নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

রেখেছো বাঙালী করে

১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩১





রেখেছো বাঙালী করে মানুষ করোনি

বলেছিলেন গুরুদেব ;তার বিদ্রুপের সুরে অমূল্য সে বানী।



৭১ এর মহান বিজয়ে সেটি কি বাঙালী মিথ্যে প্রমানিত করেছিল

নতুন স্বাধীন দেশের অভ্যুদয়ে বাঙালী মানুষ হয়েছিল!

সাড়ে সাত কোটি বাঙালীরে সামনে রেখে বলেছিলেন তিনি গর্বভরে

গুরুদেব আজ তোমার সে বানী মিথ্যে হলো বাঙালী আজ মানুষ হয়েছে প্রমাণ হলো্ ।



সেই যে মানুষটি হানাদারদের কারাগার যার ছিল আসল ঠিকানা

বাংলার ছোট্ট জমিনকে বেশি ভালবেসে দেশদ্রোহীর অপবাদ জোটেছিল তার

তার কন্ঠের যাদুতে মুগ্ধ হয়েছে লক্ষকোটি স্বাধীনতাকামী মানুষ বাংলার।



যার আহবানে বাঙালী বীর হলো স্বাধীনতার সূর্যটাকে ছিনিয়ে নিল

সেই বাঙালী বোধ করি আবারও মানুষ থেকে বাঙালী হল।



যার বজ্র কন্ঠে হানাদাররা দেশ ছেড়ে পালালো

যার ডাকে সাড়া দিয়ে লাখ বাঙালী জীবন দিল

কোন এক কাকা ডাকা ভোরে

তার কন্ঠস্বর, তার বাঙালীকে মানুষ করা কাহিনী হেলায় তুচ্ছ করে

সেই নিদারুণ কাক ডাকা ভোরে

বুলেট আর বিস্ফোরণের নিষ্ঠুর খেলায় মেতে উঠে নির্মমতা

বঙ্গবন্ধু সপরিবারে বুলেট ঝাঝরা হলো ।



যে কন্ঠে স্বাধীনতার স্বাদ,

যে কন্ঠে হানাদার বধের বজ্রনিনাদ;

সেই কন্ঠ চির তরে স্তব্ধ হয়ে গেল

বাংলার মানুষগুলো বুঝি আবার বাঙালি হলো।



বঙ্গবন্ধুর মহাপ্রয়াণ হয়েছে ,

তাই বলে কি বাংলার ইতিহাস থেকে তার কীর্তি মুছে গিয়েছে ?





বাংলার মাটি কাদা জল বাংলার মানুষ বাংলাভাষা

পদ্মা মেঘনা যমুনা কৃষকের মুখের নিষ্পাপ মুখের হাসা!

রাখালীর গান ,নকশীকাঁথা ,লাল সবুজ পতাকা !

বাংলার বাতাস বাঙালীর দীর্ঘশ্বাসে সদা ধ্বণিত হয় এ কথাই

সকল ষড়যন্ত্রের মৃত্যু হলেও কীর্তিামান মরে নাই।



যেদিন বাঙালী মানুষ হবে

বঙ্গবন্ধুর দাবী সফল হবে

সে দিনের প্রতীক্ষায় সবে।





সে দিনটি আসুক;

সোনার বাংলা গড়ে বাঙালী সুখের হাওয়ায় ভাসুক।

সেই দিনটি আসুক;

পনের কোটি এদেশ বাসী মানুষের মত মাথা উঁচু করে জাগুক।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৪

ননদালীনাজ বলেছেন: মানুষ করনি --- রেখেছ বাঙ্গালী করে--:(

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: ১৫ আহস্ট বঙ্গবন্ধুর মৃত্যদিবস। সেটি স্মরণে এ কবিতার অবতারণা ।

২| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সে দিনটি আসুক;
সোনার বাংলা গড়ে বাঙালী সুখের হাওয়ায় ভাসুক।
সেই দিনটি আসুক;
পনের কোটি এদেশ বাসী মানুষের মত মাথা উঁচু করে জাগুক।


সুন্দর সেলিম ভাই।

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: দেশের দেশপ্রেমিক নাগরিক দের একান্ত কামনা দেশ সোনার মানুষে ভরে যাক।

৩| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বিশেষ শোকাবহ দিনটির স্মরণে কবিতাটা ট্রাজেডিটাকে আবারও মনে করিয়ে দিল।

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২২

সেলিম আনোয়ার বলেছেন: একটা ছবি তৈরি করেছিলাম এড করতে পারিনি। তাহলে পোস্টটি আরো ভাল হত। কমেন্টে ধন্যবাদ ।

৪| ১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৯

মাহতাব সমুদ্র বলেছেন: ++++++++++++++++++++

১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: + এ ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

+++ রইল

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। বঙ্গবন্ধু স্বাধীন দেশে ফিরে আবেগাপ্লুত হয়ে জনসমাবেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পংতির উদ্ধৃতি দিয়ে বলেছিলেন কবিগুরু আজকে আপনার কথা ভুল প্রমাণ হয়েছে। আমার বাঙালী আজ মানুষ হয়েছে। সেই বাঙালী আজকের এই দিনে কি অমানবিক ঘটনাই না ঘটালো। তারা মানুষ থেকে আবার কি কবিগুরু সেই পংতিতে ফিরে গেল? আজকে শোক প্রকাশ করছি বঙ্গবণ্ধুর জন্য।তার বিদেহী আত্নার শান্তি কামনা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.