নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

দুই ঈদের গুরুত্বপূর্ণ কাজ সমূহ জেনে রাখা ভাল।

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৮

শাওয়াল মাসের প্রথম তারিখে যে ঈদ সেটি ঈ্দুল ফিৎর। ঈদ মানে খুশি। এ ই খুশি দুই অর্থে এক আল্লাহকে খুশি করা। নিজেও খুশি থাকা।এই দিন নামায পাচ ওয়াক্তের জায়গায় ছয় ওয়াক্ত। এই দিনে সকল মুসলমান একত্রিত হয়ে শোকর আদায়ের জন্য দুই রাকাত নামায পড়া ওয়াজিব।



ঈ্দুল ফিৎর এর দিন কমবেশি ১৩ টি কাজ সুন্নত। যথাঃ-





১) শরীয়তের মধ্যে থেকে যথাসাধ্য সুসজ্জিত হওয়া ( এবং হাসি খুশি থাকা) (মাদারেজ)



২)গোসল করা



৩) মিসওয়াক করা



৪)যথা সম্ভব উত্তম কাপড় পরিধান করা।



৫)খোশবু লাগানো।



৬)সকালে অতি প্রত্যুষে বিছানা থেকে গাত্রোত্থান করা



৭)ফযরের নামাযের পরেই অতি ভোরে ঈদগাহে যাওয়া।



৮)রসুল সাঃ ইদগাহে যাওয়ার পূর্বে কয়েকটি খেজুর খেতেন। এগুলির সংখ্যা বেজোড় হতো। যেমন ,তিন,পাচ,সাত (বোখারী তিবরানী)



৯)ঈদগায়ে যাওয়ার পূর্বে ছদকায়ে ফিৎরা দান করা।



১০) ঈদের নামায মসজিদে না পড়ে ঈদগায়ে গিয়ে পড়া।(মুসলিম,বুখারী)



১১)ঈদগায়ে একরাস্তায় যাওয়া ও অন্যরাস্তায় ফিরে আসা।( বোখারী,তিরমিজী, মাদারেজ)



১২)ঈদগায়ে পায়ে হেটে যাওয়া ।(ইবনে মাজা)



১৩)ঈদগায়ে যাওয়ার সময় আস্তে আস্তে নিম্নরিখিত তকবীর বলতে বলতে যাওয়া।

আল্লহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাহু আল্লাহু আকবার ওয়াল্লিাহিল হামদ।





রাসুল সাঃ ঈ্দুল ফেতরের দিন কিছু আহার না করে বের হতেন না আর ঈ্দুল আজহার দিন না খেয়ে বের হতেন এবং ঈদের নামায ও কোরবানী সম্পন্ন না করে কিছু খেতেন না।

(তিরমিজী, ইবনে মাজা,মাদারেজুন্নবুওয়াত)





হাশরের ময়দানে ৫টি প্রশ্নের উত্তর না দিয়ে কোন ব্যক্তি স্বীয় কদম তিল পরিমান হঠাতে পারবে না তার দুইটি হলো ১) এলেম কতটুকু হাসিল করেছো ও ২) তদুনুযায়ী কতটুকু আমল করেছো।



তাই ব্যপারগুলো জেনে রাখা যেমন জরুরী তেমনি সেগুলোর উপর আমল করা জরুরী। এগুলো সরসরি রসুল সাঃ এর মোবারক অভ্যাস। তিনি ছিলেন সর্বজনীন নবী। শুধু আরব ভূখন্ডের জন্য নন। পাকিস্তান হওয়ার প্রশ্নই ওঠে না।পাকিস্তান বা জামাত ইসলামের রক্ষক নয়। জামায়েত হলো পাকিস্তানের ভ্রান্ত মওদুদী বাদের উপর প্রতিষ্ঠিত।যিনি ইসলামকে বিকৃত করার অপচেষ্টা চালিয়েছেন।



শুধু জানার নাম ইসলাম নয় মানার নাম ও ইসলাম।যরিা জানতে আগ্রহী তাদের লেখাটি ভাল লাগবে। বা অনেকেই ব্যাপারগুলো জানেন। তারপরও শেয়ার করা। ইসলাম শান্তির ধর্ম ।ফ্যাসাদ সৃষ্টি শয়তানের কাজ। যারা ঈদে কি করবেন ভেবে পাননা এটি তাদের ভাবনার খোরাক যোগাবে। আর কি করনীয় তার ব্যাপরে দিক নির্দেশনা দিবে। এই ঈদে ফেৎরা দেয়া ওয়াজিব। দানকরাকে বাধ্যতামূলক করা হয়েছে। এটি বলে দেয় এই দিনে গরীবের মুখে হাসিফোটানো তাদের সাহায্য সহযোগিতা করা সচ্ছল ব্যক্তিদের জন্য কর্তব্য।

তবে এ ব্যাপরে খুব সাবধান। লোক দেখানে কাজ আল্লাহ তায়ালার অপছন্দনীয়। আল্লাহ তায়ালা শুধু ততটুকুই কবুল করেন যা আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য করা হয়েছে। তা না হলে সমূহ বিপদ। হাশরের ময়দানে বিচার শুরুর পূ্র্বে তিন ব্যক্তিকে অধোমুখী করে জাহান্নামে ফেলা হবে।তারমধ্যে একজন ঐ্ ব্যাক্তি যিনি অনেক বড় দাতা কিন্তু এই জন্য দান করেছেন যাতে লোকে তাকে দাতা বলে্ ।তবে অন্যকে উৎসাহিত করার জন্য তা প্রচার করা দোষের কিছু নয় বরঞ্চ প্রশংসনীয়।

------------------------------------------

বিশেষ দ্রষ্টব্য অধোমুখি করে জাহান্নামে ফেলার আর একজন হবেন অনেক বড় আলেম বা জ্ঞানী যিনি জ্ঞান বিতরণ করছেন এ জন্য লোকে তাকে জ্ঞানী বলবে। জ্ঞানের পরিধিও সীমিত আমি নিজে আমালের ব্যাপরে দূর্বল। এবং আমলহীন জীবন যাপন করি।তবে এটি পড়ে যারা আমল করবেন নিসন্দেহে তারা লাভবান হবেন ।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:২১

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ তথ্য সমৃদ্ধ ঈদুল ফেতরের শুভেচ্ছা

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ধন্যবাদ অনেক । আপনাকেও ঈদুল ফেতরের শুভেচ্ছা

২| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৪

বোকামন বলেছেন:





সুন্দর পোস্ট কবি :-)
ভালো বলেছেন-
“শুধু জানার নাম ইসলাম নয় মানার নাম ও ইসলাম”
আল্লাহ আমাদের জানার ও সে অনুযায়ী আমল করার তৌফিক দিন।আমিন।

যতটুকিু জানেন ততটুকুই আমলে পরিণত করার অনুরোধ রইলো, মুসলিম ভাই হিসেবে। দোয়া রাখবেন যেন আমরাও করতে পারি।

আল্লাহ আপনার মঙ্গল করুন।
আস সালামু আলাইকুম।।

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: ১ম প্লাসে অনেক ধন্যবাদ । ওয়ালাইকুম ছালাম। আমিন ।

৩| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার , কাজের পোষ্ট !

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। যারা ব্যাপারটা জানতেআগ্রহী তাদের জন্যআমারএই পোস্টের অবতারণা। কাজে লাগলে পরিশ্রম স্বার্থক।

৪| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৩

বটের ফল বলেছেন: +++++++++++++++++

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। অনেক গুলো প্লাস পেলাম ।

৫| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ । +++

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

৬| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: আবারও একগুচ্ছ প্লাস ।ধন্যবাদ ।আসলে শ্রদ্ধাবান লভে জ্ঞান অন্যে কভু নয়।

৭| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:০৯

দি সুফি বলেছেন: অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
+++++++++++

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও এক গুচ্ছ প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

৮| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:১৪

আমিভূত বলেছেন: আল্লাহ্‌ আপনাকে উত্তম প্রতিদান দিন।

আমাদের কে ও আপনাকে আমলের সাথে জীবন জাপনের সুযোগ দিন।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: আমিন।

৯| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৫১

তন্দ্রা বিলাস বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ । ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা।

১০| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আল্লাহ আমাদেরকে জানার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।

ভালো লাগলো পোস্ট।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: আমিন । ধন্যবাদ কমেন্টে ও ভাল লাগায়।

১১| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:
আসসালামুয়ালাইকুম ভাই।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৩:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: ওয়ালাইকুম সালাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.