নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্যানগি (pangea) - বিস্ময়কর হলেও সত্যি :)

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৬

এটা কোন গালি নয়।অনেক অনেক আগের কথা ।তখন পৃথিবীতে একটা মহাদেশ ছিল।সেটির নাম ছিল প্যানগি।







সেই মহামহাদেশের মাঝখানে একটা সাগর ছিল।সেটির নাম টেথিয়ান সি।বা টেথিয়ান সাগর।



একসময় প্যানগি ভেঙ্গে ২ টা মহা মহাদেশ হলো। একটার নাম গন্ডোয়ানা আরেকটার নাম লরেশিয়া। গন্ডোয়ানা দক্ষিণ গোলার্ধে।দক্ষিন মেরু পর্যন্ত বিস্তৃত।আর লরেশিয়া উত্তর মেরু পর্যন্ত এবং তা উত্তর গোলার্ধে।



ভারত উপমহাদেশ বর্তমানে উত্তর গোলার্ধে অবস্থিত হলেও সেটি কিন্তু দক্ষিণ সুপার কনটিন্যান্ট বা মহা মহাদেশে তথা গন্ডোয়ানা ল্যান্ডের অংশ ছিল।

গন্ডোয়ানা ভেঙে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা,অষ্ট্রেলিয়া,ভারত, এন্টারকটিকা মহাদেশ সৃষ্টি করে।



আর লরেশিয়া ভেঙে এশিয়া, ইউরোপ,উত্তর আমেরিকা সৃষ্টি হয়।



আমাদের বাংলাদেশ কিন্তু দীর্ঘ সময সাগর গর্ভে ছিল।সহজভাষায় সমুদ্রপৃষ্ঠ।

ভারত প্লেট ক্রমাগত উত্তরে সাতার কাটতে কাটতে এশিয়ান প্লেট এ এসে প্রবল ধাক্কা দেয়।এশিয়া আর ভারেতের মধ্যবর্তী পাললিক শিলাগুলো দুদিক থেকে ঢাক্কা খেয়ে উচুতে উঠে যায় এবং হিমালয় পর্বতমালার সৃষ্টি করে।তার মানে হিমালয় পর্বতমালা একসময়কার সমুদ্রভূমি।



গ্রেট হিমালয় পর্বতমালা ক্ষয় হয়ে বেঙ্গলবেসিনে জমা হতে হতে বাংলাদেশের সৃষ্টি হয়েছে। একমাত্র দিনাজপুর শিল্ড এরিয়া যা বরাবরই মহাদেশ বা স্থলভূমি ছিল বাকী পুরোটাই সমুদ্রের নীচে সমুদ্র ভূমি ছিল।



পৃথিবী প্রকৃতিগত ভাবে পরিবর্তন শীল।একটা গতিশীল ব্যবস্থাপনার মধ্যে দিয়ে মহাসাগর মহাদেশ নিয়ত পরিবর্তন হচ্ছে।এটাকে কন্টিনেন্টাল ড্রিফট ,প্লেট টেকটনিক থিওরী দিয়ে প্রমান করেছেন,ওয়েগনার নামে একজন বিজ্ঞানী।আটলান্টিক মহাসাগর প্রসিারিত হচ্ছে আর সংকুচিত হচ্ছে প্রশান্ত মহাসাগর।





বাংলাদেশ একসময় দক্ষিণ গোলার্ধের মেরুর কাছাকাছি বলতে গেলে সমুদ্রপৃষ্ঠ ছিল সেটি আজ উত্তর গোলার্ধের এশিয়ামহাদেশের একটা দেশ।কত হাজার মাইল দীর্ঘ পথ সাতরে আজ এটি আজকের অবস্থানে।ব্যাপারটা কতটা বিস্ময়কর একবার ভাবুনতো।







প্যানগি মহাদেশটি কিন্তু এক্সিস্ট করেছে মেসোসয়িক সময়ের মাঝামাঝি পর্যন্ত ।মেসোজোয়িক ইরা বা মহাযুগ কিন্তু স্মরনীয় হয়ে আছে বিশালাকার ডাইনোসরের উপস্থিতি এবং তাদের একস্টিংশন বা বিলোপ ও ঘটে ক্রিটেশিায়াস পিরিয়িডের শেষে।তাদের বিলুপ্তি নিয়েও আছে মজার মজার হাইপোথেসিস ।সেগুলো নিয়ে পরে সময় করে লিখা যাবে।



ছবি- নেট

.....................................................

লেখক একজন ভূ-বিজ্ঞানী কাজেই ব্যাপার গুলো উদ্ভট নয়। এবং অনেক ব্লগার পেনগি সম্বন্ধে আগে জেনে থাকতে পারেন।

মন্তব্য ৬০ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৩

মদন বলেছেন: ভালো লাগলো

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার ১ম কমেন্টে ধন্যবাদ। কত অজানারে টাইপ পোস্ট দেখে পোস্টটি করলাম। বাংলাদেশের অতীতই যেখানে অজানা।সেটা জনানোর জন্যএ পোস্টের অবতারণা।

২| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৭

কালোপরী বলেছেন: :)

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কলোপরী ইমোটিকোন হাসিতে ধন্যবাদ।

৩| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ। প্রিয়তে রাখলাম।

ষ্টেথিস সাগরের বিষয়ে জেনেছিলাম.....তবে এত বিস্তারিত নয়।

আসলেই মহাকালের খেলায় আমরা কতইনা নাদান....

মনে হয় আজ আমি বিন্দু বিন্দু যে বালিকণা ঠেলে যাচ্ছি মহাকাল তাই দিয়ে রচনা করছে বিশাল বিশাল কাহিনী।

অনদিকালে হয়তো আবার কোন এক "আমি" আবার পড়বে- এই গভীর মহাসাগর এক সময় বিশ্বের সবচে উচু পর্বত শৃঙ্গ ছিল!!!!!!!

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয়ব্লগা তৃতীয় ছবিতে উত্তর আমেরিকা আর ইউরেশিয়ার মাঝখানে টেথিয়ান সাগর দেখা যাচ্ছে।


অটলান্টিক মাসাগর কয়েক সেন্টেমিটার করে প্রসারিত হচ্ছে প্রকত বছরে। কাজেই পৃথিবী গতিশীল।

কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো।

৪| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২২

পরিবেশ বন্ধু বলেছেন: ইতিহাসের সাক্ষ্য
সুন্দর সব তথ্য
যেন বাস্তব সত্য

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার বহুদিন পর ব্লগে। সুস্বাগতম। নিরন্তর শুভকামনা থাকলো।

৫| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

আহলান বলেছেন: ভালো লাগলো

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। এত গুরুত্বপূর্ণ বিষয়ে পোস্ট দিলাম পাঠক নাই কমেন্ট ও না ই। দুঃখিত। এজন্য এমন পোস্ট দিতে নিরুৎসাহিত বোধ করি।আবার ফেসবুকে দেখলাম সামুর সঙ্গে অন্য এক ব।গের তুলনায় বলা হয়েছে সামুর ১ম ৫টা পোস্ট আর অন্য ব্লগের ১ম ৫টা তুলনায় আনরে ই নাকি বুঝা যাবে সামুর দৈন্যদশা। দোষ চাপানো হলো মডুদের। অথচ একখান পোস্ট দিলাম এটিতে পাঠক ক ই বা কমেন্ট ই বা কোথায়?

৬| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পড়ে ভিন্ন স্বাদ পেলাম । +++++++++++++++

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো। সবচেয়ে বড় তালগাছ কোনটি পোস্ট দিলে ইহার পাঠক হয়তো্ হাজার খানেক হত।


শুভকামনা থাকলো ।

৭| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

অনিক্স বলেছেন: প্রিয়তে।
বাংলাদেশের ইতিহাস পাঠ্যবইয়ের আর্য আমলেই শেষ। অনেক ভেবেছি ডাইনোসর যুগে এই অংশ ছিল নাকি না। অনেক ধন্যবাদ।
+++

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

সেলিম আনোয়ার বলেছেন: ডাইনোসর যুগের শেষ পিরিয়ডকে বলা হয় ক্রিটেসাস পিরিয়ড। এই পিরিয়ডে ভারত ও এশিয়ান প্লেট এ সংঘর্ষ বাধে।ওখান থেকে সৃষ্টি হতে থাকে হিমালয়। দিনাজপুর জেলার বয়স অনেক প্রাচীন। বাকিটা তখনো সমুদ্র।

৮| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

তামিম ইবনে আমান বলেছেন: ভুগোল বই

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

সেলিম আনোয়ার বলেছেন: আমি ভূগোলের ছাত্র নই। এস এসসি লেভেল পর্যন্ত এটি জানিনি। এইচ এসসিতে ভূগোল ছিলন। অনার্স এ হিস্টোরিকাল জিওলজিতে এভেন্ট গুলো জানার সুযোগ হয়েছে।

কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।

৯| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

বোকামন বলেছেন:

চমৎকার একটি পোস্ট ! ৪+
[বিষয়টি সম্পর্কে জানা ছিল]

কবি মাঝে মাঝে এই ধরনের পোস্ট দিবেন আশাকরি :-)
ভালো থাকবেন।

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কবি কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামরা থাকলো। তবেআরেকটা মজার বযযাপার বলি বর্তমান সমুদ্রসীমার ১৫ মিটার বেশিউচুতে বাংলাদেশের সমুদ্রসীমা ছিল।ভেবে দেখুনতো সমুদ্র কোন পরযন্ত বিস্তৃত ছিল।

শুভকামনা থাকলো ।

১০| ১৪ ই জুন, ২০১৩ রাত ৮:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ভিন্ন সাধের পোষ্ট পেলাম আপনার কাছ থেকে ! শুভকামনা সেলিম ভাই !

১৪ ই জুন, ২০১৩ রাত ৮:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

১১| ১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৪০

পাকাচুল বলেছেন: একটা এনিমেশন দেখলে কেমন হয়? ভিডিওতে খুব ভালো বুঝা যায়।

১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: দারুণ হয়। ব্যাপারটার সত্যতা মিলে। অনেক ধন্যবাদ ।ভাল থাকবেন সবসময়।এই শুভকামনা থাকলো ।

১২| ১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৪৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম পোস্ট ভালো লাগলো । :)

১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১৩| ১৪ ই জুন, ২০১৩ রাত ১০:১৩

মামুন রশিদ বলেছেন: এটা কি আপনার লেখা ??


সুন্দর, তথ্যবহুল ।

১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার বিশিষ্ট ভূতত্ত্ববিদদের লিখাগুলো আমার ভাষায় লিখেছি। আসলে এই ব্যাপারগুলো পড়তে গিয়ে দারুণ বিস্মিত হয়েছিলাম।মজা ও পেয়েছিলাম। তাই সবার জন্য খুব সহজ করে বোধগম্য করে লিখার চেষ্টা করেছি।

কমেন্টেও ভাললাগায় ধন্যবাদ।

১৪| ১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৩৯

এক্সপেরিয়া বলেছেন: ভাল লাগল....ইতিহাস খুব পড়ি....

১৫ ই জুন, ২০১৩ রাত ৮:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।এটা প্রগৈতিহাসিকইতিহাস। মানুষের জন্ম খুব বেশিদিনআগে নয়আরএগুলো তো লক্ষ কোটি বছরআগের ঘটনা।

১৫| ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:২২

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: দারুণ পোস্ট ! +++++++++++++++++++

১৫ ই জুন, ২০১৩ রাত ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ।প্রিয় কবি।নিরন্তর শুভকামনা থাকলো।

১৬| ১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৫৩

আরজু পনি বলেছেন:

ভিন্নধারার পোস্ট।
প্লাসায়িত ।।

১৫ ই জুন, ২০১৩ রাত ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। সুপ্রিয় ব্লগার। অসুস্থতার কারনে ব্লগে অনিয়মিত ছিলাম।

নিরন্তর শুভকামনা থাকলো

১৭| ১৫ ই জুন, ২০১৩ রাত ১:২১

কান্ডারি অথর্ব বলেছেন:

লেখক একজন ভূ-বিজ্ঞানী কাজেই ব্যাপার গুলো উদ্ভট নয়।

কে বলেছে উদ্ভট ? আমিত বলি সত্যি কারের একটি তথ্য বহুল পোস্ট।

ভিন্নধারার পোস্টে +++++++++

১৬ ই জুন, ২০১৩ রাত ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ কান্ডারী। নিরন্তর শুভকামনা থাকলো ।

১৮| ১৫ ই জুন, ২০১৩ রাত ২:৩১

সোনালী ডানার চিল বলেছেন:
ভালোলাগা পোষ্টে +++++++++++

১৬ ই জুন, ২০১৩ রাত ১২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কবি কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১৯| ১৫ ই জুন, ২০১৩ রাত ২:৩৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লেগেছে পোস্ট।

১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টেও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২০| ১৫ ই জুন, ২০১৩ রাত ২:৫৮

নীল জানালা বলেছেন: ভূ-বিজ্ঞানী ভাই, আরো লেখেন

১৬ ই জুন, ২০১৩ ভোর ৫:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। দেখি সময় ও সুযোগমত লিখবো। ভাল থাকবেন সবসময় এ ই কামনা থাকলো ।

২১| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বহুত কিছু জানলাম। ++++++++++

১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।ব্যাপারগুলো চমক প্রদ। তাই সুপ্রিয় ব্লগারদের সঙ্গে শেয়ার করা। আরো কিছু মজাদার ব্যাপার শেয়ার করব আশা রাখি। নিরন্তর শুভকামনা থাকলো।

২২| ১৫ ই জুন, ২০১৩ রাত ৮:১১

বাংলাদেশী দালাল বলেছেন:
চমৎকার পোস্ট সেলিম ভাই।
ভালো থাকবেন।

১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো

২৩| ১৫ ই জুন, ২০১৩ রাত ৮:৪০

আদিম পুরুষ বলেছেন: এইচ এস সি উদ্ভিদ বিজ্ঞানের শেষের চ্যাপ্টারটা ছিল এই বিষয়ের উপর। পুরো ভারতীয় উপমহাদেশ নয়। শুধু দক্ষিণ ভারত আলাদা ছিল। উত্তর ভারতের কিছু অংশ আগে থেকেই ইউরেশিউয়াতে ছিল। তখন ''বাংলা'' ভূখন্ড গঠিত হয়নি। এখন হিমালয় পর্বতমালার যে চেইন আছে ঠিক ওই বরাবর একটা সাগর ছিল। ইন্ডিয়ান কন্টিনেন্ট (সাউথ) সামনের দিকে এগুতে থাকলে কালের ব্যাবধানে ওই সাগর মৃত হয় এবং ওই লাইনে দুটি কন্টিনেন্টের সংঘর্ষের ফলে হিমালয় পর্বত উত্থিত হয়। একারণে হিমালয় পর্বতমালা নবীন। এখনো এর গঠন কাজ চলছে। ষাটের দশকের দিকে কোন এক জীবাশ্মবিদ হিমালয়ের উঁচু চূড়ার কাছা কাছি জায়গা গুলোতে মাটির নিচে প্রস্তরীভূত সামুদ্রিক মাছের জীবাশ্ম পেয়েছিলেন।

১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

২৪| ১৫ ই জুন, ২০১৩ রাত ৮:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: লক্ষ্য করুন ইন্ডিয়ান প্লেট নিচে ডেবে যাচ্ছে। হিমালয় কিন্তু চিন পর্যন্ত বিস্তৃত। তাহলে আর বাকী থাকলো কি?তবে দাক্ষিনাত্য হলো শিল্ড এরিয়া। শিল্ড এরিয়া এমন জায়গা যা কখনো ই সমুদ্রের নিচে যায়নি। এটা স্ট্যাবল এড়িয়া। এইচ এস মান আসলে স্টান্ডার্ড হিসেবে মেন নিলাম না।তবে আপনার জ্ঞানের পরিধি ভাল। হাইয়ার ক্লাস এর বই গুলোতে এর সুস্পষ্ট ব্যাখ্যা পাবেন। সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ।

২৫| ১৫ ই জুন, ২০১৩ রাত ১১:৫৭

শাহ্‌রীয়ার বলেছেন: বেশ ভাল লাগলো। এরকম পোস্ট আরো দিলে ভালো হয়।

১৭ ই জুন, ২০১৩ ভোর ৬:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় এ ই কামনা থাকলো ।

২৬| ১৬ ই জুন, ২০১৩ রাত ১২:০৬

হাসান মাহবুব বলেছেন: দারুণ! এ নিয়ে আরো লিখুন।

১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো।
এনিয়ে লেখার চেষ্টা করবো তবে সবকিছু তো মজার হবে না।জটিল জিনিসপত্র এভয়েড করছি।

ভাল থাকবেন।

২৭| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নার এমন ধরনের পোষ্ট পড়তে খুব ভালো লাগে ।

১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনার এ ধরণের ব্যাপারে ব্যাপক আগ্রহ আছে জানি। তবে বিজ্ঞানের অনেক বিষয় ই নিরস। তা ই সেগুলোর অবতারণা করি না ।কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।

২৮| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:০১

ঘাসফুল বলেছেন: অসাধারন লেখা!...

১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

২৯| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১০:১৩

আরমিন বলেছেন: চমৎকার একটি পোস্ট!

প্লাসায়িত এবং প্রিয়তে।

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

৩০| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৬

চিরতার রস বলেছেন: ভুগোল আর ইতিহাস নিয়া আমার ব্যাপুক আগ্রহ। এমন পোস্ট আরো বেশি বেশি চাই সেলিম ভাই। নাইলে আপনের রক্ষা নাই। B-)) B-)) সানডে মানডে কুলুজ কৈরা দিমু।

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কি বলবো মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে ।চেষ্টা করবো। ধন্যবাদ কমেন্টে। নিরন্তর শুভকামনা ।

৩১| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫২

ইমরান আশফাক বলেছেন: ভালো লাগলো যদিও ব্যাপারটা আমরা অনেকেই ভাসা ভাসা জানতাম, এবার বাংলাদেশের ভূমি কিভাবে সমুদ্রতল থেকে উত্তোলিত হয়ে একটা ভূখন্ডে রুপ নিল সেটা ধারাবাহিকভাবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ছবিসহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.