নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অপসরা (সনেট)

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

অপসরা প্রিয়তমা রসের আধার।।

ভালবেসে অবশেষে কিসের নেশায়?

পরজনে বিলিয়েছো স্নেহের পরশে।।

ভিখেরী করেছো যারে মনের হরষে।।

তার প্রেম ভালবেসে কিবা যায় আসে?

রাতদিন স্বপ্নলোকে তোমায় নিয়ে যে।

রঙিন স্বপন দৃশ্যে উন্মাদ হলো সে।

ভুলে গেলে কি হে তারে?চোখের পলকে।।






অযাচিতের মতন কেন যে আপন?

নিত্য অবহেলে যাও নিজের যে জন।।

করোনা ভুল অবোধ কাছে টেনে নাও।।

ভালবেসে তোমায় যে রেখেছে হৃদয়ে।।

সুখের স্বর্গ রচো হে তার অভিসারে।।

অপসরা রূপ খনি সুখের আকরে।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯

সুমন কর বলেছেন: পড়তে বেশ লাগল। আর প্রতি লাইনে চৌদ্দ বর্ণ ঠিক আছে। ১ম প্যারাতে ৮ লাইন ও ২য় প্যারাতে ৬ লাইন। গুড...

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুমন কর ধন্যবাদ। আমাকে নিয়ে কোন মেয়ে এমনটি লিখলে তাকে ফুলেল শুভেচ্ছা দিতাম। জানি না আর কোন সৌভাগ্যবানের নামে সনেট লেখেছে কে উ কোন কালে।



শুভকামনা থাকলো ।

২| ২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: দেখি সুপ্রিয় কবিরা কি বলেন। তারপর সিদ্ধান্ত নেব।

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: প্রতিটি লা ইনও আট ও ছয় মাত্রায় ভাগ করা হয়েছে

৩| ২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

ঢাকাবাসী বলেছেন: নই আমি কবি তবু পড়ি, ভাল লাগে আপনার কবিতা।

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।

৪| ২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

এম মশিউর বলেছেন: আমার জানা মতে একটা সার্থক সনেটে অষ্টকে 'ভাবের সম্প্রসারণ' ও ষটকে 'ভাবের পরিণতি' থাকে।

আপনার প্রচেষ্টাও অনেক ভালো লেগেছে।

একটা লিখে বসে থাকলে হবে না। আরো লিখতে থাকুন। রবীন্দ্রনাথ কিন্তু 'জল পড়ে পাতা নড়ে' লিখে বসে ছিলেন না। অনেক কিছু তৈরি করেছেন। আপনিও সাহিত্যের খেলা খেলতে খেলতে দেখবেন আরো ভালো ভালো সনেট আমাদের উপহার দিয়েছেন।

ভালো থাকবেন।

২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৫| ২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
এটাই যদি আপনার প্রথম সনেট হয়ে থাকে, তাহলে বলবো অনেক ভালো লিখেছেন, এবং প্রথম সনেটেই বাজিমাত করে দিয়েছেন। সনেট যেহেতু বুঝেই লিখেছেন, আমার কমেন্টের উত্তরে এর রূপকল্পটা একটু ব্যাখ্যা করলে আমার বুঝতে আরো বেশি সহজ হবে। যেমন, অষ্টকের ‘নিয়ে যে’-এর সাথে কোন শব্দের অন্ত্যানুপ্রাস সাধিত হয়েছে তা জানতে চাই, তেমনি ষটকের ‘নাও’ ও ‘হৃদয়ে’র সাথে কোন শব্দের অন্ত্যমিল দেখিয়েছেন তা বুঝি নি।

‘রঙিন স্বপন দৃশে ।পাগল হলো সে।’ লাইনটাকে ‘রঙিন স্বপন দৃশ্যে উন্মাদ হলো সে’ লিখলে বেশি ভালো লাগে।

‘অবহেলে’ শব্দের অর্থ হলো ‘অনায়াসে’, কিন্তু আপনি বোধ হয় ‘অবহেলা করা’ বোঝাতে চেয়েছেন। এটা ভেবে দেখতে পারেন।

সব মিলিয়ে বলবো, আপনার চেষ্টা খুবই সার্থক হয়েছে। ক্রমাগত সনেট লিখতে থাকুন। শিগগিরই আপনি সনেটে খ্যাতি লাভ করবেন, আমার বিশ্বাস।

শুভ কামনা আনোয়ার ভাই।

২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কবি সনেটে অন্তমিল থাকা না থাকা নিয়ে যুক্তি তর্কের অবকাশ আছে। তাই দুই ক্ষেত্রে অন্তমিল ব্যাপারটা মানা যায় নি।


অবহেলে অবহেলা করে অর্থে ব্যবহৃত সঠিক ধরেছেন।

উন্মাদ হলো সে শব্দটি ব্যবহার করতে দ্বিধাদ্বন্দে ছিলাম। যাক আপনার পরামর্শ শিরোধার্য।


বলতে পারেন আপনার পোস্ট পড়ে উৎসাহিত আর মশিউর ভাইয়ের কবিতা পড়ে অনুপ্রণিত হয়ে লিখে ফেলেছি কবিতাটি।


প্রতম বলতে গতকালও এমন সাহসও করিনি যে সনেট লিখবো।

সনেট ব্যাপারটা আরো ক্লিয়ার হলে হয়তো লিখে ফেলবো সত্যিকারের স্বার্থক কোন সনেট। সেগুলোর উপজীব্য হবে জীবনের গান দেশপ্রেম।

অনেক ধন্যবাদ প্রিয় কবি।

৬| ২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পর্ব বিন্যাস দেখানোর জন্য ‘।’ গুলো উঠিয়ে ফেললেই মনে হয় ভালো হবে।

২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুপরামর্শ শিরোধার্য। ওটা এখনই সংশোধন করা হচ্ছে।

আবারো ধন্যবাদ কবি।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:২৬

প্রিন্স মাহমু দ বলেছেন: দারুণ ভালো লেগেছে ।

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। আর শুভকামনা।

৮| ২৩ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: যথারীতি সুন্দর কবিতা।
কবিকে শুভেচ্ছা :)

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা। ভাল থাকবেন।

৯| ২৩ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সনেট লেখার প্রচেষ্টায় দ্বিতীয় প্লাস+

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: +! দারুণ খুশি হলাম। =p~ !:#P

১০| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: বেশ হইছে সেলিম ভাই

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভাল থাকেবেন কাগজের নৌকা। :)

১১| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সনেট কিংবা কবিতার বিভিন্ন ধরন নিয়ে তেমন ভালো জ্ঞান নেই।
শুধু পড়ার আনন্দ টাই বলতে পারি।
ভালো লেগেছে।
সোনাবীজ ভাই'র মত বলতে গেলে বলবো, প্রথম প্রচেষ্টা হিসেবে প্রশংসাযোগ্য।

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ প্রিয় কবি। সেনাবীজ ভাই আর মশিউর ভইয়ের পোস্ট পড়ে সাহস করে লিখে ফেলেছি । :)

১২| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন:


কবি সনেট হয়েছে কিনা বলতে পারবো না। এই ব্যাপারে সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই বেশি পারদর্শী। উনি যখন বলছেন সনেট লিখে আপনি বেশ নাম করতে পারবেন তাহলে বেশি বেশি সনেট লিখার চেষ্টা করুণ।


আমার কাছে কবিতা ভাল লেগেছে :)

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কবি প্রচেষ্টা থাকবে। সোনাবীজ;অথবা ধুলোবালিছাই আমাকে বিশেষ স্নেহ করেন বিধায় অনুপ্রেরণা দিলেন। অগ্রজের সুপারমার্শ মানতেই হবে। আপনার ভাললেগেছে জেনে খুশি হলাম।
সনেট বিষয়ে আরও জানতে হবে পড়তে হবে। তারপর লিখবো।ভাল কিছু হলে হতেও পারে। ধন্যবাদ।

১৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:



আমিত মনে হয় চেষ্টা করলেও সনেট লিখতে পারবনা। যাই হোক সনেট সম্পর্কে যতটা জানি আপনি প্রথম প্রচেষ্টায় অনেকটা উৎরে গেছেন। আরও লিখুন। তবে আপনার সনেট পড়ে শুধু বিষাদের স্বাদ পেলাম।

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কান্ডারী বিষাদটা আমারই থাক তার জন্য আনন্দ আর শুভকামনা যেখানেই থাকুক ভাল থাকুক।

উৎরে গেছি সেটাই বড় কথা। এটা আমার লেখা প্রথম সনেট প্রচেষ্টা স্মরনীয় হয়ে থাকবে।


আর অন্যকিছু নিয়ে ভাবলে আমি কিন্তু দারুন ভাল আছি। ঈর্ষনীয় ভাল আছি।

শুভকামনা কান্ডারী।

১৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫১

মোঃ ইসহাক খান বলেছেন: সনেট লেখাকে গুরুতর কাজ বিবেচনা করি। সেটাই করে দেখালেন।

২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

সেলিম আনোয়ার বলেছেন: সনেট লেখার ক্ষুদ্র প্রয়াস মাত্র। কমেন্টে ভাল লাগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.