতী
অদ্ভুত রাজনীতি
অদ্ভুত এক দেশ
এদেশে রক্ষকই হয়ে যায় ভক্ষক!!

সুন্দর লেখা
ভাললাগা +

২০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ....কবি এখনে কি বুঝাতে চেয়েছেন?

২| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৫

বোকামন বলেছেন: সম্মানিত লেখক,

খুব কাছাকাছিতে লিখেছেন....

২০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ

৩| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৫

শান্তা273 বলেছেন: এ কেমন মানুষ হলাম এ কেমন মানবতা
এ কেমন প্রেমিক যার কাছে প্রেমিকাই ধর্ষিতা।

খুব ভালো লাগলো।
++++++++++

২০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা থাকলো।

৪| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:


কিছু সত্য কথা তুলে ধরার জন্য ধন্যবাদ।

২০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুস্বাগতম।

৫| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৪

ঘুড্ডির পাইলট বলেছেন: অদ্ভুত এক জাতী
অদ্ভুত রাজনীতি
অদ্ভুত এক দেশ

২০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কি?
কেমন আছেন গুড্ডির পাইলট

৬| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৭

অনীনদিতা বলেছেন: গাছে কে যেন লটকে আছে;)

কবিতায় ভালো লাগা:)

২০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪০

সেলিম আনোয়ার বলেছেন: জাতি লটকে আছে......
আমিতো এই জাতির প্রতিনিধি তাই না।

৭| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৭

বনলতা মুনিয়া বলেছেন: অদ্ভুত এক জাতী
অদ্ভুত রাজনীতি
অদ্ভুত এক দেশ
এদেশে রক্ষকই হয়ে যায় ভক্ষক!!

২০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪১

সেলিম আনোয়ার বলেছেন: বনলতা কে সা হে আপ?

৮| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১:১২

সপ্নাতুর আহসান বলেছেন: বেশ সুন্দর কবিতা।
''জাতি''র পরিবর্তে ''জাতী'' ব্যবহার করেছেন, এটি কি বিশেষ কোন অর্থ বহন করে?

২০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: প্রথমে ঝাতি ব্যবহার করতে চেয়েছিলাম..পরে জাতী ..তবে এখন...জাতি লিখতে বাধ্য হলাম....একটা জাতির মধ্যে এত ক্যাচাল থাকলে জাতী না লিখে উপায় আছে......মনোকষ্টে তা ব্যবহার করেছিলাম...আচ্ছা বলেন তো কবি ...কবি তো শব্দ ব্যবহারের কারিগর তাই নয় কি?
ধন্যবাদ শুভকামনা।

৯| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১:৪০

একজন আরমান বলেছেন:
অদ্ভুত এক জাতি !

২০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: এই আপনাদের জন্য কিছুই করবার পারলাম না। :)
জাতি লিখেছি এখন খুশি।
ভাবছিলাম কবিতা পড়ে বিশেষ করে কবিরা দারুন পছন্দ করবে আমার কাব্য প্রতিভা দেখে.......আহারে!

শুভকামনা থাকলো

১০| ২০ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৫

নিয়েল ( হিমু ) বলেছেন: কঠিন বাস্তবতা +++

২০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ শুভকামনা থাকলো

১১| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৭

আবিদ ফয়সাল বলেছেন:








অনীনদিতা বলেছেন: গাছে কে যেন লটকে আছে;)
লেখক বলেছেন: জাতি লটকে আছে......

চরম সত্য কথা বলেছেন বস্ ! আপনাকে স্যালিউট ...

২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৯

সেলিম আনোয়ার বলেছেন: kobita pathey dhonnobad....ai kobitai comment kortey sotsahosh lagey..........................valo thakben sobsomoi

১২| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৭

ইখতামিন বলেছেন:
গাছে জাতি লটকে আছে,
কে বাঁচাবে!!

কবিতায় ভালো লাগা.

২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩০

সেলিম আনোয়ার বলেছেন: allah tayala valo janey

১৩| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫

আশিক মাসুম বলেছেন: অদ্ভুত এক জাতি
অদ্ভুত রাজনীতি
অদ্ভুত এক দেশ
এদেশে রক্ষকই হয়ে যায় ভক্ষক!!


হাসা কতা

২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩০

সেলিম আনোয়ার বলেছেন: hasa kotar dam nai
hasa kotha britha tai

১৪| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হুম।

২১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১২

সেলিম আনোয়ার বলেছেন: হুম মানে হুমকি দিলা সুইটি.......?
শুভসকাল

১৫| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৮

ফারজানা শিরিন বলেছেন:
পারলে দেশটা নিজের নামে করে নিই
ভালো কিছু হলে তা শুধু আমার কারনেই

:দ

২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৯

সেলিম আনোয়ার বলেছেন: kobita pathey dhonnobad.....v alo thakben sobsomoy

১৬| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Kobitay boraborer motoi droher agun. Comotkar !!

২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই আমার ব্লগে সুস্বাগতম..কেমন আছেন আপনি?শুভকামনা থাকলো....

১৭| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৭

তাসজিদ বলেছেন: অদ্ভুত দেশ, অদ্ভুত রাজনীতি।

রাজাকার আলবদর রা নাকি আজ দেশপ্রেমিক।

আর আমরা ফ্যাসিবাদী।

২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: গনতন্ত্রিক চেতনার উন্মেষ ঘটাতে হবে..জনস্বার্থে দেশের স্বার্থে এই দেশেরে রাজনীতিবিদদের নীল নক্সায় পুতুল খেলার পুতুল হওয়া চলবে না..এ্ই দেশের ঘৃন্য রাজনীতি র সমাপ্তি ঘটানো লাগবে.......আদর্শহীন কোন রাজনৈতিক দলে নিয়ে গর্ব করার কিছু নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.