নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তোমার প্রেমে বৃক্ষ প্রেমি

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৪



তোমার প্রেমে কোমর অবধি গেঁথে গেছি আমি

আমার পায়ে শিকড় গজিয়েছে

আমার ভিতর বৃক্ষের জীবন

আমি থেমে গেছি

আটকে গেছি তোমর হৃদয়ের চোরাবালিতে !





দিনকে দিন ডুবছি

শিকড় গুলো ছড়িয়ে পড়ছে মাটির গহীনে

আমার কান্ডটা ডালপালা গজিয়ে

ছড়িয়ে পড়ছে ক্রমশ।

কত পাখি বসেছে আমার শাখাপ্রশাখায়

কত পাখিই বাসা বাঁধতে চেয়েছে চায়

কত গুলিকে আমি বাসা বেঁধে দিতে চেয়েছি

উড়ে গেছে সবগুলোই

সবাইকে বাসা বাঁধতে দিতে পারি না

সব তো ধারণ করার যোগ্য আমিনই।





তুমি যেদিন এসে ছিলে

মগডালটায় বসে ছিলে

দোলা দিয়েছিলে

সেদিন থেকে

তোমাকে বাসা গড়ে দিব বলে

এত পত্রপল্লব গজালাম

মাটির আরো গহীনে শিকর বাড়ালাম

ডালপালা গজিয়ে মহীরুহ হলাম

বৃক্ষের জীবন নিয়ে অচল দাঁড়িয়ে থাকলাম;

দিনকে দিন তোমার প্রতিক্ষায়।



কত পখি ডানা ঝাপটায়

কত পাখি আসলো গেলো

আমি ভেবে বসে আছি

তুমি হয়ত বাসা বাঁধবে আমায়

ফুল ফল বীজ জীবন পরিক্রমায়

তোমার প্রেমে বৃক্ষ প্রেমি

পাখি বৃক্ষ খেলায়;

একটি বাসাই বাঁধবো

আমি বৃক্ষ; সুখপাখি, সেই বাসাটি বেঁধে দেব তোমায়।

মন্তব্য ৫০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৯

লেখোয়াড় বলেছেন:
নিটোল প্রেমের নিটোল কবিতা।
ভাললাগা জানিয়ে গেলাম।

শুভকামনা।

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: আমার ব্লগে সুস্বাগতম...শুভকামনা থাকলো নিরন্তর আর মনে রাখবেন এই আমাকে

২| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪০

shfikul বলেছেন: ভালো লেগেছে

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কবি..ভালো থাকবেন সবসময়।

৩| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'Droho' convarted by love ! Why? N' who is this beuty ?

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২২

সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসা আর বিদ্রোহ..বিদ্রোহ আর ভালবাসা,,দারুন সহবাস
সে আসবে কবে..সে কেমন..সে কে..বেলা যে পড় এল
শুবকামনা লিটন ভাই নিরন্তর

৪| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:




+++++++++++++ চমৎকার একটি প্রেম বিরহের কবিতায়

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কান্ডারী....আপনি দারুণ লেখেন.....নিরন্তর শুভকামনা থাকলো।

৫| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: প্রেমের কবিতা পড়ে ভাল্লাগলো!

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কতটা ভালো লেগেছে..বুঝলাম না তো....শুভকামনা চিরন্তনী

৬| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২১

নিয়েল ( হিমু ) বলেছেন:
আমি থেমে গেছি , আটকে গেছি
তোমার হৃদয়ের চোরাবালিতে ।


ভাল লাগছে বুঝতেছেন নিশ্চয় ? :)

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা তা বেশ বুঝতে পারছি.............................প্রেম অপ্রেমের চোরাবলিতে
ভালো থাকবেন নিয়েল...সবসময়।

৭| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫

রহস্যময়ী কন্যা বলেছেন: প্রেমে পড়ে শিকড় গজিয়ে গাছই হয়ে গেলেন শেষ পর্যন্ত ভাইয়া????? প্রেমের কবিত অনেক ভালো হয়েছে.... :)

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: খুব খুশি হলাম..আগে কবিতা ঠিক হোক তারপর প্রেম শুরু করবো..সাফল্য সুনিশ্চিৎ ভালো থাকবেন সবসময়।

৮| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৮

নেক্সাস বলেছেন: এত এত প্রেমের আবেগ কই পান ভাই?


+++

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: আল্লাহ জানে বিয়ের আগপর্যন্ত এটি চলতেই থাকবে..চৈত্রমাস আবেগটা একটু বেশি কেনে জানি..সুপ্রিয় ব্লগার ভালো থাকবেন সবসময়।

৯| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫

একজন আরমান বলেছেন:
ভালো লাগলো।

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: মহান ব্লগার আরমান কবিতা পাঠে ধন্যবাদ শুভকামনা থাকলো।

১০| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৯

বোকামন বলেছেন:






এত পত্রপল্লব গজালাম
মাটির আরো গহীনে শিকর বাড়ালাম
ডালপালা গজিয়ে মহীরুহ হলাম
বৃক্ষের জীবন নিয়ে অচল দাঁড়িয়ে থাকলাম


বৃক্ষের প্রতি ভালোবাসা খুজে পেলাম .....



২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: যার বুঝা সে বুঝেনারে ভা্ই....হায়! আমি অপার হয়ে বসে আছি!!

শুভকমনা ভালো থাকবেন সবসময়।

১১| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৪

অনীনদিতা বলেছেন: বাপরে,কত প্রেম;)
দারুন :)

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: এ হৃদয় চিড়ে যদি দেখানো যেত...সে কথা তুমি মানতে.....শুভকামনা থাকলো নিরন্তর।

১২| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮

শায়মা বলেছেন: হায় হায় এতদিনে বুঝলাম শেকড় গজিয়ে যাওয়া কাকে বলে।

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০১

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি ..শিকড় গজিয়ে আমি স্থবির হয়ে গেছি..আর বেশি হলে আমি জড় হয়ে.যাব কিংবা মমি।

১৩| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৮

আমি বাঁধনহারা বলেছেন:






এখনো প্রেম করতে ইচ্ছে করে
কত সুন্দরী দেখি পথের ধারে..
কিন্তু মনের কথা বলব কী করে!!
যৌবনের সব রস গিয়েছে ঝড়ে
কেউ বেনারসি শাড়ি পড়ে...
আসবে না আমার বাসর ঘরে!!


ভালো লাগল:++++++++++]




ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১১

সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি কবি..আমার তো অনেক রস..প্রেম চাই.....প্রেম ছাড়া আমি বাধনহারা....
শুভকামনা থাকলো।

১৪| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১২

মাক্স বলেছেন: কত পাখি আসলো গেলো? B:-) B:-)
সব পাখি কবিদের কাছেই কেন যায় /:) /:)

লেখাটি ভালো লাগলো!

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪

সেলিম আনোয়ার বলেছেন: স্যার কেমন আছেন......শুভকামনা থাকলো নিরন্তর.......আপনার পরবর্তী ক্লাস কবে?

১৫| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৪

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার কবিতা...........

ভালোবাসার শিকড়-বাকড়, বৃক্ষ কথনে ভালোলাগা.............

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার আপনার কমেন্টে আমি উৎসাহিত বোধ করছি.....নিরন্তর শুভকামনা থাকলো।

১৬| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৭

*কুনোব্যাঙ* বলেছেন: বাহ ছবিটার সাথে কবিতাটা দারুণ মানিয়েছে


দশম +++++++ :)

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ....বিখ্যাত সেলিব্রিটি ব্লগার ..নিরন্তর শুভকামনা থাকলো।

১৭| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৩

*কুনোব্যাঙ* বলেছেন: খাইসে... এইডা কি কৈলেন সেলিম ভাই :(

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: আশিক মাসুম ভাইয়ের পোস্ট থেকে..সেলিব্রিটি ব্লগার শব্দটা জেনেছি..সেটা দিয়ে বাক্য রচনা করা শিখছি.....আর আপনিতো এখন ফ্যামাস ব্লগার।

১৮| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

আবু সালেহ বলেছেন: একটি বাসাই বাঁধবো
আমি বৃক্ষ; সুখপাখি, সেই বাসাটি বেঁধে দেব তোমায়।
++

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০

সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পর ...আমার ব্লগে সুস্বাগতম।ভালো থাকবেন নিরন্তন।

১৯| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

একজন আরমান বলেছেন:
লেখক বলেছেন: মহান ব্লগার আরমান কবিতা পাঠে ধন্যবাদ শুভকামনা থাকলো।

কিরে ভাই হঠাৎ আমারে পচাইতে ইচ্ছা করলো নাকি? :|| :|| :||

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০২

সেলিম আনোয়ার বলেছেন: ভালোবেসে একটু অন্যনামে ডাকলাম এতে পচানোর কি হলো সুপ্রিয় ব্লগার....কি জমানা আসলো..প্রশংসা করলেও মানুষ ইনসাল্ট ভাবে আরেকটা ধার্মিক পোস্ট দেয়া লাগবে...মিলাদ মাকৃা পোস্ট।শুভকামনা থাকলো সুহৃদ। :)

২০| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!

ভাললাগা নিবেন কবি।

+++++

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

সেলিম আনোয়ার বলেছেন: আমার ব্লগে সুস্বাগতম..ভালো থাকবেন নিরন্তর..ধন্যবাদ

২১| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

একজন আরমান বলেছেন:
হা হা হা।
ভাইরে যুগটাই এমন হয়ে গেছে !

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

সেলিম আনোয়ার বলেছেন: মনটা খুব খারাপ,,একটাএডল্ট সরকার বিরুধী পোস্ট দিলাম....যে রাজাকারের কারণে আমার বাবা ..দদারা ৭১ এ নির্যাতিত তারছেলে এখন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।!!!

২২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:০১

সায়েম মুন বলেছেন: কবিতার নাম দিতে পারতেন তোমার প্রেমে বৃক্ষ আমি। :P

২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৬

সেলিম আনোয়ার বলেছেন: তা পারতাম..কবি কবিরা হলো রাজা চরম সেচ্ছাচার..ব্যকরণ মানে না বানান মানে এরচেয়ে মজা আর কি আছে?..সাদে কি আর রাজার রাজা....শুভকামনা কবি,,ভাল থাকবেনসবসময়।

২৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৭

ঘুড্ডির পাইলট বলেছেন: চমতকার !

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: চমৎক্র সে তো হতেই হবে হুজুরের মতে অমতকার ঠাঠা ঠা

২৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:২০

আরজু পনি বলেছেন:

বাহবা! উপমাতো জব্বর দিয়েছেন!!!





আসতে দেরী হলো বলে দুঃখিত।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার.....শুভনা কামনা রইলো নিরন্তর...ভালো থাকবেন সবসময়।
উপমা প্রতিক্ষণে জন্মায় নিত্য নতুন ঢঙে
কবিতা পাঠে ধন্যবাদ..

২৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুস্বাগতম !!!! B:-)


কবি আমি আপনার ব্লগ সবসময় পড়ি!! প্রোফাইল পিকচার পরিবর্তন করেছি। :)


২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: তাই নাকি?ধন্যবাদ...ভালো থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.