নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
স্বাধীনতার চেতনা খুঁজি আমি রাতের আঁধারে
খোলা আঁকাশের নিচে দাঁড়িয়ে দূর আঁকাশে তাকিয়ে,
রাতের তারা গুলোকে স্বাধীনতা মনে হয়, ইচ্ছে মতন জ্বলছে আর নিভছে।
স্বাধীনতা ভাবি নদীর পথচলা কেমন এঁকে বেঁকে চলছে
থামছেনা কখনো হেলে দুলে চলছে তো চলছে।
স্বাধীনতা মনে হয় বর্ষার বারিধারা অবিরাম ঝরছে,
রিমঝিম রিমঝিম টাপুর টুপুর বৃষ্টির সুর বাজছে।
স্বাধীনতার চেতনা বলগাহীন ঘোড়া নয়, নয় ছন্নছাড়া জীবন
স্বাধীনতা দারুণ সুসঙ্গত প্রাণখুলে সত্য কথন।
স্বাধীনতার চেতনা ব্যবসার পণ্য নয়
ফেরি করে বেড়াবে কোন চেতনার ফেরিওয়ালা।
স্বাধীনতার চেতনা কোন বিকৃত রুচি নয় দারুণ অর্থবহতা
স্বাধীনতা বাস করে কৃষকের বুকে , নয় কোন মূর্খতা ।
স্বাধীনতা স্বাধীন উপলব্ধি যা স্বাধীনতা লাভ করেছে একাত্তরে,
স্বাধীনতার চেতনা ঘিরে আজ গজিয়েছে কত পরিকল্পনা ভরদুপুরে!
স্বাধীনতা পরিকল্পনা নয় পরিকল্পনা ছাড়া পূর্ণিমার চাঁদ রাত দুপুরে।
তাই স্বাধীনতার চেতনা খুঁজি আমি রাতের আঁধারে মুক্ত হাওয়ায়
পরম মমতায় বুকের ভিতরে ঘোর বর্ষার আষাঢ়ে নিজেকে ফিরে পাওয়ায়।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: স্বাধীনতা আমার কাছে অনুভব করার মতন ব্যাপার। ভালবাসার মতন।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩
ঢাকাবাসী বলেছেন: চেতনা। ভাল।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৪
আমিই মিসিরআলি বলেছেন: ভালো লাগলো কবি
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। ডিসেম্বর বিজয়ের মাস। ভাবলাম স্বাধীনতার চেতনা দিয়ে শেষ করা উচিৎ বছর।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৭
সুমন কর বলেছেন: কবি, ভালো লাগল।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার !! ভীষণ ভাল লাগলো
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ আপু। নিজেকে স্বাধীন দেশের নাগরিক বলে ভাবতে ভালবাসি। উপভোগ করি স্বাধীনতা। তাই এমন উপলব্ধি হলো।
৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪
মোঃ ইসহাক খান বলেছেন: বেশ মাইল্ড কবিতা। ডিসেম্বরে অনেক দেশপ্রেমের পোস্ট আসছে।
কবিতায় শুভেচ্ছা রইলো।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভকামনা সুপ্রিয় গল্পকার।স্বাধীনতার চেতনা জাগ্রত হোক।
৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬
তাসজিদ বলেছেন: মাস্টার পিস।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: ক্ষুদ্র মানষের স্বাধীনতার উপলব্ধি মাত্র। ভাল লেগেছে জেনে খুশি হলাম।
৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯
অদৃশ্য বলেছেন:
চমৎকার হয়েছে লিখাটি...
শুভকামনা...
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কবি। আপনার প্রশংসায় ধন্য হলাম।ভাল থাকবেন সবসময়।
৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯
ৎঁৎঁৎঁ বলেছেন: রাতের তারা গুলোকে স্বাধীনতা মনে হয়, ইচ্ছে মতন জ্বলছে আর নিভছে।
স্বাধীনতার কবিতায় ভালো লাগা রইলো!
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ্ ।কবি। আপনার ব্লগ ডে আয়োজন সবার মতো আমারও মন কেড়েছে। একদিন সুযোগ হলো যাবো আনন্দ নিকেতনে।
১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৭
হাবিবএফটিজি বলেছেন: ভাই মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল কেউ বুঝিয়ে বলবেন please.
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনা ছিল স্বাধীনতা।আর স্বাধীনতার চেতনা ব্যাপক।ভাল থাকবেন। সবসময়।
১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭
চরেহোগলা/৭১.নির্ভীক সবসময় বলেছেন:
স্বাধীনতার চেতনা খুঁজে লাভ কি? পথে ঘাঁটে কত চেতনার ফেরিওলা আছে একটু চেতনা কিনে নিলেই হয়>>
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১
সেলিম আনোয়ার বলেছেন: খারাপ বলেন নি।চেতনা এখন বিক্রি হয়। বিক্রিত চেতনা। হয়তো কিনতেও পাওয়া যায়।স্বাধীনভাবে শুধু মাত্র সত্যিকারের চেতনা মিলে।৭১ এ আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিলেন বলেই এত সহজে বাংলায় কবিতা লিখে ফেলছি।
ধন্যবাদ ।
১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০
চরেহোগলা/৭১.নির্ভীক সবসময় বলেছেন: "স্বাধীনতার চেতনা খুঁজি আমি রাতের আঁধারে" স্বাধীনতার চেতনা খুঁজে লাভ কি? পথে ঘাঁটে কত চেতনার ফেরিওলা আছে একটু চেতনা কিনে নিলেই হয়>>
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
সেলিম আনোয়ার বলেছেন: স্বাধীনতা রাতের আধারে দিনের বেলায় খুঁজা যায়। অনেকে বিয়ে করাকে পরাধীনতা ভাবেন আমি তো বলি বিয়ে করেই একজন মানুষ পরিপূর্ণ স্বাধীনতা লাভ করতে পারে।
অন্য প্রসঙ্গে যেতে হলো সরি।
কেনা চেতনা দিয়ে কিছু হবে না। ভীতর থেকে উপলব্ধি জাগ্রত হলেই সেটা হবে প্রকৃত চেতনা।
১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পাঠক১৯৭১ বলেছেন: হাউকাউ কবিতা হয়েছে, স্বাধীনতাকে অনুভব করার মতো কিছুই নেই!
আপনার মন্তব্যের ধরন ও বক্তব্য কিঞ্চিৎ উদ্ভট, স্যরি আই এম নট হেটিং অর এনিথিং।
সুন্দর কবিতা সেলিম সাহেব। শুভকামনা!
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
সেলিম আনোয়ার বলেছেন: স্বাধীনতার চেতনা বুকে ধারণ করেছি। ঐ জায়গায় কোন বিকৃতি সহ্য করবে না স্বাধীন নাগরিগ যাদের দেশ প্রেম আছে। যারা বাংলাদেশের মানুষ তারা বুক ভরে নিজের স্বাধীনতার কথা বলবে। কেউ বিপক্ষে বললে তার ক্ষমা নাই। অনেকের দেশ প্রেমের অভাব আছে আমাদের ব্লগারদের দায়িত্ব আছে দেশ প্রেম নিয়ে বলার।তাহলে একদিন সবার সত্য উপলব্ধি হবে স্বাধীনতার চেতনা।
কমেন্টে অনেক ধন্যবাদ ।
১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩১
মুশে হক বলেছেন: স্বাধীনতার চেতনা বিমূর্ত অনুভূতি হতে পারে। কিন্তু আমাদের স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনায় মূর্ত। ১৯৭২ সালের সংবিধানের ১ম, ২য় ও ত য় ভাগের অনুচ্ছেদ ৭ থেকে অনুচ্ছেদ ৪৭ এ যে কাঙ্খিত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা দেয়া হয়েছে সেটাই মুক্তিযুদ্ধের চেতনার সমাজ ও রাষ্ট্র। যা বাস্তবায়ন করা আমাদের সবার কর্তব্য।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্ট। ধন্যবাদ।
১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৭
HHH বলেছেন: চেতনা এখন শাহাবাগের মোড়ে
নর্তকীর দেহে সুঢৌল ভাজে
নির্লজ্জের মত নগ্ন সাজে
উন্মাতাল ধোঁয়ায় উড়ে চলে যায়
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০২
সেলিম আনোয়ার বলেছেন: স্বাধীনতার চেতনাকে শাহবাগে বন্দী করা যাবে না। তবে শাহবাগ কিছুটা হলেও স্বাধীনতার চেতনা জাগ্রত করেছে। নগ্নতায় স্বাধীনতা নেই। স্বাধীনতা কৃষকের বুকে লিখা ।
১৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৭
সোজা কথা বলেছেন: কবিতা অনেক ভালো লেগেছে।
২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ভাল লাগা ।
১৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “স্বাধীনতার চেতনা ব্যবসার পণ্য নয়
ফেরি করে বেড়াবে কোন চেতনার ফেরিওয়ালা।”
২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৩
পাঠক১৯৭১ বলেছেন: হাউকাউ কবিতা হয়েছে, স্বাধীনতাকে অনুভব করার মতো কিছুই নেই!