নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

Selimanwar27@yahoo.com Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ভেবেছিলাম একটা কবিতা হবে সুন্দর

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৫





ভেবেছিলাম একটা কবিতা হবে সুন্দর,

প্রতিটি বর্ণে প্রাণ হবে কিশোরীর মতন;

ছন্দে বেহালার সুর যেন বাজে সুমধুর,

তাল হবে লয় হবে বাদ্যের অনুরনন।

কবিতা হয় না আর কীসের যেন অভাব?

প্রতি ধ্বনি নিরেট জড় হয়ে মরার মত-

জট লেগে যায় অর্থে শব্দে নিত্য অবিরত

ছন্দপতন, ছায়ার মতন ,নিত্য স্বভাব।



কবিতা প্রাণবন্ত হতে হয় যেন দূরন্ত;

এক সত্ত্বা হৃদয়ে ধ্বনিত হয় বারবার,

বিশুদ্ধ প্রেম যেথায় মিলে মিশে একাকার,

অপ্রাপ্তিরা ফেরারী হয় যেথা প্রেম অনন্ত।

যদি হারিয়ে যাই প্রিয়তা দূর অজানায়,

সেদিন কাব্যচ্ছলে কভু কি খুঁজবে আমায়?

মন্তব্য ৪৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আহারে ;)

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা । :#>

২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে সেলিম ভাই !

একমাত্র আপনার কবিতায় দেখলাম পড়ার আগেই পাঠক জেনে যায় সে সনেট পড়তে যাচ্ছে ,
মাথার ভিতরে মাত্রার অংক নিয়ে চলে আসে !
এভাবে মনে হয় সনেটের স্বাধ টা ঠিক মধুর থাকেনা মনে হয় আর কি !
শুভেচ্ছা জানবেন !

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় স্বপ্নবাজ অভি

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: এক কথায় ফ্যান্টাস্টিক ! কবিতার তাল ছন্দ টা অনেক ভাল লাগল ।
ভাল থাকুন সেলিম ভাই :)
শুভকামনা রইল ।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। মাহমুদ। ভাল থাকবেন সবসময় ।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬

মামুন রশিদ বলেছেন: চমৎকার! খুব ভালো লাগলো ।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ মামুন রশিদ ভাই। :)

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০২

সুমন কর বলেছেন: ভাল হয়েছে। ;)

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় সুমন কর ।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৯

বেলা শেষে বলেছেন: good sonet, expert writing style, good rithom, touchable Feeling,
সেলিম আনোয়ার Brother Respect & Salam to you.

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার কমেন্টে । ভাল থাকবেন সবসময় ।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:



সেলিম ভাই দারুণ লাগল কবিতাটা। +++++++++ অবশ্যই।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।এটিএকটি ১৬ মাত্রার সনেট। ভাললাগাতে খুশি হলাম ।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

দুর্দান্ত কবিতা!
একরাশ ভাললাগা কবি।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৩

জেরিফ বলেছেন: বিশুদ্ধ প্রেম যেথায় মিলে মিশে একাকার,
অপ্রাপ্তিরা ফেরারী হয় যেথা প্রেম অনন্ত।

অনেক ভালো লাগলো :)

আমি অপ্রাপ্তিদের দলে তাই মনটা খারাপ হয়েছে ,এখানে আপনার কিছু করার নেই , বরং আপনি স্বার্থক যে কারো মনে সাড়া ফেলতে পেরেছেন ।

শুভ কামনা রইল :)

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সারা মানে । দিশেহারা করে ফেলেছি। অনেক বড় কবিতা লিখেছেন।বনলতাকে নিয়ে একটা । সুরহ্জণাকে নিয়েএকটা।কবিতা যদি হয়ে থাকে।তাহলে প্রতি কবিতা যে তার হৃদয়ে ক্ষুদিত হয়ে থাকবেএতে সন্দেহ কোন সন্দেহ নাই।

তারপর আবার সনেট যেই সেই ব্যাপার নয় । এবার ফুল আমি পাবোই। :P

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩১

উদাস কিশোর বলেছেন: দারুন লেগেছে কবি !
:)

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।ব্লগে সুস্বাগতম ।

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯

এম মশিউর বলেছেন: যদি হারিয়ে যাই প্রিয়তা দূর অজানায়,
সেদিন কাব্যচ্ছলে কভু কি খুঁজবে আমায়?



দারুণ লেগেছে। ছন্দের নিয়ম কড়ায়-গন্ডায় হিসেব করে লিখেছেন দেখছি। ;)

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।গতকাল কমেন্ট রেডি করেছি আর সে ই সময়ে কারেন্ট চলে গেল। হতভাগ্য আমার। ভাল থাকবেন। :)

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৪

অনাহূত বলেছেন:
ভাল্লাগেনাই। গুলি করলে করেন।

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪২

সেলিম আনোয়ার বলেছেন: আপনার জন্য গুলি। গুলি খান । লুল সম্রাটের কবিতা পছন্দ হয় না ।লুল পর্টি ক্ষেমতায় ।বুঝেন না । ;)

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৫

রুপম শাহরিয়ার বলেছেন: এই পর্যন্ত ৩টা সনেট পড়ছি। প্রথম ২টা মাইকেল মধুসূদন দত্তের। আর তৃতীয়টা আমাদের সেলিম আনোয়ার ভাইয়ের।

ভালো লাগছে।

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: এটা একটা সনেট প্রচেষ্টা মাত্র।

কবিতা পড়াতে খুশি হয়েছি।

ভাল থাকবেন। :)

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতায় চরম ভাল লাগা রেখে গেলাম

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪০

সেলিম আনোয়ার বলেছেন: @অনাহুত ঠা ঠা ঠা X( :P

১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

একজন আরমান বলেছেন:
কবিতা তো হল কিন্তু কিছু প্রশ্ন রেখে গেলো !

শুভকামনা কবি।

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৩

সেলিম আনোয়ার বলেছেন: প্রশ্নটা গুরুত্বপূর্ণ। হয়তো সবার মনেই সেই প্রশ্নটি ঘুরে বেড়ায় ।

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৭

ভিয়েনাস বলেছেন: ভেবেছিলাম একটা কবিতা হবে সুন্দর,
প্রতিটি বর্ণে প্রাণ হবে কিশোরীর মতন;
ছন্দে বেহালার সুর যেন বাজে সুমধুর,
তাল হবে লয় হবে বাদ্যের অনুরনন .....


ছন্দ লয়ে প্রানবন্ত একটা কবিতা হয়েছে ব্রো।

ভালো লাগা রইলো।

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেমেন্ট ধন্যবাদ ভিয়েনাস। ভাল থাকবেন সবসময় ।

১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালো লাগলো

প্রথম অংশটা বেশি ভালো লাগলো

শুভ কামনা

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ কাগজের নৌকা (রাসেল হোসেন)সবসময় সঙ্গে থাকার জন্য ।

১৯| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:০১

অনাহূত বলেছেন: (চিৎ হইয়া পইড়া বিড়ি টানাই ইমো হবে)

প্লাস্টিকের কার্তুজে মানুষ মড়ে নাকি?

১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনারে তো মারবার চাই নাই। গুলি করতে কইছেন করলাম। দুইজনের নিরাপত্তার কথা ভেবে প্লাস্টিকের কার্তুজে করলাম।

গুলি ছোড়া হইলো মাগার অনাহূতও মরলো না আর আমার উপর এটেম টু মার্ডার এলজাম ও দেয়া গেল না ।

২০| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:০২

অনাহূত বলেছেন: (চিৎ হইয়া পইড়া বিড়ি টানার ইমো হবে)

প্লাস্টিকের কার্তুজে মানুষ মরে নাকি?

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: মরে মরে। কেউ উহাকে ভুলে আসলটা মনে করলে মরে।হার্ট ফেল করে মরার চান্সআছে । ;)

২১| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রাণবন্ত হতে হয় যেন দূরন্ত

এইটা কিরকম দুরন্ত?
দুরন্ত আর প্রাণবন্তের বিস্তারিত জানতে চাই।

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: দিলেন ঝামেলায় ফেলে। ঐ জায়গাটা নিয়ে চিন্তাআমিও করেছি।


সন্তুষ জনক সমাধান মিলেনি ।

কবিতাতে দ্বৈত শব্দের ব্যবহারও প্রচুরআছে।


দূরন্ত কিন্তু গতির সঙ্গে সম্পর্কিত। আর প্রাণবন্ত তা নয়। কিন্তু দুটোই উদ্যম চঞ্চল বোঝায়। সেই অর্থে।

বিজ্ঞানের ভাষায় কোন বস্তুর সরণ বা মুভমেন্টকে কাজ বলা হয়। সেটাএক তোলা বস্তু সরালেও।

কিন্তু ৫০০টন বস্তুকে অনেক শক্তি দিয়ে ঠেলে তা না সরলে কাজ হবে না ।


তাই প্রাণবন্ত যদি কাজ করে ফেলে গতির সঞ্চার করে তাহলে সে দূরন্ত।

আপনার কমেন্ট অনেক ধন্যবাদ । ভাল থাকবেন ।

২২| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৭

মায়াবী ছায়া বলেছেন: খুব সুন্দর ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।শুভকামনা থাকলো

২৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৮

পাঠক১৯৭১ বলেছেন: ১৪ লাইন থাকলেই কি 'সনেট' হয়?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন: না ১৪ লাইন থাকলে সনেট হয়না। কমেন্টে ধন্যবাদ।

২৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১১

পাঠক১৯৭১ বলেছেন: কবিতাটি কবিতা নিয়ে; মনের মাঝে কবিতার উপস্হিতি মানুষর জীবনকে অর্থময় করার জন্য, ভালো!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কোন সন্দেহ নেই পাঠক১৯৭১। মনের মানুষকে কিন্তু কবিতা বলা যায়।

সুন্দর কমেন্টে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.