নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
একদিন যদি আমি দূরবিদেশ সমুদ্রজলে
ফেনা হয়ে ভাসি বসন্তরাতে -কাননে আসি নাকো
তোমাদের মাঝে ফিরে আর উল্লসিত কোলাহলে
একদিন যদি তুমি কারো হয়ে সরে দূরে থাকো।
যদি ফাগুনের আগুন ঝরা নিশীথে মনে পড়ে
ক্ষণিকের অবহেলায় কোন এক পথহারার;
যদি কোন তারা খসে পড়ে তোমাকে একা করে
ভোরের শিশির ঝরে মুক্তোর মত পদ্মপাতার।
তোমার ক্ষীরের মত দেহ,ধূসর চিবুক ,হাত
ঘুমিয়ে থাকে স্নিগ্ধ হয়ে বিম্বিসার রাতে
যদি ভাসো প্রেম জোয়ারে সৃজে রাঙা প্রভাত
যদি আমি থাকি নাকো আর কোন চক্রবাকে।
একদিন যদি আমি হই দূর আকাশের তারা
তুমি লক্ষীপেঁচা স্তব্ধ নিশীথে নির্বাক নিদ্রাহারা।
-------------------------
বিঃদ্র এটি ১৮ মাত্রার সনেট।তিমির হরণের কবি জীবনানন্দদাশের "একদিন যদি আমি" কবিতার কিছুটা মিল পাওয়া যাবে।
০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। অষ্টক ষটক এর ভাবের ব্যাপরটাআনলেএটি মুখ থুবড়ে পড়বে। মাত্রায় ঠিক আছে। হয়তোএকদিন অসাম সনেট লিখে ফেলবো। নিজের উন্নতি নিজেই বুঝতে পারছি।
০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: এখারে কখকখ কখকখ: গঘগঘ ,চ চ স্টাইল ফলো করা হয়েছে।
সনেটের ভাবে কিছুটা ব্যতিক্রম আনার প্রচেষ্টা করছি। প্রথম অষ্টকে ভাবে সপ্তম আকাশে উড্ডীন বিষয়গুলো ষটকের চতুস্কোনে এসে নেমে যাবে সমতলে। আর শেষ দুটি চরণে চলে আসবে কোন দর্শন যা টেনে দিবে ইতিরেখা। এই হলো সনেট।
শেষ চতুষ্কোণকে সমুদ্রের ঢেউয়ের মিলিয়ে যাওয়া থেকে মুক্তি দিয়ে ওখানে নতুন ভাবনার খোরাক রাখতে চাই সনেটে। যেটা হবে সেলিম আনোয়ার রেসিপি। কিছু পরিবর্তন আনতেই হবে। আধুনিকতা ব্যপারটা এমনই। অনেক আগে কবিরা যে ছক করে দিয়েছেন।সেটি শাঝে মাছে ভাঙতে না পারলে কবিতাগুলোকে সীমাবদ্ধতা পেয়ে বসবে। তাই মাঝে মাঝে মুক্তি দিবো।ওদেরও মুক্ত আলো বাতাস দরকার।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৭
উপপাদ্য বলেছেন: ভালোই লাগলো আপনার সনেট।
০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ্ । ভাল থাকবেন।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা যদি সর্বশেষ্ঠ শব্দগুলোর সর্বশ্রেষ্ঠ বিন্যাস হয়ে থাকে তাহলে সনেট কবিতার শেষ্ঠ ছন্দকারর রূপ বলতে অসুবিধা নেই। বোদ্ধা ব্যক্তি মাত্রই বুঝে ফেলবেন এর ছন্দ আর রসের স্বাদ। এগুলো হয়তো বেশিরভাগ সময় কবিদেরই ভাল লাগার হয়ে থাকবে।
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১১
মোঃ ইসহাক খান বলেছেন: আবারো সনেট।
আবারো শুভেচ্ছা রেখে গেলাম। বিশ্লেষণ না হয় না-ই হল, আনন্দটা থাক!
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
শ্যামল জাহির বলেছেন: ভাল লাগা জানবেন।
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ধন্যবাদ ।
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৯
এম এ কাশেম বলেছেন: আনোয়ার সাহেব আপনি বেশ ভালই লিখেছেন, কিন্তু শেষের দিকে গিয়ে মাত্রা গরমিল হচ্ছে , সনেট হয় কখকখ, গঘগঘ, ঙচঙচ, ছছ।
সনেটের তিনটি ধারা:-
১. পেট্রার্কান বা ইটালিয়ান সনেট: মিল: কখখক, কখখক,গঘগঘ, গঘ।
অথবা: কখখক, কখখক, গঘঙ,গঘঙ( শেষ ষস্টকে স্বাধীন বিন্যাস)
২. শেক্সপীয়রিয়ান বা ইংরেজী সনেট: মিল: কখকখ, গঘগঘ,
ঙচঙচ, ছছ।
৩. স্বতন্ত্র সনেট : মিল: কখগঘকখগ ঙচছঘঙচছ।
এই হলো সনেটে সংক্ষিপ্ত রূপ ও মিল, আপনার সনেটে মিল একটা জায়গা ছাড়া ঠিক আছে কিন্তু মাত্রা শেষের দিকে বেশ হেরফের হয়েছে।,
নীচে মিল ও মাত্রা গুণে দেখুন:
একদিন যদি আমি দূরের দেশে সমুদ্রজলে
ফেনা হয়ে ভাসি বসন্ত রাতে -কাননে আসি নাকো
তোমাদের মাঝে ফিরে আর উল্লাসিত কোলাহলে
একদিন যদি গো আমার হয়ে অপেক্ষায় থাকো;
যদি ফাগুনের আগুন ঝরা নিশীথে মনে পড়ে
ক্ষণিকের অবহেলায় কোন এক পথহারার;
যদি গো কোন তারা খসে পড়ে তোমাকে নিঃস্ব করে
ভোরের শিশির হয়ে মুক্তোর মত পদ্মপাতার।
ক্ষীরের মত দেহ,ধূসর চিবুক, সোনার হাত
দূর বিম্বিসার রাতে স্নিগ্ধ হয়ে ঘুমিয়ে থাকে
যদি ভাসো প্রেমের জোয়ারে সেজে গো রাঙা প্রভাত
যদি আমি হায়! থাকি নাকো আর কোন চক্রবাকে।
হয়ে যায় যদি আমি দূর আকাশের ধ্রুব তারা
হয়ো তবে লক্ষী পেঁচা নিশিথে নির্বাক নিদ্রাহারা।
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: ইহা চতুর্থ ধরনের সনেট্ ।সেলিম আনোয়ার'স সনেট। সেটি বলার চেষ্টা করেছি।
দূর বিম্বিসার রাতে স্নিগ্ধ হয়ে ঘুমিয়ে থাকে
এতে কত মাত্রা? মাত্রা গুণণার ও রকমফের আছে।
কমেন্টে ও সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০
ধূর্ত উঁই বলেছেন: ক্ষীরের মত দেহ,ধূসর চিবুক, সোনার হাত
দূর বিম্বিসার রাতে স্নিগ্ধ হয়ে ঘুমিয়ে থাকে দুটো লইনেই তোআঠারো মাত্রা গুণে পাচ্ছি না।
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।ওটা এম এ কাশেম সাহেবের লিখা তাইতো?
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫০
ঢাকাবাসী বলেছেন: ১৮ মাত্রার সনেট আগে মনে হয় পড়িনি (ও লাইনে এ বান্দা বড়ই দুর্বল- কাঁচা), ভাল লেগেছে। ধন্যবাদ কবি।
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: বাংলাভাষায় ১৪,১৬,১৮ মাত্রার সনেট আছে। আমার জানা মতে । অনেকের হিসেবে ১৮ মাত্রা ই বেস্ট বাংলা সনেটে। আবার মধুসূদন প্রমান করেছেণ ১৪ মাত্রাই ভাভ ফুটিয়ে তোলা সম্ভব।
৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৭
রেজা সিদ্দিক বলেছেন: ভালো লাগলো
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ+
১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫
এম এ কাশেম বলেছেন: মাত্রা কি ভাবে গুণবেন:
ক্ষীরের মত দেহ, ধূসর চিবুক, সোনার হাত
১/১/১, ১/১, ১/১, ১/১/১, ১/১/১, ১/১/১, ১/১ =১৮
দূর বিম্বিসার রাতে স্নিগ্ধ হয়ে ঘুমিয়ে থাকে
১/১, ১/১/১/১, ১/১, ১/১/১, ১/১, ১/১/১, ১/১=১৮
আপনার ২ লাইনে দেখুন:
তোমার ক্ষীরের মত দেহ, ধূসর চিবুক , হাত
১/১/১, ১/১/১, ১/১, ১/১, ১/১/১, ১/১/১, ১/১=১৮
ঘুমিয়ে থাকে স্নিগ্ধ হয়ে বিম্বিসার রাতে
১/১/১, ১/১, ১/১/১/, ১/১, ১/১/১/১, ১/১= ১৬
স্নিগ্ধ= স/নিগ/ ধ = ৩ মাত্রা
স্তব্ধ = স/তব/ধ = ৩ মাত্রা
তাহলে শেষ লাইনে হয় ১৯ মাত্রা।
ভুল বুঝবেন না , ভুল তো আমার ও হতে পারে,
ভাল থাকুন।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।
১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১
সোনালী ডানার চিল বলেছেন:
আপনার লেখা দেখে আমারও খুব সনেট লিখতে ইচ্ছে করছে!!
দারুণ হচ্ছে কিন্তু কবি!!
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় কবি।
১২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৭
অপ্রচলিত বলেছেন: একদিন যদি আমি হই দূর আকাশের তারা
তুমি লক্ষীপেঁচা স্তব্ধ নিশীথে নির্বাক নিদ্রাহারা
এই দুটি লাইন মনে গেঁথে গেল। বিশ্লেষণে যাচ্ছি না, সনেটে ভালো লাগা রেখে গেলাম।
১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমে ন্টে ও পাঠে অনেক ধন্যবাদ অপ্রচলিত ।
১৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভাল থাকবেন। সবসময় ।
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
সেলিম ভাই চলুক সনেট। আপনার সনেটগুলো বেশ হচ্ছে।