নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

দুইটি কবিতা, একটি কবিতা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২

If love bothers You



If love bothers You, seems to be torture;

Problems exist in you; You should judge your mind;

Sincerely you should try you shall be failed beloved

Even any little negligence you can never find.



You cannot mock at love,

You cannot scold the person who call you dove.



Love is attraction,

Love is passion,

Love is devotion,

Love is a motion.



Like the Polaris star Love shows the way,

Love teaches you to say;

I love you;

Sweetest word on Earth you know.



Love doesn’t have limit

It can cross infinity, sweet;

It can touch your body even your soul,

Love is a power;

With love an angel can be captured and ruled .





ভালবাসা যদি বিব্রত করে তোমায়





ভালবাসা যদি বিব্রত করে তোমায়

বুঝে নিও সমস্যা আছে তোমার,নিজের মনকে যাচাই কর

অনেক খুজেও ব্যর্থ হবে প্রিয়তমা

সামান্য অবহেলাও তুমি খুজে পাবে না।



তুমি ভালবাসকে মুখ ভেংচাতে পারো না

যে তোমকে বলে অন্তরতমা তাকে ছুড়ে ফেল না।



ভাল বাসা হলো তীব্র আকর্ষণ

ভালবাসা আবেগোচ্ছাস

ভালবাসা হল উপাসনা

শক্তির উচ্ছাস।



ধ্রুবতারার মতন তা পথ দেখায়

ভালবাসা বলতে শেখায়

ভালবাসি তোমায়

মধুরতম শব্দ এ সুন্দর বসুন্ধরায়।



ভালবাসার নেই কোন সীমা

পাড়ি দেয় তা সীমাহীনতা,

তা ছুয়ে যায় দেহ এমনকি হৃদয়টা;

ভালবাসা অমোঘ এক শক্তি

অশরীরীকেও বশীভূত করে তা।

মন্তব্য ৪১ টি রেটিং +২/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯

বোকামন বলেছেন:





ভালবাসার নেই কোন সীমা
পাড়ি দেয় তা সীমাহীনতা,

-সুন্দর লিখেছেন কবি ! দুটোই ভালোলাগলো।

পুরনো একটি লাইন মনে পড়ছে আমার-
“ভালোবাসা কি ! প্রশ্ন করোনা বন্ধু
শুধু ভালোবেসে যাও এবং ভালোবেসে যাও” :-)

শুভকামনা রইলো কবি !

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ধন্যবাদ্ । নিরন্তর শুভকামনা ।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১২

রাধাচূড়া ফুল বলেছেন: ভাল বাসা হলো তীব্র আকর্ষণ
ভালবাসা আবেগোচ্ছাস
ভালবাসা হল উপাসনা
শক্তির উচ্ছাস

চমৎকার! ভীষন ভালো লেগেছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।রাধাচূড়া কেমন আছেন?

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪০

টুম্পা মনি বলেছেন: ভালবাসার নেই কোন সীমা
পাড়ি দেয় তা সীমাহীনতা,
তা ছুয়ে যায় দেহ এমনকি হৃদয়টা;
ভালবাসা অমোঘ এক শক্তি
অশরীরীকেও বশীভূত করে তা।


আমার এই জায়গাতে ভালো লাগসে বেশি।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ভালথাকবেন সবসময় ।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

মাক্স বলেছেন: ভালো লাগলো!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।মহান ব্লগার ম্যাক্স।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪০

একজন আরমান বলেছেন:
দারুণ। ইংরেজি কবিতা আর তার বঙ্গানুবাদ দুটোই কি আপনার লেখা?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

সেলিম আনোয়ার বলেছেন: লিখে ফেললামআরমান ভাই।আগে ইংরেজীটা লিখেছি। তারপর সেটাকে বাংলা করেছি। মেজাজ খারাপ হলে আমি ইংরেজী বলি।খুব প্রেম অনুভব করলেও। খুব বিস্মিত হলেও।এটা খুব প্রেমে পড়া থেকে লিখা।ইংরেজীটা বেশি ভাল হয়েছে।আরেকবার পড়েন।দেখবেনআবেগ বেশী ইংরেজি টাতে।

কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭

অদৃশ্য বলেছেন:


খুব ভালো লেগেছে আমার... ইং টা কি আপনারই... আর তারই বাংলা...

চমৎকার লিখা


শুভকামনা...

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

সেলিম আনোয়ার বলেছেন: এর জন্যই কবিতার কবিতার নাম ওইরকম। পড়ার পর মনে হবেএকটাই। দেখতে দেখা যাচ্ছে দুই কবিতা।আলবত আমার লেখা ।কবিতা ধার করার সময় কোথায়? চিলকে মার ঢিল কবিতা লিখলাম দেখি কেউ পড়ছে না রাগে তৎক্ষণাৎ ইংরেজীতে কবিতা লিখলাম পড়ে মনে হল ওটার বাংলা ও লিখে ফেলব। তাই করলাম। বুঝেনই তো কবিরা নিজেদের বাদশাহ মনে করে। মাইকেলের ভাষায় ........হিমাদ্রী সদৃশ আমি বনবৃক্ষ কূলস্বামী ,মেঘালোকে ওঠে শিরআকাশ ভেদীয়া।


কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার লিখেছেন !

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ অভি। কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।আশা করছি দেখা হবে শীঘ্ই।

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭

লাবনী আক্তার বলেছেন: খুব সুন্দর!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ,ডাবল ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা। ভাল থাকবেন সবসময় ।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর... ভালো লাগল :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩১

সায়েম মুন বলেছেন: কবি দেখি মাইকেল জ্যাকসন থুক্কু মাইকেল মধুসুধনকে হার মানাবেন! ইংরেজীটা আলবত ভাল হয়েছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: প্রিয় কবি ইংরেজী কবিতাটাই আগে লিখেছি।তার পর বাংলাটা লিখতে গিয়ে অবস্থা কাহিল। অনেক সময় গেছে।বাংলা করেছি কমছেকম ২০ মিনিটে ।ইংরেজী লিখতে এত সময় লাগে নি।আপনার কমেন্টে ভাল হয়েছে শুনে সতযিি ভাললাগলো আপনি যে হারে ব্লগে কাচি চালান। :P

কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪১

সেলিম আনোয়ার বলেছেন: মাইকেল মধুসুধন! অনেকের মতে তিনি রবিঠাকুরের চেয়েও প্রতিভাবান। ৫ বছরে বাংলা সাহিত্যে নতুন যুগ প্রবর্তন করে।আরেএকেবারে খাস বাঙালী যশোরের ছেলে। তাহারে হার মানালে তো ।কেপটিভ লেডি লেখা শুরু করবো কিনা?চেষ্টা করার টাইম নাই। সামহুয়ারইন বুঝলো না।বুঝলো না জানটুস।আর সবাই বুঝলোএমন কয়টা ভাগ্যবতী মেয়েআছে যারে ভালোবেসে ইংরেজীতে কবিতা লিখেছে তা প্রেমিক।

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ইংলিশটা অনেক ভাল লেগেছে। দুটো কারেকশান- Love teaches you

With love an angel can be captured and ruled.

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ধন্যবাদ।প্রথমটা ঠিক করে দিলাম। পরেরটাইচ্ছা করেই অমন করেছি। অন্তমিলের জন্য গ্রামার মানিনি।ঘটনটা হলো সাবজেক্ট অব প্যারালেলিজম মতেও ruled.দেয়া লাগে আবার গ্রমারেও তারপর ও দিলামনা। বেশি অন্যায় হবে কি?

আপনার আগমনে অনেক খুশি হয়েছি। সেই ক্ষেত্রে কবিতাটিএকটি মাইল ফলক হয়ে থাকবে। ruleআমারইচ্ছা কৃত ভুল ।ভুলগুলো করাতে দারুণ খুশি হয়েছি।

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভুলগুলো করাতে দারুণ খুশি হয়েছি, হা হা হা।

রুল রাখলে অর্থটা বুঝায় এঞ্জেল রুল করে, কিন্তু অন্তর্মিলের জন্য রুল রাখলে অসুবিধা নেই।

ভাল থাকুন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৩

সেলিম আনোয়ার বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা আদতে তো তাই। সেই রুল করে। ভাব মারছি যে আমিই ভালবাসার জোরে তাকে রুল করি। ক্যন বির পরে রুল্ডই তো বসবে।শেষ ডি তোআরউচ্চারণ হয় না। ভাবছিলাম ওপরেএকটা কমা দিব। সেদিকে ও সাপোর্ট পাইনা এই কারণে যে ওটতো মাঝের অক্ষরউহ্য করে দেয়।

কবিদের যে কি ঝামেলা সেটা কিভাবে বুঝাই

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: দু’টি কবিতা পেলাম একসাথে।
ভাষাগত ভিন্নতায় দু’রকমের আবহ সৃষ্টি হয়েছে।

দারুণ +

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় স্বর্ণা এটাতে প্রথম লাইক দিয়েছে।তাতেইএটিআমারঐতিহাসিক কবিতা।

আপনার মত বিচক্ষণ ব্লগারের ভাল লাগাতে আমার আরো ভাল লাগলো। ধন্যবাদ কমেন্টে এবং ভাল লাগায়।

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হা হা, অনেকে প্যারালেলিজমের নিয়ম মানে না। তখন অর্থটা হয় রুল করে আমি সেটাই বুঝালাম। আপনি দেখি পরিবর্তন করে ফেলেছেন! ওকে, নো মোর গ্রামারের আলোচনা।

আমি প্রথম লাইক দিয়েছি আপনি কিভাবে বুঝলেন?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৬

সেলিম আনোয়ার বলেছেন: মাত্র দুটো লাইক । তার ২য়টি মঈনুদ্দিন ভাই দিয়েছে। কবি সাইমুন লাইক দিতে পারছেনা ।পারলে সে দিত। দেখ ও আমার কোন ভুলও ধরে না।অথচ পুরো সামু বিশোধনের দায়িত্ব বোধ হয় তার।এমন ভাবে ভুল ধরে।এরে বলে ভালবাসা।

আপরি দিয়ে থাকলেআপনিই প্রথম। না দিলেও ক্ষতি কি?এক যুগ পড়ে কমেন্ট করেছেন । তাতেই তো ইতিহাস। আর লাইক দিয়ে থাকলে মহাইতিহাস।

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি দেখি নাম চেঞ্জ করে ফেলেছেন :||

আমিই দিয়েছি। শুভ কামনা।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪২

সেলিম আনোয়ার বলেছেন: তাহলে তো এটি মহাইতিহাস।অনেক ধন্যবাদ। ভালথাকবেন সবসময়।

আমার ধারণা সত্যি হয়েছে। মন খারাপ করবেন না ।একটু হাসেন। হাসি হলো গিয়ে আপনার সুস্থ থাকার ভাল থাকার মহৌষধ। মন খারাপ তার উল্টো ।

১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালবাসার নেই কোন সীমা
পাড়ি দেয় তা সীমাহীনতা,
তা ছুয়ে যায় দেহ এমনকি হৃদয়টা;
ভালবাসা অমোঘ এক শক্তি
অশরীরীকেও বশীভূত করে তা।


আমারও শেষ চারটা লাইনই সবচেয়ে ভালো লেগেছে।



শুভকামনা রইল...........

:) :) :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । আর নিরন্তর শুভকামনা +++

১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:০১

সোনালী ডানার চিল বলেছেন:
সুন্দর দুটোই, তবে বাংলাটা বেশী চমৎকার......

শুভকামনা কবি।।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ কবি। পাঠক ভোটে এখনো ইংরেজীটা এগিয়ে আছে।দেখা যাক জনমত জরিপে যেটা এগিয়ে থাকবে সেটিকেই এগিয়ে রাখবো ।

১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++

Like the Polaris star Love shows the way,
Love teaches you to say;
I love you;


এটুকু খুবই মনে ধরেছে!!


ধ্রুবতারার মতন তা পথ দেখায়
ভালবাসা বলতে শেখায়
ভালবাসি তোমায়
মধুরতম শব্দ এ সুন্দর বসুন্ধরায়।

ভালবাসার নেই কোন সীমা
পাড়ি দেয় তা সীমাহীনতা,
তা ছুয়ে যায় দেহ এমনকি হৃদয়টা;
ভালবাসা অমোঘ এক শক্তি
অশরীরীকেও বশীভূত করে তা।


বাংলাটা আরও জাদুকরী হয়েছে!!

অনেক অনেক শুভকামনা রইলো কবি!


কৃতজ্ঞতা জানবেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা। আপনার ভাললেগেছে জেনে ভাল লাগলো । ভাল থাকবেন সবসময়।

১৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯

মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লাগলো।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় মহতাব। আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।কমেন্ট ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা।

২০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ভালোবাসার জয় হোক সবসময়>....

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভালবাসা অনেক রকমের। দুই সহকর্মীর ভালবাসা,ভাইবোনের,বাবা-মার,বন্ধুর ।সব ভালবাসা ই ভাল ।খারাপের খ ও নেই এর মধ্যে। কবিতা হয়েছে কি না জানিনা..লিখার চেষ্টা করলাম আর কি? কোথায় মধূসূদন রবিঠাকুর আর কোথায় আমি।তারা কবিতা লিখে আমাদের শুগ্ধ করে গেছে আর আমি তাদের মন্ত্রে দীক্ষিত হয়ে আবোল তাবোল বকছি। আসলে কবিতা ভাল লাগে তাই জানান দেয়ার জন্য ই কবিতা লেখার বৃথা আস্ফালন।

সহমত ভালবাসার জয় হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.